![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost
১৭ সেপ্টেম্বর, ২০১৪, রাত দশটা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট-এর ট্যামপা-বে এলাকা থেকে মায়ামীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম বিকাল সাড়ে পাঁচটার দিকে। গাড়ীতে দীর্ঘ যাত্রার পর ক্লান্ত শরীরে মায়ামী পৌঁছার পর অন-লাইনে বুক করা হোটেলটা খুঁজে নিয়ে রাতের খাবার খেয়ে সোজা বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম।
১৮ সেপ্টেম্বর, ২০১৪
এবার মায়ামীতে ঘুরতে আসার মূল উদ্দেশ্যটাই ছিল সি-অ্যাকুরিয়ামটা ঘুরে দেখা। তাই খুব সকালে ঘুম থেকে উঠে সাউথ বিচের কাছে নেয়া হোটেল থেকে হেঁটে সংক্ষিপ্ত বিচ ভ্রমণ শেষ করেই যাত্রা শুরু করলাম সি-অ্যাকুরিয়াম দেখার উদ্দেশ্যে।
সি-অ্যাকুরিয়াম যাবার পথে
পৌঁছে গেছি সি-অ্যাকুরিয়াম
সি-অ্যাকুরিয়ামের ভেতরে
কাউন্টারে টিকিট কাটছি
সি-অ্যাকুরিয়ামের ভেতর থেকে দেখা মায়াবী মায়ামী শহর
সি-অ্যাকুরিয়ামের ভেতরে ঢোকার সময় বিভিন্ন প্রাণীর খেলা দেখানোর শো-টাইম আর একটা গাইড ম্যাপ সংগ্রহ করে নিয়েছিলাম। অতএব আর দেরী না করে দুপুর ১২:৪০ এর 'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো দেখতে ছুটলাম
'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো এর দর্শক গ্যালারীতে
'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো এর দর্শক গ্যালারীতে
'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো এর মূল আকর্ষণ 'ললিতা'। ললিতা হলো একটি কিলার ওয়েল, যার ওজন মাত্র ৩২০০ কেজি এবং যার দৈর্ঘ্য মাত্র ২০ ফুট। বিশালদেহী এই বুদ্ধিমান প্রাণীটি দীর্ঘ প্রায় ৪০ বছর হলো মায়ামী সি-অ্যাকুরিয়ামে বাস করছে।
নির্ধারিত সময়েই শুরু হয়ে গেল খেলা দেখানো। তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে ছবিতে দেখে নেই 'কিলারওয়েল অ্যাণ্ড ডলফিন' শো।
১.
২.
৩.
৪.
৫.
৬.
৭.
৮.
৯.
১০.
১১.
১২.
১৩.
১৪.
১৫.
১৬.
১৭.
১৮.
১৯.
২০.
২১.
২২.
২৩.
২৪.
২৫.
২৬.
২৭.
২৮.
২৯.
৩০.
৩১.
৩২.
এই কিলার ওয়েলটি-ই তার ট্রেইনারকে আক্রমণ করেছিল বেশ কিছুদিন পূর্বে। বিস্তারিত এই ওয়েবসাইটে পাবেন।
চলবে...
পর্ব ২
পর্ব ৩
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫
পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। কিলার ওয়েলের ব্যাপারে আপনার সাথে সহমত পোষণ করছি। ভ্রমণ অসাধারণ হয়েছে।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
অপূর্ণ রায়হান বলেছেন: ভ্রমণ ব্লগ সবসময়ই ভালো লাগে
সি-অ্যাকুরিয়ামের ভেতর থেকে দেখা মায়াবী মায়ামী শহর @ ছবিটা অনেক সুন্দর ।
ভালো থাকবেন
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৬
পয়গম্বর বলেছেন: ব্লগে সাথে থাকার জন্যে ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর। পোস্টে ভাল লাগা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫
পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি গুলি খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০২
পয়গম্বর বলেছেন: সি-অ্যাকুরিয়ামের প্রাণীদের খেলাগুলো মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ট্রেইনারদের প্রেজেন্টেশন এ্যাত সুন্দর যে, ক্ষণে ক্ষণে করতালিতে গ্যালারী মুখরিত ছিল। ধন্যবাদ ব্লগে সাথে থাকার জন্যে।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন! আমার তো ইচ্ছা করছে, ছবির সাথে সাথে ভিডিও দেখার জন্য। হা হা হা!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫০
পয়গম্বর বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণা যোগায়।
ইউটিউবে মায়ামী সি-অ্যাকুরিয়াম বিষয়ক বেশ কিছু ভিডিও রয়েছে। আমি আলাদা করে আর তাই লেখাতে ভিডিও যোগ করিনি।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
সোহানী বলেছেন: ওফ.... এত্তা সুন্দর... মন যে হারিয়ে সেখানে......++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৯
পয়গম্বর বলেছেন: মজার ব্যাপার হচ্ছে সোহানী, আপনি ছবি দেখেই মুগ্ধ, আর ওই সব শো চলাকালীন সময়ে আমি সহ পুরো গ্যালারী মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ছিলাম।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
আমি ইহতিব বলেছেন: বাহ্ দারুনতো। ডলফিনের পিঠে চড়ে সার্ফিং ব্যাপারটা বেশী মজার লেগেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩০
পয়গম্বর বলেছেন: হ্যাঁ, এটা কিলার ওয়েল আর ফ্লিপার ডলফিন - এই দুই শো' তেই দেখলাম ট্রেইনার তার অসাধারণ দক্ষতায় প্রাণিদের পিঠে চড়ে সার্ফিং করছে।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২০
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর লাগল । ছবি এবং ভ্রমন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩১
পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
নীল বরফ বলেছেন: orca নামে পরিচিত এই কিলারওয়েলগুলো। গ্রুপ করে শিকার করে; বিশেষ করে সীলগুলো কে। আমি একে great white shark থেকেও পাকা শিকারি মনে করি এর বুদ্ধিমত্তার কারনে। সমুদ্রের এক মূর্তিমান আতঙ্ক।
ছবিগুলো সুন্দর হয়েছে আর আশা করি ভ্রমণটাও আনন্দায়ক হয়েছে।