নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।।

স্োরনাভ

মুক্তচিন্তার মানুষ

স্োরনাভ › বিস্তারিত পোস্টঃ

ইসরাইল রাষ্ট্রের বর্তমান বাস্তবতা, নিকটবর্তী ভবিষ্যৎ ও আরব বিশ্ব।

০৭ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬


ইংরেজি একটা কথা আছে "if you cant beat the motherfucker, join them"

তিন বার পরাজিত হয়ে আরব বিশ্ব এই কথার অর্থ হাড়ে হাড়ে টের পেয়ে ইসরায়েলর সাথে মিত্রতা গড়ে তুলেছে। বৈপরীত্য হচ্ছে ইরান, কাতার, লেবানন , এই রাস্ট্র সমুহ এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে দানবকে হালকা খোচাঁখুচি করার। ইসলায়েলের পিতা ইংল্যান্ড, ফ্রান্স পরে আমেরিকা পার্টিতে যোগদান করে। ইসরায়েল এখন উন্নত দুনিয়ার আদরের দুলাল।
ইসরায়েল যদি ফিলিস্তিনের প্রতিটা মানুশকে হত্যা করে তবে কারো আসলে কিছুই করার নাই। আমরা শুধু নিন্দা জানাতে পারব।

এই দুনিয়ার তাবত ব্যবসা ইহুদীদের হাতে। ইহুদী পন্য আমি রোজ খরিদ করি, আপনি পড়ছেন আপনিও খরিদ করেন।
আপনি আমি বর্জন করলে ওদের আসলে কিছুই যায় আসে না। আপনি আমি ওদের টার্গেট কাষ্টমারই না।

ইসরায়েলে পাওয়া গিয়েছে বিপুল পরিমান খনিজ তেল, ইউরোপ আরো ডিপেন্ডেন্ট হবে ইসরায়েলের উপর, খোদার যেন এক অপার আশীর্বাদ ইসরায়েলের উপর।

রাশিয়া গনচিন কখনোই ইসরায়েলের বিরোধিতা করবেনা। ইসরায়েলের বিপক্ষে সেসব দেশে বিশেষ কোন জনমত নেই। সরকারের কোন আগ্রহ থাকার কথা নয়।

শত শত বছর পশ্চিমাদের প্লান করা ইসরাইল রাষ্ট্র খুব শক্ত ভিত্তির উপর গড়া। সংঘাতের আগে দুই রাস্ট্র নীতি সমর্থনের জন্য আরব বিশ্বকে অনুরোধ করা হয়েছিল, ফিলিস্তিন সহ বিশেষকরে আরবরা তা মানে নি, বার বার যুদ্ধ করেছে এবং হেরে গিয়ে আরো বেশী জায়গা হারিয়েছে।

আসলে মূল পরিকল্পনায় এত দ্রুত অভাবনীয় সাফল্য আসবে তা ভাবা হয় নি। সাফল্য এনে দিয়েছে বোকা আরবরা, মাত্র ৬ দিনে হেরে গিয়ে ফিলিস্তিনিদের কপালে চড়ম দুর্ভোগ এনে দিয়েছে। যুদ্ধ করাটাই ছিল অর্বাচীন সিদ্ধান্ত।

যুদ্ধপরাজিত হয়ে খোয়ানো ভূমি রিকোয়েস্ট করলেই কেউ দিয়ে দিবেনা, যুদ্ধজয় করেই ফেরত নিতে হবে। আর অদূরভবিষ্যৎ কালে সেই সম্ভাবনা নেই বলেই আমার বিশ্বাস।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:২৫

দিলের্‌ আড্ডা বলেছেন: কিছু মানুষ শক্তের ভক্ত । আপনার লেখা পড়ে সেটাই বারবার মনে হলো।

০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:০৫

স্োরনাভ বলেছেন: আরবদের কাপুরুষতা আর ভিরুতাও দেখা যায়। মতামতের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩১

পদ্মপুকুর বলেছেন: ছয়দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল বলেই আজকে এত কথা আসছে, যদি তখন জিততো, তাহলে আমাদের মতামতও অন্যরকম হতো।

০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:০৭

স্োরনাভ বলেছেন: অবশ্যই অন্যরকম হতো। ছয় দিনে যে যুদ্ধ হেরে যায় যে যুদ্ধ না করে অন্য কোন উপায়ে এগুনো উচিন ছিল। ছয় দিনে যুদ্ধ শুরুই হয় না। আর ওরা হেরে গেল। ফিলিস্তিনের ভাগ্য নিয়ে খেলা করল।

