![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা মানে
মোঃ আশ্রাফুল আলম সৌরভ
স্বাধীনতা মানে
একটি মর্মস্পর্শী ইতিহাস
স্বাধীনতা মানে
পিতা-মাতার সন্তান হারানো দীর্ঘশ্বাস।
স্বাধীনতা মানে
বেদনাময় জীবনের অবসান
স্বাধীনতা মানে
বঙ্গাকাশে লাল-সবুজের নিশান।
স্বাধীনতা মানে
মাতৃভাষায় কথা বলা
স্বাধীনতা মানে
অবিরামভাবে পথ চলা।
স্বাধীনতা মানে
দুঃখিনী মায়ের প্রাণ জুড়ানো হাসি
স্বাধীনতা মানে
মা ও মাটি আমি তোমায় ভালবাসি।
স্বাধীনতা মানে
একটি দেশের মুক্তির বিনা শর্ত
স্বাধীনতা মানে
পরাধীন চূর্ণ করে স্বাধীন থাকার অর্থ।
স্বাধীনতা মানে
আলোর পথের ঠিকানা
স্বাধীনতা মানে
মহান মুক্তিযুদ্ধের চেতনা।
স্বাধীনতা মানে
বঙ্গবন্ধুর ৭ই মার্চে মুক্তিযুদ্ধের ডাক
স্বাধীনতা মানে
নীল আঁকাশে মুক্ত পাখির ঝাঁক।
স্বাধীনতা মানে
ত্রিশ-লক্ষ শহীদের আত্মদান
স্বাধীনতা মানে
দুই-লক্ষ মা বোনের সম্ভ্রম হারানো সম্মান।
স্বাধীনতা মানে
পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ
স্বাধীনতা মানে
রাজাকার আলবদরদের পতন।
স্বাধীনতা মানে
প্রাণের উচ্ছ্বলতা জীবনের পূর্ণতা
স্বাধীনতা মানে
বাঙ্গালি জাতির স্বপ্নের স্বাধীনতা।
স্বাধীনতা মানে
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
স্বাধীনতা মানে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
স্বাধীনতা মানে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
স্বাধীনতা মানে
পদ্মা-মেঘনা-যমুনা বহমান।
স্বাধীনতা মানে
আলবদর-রাজাকারের দিন শেষ
স্বাধীনতা মানে
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
©somewhere in net ltd.