![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর নির্জন নীলাভ দ্বীপ...
নির্জনতার সাথেই আমার বসবাস!
আমার ঘরের সাথে পশ্চিমের যে ব্যালকনি,
সেখানটায় দাড়ালে টল টলে পানির পুকুরটা দেখা যায়।
চাদের আলো প্রতিফলিত হয়ে আমার বিষন্নতা কে আলোকিত করে।
কি অদ্ভুত আলো আধারির খেলা।
রাতের নিস্তব্ধতায় থমকে ঠায় মাথা উচু করে দাড়িয়ে থাকে গাছগুলো।
উত্তরের জানালা দিয়ে আমি আকাশ দেখি, দেখি জল আর বিলের একাকিত্ব।
আমার কষ্ট-একাকিত্ব একান্ত আমার,
দিনের পর দিন নির্জনতার একাকিত্ব জমতে জমতে পাহাড় সম হয়ে যাচ্ছে
তোমার অবিশ্বাসের ভালোবাসায়
আমার হৃদয় পুড়ে খাক হয়ে যাচ্ছে,
রক্তের প্রতিটি কণায় অভিমান ভর করে, মৃত্যু আকাঙ্খিত হয়ে ওঠে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
নির্বাসিত নেপোলিয়ন বলছি বলেছেন: ভালোবাসা আছে বলেই আমরে বা্চি---
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৪
মাধব বলেছেন: সবকিছুর পরেও ভালোবাসা বহমান।