![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, কোন এক অজানা কারনে ভারতীয়রা আমাদের
খুবই তাচ্ছিল্য করে, কলকাতার বাবুদের দেখা যায় আমাদের কাংলাদেশী বলছে, অর্থনীতির একজন ছাত্র হিসেবে সংক্ষেপে আমি ভারতের আর্থসামাজিক দিক ব্যবচ্ছেদ করতে চাই।
জি ডি পি আর নানা উন্নয়ন সূচকে আছে শুভংকরের ফাঁকি, যদি নমিনাল জি ডি পি ধরা হয় ভারত ধরনীর ৬ নম্বার অর্থনীতি। আর যদি পার ক্যপিটা ইনকাম ধরা হয় ২১৩৪ ডলার নিয়ে ১৩৩ তম অবস্থানে রয়েছে! মধ্য আফ্রিকার মত গরীব।
বাংলাদেশের অবস্থান ১৪৪ তম।
জি ডি পি তে ফাঁকিবাজি আছে। সবচাইতে গুরুত্ব বহন করে হিউম্যন ডেভেলাপমেন্ট ইনডেক্স, ভারতের অবস্থান ১৩১, আর বাংলাদেশের ১৩৯। কেউ কাউকে গরীব বললে মনে হয় এক ভিখারি অন্য ভিখারি কে ভিক্ষুক বলে গালি দিচ্ছে। যদিও সাধারনত বাংলাদেশীরা অন্যদেশীদের সন্মান করেন।
ভারতের কংরেস সরকারের সময় ৮% বা তার চেয়ে বেশী গ্রোথ রেট থাকত সেখানে মোদী সরকার ৬ এর নিচে নামিয়ে এনেছে।
ভারত মিডিয়াতে সিনেমায় নিজেদের চীনের সাথে যাহির করলেও বাস্তবতা হচ্ছে যদি চীন একই ইকোনোমি ধরে রাখে আর ভারত ৩০% করে গ্রোথ করে তবে ২০৩০ সাল নাগাদ ভারত চীনের সমান হতে পারবে! আর ওরা চলছে ৬% এর নিচে।
জি ডি পি কমে যাওয়ার অন্যতম কারন হচ্ছে গরুর মাংশ ও চামড়া রপ্তানী বন্ধ, নোট ব্যন করা, ব্যপক দুর্নিতি।
গরু ও নোটে ব্যন দিয়ে ২ কোটি মানুশ নিজের কাজ হারিয়ে পথে বসেছে এই বছরেই। চিন্তা করা যায় ২ কোটি মানুশের পরিবার পরিজন নিয়ে কি অবস্থায় আছে মানুশ গুলো?
মনে হতে পারে সামরিক দিক দিয়ে বুঝি অনেক এগিয়ে আছে ভারত।
আসলে বাংলাদেশের যেখানে কোন তেমন শত্রু নেই সেখানে ভারতের আছে পাকিস্তান আর চীন নামের সীমান্তবর্তী মহাশত্রু। ভারতে চীনের সাথে দোকলাম সীমান্তে শো অফের সময় বিপুল পরিমান সৈন্যের ছুটির আবেদন অবশ্যই চিন্তায় রাখতে হবে।
একটা পরিসংখ্যান দেই ২০০১ সাল থেকে ২০১২ পর্যন্ত ১৩৩২ জন সৈন্য দৈন্য দশার জন্য আত্মহত্যা করেছে। (তথ্যসূত্র বিবিসি ৩ মে ২০১২)
ভবছেন এখন হয়ত কমে গেছে?
