![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট তৃনমূল নেতা-কর্মী ও সমর্থকদের পক্ষে খোলা চিঠি-
হে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী,
স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্বনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা,
আপনাকে জানাচ্ছি বাংলাদেশ আওয়ামীলীগের লক্ষ কোটি তৃনমূল আওয়ামীলীগের নেতা-কর্মীর পক্ষ থেকে সংগ্রামী মুজিবীয় শুভেচ্ছা ও স্বশ্রদ্ধ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হে গনতন্ত্রের মানসকন্যা,
ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সাড়ে তিন যুগ ধরে সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন।
আপনি লক্ষ লক্ষ নেতা -কর্মীদের প্রানপ্রিয় অভিভাবক।
আমরা দেখেছি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া দল আওয়ামীলীগের সভানেত্রীর দায়িত্ব নিয়ে ১৯৮১ সালের মে মাসে আপনি দেশে ফেরার পর থেকেই আপনাকে হত্যার উদ্দেশ্যে ১৯ বার হামলা হয়েছে। প্রতিবারই আল্লাহর অশেষ রহমতে বেঁচে গেলেও জীবন দিতে হয়েছে অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীকে।
আজো জীবন দিতে হচ্ছে অনেক আন্দোলন সংগ্রামে। আপনি অবশ্যই এ বিষয়ে অবগত আছেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আপনি ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, আপনার সুযোগ্য সন্তান জনাব সজিব ওয়াজেদ জয়ের গর্বিত মাতা ও বাংলাদেশের উন্নয়নের রুপকার, বিশ্ব নেত্রী হিসেবে এই সোশাল মিডিয়া ও ফেসবুক যুগে আপনার একটি অফিসিয়াল ফেসবুক আইডি বা লাইক পেজ চাই।
হে মহান নেত্রী,
আমরা তৃনমূল আওয়ামীলীগ বলতে বুঝি মহানগর, জেলা, উপজেলা আওয়ামীলীগ থেকে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ।
আমাদের তৃনমূল আওয়ামীলীগের নেতা-কর্মীদের কথা শুনার মত কেউ নেই।
জেলা ও উপজেলা পদাসীন অনেক নেতা বিএনপি জামায়াতের দালাল, খুনি মোস্তাকের অনুসারী।
তাদের কাছ থেকে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামীলীগের সঠিক তথ্য ও তৃনমূল আওয়ামীলীগের অবহেলিত নেতা কর্মীদের দুঃখ দূর্দশার বাস্তব চিত্র জানতে পারবেন না।
হে জননেত্রী,
দেশ, জাতি, দলীয় সংগঠন, জনগন, তৃনমূলের আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের কল্যানে আপনি ফেসবুক আইডি, লাইক পেজ মাধ্যমে তৃনমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের হৃদয়ের সুখ দুঃখের কথা শুনুন।
প্রত্যেকটি সংসদীয় এলাকার অবহেলিত নেতা কর্মীদের দুঃখ দূর্দশার বাস্তব চিত্র জানতে এবং দেশের ভাল মন্দ হাল-চাল, উন্নয়ন, দুর্দশা, দুরবস্থা দৃষ্টিগোচরে আনতে এমনকি নেতাদের দুঃশাসন-শোষন, ন্যায়-অন্যায়, চাঁদাবাজি, ধান্ধাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বানিজ্য, ভাল-মন্দ ইত্যাদি জানারর জন্যে একটি জনপ্রিয় জনবহুল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি বা লাইক পেজ খুলে দিন।
তাই সারা বাংলাদেশের তৃনমূল আওয়ামীলীগের অবস্থান ও আওয়ামীলীগের দূর্নীতিবাজ হাইব্রীড নেতাদের আমলনামা জানার জন্যে একটি ফেসবুক আইডি বা লাইক পেজ খোলার অনুরোধ করছি।
হে আওয়ামীলীগের অভিভাবক,
আমরা তৃনমূল আওয়ামীলীগের কর্মী তথা জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আপনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা বিশ্বাস রেখে, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোঁনার বাংলা গড়ার লক্ষ্যে এবং আপনার ঘোষিত ভিশন ২০২১-২০৪১ বাস্তবায়নের সহযাত্রী হিসেবে আপনার নিকট আমাদের তৃনমূল আওয়ামীলীগের নেতা- কর্মীদের চাওয়া পাওয়া আগামী জাতীয় নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল, সৎ ও আদর্শবান রাজনীতিবিদকে মনোনয়ন প্রদানে প্রত্যাশা ও দাবী জানাচ্ছি।
আওয়ামী পরিবার থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, নিজের জন্য না ভেবে যিনি সবসময় আপনার ও আমদের মত তৃনমূলের অসহায় নেতাকর্মীদের কথা ভাবেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদদের উজ্জল দৃ্ষ্টান্ত, আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী, ১/১১ সময়কার নেত্রী মুক্তি আন্দোলনে যিনি আমাদেরকে রাজপথে নেতৃত্ব দেয়ার পাশাপাশি সাহস জুগিয়েছেন, সেই সব নেতাদের জনপ্রিয়তা যাচাই করে আগামী ১১তম জাতীয় নির্বাচনে দলীয় নমিনেশন প্রধানের জন্যে আমরা তৃনমূল আওয়ামীলীগ আপনার নিকট সবিনয় অনুরোধ জানাচ্ছি।
অনুরোধক্রমে,
তৃনমূল আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থকদের পক্ষে,
আশ্রাফুল আলম সৌরভ
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.