নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

'জীবনটা ক্লোজআপ শটে ট্র্যাজেডি; কিন্তু লং শটে কমেডি।'

সনি (চ.বি)

কথার পিঠে কথা বসিয়ে সাজাই বর্ণমালা। পরিচিত শব্দের তুলিতে আঁকি নিজের জগৎ । দ্রুত বদলে যাওয়া এই শহরের ওলি গলিতে খুঁজে বেরাই নিজের অস্তিত্ব। শহুরে বিচিত্র অভিজ্ঞতাই লেখার মূল রসদ । ছবি বানানো আর লেখার চেষ্টা আমার সখ । আড্ডামারা আর বই পড়া আমার নেশা । ভালো লাগে ঘুরে বেড়াতে, একা মুভি দেখতে। রাস্তায় চলার সময় এয়ারফোনে বাজে প্রিয় গান গুলো। বিরক্ত লাগে মিথ্যা কথা। যুক্তি আমার ধর্ম । নতুন কিছু শিখতে আগ্রহী। একটু অভিমানী, কিস্তু তা প্রকাশ করি না। কষ্ট লাগে কেউ ভুল বুঝলে।

সনি (চ.বি) › বিস্তারিত পোস্টঃ

চি র কু ট

০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

আমি ভাল আছি। তোর নির্লজ্জ শরীর এখন আর আমায় টানে না। বিশাল বিলবোর্ডে কনডমের বিঞ্জাপন কে বুড়ো আঙ্গুল দেথিয়ে হাসছে পূর্নিমার চাঁদটা। পরাবাস্তববাদ কে প্রশ্নবিদ্ধ করে আগুনে পোড়া কিংবা চাপা পড়া শ্রমিকের গলা চোখ। ফিনিক্স পাখি আজ উড়ে তোর নাকের ডগায়। উজ্বল ট্রাকের হেড লাইটের আড়ালে জ্বলে লাল দুটো চোখ। লাসের বরফ গলা পানি তৃষ্ণা মেটায় একটি চড়ুই পাখির। তোর কোমড়ে মেদের ভাজ বাড়ায় রিক্সাওয়ালার লবনাক্ত ঘাম। জীবনানন্দের পেঁচা বসে আছে আমার বাম পাজরে। আমার ভয় করে, আমার ভয় করে….

আ ব্দু ল্লা হ - আ ল - দু র রা নী স নি

২৬-০৪-২০১৩

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

মাথাল বলেছেন: লেখায় আর্ট আছে একটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.