নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।।

স্োরনাভ

মুক্তচিন্তার মানুষ

স্োরনাভ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পত্রিকার ভেলকি!

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩





এযুগের নস্ট্রাডামুস, আমাদের পত্রিকা আগাম স্যাটেলাইটের মহাকাশ গমনের নিউজ করে দিসে আজকে সকালের পেপারেই!

ওদের কি এটুকু জানা নেই রকেট উৎক্ষেপণ বিফলতার হার অনেক বেশী, যদি কারিগরি ত্রুটির কারনে বিধ্বস্ত হত, তবে কি বলত। ভাগ্য ভাল যে পিছিয়ে গেছে উৎক্ষেপণ। জাতীয় পত্রিকার সাংবাদিকতা এতটা হাস্যকর না হলেও কি হত না?

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

রোকনুজ্জামান খান বলেছেন: সব হাবলংগের বাজার

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

স্োরনাভ বলেছেন: ঠিক বলেছেন।

২| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: রাত ১১ টায় প্রিন্টিং এডিশন শেষ তো সাকসেসএর খবর দিয়াই ছাপাই , স্যাটেলাইট তো যাইবই । সবাই ঘুমে অচেতন ।

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

স্োরনাভ বলেছেন: ঠিক বলেছেন, এগুলো ১১ টার এডিশন। কিন্তু শিরোনাম অন্যরকম হতে পারত। ট্রেন বাসের যাত্রা বাতিল হয়ে যায় আর এতো স্যাটেলাইট।

৩| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

পবন সরকার বলেছেন: পত্রিকার এডিটরদের কান্ড জ্ঞান নাই।

১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

স্োরনাভ বলেছেন: উনাদের অরো সচেতন হওয়া দরকার। জাতীয় পত্রিকা বলা কথা।

৪| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

শাহারিয়ার ইমন বলেছেন: সম্পাদক গুলো সব গাঁজা খায় নাকি ?? :D

১১ ই মে, ২০১৮ রাত ৮:১২

স্োরনাভ বলেছেন: ডেইট ওভার গাজা মনে হয়।

৫| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

শহীদ আম্মার বলেছেন: আসলে ভাই বঙ্গবন্ধু ৭১ এর কোন একরাতে এটা উপরে পাঠানোর স্বপ্ন দেখে ফেলেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন কি মিথ্যা হবে। তাই সম্পাদকরা নির্দ্বিধায় লিখে দিয়েছেন। মিস হওয়ার কোন সম্ভাবনায় নাই। কারণ এটা ওহী!!!!

১১ ই মে, ২০১৮ রাত ৮:১২

স্োরনাভ বলেছেন: মন্তব্য নেই।

৬| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


এই ধরণের হেডি-লাইন হলে সমস্যা কি? ভেতরে কি লিখেছে, সেটাই আসল! এই ধরণের হেডলাইন ১ বছর আগেও দেয়া সম্ভব, দেখতে হবে, কি লিখেছে! আপনি ঐগুলো পড়ে দেখেছেন, নাকি চিলে কান নিয়ে গেছে

১১ ই মে, ২০১৮ রাত ৮:১৪

স্োরনাভ বলেছেন: ভাই সমকালটা একটু দেখেন ওরা রকেট উৎক্ষেপণ এর ছবিও দিয়ে দিল!

৭| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

মাকামে মাহমুদ বলেছেন: হলুদ নিউপেপার হলে যা হয় আরকি।

১১ ই মে, ২০১৮ রাত ৮:১৫

স্োরনাভ বলেছেন: হলুদ ছাড়া মিডিয়া খুজে পাওয়া দুষ্কর।

৮| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

শহীদ আম্মার বলেছেন: @চাঁদগাজীঃ
চাঁদগাজী বলেছেন, হেডিং সমস্যা নয়, ভিতরে কি লিখেছে সেটাই আসল। তাহলে আপনার কান যদি থাকে তবে কেউ চিলে কান নিয়ে গেছে বল্লে এটা সমস্যা কি? কান থাকাটায় আসল।
আসল কথা হলো, কান থাকার পরেও কেউ যদি বলে চিলে কান নিয়ে গেছে তাহলে সে মানুষকে বিভ্রান্ত করার দায়ে অভিযুক্ত হবে।
এখানেও নিচে সঠিক তথ্য দিয়ে থাকলেও উপরের চাটুকারী হেডিং এ মানুষ বিভ্রান্ত হবে। সুতরাং এর সমালোচনা যুক্তিক।

১১ ই মে, ২০১৮ রাত ৮:১৮

স্োরনাভ বলেছেন: সহমত। হেডিং হতে পারত শেষ খবর পাওয়া পর্যন্ত, উৎক্ষেপণের অপেক্ষায় স্যাটেলাইট। অথবা ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। অগ্রিম হাস্যকর নিউজের ও সমর্থক আছে আমি অবাক হলাম।

৯| ১১ ই মে, ২০১৮ রাত ৮:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের মানুষ প্রকৃতিগতভাবেই বাড়াবাড়ি স্বভাবের। শুধু পত্রিকার শিরোনামে নয়, সমাজের সকল ক্ষেত্রেই এই বাড়াবাড়ি, অতিকথন ও বানোয়াট কথাবার্তা বলার প্রবণতা বহাল তবিয়তে বিদ্যমান।

১০| ১১ ই মে, ২০১৮ রাত ৯:০২

ঢাবিয়ান বলেছেন: সমকাল পত্রিকাতো দেখছি একেবারে ছবিসহ!!!

১১| ১১ ই মে, ২০১৮ রাত ৯:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকালের অভিজ্ঞতায় আজকে কেমন শিরোনাম করে তাও দেখার বিষয়! চোখ রাখুন সমকালে... =p~ =p~ =p~

১১ ই মে, ২০১৮ রাত ১০:৪৮

স্োরনাভ বলেছেন: এইটা ভাল্লাগছে।

১২| ১১ ই মে, ২০১৮ রাত ১০:২৪

দিলের্‌ আড্ডা বলেছেন: পত্রিকাগুলোও পারে!!!!

১৩| ১২ ই মে, ২০১৮ রাত ১:৫৮

সিসৃক্ষু বলেছেন: কী যে বলব...আমরা সাধারন মানুষেরা অনিশ্চিত ধরে রেখেছিলাম উৎক্ষেপণটাকে আর ওঁরা...পবন সরকারের মন্তব্যটাই বলতে হয়; আর কিছু বলার নাই।

১৪| ১২ ই মে, ২০১৮ রাত ২:০০

সিসৃক্ষু বলেছেন: *সাধারণ

১৫| ১২ ই মে, ২০১৮ রাত ২:১২

সিসৃক্ষু বলেছেন: আর যা-ই হোক, সমকালেরটা বেস্ট। একেবারে উৎক্ষেপণের ছবি সহ! হা হা হা। সারা দেশের মানুষকে আজ জোর হাসান হাসালো পত্রিকাগুলো।

১৬| ১২ ই মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: বিনোদন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.