নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা

সোনি সুলতানা

সোনি সুলতানা › বিস্তারিত পোস্টঃ

জীবন এমন কেন ?

০৩ রা মে, ২০১২ সকাল ১১:৫৬

মানুষের জীবনে থাকে কিছু ছন্দপতন ! থাকে কিছু ভুল পদচারনা ।থাকে কিছু চোখের ভুল,সব ভুলকে সাথে নিয়ে তবুও মানুষ হাঁটে যাযাবর মনটির হাত ধরে । মাঝে মাঝে মনে হয় এই তো জীবন । আবার মাঝে মাঝে ভাবি জীবন এমন কেন হোল ?? কখনো কখনো মন জুড়ে তোলপার করে হাহাকার !

কেউ কেউ বলে চলো হাত ধরি , চলো সংসারি হই , আমার ওইসবে ভীষণ ভয় ! কারন আমি জানি হাত ধরে ছেড়ে দেবার যে কষ্ট সেই কষ্ট দ্বিতীয়বার সামাল দেবার সাধ্য আমার নেই ।

মাঝে মাঝে ভীষণ অসহায় হয়ে পড়ি যখন তথাকথিত সমাজের নিয়মের বেড়াজাল বিয়ে নামক সামাজিক রীতিতে আবদ্ধ হতে আমার পরিবার চাপ দেয় । কেন সব মানুষ একটি মাত্র জীবন নিজের মতো করে বাঁধতে পারেনা ?



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:১৯

কাঙ্গাল মুরশিদ বলেছেন: জীবনের অপর নাম মানিয়ে চলা। যে যত বেশী মেনে নিতে পারে তার জীবন হয় ততই সহজ। মানতে না পারাই জীবনের সকল কষ্টের উৎস। সুতরাং যাই ঘটুক মেনে নিতে চেস্টা করা উচিত - কারণ যা ঘটে গেছে আর যা ভবিষ্যতে ঘটবে তার কোনটির উপরই আমাদের কোন নিয়ন্ত্রন নাই!!

০৫ ই মে, ২০১২ সকাল ১১:০৬

সোনি সুলতানা বলেছেন: হুম

২| ০৩ রা মে, ২০১২ দুপুর ১২:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: কেন সব মানুষ একটি মাত্র জীবন নিজের মতো করে বাঁধতে পারেনা ?
এই প্রশ্নের উত্তর টা অনেক কঠিন। শুধু এটাই মানতে হবে , কপালে লিখা ছিলনা।


কেমন আছেন?
ব্লগে আমন্ত্রণ রইল।

০৫ ই মে, ২০১২ সকাল ১১:০৭

সোনি সুলতানা বলেছেন: ভালো আছি , আমন্ত্রন গ্রহন করলাম

৩| ০৩ রা মে, ২০১২ দুপুর ২:০৬

ঈষাম বলেছেন: জীবন বৈচিত্রময়..

০৫ ই মে, ২০১২ সকাল ১১:০৭

সোনি সুলতানা বলেছেন: এমন কেন হয় ?

৪| ০৩ রা মে, ২০১২ বিকাল ৫:০৯

সাদাসিধা মানুষ বলেছেন: :|| :|| :||

০৫ ই মে, ২০১২ সকাল ১১:০৭

সোনি সুলতানা বলেছেন: বুঝলাম

৫| ০৫ ই মে, ২০১২ দুপুর ১২:৩০

একাকি উনমন বলেছেন: এমন কেন হয়. এই প্রশ্নের উত্তর কি কেউ খুঁজে পেয়েছে? আপনি উত্তর টা পেলে আমাকে জানাবেন.

০৭ ই মে, ২০১২ বিকাল ৪:২১

সোনি সুলতানা বলেছেন: জানাবো

৬| ০৮ ই মে, ২০১২ দুপুর ১:৩১

রাজনীতি বলেছেন: জীবন এক বর্নিল রহস্যসমৃদ্ধ প্রান্তর!

০৮ ই মে, ২০১২ বিকাল ৪:৫৭

সোনি সুলতানা বলেছেন: সহমত

৭| ০৮ ই মে, ২০১২ বিকাল ৫:০৬

সপ্নহীন আমি বলেছেন: এই প্রশ্নের উত্তর অনেক খুজেছি... পাই নাই কোথাও... কেউ জানে না...

যদি কখনো খুজে পান জানাতে ভুলবেন না...।

০৯ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮

সোনি সুলতানা বলেছেন: আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.