না এখন ২০১৭ সালের রিপোর্ট এক সালে ৫০০ জনের বেশী আত্মহনন করেছে। দিন দিন বাড়ছে, খাবার না দিয়ে ঘুমাতে না দিয়য়ে দিন রাত ডিউটির ফলে এমন ঘটেছে বলে সামরিক বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। সীমান্তে শত্রুর চেয়ে বেশী সুইসাইড করে ভারতীয় জওয়ান মারা যায়।
বাংলাদেশে ঐরকম দৈন্যদশা কোনোদিন ছিলনা।
সারা ভারতের বিভিন্ন জায়গায় চলছে স্বাধীনতা যুদ্ধ। আইন শৃংখলা পরিস্থিতি ভয়ংকর খারাপ।
ভারতীয় রেপিষ্ট বাবা গন, যাদের রয়েছে প্রভাবশালী রাজনীতিবিদ ভক্ত ও লাখ লাখ অপদার্থ গরু ছাগলের দল অনুসারী ।
শুধু দিপিকা পাডুকোনের স্তন দেখালেই তো পেট ভরে না।
৩ মে ২০১৭ সালে ইন্ডিয়া টাইমস বলছে ভারতে ১২০০০ এর বেশী কৃষক দারিদ্রতার জন্য আত্মহনন করে, একতা ইন্ডিয়ান দাঁত কেলিয়ে নিজেকে ধনী বলে, ইচ্ছে করে একটা থাপ্পড় দিয়ে বলি বেশী টাকা থাকলে কয়টা নিজের দেশের মানুশ বাঁচিয়েছ?
আমাদের দেশে তো এমন কখনই শুনিনি! জীবন যাত্রার এত অধঃপতন কেন বাবু তোমাদের?
মায়ের মুত্র মনে করে মুত্র খাওয়ার চিত্র।
যদি গাভী মা হয় ষাঁড় পিতা, তবে এক গাভীর সাথে কিন্তু অনেক ষাঁড় সংগম করে, বি জে পি র গোরক্ষা ক্যাম্পেইনে রাজনৈতিক সুবিধা আদায় হলেও , অনেক প্রান ঝড়ে যাচ্ছে আর ধর্মবিদ্দেষ চড়মে উঠেছে, নষ্ট হয়ে যাচ্ছে সাম্প্রদায়িক সম্প্রতি, সেই সাথে সকলেরই ক্ষতি হচ্ছে। মানুশের দাম এখন গরুর নিচে, বি জে পি জিতে গেলেও হেরে গেছে ভারত।
ভারতের চাকচিক্য কিন্তু তার পরও দেখতে পাই, কিন্তু কিভাবে?
ধরা যাক একটা পরিবারের ২০ জন সদস্য ১৯ জন অনাহারে অর্ধাহারে আছে আর একজন দামী গগলস চড়িয়ে পেট পুরে ঘুরে বেরাচ্ছে। অন্যদের হক মেরে হিন্দিভাষী শহুরে এলাকায় কিছুটা উন্নয়ন হচ্ছে। এই জন্যেই দিকে দিকে ভারত ভাংগার গান ।
সাবমেরিন, সামরিক বিমানবাহী জাহাজ চাকচিক্য, দিপিকা পাডুকোন আর পুনম পান্ডের ভারত নয়, পিপলী লাইভ আর, স্লামডগ মিলিওনিয়ার হচ্ছে প্রকৃত ভারত। সিনেমার আর ক্রিকেটের নেশায় বুঁদ হওয়া ভারতীয়দের সিনেমা দিয়েই চিনে নিলাম ফাঁকা আওয়াজের সুপার পাওয়ার ভারতকে। যদি ভারত এভাবেই চলতে থাকে তবে আগামী ৫০ বছরে সুপার পাওয়ার হওয়া সম্ভব?
ভারতের মত একটা ফেইল্ড নেশনের সাথে সম্ভাবনাময় বাংলাদেশের অতি ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি নিয়ে বাংলাদেশের মানুশের আবশ্যই পুনঃ বিনেচনা করতে হবে।
১৪ ই মে, ২০১৮ রাত ১:২৫
স্োরনাভ বলেছেন: ওখানেই চোখ গেল ভাইসাব!
