নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sopno

sopno › বিস্তারিত পোস্টঃ

টেক্সপিডিয়া নিয়ে কিছু কথা। সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য ফরয

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:১৯

সকল ভাই ও বন্ধু, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য আমার এই টেক্সপিডিয়া নিয়ে আয়োজন। আমিও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল এ পড়াশুনা করতে এসে আমি দেখলাম যে, আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য আলাদা কোন ওয়েবসাইট নেই। যেখানথেকে আমরা কিছু শিখতে পারি। আমাদের নিজেদের কোন যোগাযোগের মাদ্ধম নেই। আমি এক যায়গায় পড়ি, ত আমার আরেক কলিগ সে আরেক জায়গায়। যাইহোক এসব নিয়ে চিন্তা করেছি আগে। আখন আর করিনা। আমি এখন জব করি। আমি শুরু করেছিলাম, আপনাদের একটি খবর দেয়ার জন্য। খবরটি অবশ্যই টেক্সপিডিয়াসম্পরকে।
টেক্সপিডিয়া একটি টেক্সটাইল এন্সাইক্লোপিডিয়া। এর মাধ্যমে আমি সবাইকে একটি পরিবারে একত্র করতে চলেছি। আসেন সবাই মিলে আমাদের নিজেদের জন্য একটি পরিপুরন সাইট বানাই। আমি এখানে একটি ব্লগ বানিয়েছি। যারা টেক্সটাইল নিয়ে নিয়মিত লেখালেখি করেন তাদের জন্য এ ব্লগ। আপনি হয়ত ব্লগার ডট কম এ ব্লগ লেখেন। ভেবে দেখুন, আপনি যদি টেক্সটাইলের একটা পরিবারের মধ্যে লেখালেখি করেন তাহলে এতে অনেকেই আপনাকে আর আপনার পোস্টগুলি নিয়মিত দেখতে পারবে। কিছু শিখতেও পারবে। সুতরাং, আমাদের সাথে আপনার লেখাগুলি শেয়ার করেন। আজই শুরু করে দিন।টেক্সপিডিয়া টেক্সটাইল ব্লগ এ গিয়ে দেখতে পারেন কে কি লিখেছে। আপনিও লিখতে পারেন।
এছাড়া এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের লিংক দেয়া আছে। টেক্সটাইল নিয়ে যারা বাইরে গিয়ে উচ্চ শিক্ষা নিতে চান, তাদের জন্য অনেকগুলো দেশের উচ্চ শিক্ষা নিয়ে এখানে বিশদ বিবরন দেয়া আছে। ইচ্ছে হলে দেখতে পারেন। টেক্সটাইলে ঊচ্চ শিক্ষা নিতে চাইলে লিংকগুলো দেখতে পারেন।
সবচেয়ে মজার তথ্য হচ্ছে, আমরা একটি জব সাইট ও বানিয়েছি। অনেকে বিডি জবস এ ভিজিট করেন প্রতিদিন। অনেক জব এ এপ্লাই ও করেন। প্রতিদান এ হয়ত একশতে একটা ইন্টারভিউ এর ডাক আসে। আমরা কোম্পানিদের সাথে যোগাযোগ শুরু করেছি। অনেকেই এখন আমাদের সাইট এ জব দিচ্ছে। যারা জব খুঁজছেন তাদের জন্য আমি বলব টেক্সপিডিয়া টেক্সটাইল জব এ প্রতিদিন চোখ রাখতে। কারন এখানে শিধুই টেক্সটাইলের জব গুলো প্রচার হয়ে থাকে। আর সব জব ই ফ্রি। কারন আমরা চাচ্ছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য একটা ওপেন মার্কেট বানাতে। আর টেক্সপিডিয়া হচ্ছে সেই মার্কেট প্লেস।
সুতরাং আজই আমাদের টেক্সপিডিয়াতে যোগ দিন, যদি আপনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.