নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।।
ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবনি।
রৌদ্রতপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহ জল
আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল
ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কভু খেল ল’য়ে অশনি।।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
শীতের শূণ্য মাঠে ফের তুমি উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো.....। ।
কীর্তন শোনো রাতে মা
তমি কীর্তন শোনো রাতে মা
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী
............
শিল্পীঃ কনক চাঁপা
সুরকারঃ কাজী নজরুল ইসলাম
গীতিকারঃ কাজী নজরুল ইসলাম
ব্লগার বিদ্রোহী ভৃগু ভাইয়ার পছন্দের তালিকা থেকে নেওয়া হয়েছে।
২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০৭
লিরিকস বলেছেন: অপশন নাই
২| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২০
ইমতিয়াজ ১৩ বলেছেন: কাজী নজরুল ইসলাম এর কবিতা বা গান শুনতে অনেক ভাল লাগে কিন্তু কিছু কিছু গানের কথা পড়তে গেলে দাত ভেঙ্গে যাবার মতোই অবস্থা যেমন
কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
আন্ডার মেট্রিক একটা ছেলে এ ভাষা পেল কোথায়?
আপনাকে ধন্যবাদ এ রকম একটি কঠিন কাজ সম্পাদনের জন্য।
আর ইদানিং বেশ অনিয়মিত আপনি। পরীক্ষাতো শেষ তাহলে আর কাজ কি?
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৫
লিরিকস বলেছেন: আন্ডার মেট্রিক একটা ছেলে এ ভাষা পেল কোথায়?
শতব্দীর সেরা প্রশ্ন!!
রবী ঠাকুরও লেখা পড়া ব ঠ
নিয়মিত হবার চে্ষ্টা করছি ভাইয়া।
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪০
সুমন কর বলেছেন: ভাল !
২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২৩
লিরিকস বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: দেশাত্মবোধক খুবই সুন্দর প্রিয় একটি গান ।।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৫
লিরিকস বলেছেন: সুন্দর একটি গান ।
অনেক ধন্যবাদ ভাইয়া।
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯
ইমতিয়াজ ১৩ বলেছেন: অপশন নাই কেরে ?
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫০
লিরিকস বলেছেন: লাইকের জায়গাত মাইনাচ আসবে তাই
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৬
তূর্য হাসান বলেছেন: দ্বিতীয় ভালোলাগা। নজরুলের গান বুঝতে হলে বাংলা ভাষা বুঝতে হবে। আমরা যে বাংলা ভাষার কিছুই জানি না তা নজরুলের গান-কবিতা থেকে উপলব্ধি করি। ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৯
লিরিকস বলেছেন: উনার লেখা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই।
অনেক ভালোলাগা ভাইয়া।
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা।
ভাললাগার তালিকা দিতে দেরি হয়েছে অনেক....
কিন্তু আপনিতো লজ্জ্বায় ফেলে দিলেন এত দ্রুত তার ফল দেখিয়ে
+ এবং অবশ্যই প্রিয়তে ।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: এত মধুর গান বাংলা মায়ের ভাষাতেই শুধু লেখা সম্ভব ।
অনেক ভালোলাগা ভাইয়া।
৮| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৭
মামুন রশিদ বলেছেন: এত মধুর গান বাংলা মায়ের ভাষাতেই শুধু লেখা সম্ভব ।
++
২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:০১
লিরিকস বলেছেন: মন্তব্যে মুগ্ধ!
৯| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৪
প্রবাসী পাঠক বলেছেন: অসাধারণ একটি গান।
পোস্টে ভালো লাগা রইল।
২৪ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: এত মধুর গান বাংলা মায়ের ভাষাতেই শুধু লেখা সম্ভব ।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩১
এ কে এম রেজাউল করিম বলেছেন: কেতকি-কদম-যূথিকা কুসুমে বর্ষায় গাথ মালিকা
পথে অবিরল ছিটাইয়া জল খেল চঞ্চলা বালিকা
তড়াগে পুকুরে থই থই করে শ্যামল শোভার নবনী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী।
আন্ডার মেট্রিক একটা ছেলে এ ভাষা পেল কোথায়?
২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৯
লিরিকস বলেছেন: আন্ডার মেট্রিক একটা ছেলে এ ভাষা পেল কোথায়?
শতব্দীর সেরা প্রশ্ন!!
১১| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৫
এ কে এম রেজাউল করিম বলেছেন: শাপলা শালুক সাজাইয়া সাজি শরতে শিশির নাহিয়া,
শিউলি-ছোপানো শাড়ি পরে ফের আগামনী-গীত গাহিয়া
অঘ্রাণে মা গো আমন ধানের সুঘ্রাণে ভরে অবনী।
অহ! কী কথামালা!!!
এর চেয়ে দেশের প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ করা যায় !
২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: এত মধুর গান বাংলা মায়ের ভাষাতেই শুধু লেখা সম্ভব ।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৯
তুষার কাব্য বলেছেন: কোনো এক সময়ের খুব প্রিয় একটা গান...
২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৯
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: এত মধুর গান বাংলা মায়ের ভাষাতেই শুধু লেখা সম্ভব ।
১৩| ২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮
জাফরুল মবীন বলেছেন: লিরিকস এর আরেকটি চমৎকার উপস্থাপন!
২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৪
লিরিকস বলেছেন: মামুন রশিদ বলেছেন: এত মধুর গান বাংলা মায়ের ভাষাতেই শুধু লেখা সম্ভব ।
১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:২৯
অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম আপি।
অনেকদিন পরে এলাম। মন খারাপ করো না কিন্তু।
০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
লিরিকস বলেছেন: তোমারে বললাম একটা পোস্ট দিতে, তুমি দিচ্ছ না
১৫| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
তুষার কাব্য বলেছেন: কালকেও ছায়ানটের একজন নজরুল সংগীতের শিল্পী কে অনুরোধ করে শোনলাম এই গান টা তার সুমধুর কন্ঠে...
২০ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪
লিরিকস বলেছেন: আপনিও নিশ্চই ভালো গান এই গানটি
১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: শীতের শূণ্য মাঠে ফের তুমি উদাসী বাউল সাথে মা,
ভাটিয়ালী গাও মাঝিদের সাথে গো.....। ।
কীর্তন শোনো রাতে মা
তমি কীর্তন শোনো রাতে মা
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে
ফাল্গুনে রাঙ্গা ফুলের আবীরে রাঙ্গাও নিখিল ধরণী।
হেরিনু পল্লী-জননী
এ কি অপরুপ রুপে মা তোমায় হেরিনু পল্লী-জননী
এই প্যারাটার স্বরলিপি সবচেয়ে কঠিন! তুলতে খবর হয়ে গিয়েছিল....!
আমার অন্যতম প্রিয় দেশাত্নগান
ধন্যবাদ লিরিকস
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫
লিরিকস বলেছেন: আমারও অন্যতম প্রিয় দেশাত্নগান
ব্লগ ডে সফল হোক।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৫
ইমতিয়াজ ১৩ বলেছেন: লাইক দেয়ার অপশন কই ?