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১:২০
শহীদ আম্মার বলেছেন: আপনি পাকিস্তানী কোন টিভি ফিভিতে চাকুরী করেন মনে হয়। কাশ্মীরীদের সাথে যোগাযোগ থাকাটাও অসম্ভব কিছু না।
১৪ ই মে, ২০১৮ রাত ১:৩০
স্োরনাভ বলেছেন: আপনার অনুভূতিতে আঘাত লাগাটা সন্দেহজনক। তথ্য উপাত্ত দিয়ে সত্য লিখে সকলকে খুশি করা সম্ভব নয়। আপনার দুটি অনুমান ভুল।
৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১:২৯
চাঁদগাজী বলেছেন:
কোটো কোটী বাংলাদেশী নিজের সময় ব্যয় করে, ভারতের সমস্যা নিয়ে ভেবে-চিন্তে নিজের মন খারাপ করে, সময় ব্যয় করে থাকেন, এটাকে বলে মোষ তাড়ানো; আপনিও তাদের একজন।
১৪ ই মে, ২০১৮ রাত ১:৩১
স্োরনাভ বলেছেন: চাঁদগাজী আপনি পুরো লেখাটা না পড়েই মন্তব্য করেছেন, আমি দুঃখিত। লেখার মান খারাপ হলেও পুরোটা পড়ে সমলোচনা করা উচিত।
৪| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৪৪
শাহিন-৯৯ বলেছেন: তবে তাদের অনেক ইতিবাচক দিক আছে যেমন তাঁরা পর্যটন খাতকে একটা শিল্পে রুপ দিয়েছে, পক্ষান্তরে আমরা লুট নিয়ে ব্যাস্ত।
১৪ ই মে, ২০১৮ রাত ১:৫৬
স্োরনাভ বলেছেন: অবশ্যই ইতিবাচক দিক আছে। গৌরবময় ইতিহাস আছে, সভ্যতা আছে, বি জে পি সরকারের গরু রাজনীতি মানুশের জীবনকে কঠিন করে তুলছে।
৫| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৪৮
শহীদ আম্মার বলেছেন: আমার অনুমান দুটি ভূল হওয়ায় আমি যারপরনাই আনন্দিত। কারণ একজন খাঁটি বাংলাদেশী পাওয়া গেলো যে কিনা ভারতের সমালোচনা করে।
১৪ ই মে, ২০১৮ রাত ২:০৭
স্োরনাভ বলেছেন: গাতস্য শোচনা নস্তি।
৬| ১৪ ই মে, ২০১৮ রাত ১:৫০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: পর্যটনের জন্য ভারত আমার পছন্দের দেশ। সামনের শীতে কেরালা....
১৪ ই মে, ২০১৮ রাত ২:০৩
স্োরনাভ বলেছেন: ঘুরে আসুন, ভারত, অপূর্ব সুন্দর দেশ। কেরালা সবচেয়ে উন্নত রাজ্য।
৭| ১৪ ই মে, ২০১৮ রাত ২:০৯
শহীদ আম্মার বলেছেন: গাতস্য শোচনা নস্তি।
প্লীস..
অনুবাদ বলেন।
১৪ ই মে, ২০১৮ রাত ২:১০
স্োরনাভ বলেছেন: বাংলা ভাষা।
৮| ১৪ ই মে, ২০১৮ রাত ২:১৬
শহীদ আম্মার বলেছেন: সত্যিই আমি এর অর্থ বুঝিনা। প্লীস.... সহজ ভাষায় বলেন।
১৪ ই মে, ২০১৮ রাত ২:১৭
স্োরনাভ বলেছেন: সহজ ভাষাঃ নেই কাজ তো খই ভাজ।
৯| ১৪ ই মে, ২০১৮ রাত ২:২১
শহীদ আম্মার বলেছেন: বাসায় আসেন খই ভেজে খাওয়াবো।
১৪ ই মে, ২০১৮ রাত ২:২৩
স্োরনাভ বলেছেন: আহারে আমি দাওয়াত প্রেমী মানুশ, দেশে থাকলে সত্যিই চলে আসতাম।
১০| ১৪ ই মে, ২০১৮ রাত ২:২৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ৭১ এর পর পররাষ্ট্রনীতিতে ভারতের কোন কাজই আমার পছন্দ হয় নি। সুবিধাবাদী দেশ, আর আমাদের নেতারা ওদের মনোরঞ্জনে ব্যস্ত।।
১৪ ই মে, ২০১৮ রাত ২:৩০
স্োরনাভ বলেছেন: সহমত, ৭৫ সালে মুস্তাক সরকারকে ভারত দ্রুতই সমর্থন করেছে। আমাদের মেরুদণ্ড আরো শক্ত করা দরকার।
১১| ১৪ ই মে, ২০১৮ রাত ২:২৯
