|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
চিরদিন তোমার আকাশ
তোমার বাতাস
আমার প্রাণে,
ওমা আমার প্রাণে বাজায় বাঁশী।
ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে
মরি হায়
হায় রে ওমা
ফাগুনে তোর আমার বনে ঘ্রানে পাগল করে ।
ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে
কি দেখেছি
আমি কি দেখেছি মধুর হাসি
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
কি শোভা কি ছায়া গো
কি স্নেহ কি মায়া গো
কি আঁচল বিছায়েছ বটের মূলে
নদীর কূলে কূলে
মা তোর মুখের বাণী
আমার কানে লাগে সুধার মতো
মরি হায় , হায় রে মা তোর
মুখের  বাণী
আমার কানে লাগে সুধার মতো
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ওমা আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা আমি তোমায় ভালবাসি ।
 
সুরকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।
গীতিকারঃ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
'জীবন থেকে নেয়া' সিনেমায় এ গানটির ব্যবহার করাহয়। তখনো কিন্তু আমাদের জাতীয় সংগীত হয়নি এটি। 
 ১৮ টি
    	১৮ টি    	 +০/-০
    	+০/-০২|  ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:২৩
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪  রাত ১০:২৩
তারছেড়া লিমন বলেছেন: শুভকামনা রইল.............
  ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১১:২০
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪  সকাল ১১:২০
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৩|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:১০
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:১০
রাজিব বলেছেন: যার বা যাদের মাথা থেকে এ গানটি জাতীয় সংগীত করার চিন্তা বের হয়েছিল এবং যারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন তাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা। 
আমার সবচেয়ে প্রিয় গান আমার সোনার বাংলা। সবচেয়ে ভাল লেগেছিল 'জীবন থেকে নেয়া' সিনেমায় এ গানটির ব্যবহার। তখনো কিন্তু আমাদের জাতীয় সংগীত হয়নি এটি। 
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৩০
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৩০
লিরিকস বলেছেন: 'জীবন থেকে নেয়া' সিনেমায় এ গানটির ব্যবহার। তখনো কিন্তু আমাদের জাতীয় সংগীত হয়নি এটি। 
চমৎকার তথ্যটি জানা ছিল না।
মন্তব্যে মুগ্ধ। 
আমি গানের সাথে কিছু টিকা টিপ্পনী দিতে চাই, যেগুলো পোস্ট গুলোকে আরো সমৃদ্ধ করবে। 
আপনার এই লাইন টি আ্যড করে দিলাম।
খুব ভালো লাগছে আপনার মন্তব্য গুলি পেয়ে। 
৪|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৩৯
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৩৯
রাজিব বলেছেন: জীবন থেকে নেয়া ছবিটি মুক্তি পায় ১০ এপ্রিল ১৯৭০
Click This Link
আর আমার সোনার বাংলা গানটিকে জাতীয় সংগীত ১৯৭১ সালে। উইকিপিডিয়া থেকেঃ
যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত
১৯৭১ খ্রিস্টাব্দের ১ মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। পরে ৩ মার্চ তারিখে ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত ইশতেহারে এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। ১৯৭১ খ্রিস্টাব্দের এপ্রিল ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়।
Click This Link
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫০
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫০
লিরিকস বলেছেন: আপনার প্রতি শ্রদ্ধা রইল।
৫|  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫২
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১২:৫২
রাজিব বলেছেন: আরেকটি কথা হল, এ গানটির মূল সুর বাউল শিল্পী গগন হরকরা'র একটি গান থেকে নেন রবীন্দ্রনাথ থাকুরঃ 
" রবীন্দ্রনাথ তাঁর গুণমুগ্ধ ছিলেন রবীন্দ্রনাথের যে তোমায় ছাড়ে ছাড়ুক ও আমার সোনার বাংলা গানদুটি, গগন হরকরার যথাক্রমে ও মন অসাড় মায়ায় ভুলে রবে ও আমি কোথায় পাব তারে গানদুটির সুর ভেঙে রচিত হয়।"
Click This Link
আমি কোথায় পাব তারে গানটির ভিডিও লিংকঃ 
  ০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:০৪
০৬ ই জুলাই, ২০১৪  রাত ১:০৪
লিরিকস বলেছেন: এটা নিয়ে আমি একটা প্রতিবেদন দেখেছিলাম বেশ আগে।
মনে করিয়ে দিলেন।
চমৎকার।
চমৎকার।
চমৎকার।
৬|  ২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:১৭
২৬ শে জুলাই, ২০১৪  রাত ৮:১৭
দুঃখ বিলাস বলেছেন: আমি তোমায় ভালোবাসি।
  ০৪ ঠা আগস্ট, ২০১৪  দুপুর ১:২২
০৪ ঠা আগস্ট, ২০১৪  দুপুর ১:২২
লিরিকস বলেছেন: আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।
৭|  ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৪
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৫৪
মনিরুল হাসান বলেছেন: জাতীয় সংগীতের লিরিকে মোটেও ভুল আশা করিনি।  বানান, শব্দ ও বিরাম চিহ্নের ভুল:
"চিরদিন তোমার আকাশ ।।
তোমার বাতাস
আমার প্রানে
ওমা আমার প্রানে বাজায় বাঁশী" - এটা হবে =
"চিরদিন তোমার আকাশ 
তোমার বাতাস
আমার প্রাণে,
ওমা আমার প্রাণে বাজায় বাঁশী।"
"ওমা ফাগুনে তোর আমার বনে ঘ্রানে ...." - এটা হবে =
"ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে ...." 
"ওমা অগ্রানে তোর ভরা খেতে ....." - এটা হবে =
"ওমা অঘ্রাণে তোর ভরা ক্ষেতে......." 
"আমি তোমায় ভালবভাসি।" - এটা হবে =
"আমি তোমায় ভালবাসি।"
"কি আঁচল বিছায়েছ বটের মুলে....." - এটা হবে =
"কী আঁচল বিছায়েছ বটের মূলে...." 
"মা তোর মুখের বানী ....." - এটা হবে =
"মা তোর মুখের বাণী" 
"ওমা আমি নয়ন জ্বলে ভাসি...." - এটা হবে =
"ওমা আমি নয়ন জলে ভাসি....."। 
গানগুলো কি 'বাংলাসংলিরিক' ওয়েবসাইট থেকে কপি করা? কারণ ঐ ওয়েবসাইটে আর এই ব্লগে পাবলিশ করা লিরিকসে হুবুহু একই ভুল। 
"ওমা ফাগুনে তোর আমার বনে....."
"ওমা অগ্রানে তোর ভরা খেতে....." - এই ভুল দু'টো দেখে হাসি আসলো। 
  ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:১৪
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:১৪
লিরিকস বলেছেন: ছিঃ ছিঃ খুব খারাপ।
 
