![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথার পিঠে কথা বসিয়ে সাজাই বর্ণমালা। পরিচিত শব্দের তুলিতে আঁকি নিজের জগৎ । দ্রুত বদলে যাওয়া এই শহরের ওলি গলিতে খুঁজে বেরাই নিজের অস্তিত্ব। শহুরে বিচিত্র অভিজ্ঞতাই লেখার মূল রসদ । ছবি বানানো আর লেখার চেষ্টা আমার সখ । আড্ডামারা আর বই পড়া আমার নেশা । ভালো লাগে ঘুরে বেড়াতে, একা মুভি দেখতে। রাস্তায় চলার সময় এয়ারফোনে বাজে প্রিয় গান গুলো। বিরক্ত লাগে মিথ্যা কথা। যুক্তি আমার ধর্ম । নতুন কিছু শিখতে আগ্রহী। একটু অভিমানী, কিস্তু তা প্রকাশ করি না। কষ্ট লাগে কেউ ভুল বুঝলে।
আঙ্গুলের পেনসিল দিয়ে একে যায় পঙ্কিল ক্যানভাসে, তার উপর মেঘের ছায়া। সেদিন চোখে নারিকেল পাতার চশমা। সারা দিন কি যেন আঁকে একা বসে বসে। চোখের রং গলে ক্যানভাসে। একই ক্যানভাসে আঁকে শূণ্য থেকে শূণ্য। সবাই বলত ছেলেটার মাথা ধরা। কি জানি একে একে ভরে ক্যনভাসটায়। অজান্তা না ইলোরা না অন্য কিছু। একদিন আঁকলো আস্ত একটা চাঁদ। কেউ জানল না।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১১
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ অনুভুতি চালিয়ে যান