শহীদ আম্মার বলেছেন: আপনারে খই ভেজে খাওয়াতে না পারলে আমার কলিজায় দাগ থেকে যাবে।
১৪ ই মে, ২০১৮ রাত ২:৩২
স্োরনাভ বলেছেন: সুইজারল্যান্ড পাঠাই দেন ডি এইচ এল করে।
১২| ১৪ ই মে, ২০১৮ রাত ২:৩৯
শহীদ আম্মার বলেছেন: দেশ থেকে কোন কিছু পাচার করার মত ব্যবসায়িক যোগ্যতা আমার নেই। সরকারে আপনার কেউ থাকলে তাদের মাধ্যমে নিয়ে খেতে পারেন। দাওয়াতটা আমার বাড়ীতেই থাকলো।
১৩| ১৪ ই মে, ২০১৮ রাত ২:৫৫
স্োরনাভ বলেছেন: হা হা হা।
১৪| ১৪ ই মে, ২০১৮ রাত ৩:০৪
শহীদ আম্মার বলেছেন: "স্োরনাভ" এটা কি সুইজারল্যান্ডী নাম? অনেক চেষ্টা করেও উচ্চারণ করতে পারিনাই। ভ আছে তাই রাশিয়ান নাম হওয়ার সম্ভাবনাও আছে। পারলে নামটা একটু পাল্টান। আকীকার খরচ আমি দিবো।
১৪ ই মে, ২০১৮ রাত ৩:২৫
স্োরনাভ বলেছেন: আপনি আবার আইসেন! আসার জন্য ধন্যবাদ।
১৫| ১৪ ই মে, ২০১৮ রাত ৩:১০
পিকো মাইন্ড বলেছেন: ভাল লিখেছেন
১৪ ই মে, ২০১৮ রাত ৩:২৫
স্োরনাভ বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৪ ই মে, ২০১৮ রাত ৩:৩৪
শহীদ আম্মার বলেছেন: লম্ব, ব্যাসার্ধ জাতীয় কিছু একটা দিলেও তো বুঝতে পারতাম। "স্োরনাভ"??????????????????????
১৭| ১৪ ই মে, ২০১৮ ভোর ৬:৩২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভারতের রাষ্ট্র নীতি বা পলিসিতে অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে|
দক্ষ জনশক্তি রপ্তানি এর অন্যতম | ভারত তার জনশক্তিকে যুগোপযোগী করে প্রশিক্ষিত করে তুলতে পেরেছে এবং তা সারা বিশ্বে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে সফলকাম হচ্ছে | পক্ষান্তরে আমাদের দেশে জনশক্তিকে দক্ষ করে তোলার ব্যাপারে কোনো সরকারকেই খুব একটা আগ্রহী হতে দেখা যায় না, বরং শিক্ষা ব্যবস্থা দিনে দিনে চরম অবনতির দিকেই যাচ্ছে |
পর্যটনেও ভারত যথেষ্ট বিনিয়োগ করছে এবং বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে | পক্ষান্তরে বাংলাদেশ বিমান এবং পর্যটন সেবা, পর্যটকদের নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা সহ পর্যটন সংক্রান্ত কোনো দৃশ্যমান অবকাঠামো গড়ে তুলতে পারে নাই যা বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে সক্ষম হবে |
পররাষ্ট্রনীতিতেও ভারত (তার প্রতিবেশী দেশগুলো ব্যাতিত) অন্যান্য দেশগুলোর সাথে সফলভাবে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে | পক্ষান্তরে বাংলাদেশের তোষামুদি এবং জগাখিচুড়ি পররাষ্ট্র নীতির চেহারা কিরূপ তা বোঝার জন্য "আকেলমান্দ লা লিয়ে ইশারাই কাফি হায়" |
১৮| ১৪ ই মে, ২০১৮ ভোর ৬:৫৮
স্োরনাভ বলেছেন: একটা ঐতিহ্যবাহী দেশে পজিটিভ দিক থাকবেনা, এটা হতে পারেনা। আনএমপ্লয়েড রেট ভারতে ৩.৪৬%, বাংলাদেশের ৪%, আমেরিকায় ৪.৩%। আমেরিকার চেয়ে ভারত বাংলাদেশ এগিয়ে! পার ক্যপিটা ইনকামেই বোঝা যায় কে কি করছে। মোদী বলেছেন পাকোড়া বিক্রি ও একটা কাজ। ঠিক ঠাক কাজের ক্ষেত্র ভারতে অনেক থাকলে সবচেয়ে বেশী ভারতীয়রা বাংলাদেশে কাজ করছে কেন?