কপি হতে পারে, এপ্রিলের মাঝামাঝি পযন্ত একটু ঝামেলা থাকতে পারে, এমনকি ইউটিউবের লিংক নিয়ে ঝামেলা ছিল, আতিক ভাইয়া (গানচিল) ওটা নিয়ে হেল্প করেছেন। 
আপনারা সাথে থাকলে সব ঠিক থাকবে।
৮|  ১০ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৫৭
১০ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ১০:৫৭
অপূর্ণ রায়হান বলেছেন: লিরিকস এর প্রথম পোষ্টে হাজিরা দিয়া গেলাম  
 
পড়ে যাতে বলতে পারি, আমি লিরিকস কে সেই প্রথম পোস্ট থেকেই চিনতাম  
 
শুভকামনা  
 
  ১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৪৫
১২ ই ডিসেম্বর, ২০১৪  সকাল ৯:৪৫
লিরিকস বলেছেন:   
   
   
   
   
   
   
 
৯|  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৪
২৯ শে ডিসেম্বর, ২০১৪  বিকাল ৫:৩৪
পাজল্ড ডক বলেছেন:   
 
  ২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৮
২৯ শে ডিসেম্বর, ২০১৪  রাত ৯:৩৮
লিরিকস বলেছেন:  
  
  
  
  
  
 
১০|  ০৭ ই জানুয়ারি, ২০১৫  সকাল ১১:৪২
০৭ ই জানুয়ারি, ২০১৫  সকাল ১১:৪২
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম পোষ্টে এখন পর্যন্ত শেষ কমেন্ট দাতা
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:০০
১৩ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:০০
লিরিকস বলেছেন: জাতীয় সংগীত দিয়ে শুরু করলাম।