নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকত না; থাকত না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার; আমি যদি বনহংস হতাম,বনহংসী হতে যদি তুমি; কোন এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারেধানক্ষেতের কাছে।

নির্বাসিত নেপোলিয়ন বলছি

দূর নির্জন নীলাভ দ্বীপ...

নির্বাসিত নেপোলিয়ন বলছি › বিস্তারিত পোস্টঃ

কবিতা নয় জীবন...

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

নির্জনতার সাথেই আমার বসবাস!
আমার ঘরের সাথে পশ্চিমের যে ব্যালকনি,
সেখানটায় দাড়ালে টল টলে পানির পুকুরটা দেখা যায়।
চাদের আলো প্রতিফলিত হয়ে আমার বিষন্নতা কে আলোকিত করে।
কি অদ্ভুত আলো আধারির খেলা।
রাতের নিস্তব্ধতায় থমকে ঠায় মাথা উচু করে দাড়িয়ে থাকে গাছগুলো।
উত্তরের জানালা দিয়ে আমি আকাশ দেখি, দেখি জল আর বিলের একাকিত্ব।
আমার কষ্ট-একাকিত্ব একান্ত আমার,
দিনের পর দিন নির্জনতার একাকিত্ব জমতে জমতে পাহাড় সম হয়ে যাচ্ছে
তোমার অবিশ্বাসের ভালোবাসায়
আমার হৃদয় পুড়ে খাক হয়ে যাচ্ছে,
রক্তের প্রতিটি কণায় অভিমান ভর করে, মৃত্যু আকাঙ্খিত হয়ে ওঠে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৪

মাধব বলেছেন: সবকিছুর পরেও ভালোবাসা বহমান।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮

নির্বাসিত নেপোলিয়ন বলছি বলেছেন: ভালোবাসা আছে বলেই আমরে বা্চি---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.