নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান শুনুন মন ভালো রাখুন।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

লিরিকস

সুন্দর সুন্দর গানের কথা নিয়ে আপনাদের সাথে থাকব।

লিরিকস › বিস্তারিত পোস্টঃ

বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায় - কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)

২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৮



বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।।

এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে।।
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া।।
প্রাণে গান নাই মিছে তাই – রবীঠাকুর মুর্তি গড়া..

তোমার ঐ দেহাতী গান, তোমার ঐ দেহাতী গান
দোলে যখন বাঁশির মুখে
আমাদের নকল-ভন্ড কৃষ্টি চালায় করাত বুকে,
বুকে আর গলায় আমার শহর কলকাতায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।
বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও তুমি
কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার
ফাক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়া এমন সুরে হয়ত ডাকো কোলকাতাকে

ফিরে এসে উদাম খাটো, ফিরে এসে উদাম খাটো
গায় গতরে ব্যস্ত হাতে
মজুরীতে ভাগ বসাচ্ছে কারা তোমার কোলকাতাতে
তাদেরই গাইয়ে আমি সাজানো জলসায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়।

বাঁশরিয়া.....
বাঁশরিয়া বাজাও বাঁশি দেখিনা তোমায়
গেঁয়ো সুর ভেসে বেড়ায় শহুরে হাওয়ায়....





শিল্পীঃ কবির সুমন
সুরকারঃ কবির সুমন
গীতিকারঃ কবির সুমন


ব্লগার গিয়াসলিটন ভাইয়ার অনেক পছন্দের গান।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর গান।

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৭

লিরিকস বলেছেন: সুন্দর গান। ধন্যবাদ।

২| ২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫১

মামুন রশিদ বলেছেন: একজনের খুব প্রিয় গান ছিল যে..

২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৫

লিরিকস বলেছেন: একজনের? কি ব্যাপার ভাইয়া :)

৩| ২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: সুন্দর ;)

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২২

লিরিকস বলেছেন: সুন্দর গান। ধন্যবাদ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: করছেন কি আপু ?
আমাকে ডেডিকেট করে সুমনের গান ?
ব্যাপক সন্মানিত বোধ করছি । লজ্জিত ও ।

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২২

লিরিকস বলেছেন: অাপনাকে একটু সন্মান দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে।

শুভেচ্ছা ভাইয়া।

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪০

ইমতিয়াজ ১৩ বলেছেন: ঠেলা ভ্যান চালাও তুমি, ঠেলা ভ্যান চালাও তুমি
কিংবা ভাড়া গাড়ির ক্লিনার
ক’বছরে একবার যাও তোমার দেশের নদীর কিনার
ফাক পেলে বাঁশি বাজাও ফেলে আসা ঘরের ডাকে
দেশে গিয়া এমন সুরে হয়ত ডাকো কোলকাতাকে

২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৫

লিরিকস বলেছেন: সুন্দর গান। ধন্যবাদ ভাইয়া।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:২৫

রাজিব বলেছেন: এ শহরে এসছো তুমি কবে কোন রাজ্য থেকে।।
তোমাদের দেশে বুঝি সব মানুষই বাঁশি শেখে
আমাদের স্কুল-কলেজে শেখে লোকে লেখা-পড়া।।
প্রাণে গান নাই মিছে তাই – রবীঠাকুর মুর্তি গড়া"
গানটার এ অংশ আমার খুব ভাল লাগে। তবে গানটার কথা বা সুমনের কণ্ঠ থেকেও বাজনা আমার ভাল লেগেছে।

৩১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১৮

লিরিকস বলেছেন: ভাইয়া :) :)


আপনি সুস্থ থাকুন সব সময়।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:৫৯

নস্টালজিক বলেছেন: নাগরিক কবিয়াল। প্রিয় সুমন।

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

লিরিকস বলেছেন: খুভ ভালো লাগছে আপনার মন্তব্য পেয়ে ভাইয়া।

৮| ০২ রা নভেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: শুনিনি আগে গানটা কখনো। কেন কে জানে।



ভাল আছো আপি?

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১

লিরিকস বলেছেন: তোমার উপর আমার রাগ X( X(

তুমি দেখো আমি কয় জন কে বলি পোস্ট দাও? ২/৩ জন কে

তুমি একজন X(

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
সুমন'দার কন্ঠে শোনার সরাসরি মজা ভিন্নরকম ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.