![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি একটা সাম্যবাদী পৃথিবীর ।
ভোর দেখিনা কতদিন হল ?
কাক ডাকা ভোর
শিশির ভেজা
স্নিগ্ধ ভোর ।
এ কিসের ঘোর
বয়ে চলছি জীবনভর ?
আমার তো অতটা স্পর্ধা নেই
যে মনের খেয়ালে ঘুমাব
বিছানায় আয়েশী সঙ্গিনী নেই
যার কোলে মাথা রেখে
পার করে দেব
সারাটি রাত ।
সকালে ঘুমকাতুরে চোখ
আঁধার খোজে
ছন্নছাড়া স্বপ্নেরা
থাকে চোখের ভাজে ।
কত হারাবার যাতনা
দিয়ে যায় উকি
বেলা করে ওঠা দেখে
লোকে ভাবে সুখী ।
আমি তো অসুখী নই
নই বেদনাহত
শুধু রাত্রিহলেই জেগে ওঠে
পুরনো ক্ষত ।
আমার চুরি যাওয়া ঘুম
খুজি ভোরের আলোয়
সুর্যটাকে তখন বড়
অসহ্য মনে হয় ।
টিক টিক ঘড়ির কাটা
যায় ঘুরে
পৃথিবীর ব্যস্ততা
ক্রমেই বাড়ে ।
আমি থমকে থাকি
একা নিশ্চুপ
বন্ধ চোখেই দেখি
পৃথিবীর সব রুপ ।
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩২
বিষাদ সজল বলেছেন: ধণ্যবাদ দেবজ্যোতিকাজল ।
ভুল সংশোধন করা হয়েছে ।
কবিতাটি পড়ার জন্য রইল কৃতজ্ঞতা ।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬
দেবজ্যোতিকাজল বলেছেন: এটা {আধার} নয় । এইটি( আঁধার) । যাই হোক , পরিশেষে বলি ,কবিতাটা ভাল হয়েছে ।




