|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না….
আসবার কালে কি জাত ছিলে
এসে তুমি কি জাত নিলে
কি জাত হবে যাবার কালে
সে কথা ভেবে বলো না…
ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…
গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…
জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা…….
সুর সঙ্গীত - লালন শাহ্
ব্লগার রাজিব  ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
 ৩২ টি
    	৩২ টি    	 +৩/-০
    	+৩/-০  ২০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৫০
২০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৫০
লিরিকস বলেছেন: আপনাকে সব সময় পাশে পাই। 
খুব ভালো লাগে।
ভালো থাকুন খুব।
২|  ২১ শে আগস্ট, ২০১৪  সকাল ১১:২৫
২১ শে আগস্ট, ২০১৪  সকাল ১১:২৫
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো লিরিকস কোথায় দিব ?
  ২১ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৪৩
২১ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৪৩
লিরিকস বলেছেন: আপনার যেখানে খুশি। আমি হাতে পেলেই হলো।
৩|  ২১ শে আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৮
২১ শে আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৮
তূর্য হাসান বলেছেন: ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি
একি জলেই সব হয় গো সুচি
দেখে শুনে হয় না রুচি
যমে তো কাউকে ছাড়বে না…
অসাধারণ গানের কথা। খুব পছন্দের একটা গান। ধন্যবাদ। 
  ২১ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৪৯
২১ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৪৯
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
৪|  ২১ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০৬
২১ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:০৬
ইমতিয়াজ ১৩ বলেছেন: আপনার সাথে ডিল ছিল নতুন কোন পোষ্ট দিলে গুতা দিবেন, কিন্তু কেই পোষ্ট আছে গুতা নাই।
ধন্যবাদ এই পোষ্টের জন্য।
  ২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩১
২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৩১
লিরিকস বলেছেন:   
   
  
মনে ছিল না ভাইয়া।
৫|  ২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৬
২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: দারুন গান ।জাত গেল জাত গেল অনেক আধুনিক মানুষ জাত যাওয়ার ভয় নিয়ে থাকেন।
  ২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪০
২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৪:৪০
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
৬|  ২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৪
২১ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৪
জাফরুল মবীন বলেছেন: অসাধারণ গান!
  ২১ শে আগস্ট, ২০১৪  রাত ৮:১০
২১ শে আগস্ট, ২০১৪  রাত ৮:১০
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
৭|  ২১ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৩৫
২১ শে আগস্ট, ২০১৪  রাত ৯:৩৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার!
  ২১ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৫
২১ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১৫
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
৮|  ২২ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৩১
২২ শে আগস্ট, ২০১৪  সকাল ৯:৩১
নস্টালজিক বলেছেন: কিছু গান আছে, কিছু লিরিক আছে- এই যে অস্থির চারপাশ, নাগরিক জীবন, ধারাপাতের ঘোর-সব থামিয়ে দেয়।
ভাবতে বাধ্য করে ভাবনাকে।
খুব প্রিয় একটা লালন গীতি।
শুভেচ্ছা।
  ২২ শে আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৫
২২ শে আগস্ট, ২০১৪  সকাল ১১:৪৫
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
৯|  ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৫
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:২৫
জেরিফ বলেছেন: + 
আমার অতি প্রিয় একটি গান । ব্যান্ড শিল্পীদের কন্ঠে কেমন লাগে একবার শুনুন । আমি এটা শুনি সব সময় । 
এই এ্যালবাম এর গান গুলো শুনবেন আশা করি ভালো লাগবে । হাবিবের একটা গান আছে এই এ্যালবামে লিংক দিলাম শুনবেন কিন্তু   
  