৩| ০৭ ই জুন, ২০১৮ রাত ১০:৩৮

কাইকর বলেছেন: পুকুর ভাইয়ের সাথে আমি একমত

০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮

স্োরনাভ বলেছেন: কষ্ট করে মতামত লেখার জন্য ধন্যবাদ।

৪| ০৭ ই জুন, ২০১৮ রাত ১১:৩১

জাহিদ হাসান রানা বলেছেন: মেঘ দেখে তোরা করিস নে ভয় আড়ালে তার সূর্য হাসে। 8-|
যেদিন ওরা আরব নয় মুসলিম পরিচয়ে লড়বে খোদার আশীর্বাদ আবার আসবে।হাজার বছর মুসলিম শাসন চলেছে পৃথিবীতে।শাসনের আভিজাত্য মুসলিমদের শিরায় আল্লাহ তাআলার ভয় দূর করে দিয়েছে।তাই আল্লাহ তাআলা মার খাওয়ায়ে শিক্ষা দিচ্ছেন।ঘুম ভাঙ্গাচ্ছেন।

০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:১০

স্োরনাভ বলেছেন: ম্যজিকের অপেক্ষায় বসে আছেন? টমাহক আর আয়রন ড্রোম দোয়া দিয়ে আটকানো যাচ্ছেনা।

৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৩:২৩

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ জাহিদ হাসান রানা- আপনার কথাগুলো হচ্ছে অক্ষমের আস্ফালন। অবশ্য গড়পড়তা মুসলিমদের চিন্তাভাবনা আপনার মতোই। বর্তমানকে বাদ নিয়ে অতীত নিয়ে মগ্ন। বর্তমান দুনিয়া হচ্ছে সামরিক শক্তির,উন্নত যুদ্ধ উপকরণের, উন্নত প্রযুক্তির এবং উচ্চ মেধাশক্তির। যাদের এইসব নেই তাদের ভেউ ভেউ করে কান্নাকাটি করা আর আল্লাহ্- র দোহাই পাড়া ছাড়া আর কোনো গতি নাই।

০৮ ই জুন, ২০১৮ ভোর ৬:১১

স্োরনাভ বলেছেন: সহমত। মনের কথা লিখেছেন। দোয়া দিয়ে তো কাজ হচ্ছেনা এবার প্রযুক্তিতে মন দেয়া উচিত।

৬| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৯

ত্রিকোণমিতি বলেছেন: যাই হোক, ইহুদী দের খপ্পর থেকে মুসলিমদের বেরিয়ে আসতে হবে।




[অফ টপিক - সামুতে নতুন লেখালেখি করছি, সময় থাকলে আমার ব্লগ থেকে ঘুরে আসার অনুরোধ রইলো। আমার ব্লগ

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

স্োরনাভ বলেছেন: মুসলিমদের নিজেদের খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে।

৭| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সিগন্যাস বলেছেন: পোষ্টের বাকিটুকু কোথায়????মানে ইসরাইলের ভবিষ্যৎ নিয়ে তো কোন কথা দেখছিনা???? #:-S

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

স্োরনাভ বলেছেন: ধন্যবাদ গঠনমূলক সমালোচনার জন্যে, জী লেখাটা সং ক্ষেপ করতে গিয়ে আসলে বিস্তারিত লেখা হয়নি, এটা আসলে বর্ণনা মূলক লেখা নয়, মন্তব্যমূলক লেখা। শেষ প্যরাতে ছোট করে লেখা আছে এটি টিকে থাকবে, আবার মধ্যের প্যরাতে আছে তেলের বিশাল মজুদ পাওয়ায় রাষ্ট্রটি কতটা শক্তিশালী হল। তথ্য, উপাত্ত, ইতিহাস আসলে সবারই জানা তাই জানা কথা না বাড়িয়ে শুধু মন্তব্য করেছি। ভবিষ্যৎকালে আরো বিস্তারিত লেখার ইচ্ছা আছে।

৮| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

রাজীব নুর বলেছেন: আসলে মুসলমানদের মন মানসিকরা সংকীর্ণ।

০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

স্োরনাভ বলেছেন: ভাই সহমত, ৯০ ভাগের বেশী মুসলিম ডাবল স্ট্যান্ডার্ড। নামাজ নাই রোজা নাই ঈমান টাইট। দোয়ার উপর নির্ভর, প্রযুক্তির বিকাশ নাই। এফ ৩৫ যখন দোয়া দিয়ে ভুপাতিত হচ্ছেনা তখন নিজেদের কিছু করতে হবে, ইরান চেষ্টা করলেও সৌদী তাদের পথের কাটা হয়ে দেখা দিচ্ছে।

৯| ০৯ ই জুন, ২০১৮ ভোর ৪:১৯

উদাসী স্বপ্ন বলেছেন: স হাবস্থানের কথা ভেবেই ফিলিস্তিনিডের কূটনৈতিক তৎপরতা করা উচিত নতুবা লাশের মিছিল বাড়বেই কিন্তু স্বাধীনতা এভাবে আসবে না

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:২৯

স্োরনাভ বলেছেন: কূটনীতি দিয়া কি হবে, শুনেন নাই, ইহাই প্রফেসী, হইবই। কিছু করার দরকার নাই। দেকেন না সৌদী হচ্ছে ঘনিষ্ঠ মিত্র।

