![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার পিঠে কথা বসিয়ে সাজাই বর্ণমালা। পরিচিত শব্দের তুলিতে আঁকি নিজের জগৎ । দ্রুত বদলে যাওয়া এই শহরের ওলি গলিতে খুঁজে বেরাই নিজের অস্তিত্ব। শহুরে বিচিত্র অভিজ্ঞতাই লেখার মূল রসদ । ছবি বানানো আর লেখার চেষ্টা আমার সখ । আড্ডামারা আর বই পড়া আমার নেশা । ভালো লাগে ঘুরে বেড়াতে, একা মুভি দেখতে। রাস্তায় চলার সময় এয়ারফোনে বাজে প্রিয় গান গুলো। বিরক্ত লাগে মিথ্যা কথা। যুক্তি আমার ধর্ম । নতুন কিছু শিখতে আগ্রহী। একটু অভিমানী, কিস্তু তা প্রকাশ করি না। কষ্ট লাগে কেউ ভুল বুঝলে।
কংক্রিটের জঙ্গলে হারিয়ে যাওয়া একটি সরল পা, তাতে জড়ানো একটি নূপুর। নূপুরটাকে প্রাণ দিয়েছিল পা, তৈরী হয়েছিল তাদের মধ্যে সখ্যতা। হয়তো নূপুরটা তার স্বামী বা প্রেমিক বা তার বাবা কিংবা সে নিজেই কিনেছিল। হয়তো নূপুরের ছন্দ মাতিয়ে রাখতো তার জগৎ। হয়তো এই নূপুরের সুর কাঁপন ধরাতো তার প্রেমিকের বুকে। হয়তো সেলাই মেশিনের একঘেয়েমি শব্দ কে ছাপিয়ে মাঝে মাঝে অনেকের দৃষ্টি আকর্ষন করতো তার নূপুরের শব্দ। হয়তো রাতের বেলা বিছানায় পরাজিত নূপুর দূর করতো সারাদিনের সব ক্লান্তি। নূপুরটা সুখে, অসুখে, ভয়ে, প্রেমে নানা সুরে গান গাইত। প্রাণহীন পাটাকে তাই ছেড়ে যায়নি নূপুরটা।
২৭-০৪-২০১৩
আ ব্দু ল্লা হ - আ ল - দু র রা নী স নি
©somewhere in net ltd.