![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি
মোঃ আশ্রাফুল আলম সৌরভ
তুমি রূপবতী
তুমি চন্দ্রতারার জ্যেতি ।
তুমি গুণবতী
তুমি চন্দ্রিমার মত সতী ।
তুমি বুদ্ধিমতি
তুমি জ্ঞানের বাঁতি ।
তুমি সুন্দর বসমতি
তুমি মহান ভাগ্যবতী ।
তুমি গোলাপ কলি
তুমি ফুটন্ত লিলি ।
তুমি পূর্নিমা রাতের শশী
তুমি রোকেয়ার মত বিদূষী।
তুমি আধাঁর রাতের জ্যেৎস্না
তুমি জ্যেৎস্না রাতের কল্পনা ।
তুমি আমার আশা
তুমি আমার ভালবাসা ।
তুমি আমার জীবন
তুমি আমার মরণ ।
©somewhere in net ltd.