![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১.
ছুটছে মানুষ ঊর্ধ্বশ্বাসে,
ছুটছে গাড়ি সম্মুখপানে,
ছুটছে জীবন নাড়ির টানে-
প্রিয়জনকে দেখার আশায়-
...থোরাই কেয়ার সব কষ্ট
ঝঞ্ঝাট! ...নো এন্ট্রি...
২.
পিপীলিকার মতো মানুষ,
গাড়িগুলোর ইঁদুর দৌড়,
গাদাগাদি- হুটোপুটি-
সিগন্যাল,সাইরেন আর সাইড
ড্যাম কেয়ার...!নো এন্ট্রি...
৩.
বোঝাই করা মানুষে,
ঠাই নেই ছাদেও-
পুরুষ-নারী একাকারে
বাহ সাবাস সমানতালে-
পিছিয়ে রাখা?... নো এন্ট্রি!
৪.
ঘরহীন আমি,
অফিস ফেরত-
উল্টো পথের যাত্রা ভেঙ্গে-
ফিরি তবে এ কোন পথে?
ঈদের খুশি সব আনন্দ-
আমার জন্য?... সব নো এন্ট্রি..
২| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৫
আরজু পনি বলেছেন:
শুভেচ্ছা রইল শাম।
৩| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
মামুন রশিদ বলেছেন: সুন্দর হৈছে
++
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!!!!!!!
