নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

টরন্টো ক্রিস্টমাস মার্কেটে ভালোলাগা কিছু মুহূর্ত

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩



৯ ডিসেম্বর, ২০১৫, বুধবার
ব্রডভিউ সাবওয়েস্টেশন থেকে ৫০৪ স্ট্রীটকারে উঠে যখন ডাউনটাউন টরন্টোর ট্রিনিট্রি স্ট্রীটে এসে নামলাম, তখন বেলা প্রায় সাড়ে বারোটা বাজে। গন্তব্য টরন্টো ডিস্টিলারী ডিস্ট্রিক্ট এর ক্রিস্টমাস মার্কেট। প্রথমে 'ডিস্টিলারী ডিস্ট্রিক্ট' নাম শুনে আমি নিজেও একটু অবাক হয়েছিলাম। পরে এ ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এই জায়গাতেই ১৮৩২ সালে The Gooderham and Worts Distillery প্রতিষ্ঠিত হয় যা ১৮৬০ সালের শেষ নাগাদ পর্যন্ত বিশ্বের বৃহত্তম অ্যালকোহল (হুইস্কি) প্রস্তুতকারী এবং শোধনাগার হিসেবে পরিচিত ছিল।

পঞ্চান্ন, মিল স্ট্রীটে যখন পায়ে হাঁটা পথে পৌঁছালাম, তখনই বুঝতে পারলাম এই 'ডিস্টিলারী ডিস্ট্রিক্ট' জায়গাটিতে প্রাচীন ইউরোপের একটা চমৎকার ফ্লেভার আছে। টরন্টো ক্রিস্টমাস মার্কেট এই বিখ্যাত 'ডিস্টিলারী ডিস্ট্রিক্ট' -এই অবস্থিত।


এবছর ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত টরন্টো ক্রিস্টমাস মার্কেট-এর কার্যক্রম চলবে। মঙ্গল থেকে শুক্রবার দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মার্কেটে ফ্রি ঘোরা গেলেও এবছর শনি আর রবিবারে ৫ ডলার করে এন্ট্রি ফি রেখেছে কর্তৃপক্ষ। সোমবার মার্কেট বন্ধ।

রাস্তার পাশে দোকানীরা পসরা সাজিয়ে বসেছে।

পায়ে হাঁটা পথে ওপেন এয়ার মার্কেটের ভেতরের দিকে চলেছি

আর অল্প গেলেই বিশাল এক ক্রিস্টমাস ট্রি এর দেখা মিলবে

ক্রিস্টমাস ট্রি

পায়ে হাঁটা পথ

ফ্রেঞ্চ ভাষায় merci শব্দের অর্থ ধন্যবাদ

ঘুরতে ঘুরতে ঢুকলাম এক চকোলেটের দোকানের ভেতর

চকোলেটের দোকানের ভেতরে

চকোলেটের দোকানের ভেতরে

চকোলেটের দোকানের ভেতরে

লাইনে দাঁড়িয়ে কিনে নিলাম কিছু মজাদার চকোলেট

আনুমানিক ১৪০০ সালের দিকে জার্মানীতে বড়দিন বা ক্রিস্টমাসের আগে 'ক্রিস্টমাস মার্কেট' প্রথা শুরু হয়। পরবর্তীতে বিশ্বের বিভিন্ন স্থানে এই 'ক্রিস্টমাস মার্কেট' চালু হয়। টরন্টোর 'ক্রিস্টমাস মার্কেট' এবছর তার ৫ম বর্ষে পদার্পণ করলো। এই মার্কেটটি অনেকটা জার্মান স্টাইল 'ক্রিস্টমাস মার্কেট'-এর আদলে তৈরি। মূলত স্থানীয় পণ্যসামগ্রীর পসরা সাজিয়ে রাস্তার পাশে দোকানীরা তাদের দোকান সাজিয়ে বসেন। এসব দোকানগুলোতে খাবার আর দেশীয় হাতে তৈরি পণ্য ছাড়াও ক্রিস্টমাস গিফট আইটেমের ছড়াছড়ি দেখলাম।

এই মঞ্চে প্রতিদিন ওপেন এয়ার শো হয়

ক্রিস্টমাস মার্কেটের ভেতরের আরও কিছু ছবি:









কানাডাতে 'পুটিন' একটি জনপ্রিয় খাবার। ফ্রেঞ্চ ফ্রাই-এর মধ্যে পুটিন গ্রেভি আর চিজ দিয়ে এই পুটিন বানানো হয়।


















বাচ্চাদের জন্যে মার্কেটের ভেতরে বিনোদনের ব্যবস্থা রয়েছে



হাতে তৈরি এসব চমৎকার শো পিসের দামটাও আগুনের মতোই




ঘুরতে ঘুরতে এসে পড়লাম সান্তা ক্লজের বাড়িতে

সান্তা ক্লজের বাড়ি








লিণ্ড এর চকোলেটের আউটলেটে দেখলাম জনপ্রতি ৩ টা করে ফ্রি চকোলেট দিচ্ছে। কাজেই দেরী না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম লোভনীয় চকোলেটের আশায়।


এই ভদ্রমহিলা পুলিশের মতো চকোলেরে পাশে দাঁড়িয়ে আছেন যেন কেউ ৩ টার বেশি চকোলেট নিতে না পারে

লিণ্ডরের চকোলেটের অনেক দাম। তাই ফ্রি-তে চকোলেট পেলে কানাডিয়ান মানুষজনও ঠাণ্ডার মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকে চকোলেটের আশায়

