নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর।।

স্োরনাভ

মুক্তচিন্তার মানুষ

স্োরনাভ › বিস্তারিত পোস্টঃ

আলী ইবনে আবু তালিবের সংক্ষিপ্ত আলোচনা ও কিছু অজানা দিক।

২৩ শে জুন, ২০১৮ সকাল ৭:০১


ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব, যিনি নানা গৃহযুদ্ধে জর্জরিত ছিলেন। খলিফা উসমান হত্যার সাথে সাথে একের পর এক যুদ্ধ শুরু হয়ে যায়। খলিফা আলী নবী মুহাম্মাদের অত্যন্ত আস্থাভাজন ছিলেন, তিনি নবী মুহাম্মাদের আপন চাচাতো ভাই, মেয়ের জামাতা ও আপন নাতনীর জামাতা ছিলেন। তিনিও সেই দশজন সৌভাগ্যশালীদের একজন নবী মুহাম্মাদ যাঁদের বেহেস্‌তের সুসংবাদ প্রদান করেছিলেন।
খলিফা আলী সাতটি বিয়ে করেছিলেন:
১.ফাতেমা
২.উম্মাহ্ বিনতে জয়নব
৩.উম্মুল উল-বানিন
৪.লেইলা বিনত মাসুদ
৫.আসমা বিনতে উমায়
৬.খল্লা বিট জাফর
৭.আল সাহবা 'বিনত রবিয়াহ

উম্মাহ বিনতে যয়নাব হল, খলিফা আলীর স্ত্রী, নবী মুহাম্মাদের প্রথম সন্তান যয়নাবের ও আবু আস ইবনে আল রাবি র প্রথম কন্যা ও ফাতিমা বিনতে মুহাম্মাদের আপন বোনের মেয়ে। ৬৬১ সালে আলীকে খুন করার পর উম্মাহ বিনতে যয়নাব ফাতিমার বড় বোনের মেয়েকে মুয়াবিয়া ১ বিয়ে করেন সে ঘরে একটি সন্তান হয় ইয়াহিয়া।

খলিফা আলীর দশ সন্তান ছিলেন এর মধ্যে একটি মিসকারেজ(মুহসিন ইবনে আলী) সন্তান সহ পাঁচটি সন্তান ফাতিমার। চারটি অন্যান্যদের ও একটি আসমা বিনতে উমায় এর পূর্ববর্তী স্বামীর।


খেলাফতের নির্বাচনের পরপরই তিনি ইসলামী রাষ্ট্রের রাজধানী, মদীনা থেকে ইরাকের কুফায় সরিয়ে নেন, যা ছিল অধিকতর কেন্দ্রীয় একটি স্থান।
তাঁর নির্বাচনের পরপরই তিনি জনগণের বিশেষ করে নবী এর প্রভাবশালী সাহাবী যেমন তালহা এবং যুবাইর এর উত্থাপিত উসমান-এর হত্যাকারীদের যথাশীঘ্র শাস্তির জনপ্রিয় দাবীর সম্মুখিন হন।
আলী ঘোষণা করেন যে, তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার রাষ্ট্রে শান্তি- শৃংখলা পুনঃস্থাপন করা কিন্তু তালহা এবং যুবাইর , আলী এর এই সিদ্ধান্তে রাজী হননি; তারা সৈন্যবাহিনী প্রস্তুত করা শুরু করেন। আলী উসমান হত্যায় হত্যাকারীদের সাজা দিতে নিরুৎসাহিত ছিলেন। আয়েশা ও হযরত উসমানের হত্যাকারীদের শাস্তি দেয়ার উদ্দেশ্যে তালহা এবং যুবাইর এর সাথে যোগ দেন। তিনজনে মিলে বসরার উদ্দেশ্যে এক সেনাবাহিনীর নেতৃত্ব দেন। বিখ্যাত সাহাবী তালহা ও যুবাইর নৃশংস ভাবে নিহত হন। আয়েশা কে সন্মানের সাথে বন্দি করে মদিনায় নিয়ে যাওয়া হয়। আয়েশা এবং আলীর যুদ্ধ টি উটের যুদ্ধ নামে পরিচিত কারন আয়েশা ঊটের উপর চড়ে যুদ্ধর নেতৃত্ব দেন।