পররাষ্ট্রনীতি! ভাল লিখেছেন ভারতের পাকিস্তান জীবনেও নাই, নেপাল গেছে বহু আগে, শ্রীলংকা গেছে, মালদ্বীপ গেছে, চীন নাই, আমেরিকার কাছে যাওয়াতে ইরান দূরে যাচ্ছে, আছে ভুটান আর দুই নৌকায় থাকা বাংলাদেশ, সীমান্তেই কারো সাথে সখ্যতা নাই, কিসের পররাষ্ট্রনীতির কথা বলছেন!! নিউজ পেপার পড়তে হবে তো। পরের কমেন্টে দয়া করে তথ্য উপাত্ত ও সোর্স দিবেন। নিজের মনের মাধুরী মিশিয়ে কিছু লিখলে বিশ্বাস হয় না।
১৯| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৪২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিছু বুঝতে পারছিনা কি বলবো।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৯
স্োরনাভ বলেছেন: কনফিউজড!
২০| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৫০
ঢাবিয়ান বলেছেন: ইন্ডিয়ান কিছু কলিগ এর মুখে শুনেছি তারা মোদী সরকারের উপড় চরম বিরক্ত। তারা মনে করে কংগ্রেসই ভাল ছিল। নোট ব্যান ও গরু রপ্তানি নিশিদ্ধ তাদের অর্থনীতিতে বিড়াট প্রভাব ফেলেছে। মোদী যেই উন্নয়নের মডেল দেখিয়ে নির্বাচনে জয়লাভ করেছিল তা নাকি স্রেফ ভাওতবাজী।
আমাদের দেশের রাজনীতির সাথে অন্য কোন দেশেরই তুলনা চলে না। কারন আমরা তুলানহীন!!ভারতের কোন সরকারের বিরুদ্ধে দুর্নিতির অভিযোগ নাই। পাবলিকের একটা টাকা লুট হলেও সেখানে সরকারের খবর আছে। তবে বিরাট দেশ, নানা জাতি, নানা ভাষার বসবাস সেই দেশে।কিছু সমস্যাতো থাকবেই।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:০৪
স্োরনাভ বলেছেন: Click This Link
এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দেশ ভারত প্রমান দিলাম । দয়া করে "ভারতের কোন সরকারের বিরুদ্ধে দুর্নিতির অভিযোগ নাই" প্রমান দিন, কোন নির্ভরযোগ্য কোথাও ছাপা হয়েছে নাকি নিজের মনের মাধুরী মিশিয়ে বলে দিলেন।
২১| ১৪ ই মে, ২০১৮ সকাল ৮:৫৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভারত বাংলাদেশ থেকে শুধুই নিচ্ছে ..........
