নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:২৯



Website Address: http://www.immigrationandsettlement.org/

শুরুর কথা:
আজ থেকে বেশ ক’বছর আগে প্রথম যখন কানাডা’র মাটিতে পা রাখি তার আগে কি কখনও ভেবেছিলাম যে, ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে এত সুন্দর একটা দেশে আমি চলে আসবো? আসলেই ভাবিনি। কারন ইমিগ্রেশনের ঝক্কি-ঝামেলা পার হয়ে যখন কানাডার ভিসা পেলাম, তখন সত্যিই আমি ক্লান্ত এবং বিধ্বস্ত। কিন্তু কানাডা আসার পর বুঝলাম এই পরিশ্রম বৃথা যায়নি।

ইমিগ্রেশন প্রসেসিং- এর শুরুটা কিন্তু অতটা সহজ ছিলনা আমার জন্যে। হাজারটা প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেয়েছে। কাগজপত্র রেডি করতে গিয়ে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। কিন্তু সবকিছুর ওপরে ছিল আমার ধৈর্য্য আর নিজের প্রতি অবিচল আস্থা। তাই কনসালটেন্সি ফার্মের ব্যবসায়িক ফাঁদে পা না দিয়ে নিজেই একটু ইমিগ্রেশন প্রসেসিং নিয়ে ঘাটাঘাটি করলাম। বুঝে নিলাম প্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়গুলো। নিজের ইমিগ্রেশন প্রসেসিং নিজেই করাতে আমার বেশ কিছু টাকাও বেঁচে গেল। আর যেটা অর্জন করলাম, তা হলো অভিজ্ঞতা।

সময়ের সাথে সাথে সেই অভিজ্ঞতাকে আর একটু শাণিত করার চেষ্টা করেছি। আর কষ্ট অনুভব করেছি তাদের জন্যে যারা সঠিক দিকনির্দেশনার অভাবে ইমিগ্রেশনের অথৈ সাগর পাড়ি দিতে হিমসিম খাচ্ছেন। তাই বেশকিছুদিন থেকেই ভাবছিলাম এ বিষয়গুলো গুছিয়ে নিয়ে একটি পরিপূর্ণ গাইডলাইন তৈরি করে ফেলা যায় কিনা। নিজের এই ক্ষুদ্র প্রয়াসের কথা শেয়ার করলাম আমার পরিচিত বেশ কিছু অভিজ্ঞ মানুষের সাথে। সেই তালিকায় যেমন আছেন কানাডা'র ইমিগ্রেশন স্পেশালিস্ট, তেমনি আছেন আমার প্রিয় প্ল্যাটফর্ম সামহোয়্যার ইন ব্লগের মডারেট টিম-ও । সকলের অভাবনীয় উৎসাহ আর সহযোগিতা লাভের আন্তরিক প্রতিশ্রুতিতে আমিও তাই সামনে এগিয়ে যাওয়ার সাহস সঞ্চার করলাম। সেই সাথে বুকের গভীরে অনুভব করলাম সেই চিরন্তন সত্যকথাটি - "দিন শেষে আমরা সকল বাংলাদেশি একে অপরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আসলেই দ্বিধা করিনা।" এই একই মনোভাব আমি আমার ব্লগ এবং ফেসবুকের সকল পাঠকদের কাছ থেকেও আশা করবো।

বাংলাদেশি দক্ষপেশাজীবি ভাইবোনদের জন্যে শান্তিপ্রিয় দেশ কানাডায় ইমিগ্রেশনের বিস্তারিত নিয়ে আমার এই সিরিজটির যাত্রা শুরু হলো আজ ১ আগস্ট, ২০১৬ থেকে। কানাডায় ইমিগ্রেশন নিয়ে আর নয় কোন দ্বিধা, কোন টেনশন, কোন কনফিউশন। আর কোন কনসালটেন্সি ফার্মের ফাঁদে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা গচ্ছা দিতে হবেনা। ’ইমিগ্রেশন টু কানাডা’ - এই সিরিজের প্রতিটি পর্ব সাজানো হয়েছে খুব সহজ এবং সাবলীল ভাবে যেন যে কেউ নিজেই নিজের ইমিগ্রেশন প্রসেসিং করতে পারেন।

