নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রশ্ন গুলো সহজ আর উত্তর ও তো জানা.....

সখ্য

আশা রাখি পেয়ে যাবো বাকি দুআনা....।

সখ্য › বিস্তারিত পোস্টঃ

খুব ভালো আছি- দিনলিপি

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩৬

খুব ভালো আছি

যতটুকু ভালো না থাকলেই নয়...

তার খুব কাছাকাছি আছি।



নিরিবিলি ছিমছাম সুখের মাঝে কিছু নোনা স্বাদ...বিস্বাদ...

অথবা বিষাদ...এই সব কিছু নিয়ে...

আর কিছু না থাকা নিয়ে.. স্বস্তিতে আছি... বেশ আছি !!



খুব বেশি চাওয়া নেই...পাওয়া নেই... ভ্য় নেই..

হারাবার কারনে বা অকারনে....

এর চে' বেশি চাইলে তাকে বুঝি স্বপ্ন বলে ??

সে যাক..!!

স্বপ্ন টুকু ছাড়াই বেশ আছি....

সত্যি বলছি....দেখে যেও একবার...

অনেক সুখের ভান নিয়ে...

স্বস্তিতে আছি শান্তিতে আছি...খুব ভালো আছি...।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৮

অরণ্য আনাম বলেছেন: মিআ ছিআ লভা

১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:০৯

সখ্য বলেছেন: ভালো থাকুন.....

২| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:২৬

সৈয়দ নাসের বলেছেন: আপনার কবিতা ভালো লাগলো । আরো লিখুন । ভালো থাকবেন । শুভ কামনা ।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০

সখ্য বলেছেন: আপনাকে ধন্যবাদ। আপনিও খুব ভালো থাকুন।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২২

সৈয়দ নাসির আহমেদ বলেছেন: সুন্দর এই কবিতার জন্য ধন্যবাদ ,
ভালো থাকবেন

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

সখ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখা পড়ার জন্য। ভালো থাকবেন আপনিও।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:১৭

উধাও ভাবুক বলেছেন: হুমম...
ভাল থাকুন সেই কামনাই সর্বদা।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৯

সখ্য বলেছেন: আপনার লেখা পড়া হ্য়না অনেকদিন....নতুন লেখা দেখতে চাই। এভাবে উধাও হলে তো চলবেনা...।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬

পারভেজ বলেছেন: "যতটুকু ভালো না থাকলেই নয়...
তার খুব কাছাকাছি আছি।"
চমৎকার অনুভব।

১৪ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

সখ্য বলেছেন: সত্যিই তাই...।মন্দ থাকা নিয়ে এই অবিরাম অভিযোগ আর অনুযোগের মাঝে হঠাৎ মনে হলো খুব বেশি কই মন্দ আছি !! যা আছে সেও কম কি!!

অনেক ধন্যবাদ আপনাকে লেখা পড়ার জন্য। কেমন আছেন?? ভালো থাকুন সবসময় কামনা করি।

৬| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৭

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: শুভকামনা।

১৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৭

সখ্য বলেছেন: আপনাকেও শুভকামনা।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

নাজমুল হুদা সুমন বলেছেন: ''অনেক সুখের ভান নিয়ে...
স্বস্তিতে আছি শান্তিতে আছি...খুব ভালো আছি...''

সুখের ভান কেন তবে ? ওই ভানটুকু না থাকলে আরো 'সলিড' ভালো থাকতে পারতেন। অনেক শুভকামনা।

১৫ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬

সখ্য বলেছেন: ভানটুকু যে নিজের সাথেই...নিজেই নিজেকে বোঝানো...ভান দিয়ে কিছু শুন্যতা পূরনের চেষ্টা হয়তো! তবে খুব জানি একদিন অনেক ভালো থাকবো... সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে....

আপনিও খুব ভালো থাকুন। আর আমার মেইল এর জবাব কই?? :@ নাকি এখনো রেগে আছেন??

৮| ২০ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:০৮

উধাও ভাবুক বলেছেন: কেমন আছেন !

৯| ২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৫০

বরুণা বলেছেন: এতদিন পরে কবিতা লিখলে????????
সুন্দর কবিতা!!! মন জুড়ালো।

১০| ২৫ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২২

অনুরনন বলেছেন: সাধারনের মত অসাধারন লেখা.....খুব্বি ভালো লাগলো।

১১ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৩

সখ্য বলেছেন: আহেম ধন্যভাদআপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.