![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান।"
আজ ১৪ ডিসেম্বর
শহীদ বুদ্ধিজীবী দিবস।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন।
এই দিনটি ছিল বাঙ্গালী জাতির সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর নির্মম-নিষ্ঠুর নির্যাতন চালায় এবং তারপর শুরু করা নারকীয় হত্যাযজ্ঞ।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর প্রায় ২০০ জনের মত বুদ্ধিজীবীদের তাদের বাসা হতে ধরে নিয়ে যায় পাকবাহিনী ও তাদের দোসর রাজাকারা। এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের চোখে কাপড় বেঁধে মিরপুর, মোহাম্মদপুর, নাখালপাড়া, রাজারবাগসহ অন্যান্য আরো অনেক স্থানে অবস্থিত নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের উপর বিভোৎস নির্যাতন চালানো হয়। পরে তাদের নৃশংসভাবে রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে হত্যা করে ফেলে রাখা হয়।
আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
যাঁদেরকে হারিয়েছি স্বাধীনতা সংগ্রামের সূচনালগ্ন থেকে শুরু করে চূড়ান্ত বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত। একই সঙ্গে সহমর্মিতা প্রকাশ করছি শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায়।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
©somewhere in net ltd.