নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
মেঘের 'পরে মেঘ জমেছে, আঁধার করে আসে।
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে।
কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে,
আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥
তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা,
কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।
দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি,
পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে॥
শিল্পীঃ লোপামুদ্রা মিত্র
সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর
রাগ: মিশ্র সাহানা
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দিনেন্দ্রনাথ ঠাকুর, ভীমরাও শাস্ত্রী, এ. এ. বাকে
০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪
লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৭
অঘটনঘটনপটীয়সী বলেছেন: কত রবীন্দ্র সংগীত যে শোনা বাকি এই জীবনে!
১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৬
লিরিকস বলেছেন: আমিও খুব বেশি শুনিনি।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
পিলাচ +++