|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

ছোট বেলার মত এসো ফুল তুলিতে যাই
ফুলে ফুলে গড়ে দেব আঁচল সারাটাই
কি ফুল নেবে গো
কি ফুল চাই।।
কিশোর বেলার মত এসো
ভাসব দীঘির জলে
কাটবে সময় তেমন করে শাপলা শালুক তুলে। ।
যা হারালাম কৈশরে তা আজকে খুঁজে বেড়াই,
ছোট বেলার মত এসো ফুল তুলিতে যাই
ফুলে ফুলে গড়ে দেব আঁচল সারাটাই
কি ফুল নেবে গো
কি ফুল চাই।
সবুজ ঘাসের গালিচাতে নীবিড় করে বসে
অতীত স্মৃতির জমিনটাকে ফেলব দুজন চষে। ।
ফেলে আসা মিষ্টি অতীত আবার আমি যে চাই, 
ছোট বেলার মত এসো ফুল তুলিতে যাই
ফুলে ফুলে গড়ে দেব আঁচল সারাটাই
কি ফুল নেবে গো
কি ফুল চাই।
শিল্পীঃ দিপু/ আসিফ ইকবাল/ শামিম/ পলাশ*
ব্যান্ডঃ মনিটর
অ্যালবামঃ 
সুরকারঃ 
গীতিকারঃ মিল্টন খন্দকার*
বছরঃ 
গানটি নিয়ে  মোহাম্মদ সাজ্জাদ হোসেন   ভাইয়ার অনুরোধ ছিল অনেক দিন ধরেই, আমি এখনও *সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি। চেষ্টা চলছে। ভেবেছিলাম একদম সঠিক তথ্য নিয়ে হাজির হবো, দেরি হবার জন্য দুঃখিত ভাইয়া।
ছবিটি কবি ও কাব্য ভাইয়ার পোস্ট থেকে নেওয়া হয়েছে।
 ১৪ টি
    	১৪ টি    	 +৩/-০
    	+৩/-০  ০২ রা অক্টোবর, ২০১৪  সকাল ১১:০১
০২ রা অক্টোবর, ২০১৪  সকাল ১১:০১
লিরিকস বলেছেন: ভাইয়া বলুন
২|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ২:১৬
ভিটামিন সি বলেছেন: এই গানটা তো আমি আগে শুনি নাই কোনদিন। হায়রে জীবনে কত কি যে মিস করেছি!!! 
আমার মমিশিংগা ভাষায় একটা গান শুনছিলাম বছর খানেক আগে। এখন আর খুইজ্যা পাইতাছি না। কাইন্ডলি পাইলে একটু দিয়েন তো বইনডি। 
গানটা হলো: এই যে মিস, এক্সকিউজ মি প্লিজ, একটা কথা হুনবাইন.....
  ০২ রা অক্টোবর, ২০১৪  সকাল ১১:৩৭
০২ রা অক্টোবর, ২০১৪  সকাল ১১:৩৭
লিরিকস বলেছেন: নোট করে নিলাম।
শুভেচ্ছা।
৩|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:১৬
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  বিকাল ৩:১৬
অঘটনঘটনপটীয়সী বলেছেন: পোস্টে প্লাস। আমিও গানটা আগে কখনো শুনিনি।
  ০২ রা অক্টোবর, ২০১৪  দুপুর ১২:০৩
০২ রা অক্টোবর, ২০১৪  দুপুর ১২:০৩
লিরিকস বলেছেন: আমিও আগে শুনিনি। শুনে ভালো লেগেছে।
৪|  ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১৫
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  সন্ধ্যা  ৭:১৫
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: ইউটিউবে বেশ কয়েকবার শুনেছি। এখন পাওয়া যাচ্ছে। শুনার পরপরই আপনার ব্লগে জানিয়ে দিয়েছি। 
অনেক ধন্যবাদ। 
  ০২ রা অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৩০
০২ রা অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৩০
লিরিকস বলেছেন: দেরি হবার জন্য দুঃখিত ভাইয়া।
ভালো থাকুন।
৫|  ০১ লা অক্টোবর, ২০১৪  রাত ৮:৪৭
০১ লা অক্টোবর, ২০১৪  রাত ৮:৪৭
জাফরুল মবীন বলেছেন: চমৎকার গানটির জন্য লিরিকসকে ধন্যবাদ।
গানটির মূল গায়ক দিপু (দিপু’র পুরো নাম আশিক ইকবাল)।পলাশ অরবিটের ভোকালিস্ট ছিল।
মনিটর অ্যালবামটি বের হয় ১৯৮৯ সালে।রেকর্ডির স্টুডিওর নাম ছিল ঝংকার।
  ০২ রা অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৫৭
০২ রা অক্টোবর, ২০১৪  দুপুর ১২:৫৭
লিরিকস বলেছেন: চমৎকার তথ্য ভাইয়া। একটু আপডেট করে দিচ্ছি।
অনেক ভালোলাগা।
৬|  ০৪ ঠা অক্টোবর, ২০১৪  সকাল ৮:১৫
০৪ ঠা অক্টোবর, ২০১৪  সকাল ৮:১৫
সুফিয়া বলেছেন: ভাল লাগল। সত্যি কথা বলতে কি এই ধরনের কবিতা লিখতে ও পড়তে আমি খুব ভালবাসি। যদিও আমি খুব ভাল কবিতা লিখতে পারিনা। তবুও মাঝে মাঝে চেষ্টা করি মনের খোড়াক যোগাতে।
এই লিংকে এমনি একটি কবিতা। 
http://www.somewhereinblog.net/blog/sufia/29977950
  ০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪১
০৫ ই অক্টোবর, ২০১৪  বিকাল ৩:৪১
লিরিকস বলেছেন: মন্তব্যে ভালোলাগা।
ঈদ মোবারক।
৭|  ০৯ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:২২
০৯ ই অক্টোবর, ২০১৪  দুপুর ১২:২২
জাহাঙ্গীর.আলম বলেছেন: 
ইউটিউবের লিঙ্কটা যোগ করে দিতে পারেন ৷নস্টালজিক গান ৷
  ১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪৯
১৪ ই অক্টোবর, ২০১৪  সকাল ১১:৪৯
লিরিকস বলেছেন: দিয়ে ছিলাম তো  
   
 
এডিট করে দিয়েছি ভাইয়া।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:০০
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  দুপুর ১:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: আমার একটি রিকোয়েষ্ট ছিল .......
পোষ্টে লাইক,
পরীক্ষা কি শেষ ???