নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে - রবীন্দ্র সংগীত

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০





তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে,

তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥



কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে

চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।

আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥



লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা,

বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা--

এল আমার ক্লান্ত হাতে ফুল-ঝরানো শীতের রাতে

কুহেলিকায় মন্থর কোন্‌ মৌন সমীরণে।

তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥















শিল্পীঃ শ্রাবণী সেন

সুরকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর

গীতিকারঃ রবীন্দ্রনাথ ঠাকুর



রাগ: ভীমপলশ্রী-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ কার্তিক, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ নভেম্বর, ১৯২৭

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

মামুন রশিদ বলেছেন: আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে..

প্রয়ান দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধান্জলি ।

০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৯

লিরিকস বলেছেন: প্রয়ান দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধান্জলি ।


অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


পিলাচ +

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১২

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৩| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:



কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥




প্রয়ান দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধান্জলি ।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৯

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৪| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৭

রাজিব বলেছেন: রবিন্দ্রনাথের কাছে আমাদের ঋণ অনেক। তিনি আমাদের শেক্সপিয়ার, তিনি আমাদের হোমার, দান্তে, হাফেজ কিংবা মিল্টন। বাংলা সাহিত্যের প্রায় প্রতিটি শাঁখাতেই তিনি হাত দিয়েছেন এবং সমৃদ্ধ করে গেছেন। দক্ষিণ এশিয়ার আধুনিক যুগে সাহিত্যে সকল ভাষার মধ্যে বাংলা ভাষার সাহিত্য বোধহয় সবচেয়ে সেরা। এক্ষেত্রে অন্য সকল কবি ও সাহিত্যিকের অবদান যতখানি রবিন্দ্রনাথের একলার অবদান তার থেকে বেশী।
না রবিন্দ্র ভক্ত হিসাবে আবেগের বশে এই ধরণের দাবী আমি করছি না। পশ্চিম বাংলা ও ত্রিপুরার বাহিরে আপনি ভারতের অন্যান্য প্রদেশে যান, পাকিস্তানে যান, ইরানে যান, চীনে যান, আর্জেন্টিনা যান, লন্ডনে যান, যেখানেই যান তারা বাংলা সাহিত্যের একজনকেই চেনেন এবং তা হল রবিন্দ্রনাথ ঠাকুর। আইনস্টান তাঁকে সম্মান করতেন
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা এবং বাংলা ভাষার একমাত্র রাষ্ট্র হিসাবে বাংলাদেশে রবিন্দ্রনাথের উপর অধিকার ভারতের থেকেও বেশী। তাই আমাদের কর্তব্য রবিন্দ্রনাথের রচনাবলীকে পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ ভাষায় অনুবাদ করে সবার কাছে পৌঁছে দেওয়া।

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪২

লিরিকস বলেছেন: আপনার মন্তব্য গুলো নিয়ে আমি একটা পোস্ট দেব ভাবছি।

৫| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে
চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে।
আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥


:( :(

১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৯

লিরিকস বলেছেন: না আপি মন খারাপ করলে হবে না।

৬| ১৬ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:৪৬

জাফরুল মবীন বলেছেন: ভাললাগা,শুধুই ভাললাগা!

১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪

লিরিকস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.