ফ্রি চকোলেট পেতে খুব একটা দেরী হলোনা। লোভনীয় মজাদার চকোলেটগুলো পকেটস্থ করে পড়ন্ত বিকেলে বাসায় ফেরার পথ ধরলাম।

তথ্যসূত্র:
view this link
view this link
view this link
view this link
view this link
view this link
view this link

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার একটা জায়গা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

পয়গম্বর বলেছেন: বন্ধুদের নিয়ে আড্ডা দেবার জন্যে আদর্শ জায়গা। আর ছোট ছোট দোকানগুলোতে রয়েছে রকমারি ক্রিস্টমাস-এর গিফট আইটেম। মন্তব্যের জন্যে কাণ্ডারি অথর্বকে ধন্যবাদ।

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭

মিলন হোসেন১৫৮ বলেছেন: খুব ভালো লাগলো পোষ্ট টি পড়ে

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

পয়গম্বর বলেছেন: ব্লগে সাথে থাকার জন্যে ধন্যবাদ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: টরন্টো ক্রিস্টমাস মার্কেটের ছবি ও বর্ননায় ভাল লাগা থাকল। জার্মানির ক্রিস্টমাস মার্কেট নিয়ে লেখার কথা ভাবছিলাম। সেই আগ্রহ বেড়ে গেল আপনার ছবি আর বর্ননা পড়ে। চেস্টায় আছি , দেখা যাক । ভাল থাকবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩০

পয়গম্বর বলেছেন: জার্মানির ক্রিস্টমাস মার্কেট সম্পর্কে জানার অপেক্ষায় থাকলাম।

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

রক্তিম দিগন্ত বলেছেন: ক্রিসমাস উপলক্ষে বেশ সুন্দর করে সাজিয়েছে শহরটাকে। ছবিগুলো ভাল ছিল - তবে আরেকটু হলে ভাল হলে মনে হয় ছবিগুলোকে স্পষ্ট দেখা যেত। হালকা লো রেজুলোশনের মনে হচ্ছে।

পোষ্টটি ভাল। + :)

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

পয়গম্বর বলেছেন: ক্রিস্টমাস মার্কেটে ঘুরতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে, সাথে আমার নাইকন ডি থাকলে ভালো হতো। যেহেতু সাথে সেটি ছিলনা, কাজেই ফোনের ক্যামেরাই ভরসা ছিল। :(

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

সোহানী বলেছেন: হুম... যাবো নেক্সট্ এ........+++++++++

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

পয়গম্বর বলেছেন: সোহানী কেমন আছেন? অনেকদিন কোন যোগাযোগ নেই আপনার সাথে। :(

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

অপেক্ষায় নাজির বলেছেন: আহারে!!! এইসব দেখি, পড়ি, আর হাপিত্যেস করি :||

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

পয়গম্বর বলেছেন: নাজির ভাই, কেমন আছেন? : )

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

Md Abdul Hakim বলেছেন: ভাইয়া এ ব্যাপারে জানতে চাই প্লিজ জানাবেন :: পদের নাম : রুম এটেনডেন্ট-ক্লিনার-সিকিউরিটি গার্ড।
শিক্ষাগত যোগ্যতা : এস.এস.সি এবং এইচ.এস.সি হইলে চলবে। তবে গ্রেজুয়েট হইলে অগ্রাধিকার দেওয়া হবে।
ডিউটি : ৮ ঘন্টা প্রতিদিন। সপ্তাহে ৫ দিন অথ্যাৎ ৪০ ঘন্টা কাজ করতে হবে। [শনি এবং রবি ছুটি]।

বেতন : ঘন্টায় ২০ কানাডিয়ান ডলার (দৈনিক),৮০০ কানাডিয়ান ডলার (সাপ্তাহিক)।
ওভারটাইম : ওভার টাইম করলে কানাডিয়ান সরকারের নিয়ম অনুযায়ী পাইবেন।
বোনাস : হোটেলের পলিসি অনুযায়ী।
চাকুরীর মেয়াদ : ৩(তিন) বছর (নবায়ন যোগ্য)।
থাকা, খাওয়া এবং মেডিকেল : হোটেল কর্তৃপক্ষ বহন করিবে।

পি: আর: : ১ বছর চাকুরী করার পর নাগরিকত্বর জন্যে আবেদন করতে পারবেন। আবেদন এর ১৮ মাস পর নাগরিকত্ব পাইবেন। নাগরিকত্ব পাইলে কানাডিয়ান সরকারের নিয়ম অনুযায়ী সকল প্রকার সুযোগ সুবিধা পাইবেন।

শুধু মাত্র আগ্রহী প্রার্থীগন ফ্রি এসেসমেন্টের জন্য CV মেইল করুন অথবা প্রয়োজনীয় নথিপত্র সহ সরাসরি অফিস যোগাযোগ করুন। মোবাইলে কোনো তথ্য দেওয়া হয় না।
১। জীবন বৃত্তান্ত ২। ১ কপি পাসপোর্ট সাইজ কালার ছবি। ৩। পাসপোর্ট এর ফটোকপি(MRP)। ৪। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। ৫। জন্ম নিবন্ধন এর ফটোকপি। ৬। শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি। ৭। অভিজ্ঞতার সনদ পত্র (যদি থাকে)

১০ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

পয়গম্বর বলেছেন: আপনি কি জানতে চাইছেন, সেটা পরিষ্কার নয় আমার কাছে। অনুগ্রহ করে আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি কি করবেন?

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩০

বিজন রয় বলেছেন: +++

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.