![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।
একুশ তুমি বর্ণমালা
মা কে মা
বাবাকে বাবা বলা ।
নীতুকে দেয়া শত উপমা
একুশ তোমা থেকেই ধার নেয়া
তার প্রতি মোর প্রেম নিবেদন
অন্জলীটুকু
সে তো তোমারই আবেদন ।
আমরা যারা
যুদ্ধ না দেখা প্রজন্ম
তোমাতেই খুজে ফিরি
প্রেরণার অণ্ন ।
আমাদের স্বাধীনতা
তোমার কাছ থেকেই নাকি
পেয়েছিল বারতা ।
পলাশীর আম্রকানন থেকে
আজ অবধি
নিরন্তর বয়ে চলে
তুমি আজ এক
শুষ্ক নদী ।
একুশ তোমার জন্য
ছিল কত মৃত্যুর মিছিল
মগ্ন চেতনায় উজ্জীবিত হয়ে
ভাঙ্গল রুদ্ধ খিল ।
বুকের সাহস দিয়ে ভেঙ্গেছিল
একশ চুয়াল্লিশ
তবু করেনি ভয়ে কাউকে
অকারণ কুর্ণিশ ।
ভাষার তরে প্রাণ
আহাঃ হাঃ হাঃ
এ কেমন বলিদান
মৃত্যুচোখে গেয়ে গেল তারা
জীবনের জয়গান ।
একুশে ফেব্রুয়ারি
ভাষার দাবীতে সেই মিছিলে
কত মৃত্যু সারি সারি
আজো তাইতো প্রভাতফেরি
নগ্ন পায়ে তাদের স্মরি ।
আসাদ , বরকত , শফিউর আজ
এক একটা প্রেরণা , আশা
তাদের রক্ত দিয়েই কেনা
এ মলিন বাংলা ভাষা ।
আজো ভিখারিনী এই ভাষা
আধুনিকতার ছদ্ম স্রোতে
খুজে পায়নি দিশা ।
বাংলা নাকি গরীবের ভাষা ?
বাংলা নাকি হিন্দুর ?
আমরা মুসলমান
এই কি পরিণাম ?
জন্ম এই বঙ্গে বলেই
কি ভাষার দাবি হারালাম !
ভাইয়ের রক্তে লাল হয়েছে
যে মাটির কৃষ্ণচূড়া
সে জাতি কেন বিবর্ণ আজ
এতটা পথহারা ।
একুশ আজ বাংলার
একুশ আজ বাঙ্গালীর
একুশ দিয়েছে এই মাটিকে
চির উন্নত শির ।
ছবি: সংগৃহীত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:২০
বিষাদ সজল বলেছেন: সহমত ।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১০
শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা ভাইয়া!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ আপু ।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: একুশ আমার মায়ের মুখের
১ম শেখা অ,আ,ক,১,২ বুলি
শহীদ স্মৃতি স্মরণে
শ্রদ্ধাঞ্জলি / শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।