নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।।

স্োরনাভ

মুক্তচিন্তার মানুষ

স্োরনাভ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে আলাদিনের চেরাগ।

১৯ শে মে, ২০১৮ ভোর ৬:৩৩


কোটিপতিদের ক্লাব জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্রমশ আগ্রহ হারিয়ে যাচ্ছে। শুনেছি ১৯ সালে আবার হবে, রাজাদের ক্লাব নিয়ে আগ্রহ হল আদার ব্যাপারী হয়ে জাহাজী হওয়ার মত বিষয়। শুনেছি জামানতের পরিমান বাড়ানো হচ্ছে, কোটি পতিদের ক্লাবে অল্প টাকার জামনাত নিশ্চয়ই লজ্জার কারন।

সংসদদের সম্পদের হিসাব গত দশ বছরে কত হয়েছে?
নির্বাচনী হলফ নামায় কত দিয়েছিলেন??
এমম কেউ কি আছেন যার সম্পদ ২ গুন চার গুন নয় ১০০ গুন এর কম বেড়েছে?
কেউ দয়াকরে দেখাতে পারবেন?
আলাদিনের চেরাগ এর চেয়ে বেশী কার্যকর আসলে কি আছে উনাদের কাছে? আমাদের বলবেন ফর্মুলাটা কি?
দেশটা অনেক গরীব, দেশের মানুশ অনেক গরীব আমাদেরকে একটু বাতলে দেন।
আমার এলাকার প্রাইমারী স্কুলের পলেস্তারা খসে পড়ছে, রাস্তাটা অনেক বছর ধরে ভাংগা, কৃষক ন্যায্যমূল্য পায়না, জেলের জলা গুলো কারা যেন দখল করে নিয়েছে। থাকার একটা বসতি নাই আমাদের।

সরকারী লোকেদের সম্পদের হিসাব নিবেন না। আইন করে বন্দবস্ত করলেন দুর্নীতির। কয়টাকা বেতন দেন? বউ আর রক্ষিতার নামে সম্পদের হিসাব কে নিবে?
কয়জন আমলার গুলশানে বাড়ি নাই?
কে হিসাব দিবেন? কত টাকা বেতন হলে গুলশানে বাড়ি হয়?
কয় টাকা আপনার বেতন যে পালিত রক্ষিতাকে ফ্লাট গিফট করেন?

বাংলাদেশের দুর্নীতি সবই প্রকাশ্য! দেশটাকে ভোগ করছে গুটি কয়েল লোক আর আমার মত মেরুদণ্ডহীন কিছু লোক চুপ চাপ তামাশা সহ্য করছে।

সেদিন আমাদের মুক্তির আকাঙ্ক্ষা জীবনের মায়ার চেয়ে বড় হবে সেইদিন আমাদের রক্তচোষা তোমাদের লাশের টুকরোর হদিস মিলবেনা।



সেদিন আমাদের মুক্তির আকাঙ্ক্ষা জীবনের মায়ার চেয়ে বড় হবে সেইদিন আমাদের রক্তচোষা তোমাদের লাশের টুকরোর হদিস মিলবেনা।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ সকাল ৭:৫৪

সোহানী বলেছেন: জ্বী ভাই, এ চেরাগ পাওয়ার জন্যইতো রাজাদের ক্লাবের নমিনেশান দরকার। অার ওই সব চাষাভুসাদের কথা বলে বলেতো দিনটাই মাটি করে দেন। আর সম্পত্তির হিসাব..... স্পার্ধতো কম না!!!!!!!!

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪

স্োরনাভ বলেছেন: ফরাসী বিপ্লবের মত রাজা রানীর কল্লা কেটে ঝুলাই রাখতে মনচায়।

২| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:৪২

রাজীব নুর বলেছেন: আমার মনের কথা গুলোই লিখেছেন।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৫

স্োরনাভ বলেছেন: ধন্যবাদ। সচেতনতা তৈয়ার করতে হবে। আর কাহাতক সহ্য করা যায়।

৩| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:৫৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সত্যি কথার ভাত নেই

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৮

স্োরনাভ বলেছেন: রাজার বাড়ির প্রতিটা ইট খুলে নিয়ে আসব আমরা। ভুখা নাংগারা সংখ্যায় বাড়ছি।

নবারুণ দা লিখেছিলেন
গাঁড় মারি তোর মোটর গাড়ির, গাঁড় মারি তোর শপিং মলের
বুঝবি যখন আসবে তেড়ে ল্যাংটা মজুর সাবান কলের।

৪| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেতনার আফীমে বুদ কে রেখেছে পুরা জাতি!


তাদের ভোগের বিরুদ্ধে বললেই চেতনা জাগে
তাদের লুটের বিরুদ্ধে বললেই চেতনা জাগে
তাদের গুম, খুন, জুলুমের বিরুদ্ধে বললেই চেতনা জাগে!

স্বাধীকারের কথায় উচ্চ কন্ঠ হলে- ক্লাবে বসে পুরা জাতিকে গালী দেয় রাজাকারের বাচ্চা বলে!!!

ইতিহাস কষ্টের হলেও মনে পড়ে যায় একই লক্ষনে
এমনিভাবে বা ওর কাঠীন্যে কি দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়া হয়েছিল জাতির????
নো ওয়ৈ অব রিটার্ণে দাড় করানো পুরা দেশ ! সমাধান তো সহজ, সুলভ স্বাভাবিেকর সম্ভাবনা খুবই কম!

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

স্োরনাভ বলেছেন: হক কথা। সহমত কমরেড।

৫| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: স্োরনাভ ,



আলাদিনের চেরাগ আর কিছুই না, কেবল "ভোট" নামের আমাদের আমজনতার 'ল্যাম্ফু" টাই সেই চেরাগ । যেটাকে আমরা বারে বারে ঘসেমেজে কোটিপতি ক্লাবে দান করি । আমাদের মতো মেরুদন্ডহীন , আহাম্মক জনগণের এই "ল্যাম্ফু"টাই প্রতি পাঁচ বছর পরে পরে আলাদিনের চেরাগ হয়ে যায় ............................

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

স্োরনাভ বলেছেন: আমরা আহাম্মুক।

৬| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠিক বলেছেন।

১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:১০

স্োরনাভ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.