![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার পিঠে কথা বসিয়ে সাজাই বর্ণমালা। পরিচিত শব্দের তুলিতে আঁকি নিজের জগৎ । দ্রুত বদলে যাওয়া এই শহরের ওলি গলিতে খুঁজে বেরাই নিজের অস্তিত্ব। শহুরে বিচিত্র অভিজ্ঞতাই লেখার মূল রসদ । ছবি বানানো আর লেখার চেষ্টা আমার সখ । আড্ডামারা আর বই পড়া আমার নেশা । ভালো লাগে ঘুরে বেড়াতে, একা মুভি দেখতে। রাস্তায় চলার সময় এয়ারফোনে বাজে প্রিয় গান গুলো। বিরক্ত লাগে মিথ্যা কথা। যুক্তি আমার ধর্ম । নতুন কিছু শিখতে আগ্রহী। একটু অভিমানী, কিস্তু তা প্রকাশ করি না। কষ্ট লাগে কেউ ভুল বুঝলে।
(১)
বিছানায় শুয়ে আকাশ পাতাল ভাবছি, খুঁজে যাচ্ছি গল্পের প্লট হঠাৎ চিন্তায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে । মা গিয়ে দরজাটা খুলল আর আমি আবার চিন্তার ঘরে বন্দি হলাম । আবার বাধা পড়ল মার উচ্চ কন্ঠে । আমার মা সাধারণত উচ্চস্বরে কথা বলে না । বেপারটা বুঝার জন্য ড্রয়িং রুমে গেলাম । দেখি বেস স্মাট দুটো ছেলে মেয়ে বসে আছে , তারা আমার মাকে কোন বেপারে কনভিন্স করার চেষ্টা করছে। আগ্রহ নিয়ে বসলাম । মার কাছে ব্যার্থ হয়ে মেয়েটা মিষ্টি করে হাসি দিয়ে আমাকে বোঝানো শুরু করল । মুদ্দা কথা যা দাড়াল তা হল তারা কিছু বিদেশি বই বাজারের চেয়ে কম মূলে বিক্রি করতে এসেছে । মার ধমকে আমার হুস হল । তোমার কাছে কি বই গুলো নেই ? আছে । তাহলে ? আমি তখন বললাম “ দেখুন আপু আমার কাছে এর অনেক গুলো বই ই আছে । বাকি গুলো আসলে আমার দরকার নেই । মেয়েটি হেসে হেসে বলল “ ভাইয়া বই কি কোন দিন অদরকারি হয় ? নেন না একটা ।” মা আমাকে ধমক দিয়ে ভিতরের রুমে পাঠিয়ে দিল । ছেলে মেয়ে দুটোকেও বিদায় করল । মা বিরবির করতে করতে তার রুমে চলে গেল । পরে অবশ্য জানতে পারলাম আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির কাছে তারা ২০০০টার বই বিক্রি করে গেছে । আন্টি বাসায় একা থাকে , তার ছেলে থাকে বিদেশে । আন্টিকে যখন জিজ্ঞাসা করলাম কিনলেন কেন ? কি করব বাবা আমি না করতে পারিনি , কি সুন্দর করে কথা বলছিল। অথছ এই আন্টি বাজারে আলুর কেজি এক টাকা কমানোর জন্য রীতিমত ঝগড়া বাধিয়ে দেয় ।
(২)
বন্ধুর কোচিংয়ে ক্লাস নিয়ে অফিস রুমে এসে দেখি ছোটখাট জটলা । ভাবলাম কোর অভিভাবক বোধয় তার সন্তান ভর্তি করাতে এসেছে । বসার পর বুঝলাম আসল বেপার টা । ঐ বই বিক্রেতার দল এসেছে বই বিক্রি করতে , তবে এরা আমার অপরিচিত । আমার বাসায় যারা গিয়েছিল এরা তারা না । আমি বসে খুব মনোযোগ দিয়ে আমার বন্ধু আর বই বিক্রেতার কথোপকথন শুনছি
ভাই খুব কম দামে Encyclopaedia Britannica দিচ্ছি।
লাগবে না । আমার মোবাইলে Encyclopaedia Britannica আছে ?
তাতে কি ভাইয়া ? বইয়ে যে সুবিধা তা কি মোবাইলে পাবেন ?
আমার মোবাইলে সার্চ দেয়া যায় , আমার যে information দরকার তা আমি সঙ্গে সঙ্গে সার্চ দিয়ে বের করতে পারি । যা আপনার এই মোটা বই থেকে বোধয় সম্ভব না। আপনারে এ বইতে কি সার্চ অপশন আছে ?
না ।
যে দিন সার্চ অপশন দিতে পারবেন সেই দিন আইসেন আমি এক কপি নিব,কথা দিচ্ছি ।
ছেলে মেয়ে দুটো ঘর থেকে বের হবার পর পরই হাসির রোল উঠল ।
১৯-০৮-২০১৩
আ ব্দু ল্লা হ - আ ল - দু র রা নী স নি
২| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: যে দিন সার্চ অপশন দিতে পারবেন সেই দিন আইসেন আমি এক কপি নিব,কথা দিচ্ছি ।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২
অপর্ণা মম্ময় বলেছেন: ব্যাপারটার মাঝে হাসির কিছু খুঁজে পাইনি আসলে। যদিও এভাবে বাসায় যারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে আসে তাদের কাছ থেকে অনেক সময় বিপদের কারণ ঘটতে পারে, তাদের চক্র থাকে। কিন্তু এরা তো বই বিক্রেতা !
যাই হোক , ধন্যবাদ আপনাকে।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮
আমি বন্য বলেছেন: মোটামুটি লাগলো
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৯
হাসান মাহবুব বলেছেন: লেখা ভালই তয় বানান ভুল অনেক।