১০| ০৯ ই জুন, ২০১৮ সকাল ৭:১৩

টারজান০০০০৭ বলেছেন: লেখক বলেছেন: মুসলিমদের নিজেদের খপ্পর থেকে বেরিয়ে আসতে হবে।

সহমত ! যে যাহাই বলুক ইজরায়েলের উন্নতি হইবেই ! মুসলমানের আরো অবনতি হইবে ! অন্তত চূড়ান্ত পর্যায় পর্যন্ত। ইহাই প্রফেসি।পশ্চিমা বিশ্বের একটা পলিসিই আছে যেন কোন মুসলমান রাষ্ট্রই এই মাত্রায় শক্তিশালী না হইতে পারে যে ইজরায়েল বা পশ্চিমা বিশ্বের হুমকি হইয়া ওঠে। ইহার কারণেই ঝুঁকিপূর্ণ অস্ত্র কোন মুসলিম রাষ্ট্রে সহসা বিক্রয় হয়না যদিনা রাষ্ট্রক্ষমতায় কোন মাইনকা চিপার বাসিন্দা থাকে। ইরাক ও সিরিয়ার পারমাণবিক প্রকল্প গুড়িয়ে দেওয়া , ইরানকে হুমকি ধামকি , পাকিস্তানের পারমাণবিক অস্ত্র লইয়া প্রায়ই আশংকা প্রকাশ করা, মালেশিয়ায় হামাসের বিজ্ঞানীকে হত্যা এই পলিসির অন্তর্ভুক্ত। তাই জ্ঞান-বিজ্ঞান , প্রযুক্তিতে উন্নত হইয়া কোন মুসলিম রাষ্ট্র যদি পশ্চিমা বিশ্বের বা ইজরায়েলের জন্য হুমকি হইয়া যায় তাহা হইলে সেই রাষ্ট্রের খবর আছে !
সম্প্রতি সিরিয়াতে ইজরায়েল ,রাশিয়ার সম্মতিতে ইরানের পুটু মারিয়া বন্ধুত্বের সাক্ষর রাখিল আর প্রমান করিল যে এই পলিসিতে বিধর্মীরা সবাই একমত !

০৯ ই জুন, ২০১৮ সকাল ৯:২৭

স্োরনাভ বলেছেন: প্রফেসি তাই ফিলিস্তিনিরা মার খাক, কিছু করার দরকার নাই, প্রফেসি তো আসেই। ভাল বলেছেন।

১১| ০৯ ই জুন, ২০১৮ দুপুর ১২:২৮

টারজান০০০০৭ বলেছেন:
ফিলিস্তিনিদের পিঠে আপনারে বাঁধিয়া দিলে মন্দ হয় না !!!!!!!!!!! ;)

মন্তব্যের কোথাও কি বলা হইয়াছে , কিছু করার দরকার নাই ? X((

০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

স্োরনাভ বলেছেন: চলেন দোয়া ও মিপাদ মাহফিল করি।

১২| ০৯ ই জুন, ২০১৮ বিকাল ৩:২৬

আখেনাটেন বলেছেন: ঈসরাইলে তেলের বিশাল মজুদ আবিস্কার হয়েছে, তথ্যটা কি ঠিক।

ঈসরাইলে সাম্প্রতিক অতীতে লেভিয়াথান ও তামার নামের দুটি বৃহৎ আকৃতির গ্যাস ফিল্ড আবিস্কৃত হয়ে তেল না। যদিও এগুলো এখনও উৎপাদনে যায় নি নানা কারণে।

আর একটা কথা ঈসরাইল-ফিলিস্তিন সমস্যা আমরা সাধারণত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা একটি বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক সমস্যা। আর রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। এখানেই মুসলিমরা কেঁচে গুণ্ডুস করে ফেলেছে।

আরবলীগ শক্তিশালী হলে কূটনৈতিকভাবে অনেক কিছুই এতদিনে আদায় করা সম্ভব হত। কিন্তু নিজেদের গদির মোহ পশ্চিমা দোস্তিকে দূরে ঠেলতে পারছে।

এখানে নানা স্টেকহোল্ডার নানামুখি তৎপরতায় বহুধাবিভক্ত। তাই এই সমস্যার সমাধানও একজায়গায় গ্রোথিত নেই।

০৯ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০১

স্োরনাভ বলেছেন: ভাই আখেনটেন , নতুন করে যেই গ্যস আর তেল অনুসন্ধান হয়েছে ৩ ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যস আর ৬ বিলিয়ন ব্যরল তেল পাওয়া গিয়েছে। তেলের জন্য আর কারো প্রতি ডিপেডেন্ট হওয়া লাগবেনা। আর গ্যস দিয়ে ইসরায়েলের অর্ধেক বাড়িতে বিদ্যুৎ পৌছে দেয়ার পরিকল্পনা আছে। তথ্যটা ঠিক, নেতানিয়াহুর ভাষনটাও একবার দেখুন।

একসময় ইরান মিত্র ছিল, খোমেনি আসার পর সৌদী মিত্র, আরবদের আসলে মানবিকতা বলে কিছু নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.