তিনি তার সন্তানসহ কাছের মানুষদের অনেক ঊচ্চপদ দান করেন। তার বিষয়ে উসমান হত্যাকান্ডে খুনিদের মদদ সহ তৎকালিক মুসলমানদের অনেক অভিযোগ থাকলেও বেশির ভাগ ঐতিহাসিকদের মতে তিনি অত্যান্ত প্রভুভক্ত খলিফা ছিলেন।
তার গুণাবলি আজও মুসলিম বিশ্বের একটি বড় সম্পদ।

রেফারেন্স সমুহঃ

*মুহাম্মদ ইবনে জারীর আল-তাবারী। তারিখ আল রাসুল ওয়াল মুলুক। ল্যান্ডো-tasseron, ই (1998) দ্বারা অনুবাদ।

*মুহাম্মদ ইবনে সাদ। কিতাব আল-তাবকাতে আল-কবির, ভলিউম ৮।

*আল বুখারী, বুখারী।

*আলী ইবনে আবি তালিব । নাহজ আল-বালাঘা , এশ-শরীফ আর-রাডি দ্বারা সংকলিত। আলহোডা ইউকে।

*আলী ইবনে আল-আতার তার জীবনী মধ্যে, ভলিউম ২.

*ইবনে তাইমিয়া, তাবী আদ-দীন আহমদ মিনহাজ এ-সুন্নাহ ন-নাবউয়াহ

*মুসলিম ইবনে আল হাজযজ, সহীহ মুসলিম, বই ১৯, ৩১।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৭:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আলী এবং হামজা এই দুজন দুর্ধর্ষ অশ্বারোহী তলোয়ার যোদ্ধা শুরুতে নবী মোহম্মদের (স) দলে না থাকলে ইসলামের ইতিহাস হয়ত অন্য ভাবে হত।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:০১

স্োরনাভ বলেছেন: আপনি ঠিক বলেছেন। সহমত।

২| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: রেফারেন্স দিলে ভালো হতো।

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

স্োরনাভ বলেছেন: ভাই ভেবেছিলাম বিতর্কিত কিছু লিখি নাই, এই সাধারন ইতিহাস স্কলারদের জানার কথা।
যাই হোক, যদি লিখতাম উমার, আবু বকর, উসমান একযোগে ফাতমা আর আলীর বাড়ি আক্রমন করে তবে রেফারেন্স দরকার হত:
তাবারির ইতিহাস, পাতা ১১১৮-১১২০
ইবনে আথিরের ইতিহাস, ভলিউম ও পাতা ৩৬৫
ইবনে আব্দুল বার আল-ইস্তিয়াব, ভলিউম ৩ পাতা ৯৭৫
ইবনে কুতায়বা তারিখ আল-কুলাফা, ভলিউম ১ পাতা ২০
ইবনে কুতায়বা আল-ইমামাহ ওয়াল-সিয়াসাহ, ভলিউম ১

পোষ্ট ইডিট করে রেফারেন্স দিলাম, আপনাকে ধন্যবাদ।

৩| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:১৮

মাফুজ রানা বলেছেন: তথ্যসূত্রের অভাব

২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৫০

স্োরনাভ বলেছেন: অভাব পুরন করলাম, স্কলারগন আসলে সাধারন ইতিহাস জানেন, কারো অনুভূতিতে আঘাত পাওয়ার মত নয় ভেবেছিলাম। যদিও অনুভূতি ওয়ালা কেউ মন্তব্য করেনাই এখন পর্যন্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.