![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর নির্জন নীলাভ দ্বীপ...
তোমাকে ভালবাসি না বলে নিজেকেও আর ভালবাসি না, অবিরাম টেনে নেই নিকোটিনের ধোয়া, কি আর হবে বল, ব্যাধি-ব্যারাম, অকাল মরণ। আমার দুর্বল যক্কৃত এখন তরল গরলে প্লাবিত, মাঝে মাঝে ভালোবাসার কাছে জীবন বড় তুচ্ছ মনে হয়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
নির্বাসিত নেপোলিয়ন বলছি বলেছেন: অশেষ ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭
মুমু পাখি বলেছেন: মাঝে মাঝে ভালোবাসার কাছে জীবন বড় তুচ্ছ মনে হয় - মাত্র দুলাইনে একটি শীতের নির্ঘুম দির্ঘ রাত ব্যক্ত করেছেন ভাবতে অবাক লাগে আপনার লেখিনি দেখে। ভালো লাগলো।
০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
নির্বাসিত নেপোলিয়ন বলছি বলেছেন: অশেষ ধন্যবাদ, আপনার জন্য শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
অগ্নি কল্লোল বলেছেন: "প্রেম নিকোটিনের কাছে
সিগারেটের নিকোটিন
অমৃত।"
<অগ্নি
অনেক ভাল লাগলো।।
শুভ কামনা।