প্রধানত: ৬ টি দ্বিধা এবং সমস্যা যেগুলো ইমিগ্রেশন প্রসেসিং-কে বাধাগ্রস্থ করে:
১. অনেকে দ্বিধাগ্রস্থ থাকেন, তারা এলিজিবল কিনা
২. অনেকের মনে ফর্ম ফিল-আপ করতে গিয়ে অনেক প্রশ্নের জন্ম হয়
৩. অনেকের হাতে এই পুরো প্রসেসিং করার জন্যে সময় থাকেনা
৪. সঠিক এবং পর্যাপ্ত তথ্যের অভাব
৫. সঠিক তথ্য অনলাইনে থাকলেও তা পড়ার অনিচ্ছা, পড়ওে না বুঝতে পারা এবং সময়াভাব
৬. অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশের পড়াশোনা এবং চাকুরীর সিস্টেমের সাথে কানাডা'র সিস্টেমের আকাশ পাতাল ব্যাবধান থাকা

’ইমিগ্রেশন টু কানাডা’ সিরিজের বিশেষত্ব:
১. প্রতিটি পর্ব শুধুমাত্র সামহোয়্যার ইন ব্লগেই প্রকাশিত হবে। সামহোয়্যার ইন ব্যতীত অন্য কোন ব্লগে প্রকাশিত হবেনা
২. আমার ফেসবুক পেজ-এ ঘুরে আসতে পারেন যেখানে ব্লগের লেখাগুলোসহ অন্যান্য সকল Updated তথ্যাবলি সংযুক্ত করা হবে; ফেসবুক পেজ আইডি
৩. প্রতিটি পর্বে অত্যন্ত সতর্কতার সাথে সঠিক এবং রেফারেন্স নির্ভর তথ্যগুলো শেয়ার করবো বলে আশা করছি।
৪. কানাডিয়ান ইমিগ্রেশনের পুরো ব্যাপারগুলো পুংখানুপুঙ্খভাবে আলোচনা করা হবে।
৫. ব্লগের এই প্লাটফর্মে আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো করুন। আমরা চেষ্টা করবো সঠিক তথ্যটি উপস্থাপন করার।
৬. ইমিগ্রেশন বিষয়ক আপনাদের যেকোনব্যাক্তিগত প্রশ্ন থাকলে নির্দ্বিধায় ইমেইল করে দিন এই ইমেইল অ্যাড্রেসে: [email protected]
৭. কানাডা'র ইমিগ্রেশন বিষয়ক সকল Updated immigration news এই ব্লগসিরিজে সমন্বয় করা হবে।
৮. কানাডা'র ইমিগ্রেশন সংক্রান্ত তথ্যাবলির সমন্বয়ে একটি Canadian Immigration Information Library বানালে কেমন হয়?
৯. Volunteer হিসেবে আমাদের সাথে কাজ করবেন কি? আগ্রহীরা অবশ্যই [email protected] ঠিকানায় মেইল করে দিন।
১০. ব্লগের/ ফেসবুকের এই সিরিজে আমরা শুধুমাত্র ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এবং এই সংলগ্ন প্রশ্নগুলোর রেফারেন্স নির্ভর সঠিক উত্তরগুলো ইমেইল/ ব্লগ/ ফেসবুকে প্রদান করবো। স্পাউস ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা অথবা অন্যকোন ভিসা নিয়ে আলোচনা অথবা প্রশ্নের উত্তর দেয়া এই সিরিজে সম্ভব হচ্ছেনা। ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে অন্য সিরিজে আলোচনা করার ইচ্ছা আছে।


যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে:
১. আমি কানাডিয়ান ইমিগ্রেশন বিষয়ক কোন আইনজীবি অথবা কানাডিয়ান ইমিগ্রেশন অথারিটি নই কিংবা কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে আমার কোনও প্রকার সম্পৃক্ততা নেই
২. এই ব্লগটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসিং-এ সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করার জন্যে লিখিত
৩. শুধুমাত্র কানাডিয়ান ইমিগ্রেশন বিষয়ক প্রশ্নগুলোর উত্তর আমি দেবার চেষ্টা করবো
৪. ইমেইল -এর উত্তর পাবার জন্যে আশা করি ধৈর্য্য হারাবেননা
৫. কোন প্রশ্নের উত্তর যদি ব্লগে দেয়া থাকে, তাহলে সেই ইমেইল -এর উত্তর পাবার সম্ভাবনা কম; কাজেই ইমেইল করার আগে অনুগ্রহপূর্বক ব্লগের পাতায় চোখ রাখুন
৬. ইমেইলে আপনাদের ব্যাক্তিগত তথ্যাবলি সম্পূর্ণ গোপন রাখা হবে, কখনও তা ব্লগে অথবা অন্য কোন গণমাধ্যমে প্রকাশিত হবেনা

’ইমিগ্রেশন টু কানাডা’ - এই সিরিজের পর্বগুলোতে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে:
১. আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল?
২. World Education Service (WES) এর মত CIC রিকগনাইজড অন্যান্য ইভালুয়েশন বডি কর্তৃক আপনার একাডেমিক সার্টিফিকেট কিভাবে ইভালুয়েট করাবেন?
৩. IELTS সম্পর্কে চট্জলদি কিছু টিপস
৪. কিভাবে জানবো আমার সি আর এস (কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেম) স্কোর কত আর কিভাবেই বা তার ক্যালকুলেশন করতে হয়?
৫. সি আর এস স্কোর বাড়ানোর উপায় সমুহ
৬. প্রভিন্স নমিনেশন পাওয়ার জন্য রিকোয়ারমেন্টগুলো কি কি ?
৭. ডকুমেন্ট চেকলিস্ট এবং ফান্ডিং সমাচার
৮. কানাডা'র ইমিগ্রেশন প্রসেসিং-এ কেমন খরচ লাগবে?
৯. কিভাবে তৈরি করবেন আপনার resume, cover letter and additional documents?
১০. প্রশ্নোত্তর পর্ব - Frequently Asked Questions (FAQ)
১১. কেস স্টাডি
১২. কিছু অজানা তথ্য যা অজান্তেই আপনার সফল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে

কি ভাবছেন? ইমিগ্রেশন প্রসেসিং খুব কঠিন কিছু? মানছি যে, ইমিগ্রেশন প্রসেসিং সময়সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার। অসম্ভব কিন্তু নয়! যেহেতু প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে প্রচুর সময় এবং ধৈর্য্যের প্রয়োজন, কাজেই কোনভাবেই ধৈর্য্যহারা হওয়া চলবেনা। আর ঠিক এই মুহূর্ত থেকে পয়গম্বরের ব্লগতো আছেই আপনার সাথে, প্রতিটি স্টেপে, প্রতিটি সমস্যার আন্তরিক সমাধানে।

এই ব্লগের প্রতিটি পর্বের তথ্যসংগ্রহ, লেখা, এডিটিং এবং সমন্বয়কাজে যারা আমাকে তাদের সময় এবং অক্লান্ত শ্রম দিয়ে সহযোগীতা করেছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর স্পেশাল থ্যাংকস থাকলো আমার প্রিয় সামহোয়্যারই ব্লগ এবং এর কর্তৃপক্ষকে যাদের মাধ্যমে আমার এ ক্ষুদ্র প্রয়াসটি আপনাদের কাছে তুলে ধরতে পারছি।

তাহলে আর দেরী কেন? আসুন জলদি শুরু করি কানাডা’র ইমিগ্রেশন প্রসেসিং। পরের পর্বগুলোতে নিয়মিত চোখ রাখবেন আশাকরি!

