নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

রানার (রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে)- হেমন্ত মুখোপাধ্যায়

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯





(রানার গ্রামের ডাক হরকরা

রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের

খবরের বোঝা বয়ে সে পৌছে দেয় দোরে দোরে

কিন্তু তার খবর কে রাখে)



রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে

রানার চলেছে খবরের বোঝা হাতে,

রানার রানার চলেছে,রানার!

রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার।

দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, রানার

কাজ নিয়েছে সে নতুন খবর আনার।।



রানার! রানার!

জানা-অজানার

বোঝা আজ তার কাঁধে,

বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে।



রানার চলেছে, বুঝি ভোর হয় হয়।



আরো জোরে, আরো জোরে, হে রানার দুর্বার দুর্জয়

তার জীবনের স্বপ্নের মত পিছে সরে যায় বন,

আরো পথ,আরো পথ-বুঝি হয় লাল ও-পূর্ব কোণ



অবাক রাতের তারারা আকাশে মিট্ মিট্ করে চায়;

কেমন করে এ রানার সবেগে হরিণের মত যায়।



কত গ্রাম, কত পথ যায় সরে সরে

শহরে রানার যাবেই পৌঁছে ভোরে।



হাতে লন্ঠন করে ঠন্ ঠন্, জোনাকিরা দেয় আলো

মাভৈঃ; রানার! এখনো রাতের কালো।



এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে,

পৃথিবীর বোঝা ক্ষুধিত রানার পৌঁছে দিয়েছে মেলে

ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে

জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে

অনেক দুঃখে, বহু বেদনায়, অভিমানে, অনুরাগে,

ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে



রানার! রানার!

এ বোঝা টানার দিন কবে শেষ হবে?

রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে?

ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া,

পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া,



রাত নির্জন, পথে কত ভয়, তবুও রানার ছোটে,

দস্যুর ভয়, তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে।



কত চিঠি লেখে লোকে-

কত সুখে, প্রেমে, আবেগে, স্মৃতিতে, কত দুঃখে ও শোকে।



এর দুঃখের চিঠি পড়বেনা জানি কেউ কোন দিনও

এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ।



এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে

এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে



দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি-

এ-কে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি।



রানার! রানার! কি হবে এ বোঝা বয়ে?

কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে? ।।



রানার! রানার! ভোর তো হয়েছে-আকাশ হয়েছে লাল

আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল? ।।



রানার! গ্রামের রানার!

সময় হয়েছে নতুন খবর আনার

রানার, রানার……।













শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

সুরকারঃ সলিল চৌধুরী

গীতিকারঃ সুকান্ত ভট্টাচার্য

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৭

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।

০৩ রা আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

লিরিকস বলেছেন: সত্যই আমি ভাবছিলাম আপনার ভালো লাগবে।

ধন্যবাদ ভাইয়া।

২| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এক সময় বাবা শুনতেন খুব এই গানটা।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭

লিরিকস বলেছেন: বড় রা এখনো এই গান শোনেন।

৩| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬

রাজিব বলেছেন: শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সুকান্ত ভট্টাচার্য

কি কম্বিনেশন। আসলেই ভাল কিছু করতে হলে কিছু ভাল ও দক্ষ মানুষের একত্রিত হওয়া প্রয়োজন। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে খারাপ মানুষেরা এক হয়ে অনেক কিছুই আদায় করে নিতে পারে। কিন্তু ভাল মানুষেরা এক হয়ে কিছু করতে পারে না। দারুণ গান। হেমন্ত আমার সবসময় প্রিয়। সুকান্তের অন্যতম সেরা কবিতা এটি। অনেক ধন্যবাদ গানটির জন্য।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৭

লিরিকস বলেছেন: আসলেই।

খুব সুন্দর মন্তব্য ভাইয়া।


ভালো থাকবেন।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৫

এ কে এম রেজাউল করিম বলেছেন:
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়

সুরকারঃ সলিল চৌধুরী

গীতিকারঃ সুকান্ত ভট্টাচার্য


বাংগলা ভাষার এমন বান্দব আর কি পাবো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.