![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার পিঠে কথা বসিয়ে সাজাই বর্ণমালা। পরিচিত শব্দের তুলিতে আঁকি নিজের জগৎ । দ্রুত বদলে যাওয়া এই শহরের ওলি গলিতে খুঁজে বেরাই নিজের অস্তিত্ব। শহুরে বিচিত্র অভিজ্ঞতাই লেখার মূল রসদ । ছবি বানানো আর লেখার চেষ্টা আমার সখ । আড্ডামারা আর বই পড়া আমার নেশা । ভালো লাগে ঘুরে বেড়াতে, একা মুভি দেখতে। রাস্তায় চলার সময় এয়ারফোনে বাজে প্রিয় গান গুলো। বিরক্ত লাগে মিথ্যা কথা। যুক্তি আমার ধর্ম । নতুন কিছু শিখতে আগ্রহী। একটু অভিমানী, কিস্তু তা প্রকাশ করি না। কষ্ট লাগে কেউ ভুল বুঝলে।
আমাদের নেই কোন ভয় আজকে
আহা বুকের গভীরে আছে প্রত্যয়
আমরা করব জয় নিশ্চয়....
বেশ কিছু দিন ধরে উত্তাল দেশ। আমাদের প্রজন্ম রাস্তায়, দাবি যুদ্ধাপরাধীর ফাঁসি চাই। প্রথমে ঢাকা তার পর সারাদেশ জেগেছে। সবাই অনেক শক্ত শক্ত কথা বলছে, অনেক প্রগতীর বুলি আউড়াচ্ছে।এতো শক্ত কথা বুঝিনা, আমরা বলিও সরল , চলিও সরল। নিউজ টকশো আলোচনার বিষয় একটাই। মত পক্ষে , বিপক্ষে। কেউ বলছে এটা নতুন প্রজন্মের আন্দোলন কেউ বলছে আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। নানান কথা পিছনে ফেলে গিয়ে ছিলাম আজ চট্টগ্রাম প্রেসক্লাবে। স্লোগানে মুখরিত পুরো এলাকা।কি আদম্য প্রান শক্তি। শেষ পযর্ন্ত কি হবে এর ফলাফল তা আমি জানিনা কিন্তু এ প্রজন্মের আবেগ মিথ্যা ছিলনা, কোন ছলনা ছিলনা, কোন লোভ ছিল না । দেশপ্রেম আমাদের মধ্যেও আছে। সিধান্ততো নিবে বড়রাই তাই দায়টা তাদের উপরই বতার্বে। আমারা অনুজরা আমাদের যা করার করেছি। তবে স্লোগান গুলো অনেক দিন মাথায় থাকবে
বিচার চাই, বিচার চাই,
রাজাকারের ফাঁসি চাই...
ট্রাইবুন্যালের ছাড় নাই
কাদের মোল্লার ফাঁসি চাই...
কোন আঁতাতে এমন রায়
দেশের মানুষ জানতে চায়...
ক-তে কাদের মোল্লা,
তুই রাজাকার, তুই রাজাকার...
গ-তে গোলাম আযম,
তুই রাজাকার, তুই রাজাকার...
স-তে সাঈদি,
তুই রাজাকার, তুই রাজাকার...
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link
Click This Link
আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ
কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।