আপনার জন্যে শুভকামনা।

লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এপ্রশ্ন গুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন Click This Link

ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ৩য় পর্ব
************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ২য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৩য় পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব (আপডেটেড)
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০১
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০২
ইমিগ্রেশন টু কানাডা - কিভাবে পেতে পারি প্রভিন্স নমিনেশন ও বোনাস ৬০০ পয়েন্ট? - পর্ব ০৩
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০১
ইমিগ্রেশন টু কানাডা - ডকুমেন্ট চেকলিস্ট - পর্ব ০২
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - খরচাপাতির খসড়া
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ১
ইমিগ্রেশন টু কানাডা - Educational Credential Assessment (ECA) বিষয়ক খুঁটিনাটি - পর্ব ২
*************************************************************************************
ইমিগ্রেশন টু কানাডা - ECA
*************************************************************************************
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ১
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ২
সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) পর্ব ৩
ইমিগ্রেশন টু কানাডা - সাসকাচুয়ান ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামে আবেদনের আদ্যপান্ত (SINP গাইড বুক) - পর্ব ৪

(ছবি সূত্র: ইন্টারনেট)

মন্তব্য ৭৩ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০

নীলিমায়নীল বলেছেন: পরবর্তী পোস্টের জন্য অধীর অপেক্ষায় রইলাম। আপনার এই প্রয়াসের জন্য আপনাকে সত্যই অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যান ।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

পয়গম্বর বলেছেন: আশা করছি সাথে থাকবেন সিরিজের শেষ পর্যন্ত । মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ!

২| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

আলিয়া নূর বলেছেন: আপনার এই লেখাটি যে প্রকাশিত হবে - সে খবর আমি ফেসবুকে পেয়েছিলাম। যাক, শেষ পর্যন্ত শুরু হলো আপনার সিরিজ। আমি নিজেও চেষ্টা করছি ইমিগ্রেশনের। আশাকরি আপনার পোস্টগুলো কাজে আসবে।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২১

পয়গম্বর বলেছেন: ইমিগ্রেশনের পথে আপনার সফলতার কামনা করছি । তথ্যগত সহযোগিতা নিয়ে পাশে থাকার ইচ্ছা রইল ।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

মাহী চৌধুরী বলেছেন: গ্রেট জব! আপনার অভিবাসন নিয়ে লেখাগুলো আমার নিজের কানাডা আসার পর অনেক কাজে এসেছে। ধন্যবাদ সে জন্যে। আর ইমিগ্রেশন নিয়ে লেখা এই উদ্যোগটি সত্যিই প্রশংসার দাবী রাখে। বাই দ্য ওয়ে, আমি টরন্টোতে আছি। আপনি কোন প্রভিন্সে আছেন?

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

পয়গম্বর বলেছেন: আমার লেখনি যে আপনাকে উপকৃত করেছে সেটা জেনে সত্যই ভালো লেগেছে। কানাডার জীবন নিয়ে আপনার লেখার ও অপেক্ষায় রইলাম। আর হ্যা, আমিও টরন্টোতে থাকি।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

পথহারা মানব বলেছেন: ধন্যবা...প্রিয়তে রাখলাম আর পরবর্তী পোস্টের জন্য অপেক্ষায় রইলাম

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ!

৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৩০

লাবিবা তানজিম খান বলেছেন: ইসিএ রিপোর্টএর জন্য অ্যাপ্লাই করেছিলাম দুইমাস আগে। এখনও আসছেনা। আপনিকি কোন সমাধান দিতে পারেন?

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮

পয়গম্বর বলেছেন: আপনি কোন Evaluation body এর অধীনে আপনার একাডেমিক সার্টিফিকেট মূল্যায়ন করাচ্ছেন ? এতে আনুমানিক দেড় থেকে তিন মাস লাগে। ইসিএ নিয়ে বিস্তারিত লেখার চিন্তা আছে, সাথে থাকবেন আশা করি। ধন্যবাদ।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৪

কাগজের নাও বলেছেন: ভাইয়া, কেমন আছেন? ক্যানাডাতে ইমিগ্রেশন নিয়ে আমার বেশকিছু প্রশ্ন আছে। আমার বিশ্বাস, আপনার গোছানো লেখনীতে ধীরে ধীরে সবই জানতে পারবো। তবে আমি আপনাকে ফেসবুকের ইনবক্সে কয়েকটি প্রশ্ন করেছি। যদি সময় পান, প্লিজ উত্তর দেবেন।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৯

পয়গম্বর বলেছেন: অবশ্যই উত্তর পাবেন। ব্যস্ততার জন্য হয়তো কিঞ্চিত দেরি হতে পারে , সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি ।

৭| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আগের সিরিজটিো প্রিয়তে আছে। এটাও রেখে দিলাম।