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:০৫
স্োরনাভ বলেছেন: সহমত।
২২| ১৪ ই মে, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমার মোটেও ভালো লাগেনি।
বিশেষ করে এই লাইনটির জন্য- আপনার পোষ্ট টি আমার মোটেও ভালো লাগেনি।
বিশেষ করে এই লাইনটির জন্য-
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭
স্োরনাভ বলেছেন: ধন্যবাদ ভিন্নমতের জন্য। এই কথাটি তার পরের লাইন," প্রতি বছর ১২০০০ কৃ ষক সুইসাইড করে তার ক্ষোভ থেকে এসেছে"।
২৩| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:০৭
হাঙ্গামা বলেছেন: সব সম্ভব আর বে-সম্ভবের দেশ এই ভারত !! যদি ও আমার চোখে শালারা ফকিন্নির বাচ্চা।
বিশেষ করে চরিত্র আর মানষিকতার দিক থেকে।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮
স্োরনাভ বলেছেন: আমার ও কাছাকাছি মনে হয়।
২৪| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারতের চেয়ে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮
স্োরনাভ বলেছেন: সহমত, যদি এভারেজ করা হয় আবশ্যই আমরা উন্নত।
২৫| ১৪ ই মে, ২০১৮ সকাল ১১:৫১
একাল-সেকাল বলেছেন: দুইজন ভারতীয় নারী নেত্রীর সাম্প্রতিক বক্তব্য তুলে ধরলামঃ
১। ভারতে গরুর চাইতে নারীদের মর্যাদা এখন কমে গেছে-জয়া বচ্চন (পার্লামেন্টের বতৃতায়)
২। টিভি সিরিয়াল গুলোতে একজনের ৩-৪ টা বউ দেখানোর কী দরকার ?- মমতা ব্যানার্জি (পাবলিক লেকচারের বক্তব্য)
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১০
স্োরনাভ বলেছেন: ধন্যবাদ আপনাকে রেফারেন্স দিলেন, আমি সব মন্তব্যে দেখেছি সাবাই মনের মাধুরী মিশিয়ে বলে যাচ্ছে।
২৬| ১৪ ই মে, ২০১৮ দুপুর ২:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
খুব ভাল লেগেছে আলোচনা।
ধন্যবাদ।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১০
স্োরনাভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
২৭| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:২৫
বিপরীত বাক বলেছেন:
ওদের যে দেশপ্রেম জাত্যাভিমান আর একতা আছে তার পায়ের জুতার সমান ও না বাঙাল গুলো। নিজেদের আগে ঠিক করেন। তারপর অন্যের –টোয় আঙুল দিয়ে গন্ধ শুকিয়েন।
১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১৩
স্োরনাভ বলেছেন: ভাইসাব কোন রেফারেন্স, তথ্য উপাত্ত দেন, মনের মাধুরী মেশানো কথায় বিশ্বাস হয় না, আর ভাষা তো ভাসমান । আমিতো তথ্য দিলাম, বিবিসি, টাইমস অফ ইন্ডিয়া থেকে আপনি ভারতের মহান হওয়ার কোন তথ্য দিন। বাংলাদেশের যে নিভে আছে তা আমি লেখায় উল্লেখ করেছি।
২৮| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৫:১৮
টারজান০০০০৭ বলেছেন: সাবস্ট্যান্ডার্ড ইয়ে লইয়া মোদির ভারত সুপারি পাওয়ার বা সুইপার পাওয়ার হইতে পারিবে , সুপারপাওয়ার নহে !!!!!! তবে ব্যার্থতা আড়াল করার জন্য নরাধম মোদী যুদ্ধ বাধাইতে পারে ! চিকা যদি ইঁদুর মারিয়া নিজেরে বীর বলে তাহা হইলে, বীর বলিতে অসুবিধা কোথায় ?
"ইঁদুর-চিকা মারামারি
নষ্ট করে বসতবাড়ি !
জায়গায় খায় , জায়গায় মরে
ঔষধ কিনেন তাড়াতাড়ি !!"
২৯| ১৪ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওদের আছে শক্তিশালী মিডিয়া সিন্ডকেট! আর লুটেরা আম্বানী গং য়ের মার্কেটিং আর ব্রান্ডিং পলিসি!
তাই সারা বিশ্ব দেখছে শো-অফ টুকুই। পেছনের সত্য খোঁজার সময় কই কারো!
ফলে আজো খোলা জায়গায় শৌচ কাজ ঠেকাতে মিডিয়া বিজ্ঞাপন দিতে হয়!
দারিদ্রতা খবর তারা লুকিয়েই রাখে! রাখবে।
তারা যখন বাংলাদেশকে উন্নাসিক দৃষ্টিতে দেখবে তখন অবশ্যই সকল বাংলাদেশীর প্রতিবদ করা উচিত।
যৌক্তিক এবং যুক্তিভিত্তক।
তাদের দেশপ্রেমের যে খোলস টিভি সিনেমাতে কৃত্রিম তৈরী করা তা যে ঝুরঝুরে আমরা টের পাই রৌমারি পদুয়ায়!র
তাদের নোংরামো, প্রতিহিংসা আর দেশীয় মিরজাফরদের জণ্য আমাদের দেখতে হয়- পিলখানা!
