নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ড্রীমি ফরহাদ

ড্রীমি ফরহাদ › বিস্তারিত পোস্টঃ

আমরা কোথায় আছি....

১৪ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৪

শিশুদের অতিরিক্ত চাপ দেবেন না: প্রধানমন্ত্রী
মানবজমিন স্টাফ রিপোর্টার | ১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার

পড়াশোনায় শিশুদের অতিরিক্ত চাপ না দিতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে শিক্ষাকে আকর্ষণীয় ও আনন্দময় করে তোলার মাধ্যমে কোমলমতি শিশুদের মেধা ও মননের যথাযথ বিকাশের সুযোগ করে দেয়ার জন্য অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমি এটুকুই বলবো, কোনোমতেই যেন কোমলমতি শিশুদের অতিরিক্ত চাপ না দেয়া হয়।

তাহলেই দেখবেন তারা ভেতরে একটা আলাদা শক্তি পাবে। আর তাদের শিক্ষার ভিতটা শক্তভাবে তৈরি হবে। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের বেশি বেশি সম্পৃক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বলেন, পৃথিবীর অনেক দেশেই ৭ বছরের আগে শিশুদের স্কুলে পাঠায় না।
কিন্তু আমাদের দেশে অনেক ছোটবেলা থেকেই বাচ্চারা স্কুলে যায়। কিন্তু তারা যেন হাসতে খেলতে মজা করতে করতে পড়াশোনাটাকে নিজের মতো করে করতে পারে সেই ব্যবস্থাটাই করা উচিত। সেখানে অনবরত ‘পড়’, ‘পড়’, ‘পড়’ বলাটা বা ধমক দেয়াটা বা আরো বেশি চাপ দেয়া হলে শিক্ষার ওপর তাদের আগ্রহটা কমে যাবে, একটা ভীতির সৃষ্টি হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার প্রতি সেই ভীতিটা যেন সৃষ্টি না হয়, সেজন্য আমি আমাদের শিক্ষক এবং অভিভাবকদের অনুরোধ করবো।

প্রয়োজনীয়তার উল্লেখ করে এজন্য কোমলমতিদেরকে বেশি চাপ প্রয়োগ না করারও পরামর্শ দেন। প্রাথমিক শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ছাপানো প্রশ্নপত্র প্রদানের সমালোচনা করেন প্রধানমন্ত্রী বলেন, ‘শিশু শ্রেণির শিক্ষার্থীরা স্কুলে যাবে শিখতে, তারাতো আগে থেকেই পড়ে আসবে না।

আমার বক্তব্য : মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তব্য অত্যন্ত প্রশংসনীয় এতে কোনো সন্দেহ নাই। আমি শুধূ এইটুকু বলতে চাই মাননীয় প্রধান মন্ত্রী বর্তমান প্রাইমারি শিক্ষা ব্যাবস্থা (সৃজনশীল ) কে কি ভাবে দেখেন ? এবং এই সৃজন শীল পদ্ধতি কোমলমতি শিশুদের উপর কি ধরণের চাপ তৈরি করেছে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৯ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: শিশুরা উলটা বাপ মাকে চাপে রাখে।

২| ১৪ ই মার্চ, ২০১৯ রাত ৯:৪০

আকতার আর হোসাইন বলেছেন: শিশুরা উলটা বাপ
মাকে চাপে রাখে।

রাজিব ভাইয়ের সাথে কোনভাবেই একমত না....

শিশুরা বড়জোর কিছু চায় মা বাবার কাছে... এর বেশি না...


আপনি সুন্দর আলোচনা করেছেন... শিশুদের শারীরিক বিকাশ... সুন্দর মন ও মনন গঠনে শিশুদের কোনভাবেই চাপ দেয়া যাবে না...

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ২:২১

মাহমুদুর রহমান বলেছেন: আজকালকের শিশুদের মধ্য মানবিক গুনাবলির সঠিক শিক্ষা তাঁদের বাবা-মায়েরা দিতে ব্যর্থ হন কিংবা দেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.