 । 
  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫২
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫২
লিরিকস বলেছেন: আমারও খুব ভালো লাগে। আপনার দেওয়া লিংক আপডেট করে দিয়েছি।
আরে ভাইয়া হাবিব তো আমারও প্রিয়।
১০|  ২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৩৪
২২ শে আগস্ট, ২০১৪  বিকাল ৫:৩৪
জেরিফ বলেছেন: পুরো এ্যালবাম লিংক 
  ২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:২৯
২৩ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:২৯
লিরিকস বলেছেন: চমৎকার ।
ধন্যবাদ ভাইয়া।
১১|  ২৩ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৩
২৩ শে আগস্ট, ২০১৪  বিকাল ৩:১৩
রাজিব বলেছেন: আমাদের প্রত্যেকের উচিত মাসে না হোক বছরে একবার কবরস্থান বা শ্মশানে যাওয়া। তাহলে আমরা উপলব্ধি করতে পারবো আমরা যতই অহংকার করিনা আমাদের সকলের শেষ পরিনতি একই। 
লালন তার নিজের জীবনেই জাত নিয়ে বাড়াবাড়ির শিকার হয়েছিলেন। তাই এ গানের পেছনে তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বেদনার ইতিহাস লুকিয়ে রয়েছে। এ কবিতাটি আমাদের স্কুল কলেজে পাঠ্য হওয়া উচিত তাহলে আমরা সব মানুষকে সন্মান করার শিক্ষা পাবো। হয়তো আমরা নিজেদের জীবনে সব সময় ভাল পথে চলতে পারি না কিন্তু লালনের থেকে ভাল কিছু শেখার চেষ্টা করতে পারি। বাউলদের জীবন পদ্ধতির অনেক কিছুই আমার পছন্দ নয় কিন্তু লালন ও বাউলদের গানের মধ্যে যে সুন্দর শিক্ষণীয় বিষয় রয়েছে তা আমি  সন্মানের চোখে দেখি। 
  ২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫১
২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ১:৫১
লিরিকস বলেছেন: আপনার মন্তব্য গুলি আমাকে মুগ্ধ করে।
১২|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:০১
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:০১
অঘটনঘটনপটীয়সী বলেছেন: খুব প্রিয় গান। 
  ২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৫৪
২৬ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৫৪
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
১৩|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১২
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:১২
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অরিজিনালটার থেকে ওয়ারফেজেরটা আমার বেশি ভাল লাগে।
  ২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩১
২৭ শে আগস্ট, ২০১৪  রাত ১২:৩১
লিরিকস বলেছেন: আসলে লালনের গান সবাই গায় সো তো অরিজিনাল বলে কিছু নাই।
১৪|  ২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:২০
২৫ শে আগস্ট, ২০১৪  রাত ১১:২০
আবু শাকিল বলেছেন:  "গোপনে যে বেশ্যার ভাত খায়
তাতে ধর্মের কি ক্ষতি হয়
লালন বলে জাত কারে কয়
সে ঘোরও তো গেল না…
কি কঠিন কথা মাইরি...  
   
 
  ২৭ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৫৫
২৭ শে আগস্ট, ২০১৪  সকাল ১০:৫৫
লিরিকস বলেছেন: লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন।
১৫|  ২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৩৬
২৬ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:৩৬
অতনু অর্ঘ বলেছেন: অসাধারণ কথা, অসাধারণ দর্শন। আজ থেকে দেড়শ বছর আগের অত্যন্ত সাধারণ একজন মানুষ হয়েও কি গভীর সত্যবোধ! দুঃখ হয়, এত কিছুর পরও মানুষ প্রজাতির সমগ্র-বোধের বিন্দুমাত্রও কি তাতে পরিবর্তন হয়েছে! ধন্যবাদ আপনাকে!
“সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কি রূপ
দেখলাম না এই নজরে।।
কেউ মালায় কেউ তসবি গলায়,
তাইতে যে জাত ভিন্ন বলায়।
যাওয়া কিম্বা আসার বেলায়,
জাতের চিহ্ন রয় কার রে।।“
- লালন, আত্মতত্ত্ব
  ২৭ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪২
২৭ শে আগস্ট, ২০১৪  দুপুর ১২:৪২
লিরিকস বলেছেন: চমৎকার মন্তব্যে ভালোলাগা।
১৬|  ২৭ শে আগস্ট, ২০১৪  রাত ২:১৪
২৭ শে আগস্ট, ২০১৪  রাত ২:১৪
অঘটনঘটনপটীয়সী বলেছেন: অরিজিনাল বলতে আসলে গিটার, ড্রাম ছাড়া ভার্সনটার কথা বলেছিলাম আপু।   
 
  ২৭ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:১৮
২৭ শে আগস্ট, ২০১৪  দুপুর ২:১৮
লিরিকস বলেছেন:  :!>  :!>  :!>  :!>  :!>   
   
   
 
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪০
২০ শে আগস্ট, ২০১৪  রাত ১১:৪০
বংশী নদীর পাড়ে বলেছেন: গুরুর এই গানটি শুনলে জাত পাতের আর কিছু থাকেনা। উচু-নীচুর যে বিশাল অহংকারের দেয়াল আজ সারা বিশ্ব জুড়ে দাড়িয়ে আছে লালনের এই গানটিতে তিনি মানুষের সকল প্রকার গর্ব আর অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। লালনের গান থেকে আজ আমাদের শিক্ষা নেয়া অত্যন্ত জরুরী। লিরিকস আপনাকে বরাবরের মতো অনেক অনেক ধন্যবাদ। পাশে আছি চালিয়ে যান।