আমাদের অন্তরে সত্যিকারের দেশপ্রেম প্রশ্নাতীত। যদিও মিডিয়াবাজি কম।
চলমান কূটনীতি খুবই লজ্জ্বাজনক। ৭১ এর কৃতজ্ঞতার মানে নিশ্চয়ই এই নয় বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নের মূখে ফেলা!
সকল দাবী আর অধিকার ছেড়ে দিয়ে কেবলই দিয়ে যাওয়া! বানিজ্য বৈষম্য প্রকট।
টিভী চ্যানেল আজো অনুমতি পেলনা। চেতনার সরকারের চেতনা তখন ঘুমিয়ে যায়!
৫৪ টা অভিন্ন নদীর জল কই?
একটা নদীতেও কি ণ্যায্যতার ভিত্তিতে সফল চুক্তি করতে পেরেছে? বন্ধুতের এ কোন একমূখিতা???
১৫ ই মে, ২০১৮ রাত ১২:২০
স্োরনাভ বলেছেন: ললিত মোদী, মালিয়ারা মোদীর সাহায়তায় হাজার হাজার কোটি টাকা লোপাট করল, ভাইয়েরা বি জে পি মোদীর গুনগান গাইতেসে। বিদ্রোহীর সাথে সহমত।
৩০| ১৫ ই মে, ২০১৮ সকাল ৯:১৯
অর্ক বলেছেন: ভারত বাংলাদেশ পাকিস্তান সব দেশেই নানানরকম সমস্যা আছে। সমস্যাগুলো অনেকটা কাছাকাছিই বলা যায়। রাতারাতি একটা রাষ্ট্র খোলনলচে বদলে যায় না। সকল রাষ্ট্রের শাসকদের আন্তরিক চেষ্টা হওয়া উচিৎ, পরিস্থিতি’র উন্নতি করার। ভারত বিরাট রাষ্ট্র, শুধু মহারাষ্ট্র রাজ্যের অর্থনীতি দেখবেন, বাংলাদেশ ও পাকিস্তানের থেকে বেশ এগিয়ে।
কংগ্রেস কালো টাকা ও দুর্নীতিকে দারুণরকম প্রশ্রয় দিয়েছিল। ভারতের বিজেপি সরকার ওরকম নয়। সকলের মাঝে অর্থনৈতিক ভারসাম্য আনার চেষ্টা করছে তারা। আগে যেমন বলেছি, আমাদের এই উপমহাদেশের মানুষের অনেক সমস্যা আমাদের নিজেদেরই সৃষ্টি। ভারতের মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি বলতে চাচ্ছি, আলাদাভাবে কোনও রাষ্ট্রকে কোট করার আদৌ কিছু নেই। সবারই বহু সমস্যা আছে। সব রাষ্ট্রের সরকারই সম্ভবত কাজও করছে উত্তরণের। আমি বরং বলবো, সম্ভব হলে, তিন রাষ্ট্রেরই উন্নয়নের স্বার্থে সমস্ত বিগত বৈরিতা ভুলে একযোগে কাজ করা উচিৎ।
ধন্যবাদ।
১৫ ই মে, ২০১৮ সকাল ১০:৩৮
স্োরনাভ বলেছেন: শুধু মহারাষ্ট্র দেখবেন, গত বছর ৫০০ বেশী কৃষক আত্মহত্যা করেছে। মহারাষ্ট্রীয় র্যলীটা দেখেছেন কৃষকের? সারা দেশের টাকা এক রাজ্যে ঢাললে অর্থনীতি বড় হবে বৈকি! দক্ষিনের মুখ্যমন্ত্রীদের অভিযোগ গুলো দেখুন।
৩১| ২১ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩
বিপরীত বাক বলেছেন:
জয় মাতা ভারত মাতা।
দাদারা মাথায় হাত বুলিয়ে পাছায় লাত্থি মারলেও জীবন স্বার্থক হয়ে যায় বাঙালগুলোর।
আবার মুচলম-মুচলম ব্যাপার-স্যাপারও আছে।
০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
স্োরনাভ বলেছেন: যেকোন দেশের দাসত্ব থেকে বেড়িয়ে আসতে হবে।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ১:১৯
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: দীপিকা পাডুকোনের চেয়ে প্রিয়াঙ্কা চোপড়ার......... টা দেখতে.......