সাথে আছি-নিজের প্রয়োজনেই। প্রথম স্বার্থ জানা হল, জ্ঞান হল ;) যে জানেনা তার কাছে পন্ডিত সাজা যাবে ;)

২য়ত যদি এই জানা থেকে আগ্রহ আর আগ্রহ থেকে চেষ্টা আর চেষ্টা থেকে সাফল্য এসেই যায় ;) সেই স্বপ্ন আর সম্ভাবনার সুপ্ত বীজ :) :) :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

পয়গম্বর বলেছেন: কেমন আছেন, বলুন তো?
আপনার জানা- আগ্রহ - চেষ্টা - সাফল্য সকল ধাপেই সাথে থাকার আন্তরিক ইচ্ছা পোষণ করছি ।
ও হ্যা, ইমিগ্রেশনের পন্ডিত বানাতে না পারলেও আপনার স্বাক্ষর করতে নিশ্চয়ই শিখিয়ে ছাড়বো ।

৮| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৮

তানিয়াজামানরুম্পা বলেছেন: কমপ্লিট প্যাকেজ আসছে একখান মনে হচ্ছে । প্রিয়তে নিলুম :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ রূম্পা !

৯| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

নায়লা হাসান বলেছেন: আমি এতদিন ধরে ভাবছি শুধু যে, দেশের যা অবস্থা, তাতে ক্যানাডা বা অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশনের অ্যাপ্লাই করবো। কিন্তু কিভাবে কি করবো কিছুই বুঝতে পারছিলামনা। এই ব্লগে অনেক খুঁজেছি এমনকোন তথ্যবহুল লেখা আছে কিনা, কিন্তু পাইনি কোন। আপনার ব্লগে এসে খানিকটা আস্থা পাচ্ছি মনে হয়। আপনি এখন আমার কাণ্ডারী।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

পয়গম্বর বলেছেন: নায়লা এবার তাহলে মনস্থির করেই ফেলুন। তথ্য আর সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকতে পারবো আশা রাখছি । যদিও এ মুহুর্তে আমি অস্ট্রেলিয়া বা অন্য কোন দেশের ইমিগ্রেশন প্রসেস নিয়ে লিখছি না তবে কানাডার ব্যাপারে জানতে হলে ব্লগে সাথে থাকার জন্য অনুরোধ করবো ।

১০| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোস্টের জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই পোস্টের মাধ্যমে আগ্রহীরা সকলেই উপকৃত হবেন। এই ধরনের একটি তথ্যবহুলো সুলিখিত পোস্ট যেন আরো বেশি পাঠক পড়তে পারেন সেই ব্যাপারে আমরা এই লেখাটিও আমাদের ফেসবুক পেইজে প্রকাশ করব।

শুভেচ্ছা রইল।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৭

পয়গম্বর বলেছেন: আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ । আগ্রহীদের জন্য সঠিক ও বিশ্বস্ত সুত্র নির্ভর তথ্য দিয়ে সিরিজটা গোছাবো ইনশাল্লাহ ।

শুভ কামনা জানবেন।

১১| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

সুমনা হক ০১ বলেছেন: সামহোয়ার ব্লগে আমি একেবারেই নতুন। ভেবেছিলাম এখানে বেশিদিন হয়তোবা থাকা হবেনা। কিন্তু এত সুন্দর কিছু লেখা এখানে পেয়েছি যে, এখন একেবারে আঠার মতো লেগে গিয়েছি ব্লগে। আপনার পুরনো ভ্রমণকাহিনীগুলোর কিছু পড়লাম। আর ছোটগল্পগুলোও এককথায় অসাধারণ। আপনাকে অনুসরণ করছি কিন্তু! :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

পয়গম্বর বলেছেন: সাথে থাকার জন্য সুমনা কে আন্তরিক ধন্যবাদ। সামু আমাদের সবার প্রিয় প্ল্যাটফর্ম । সামু কে ছেড়ে যাওয়ার চিন্তা করবেন না যেন আর!
শুভ কামনা জানবেন ।

১২| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

আলভী রহমান শোভন বলেছেন: অসংখ্য ধন্যবাদ এই ধরণের পোস্টের জন্য। আমার এমবিএ শেষ হবার পর কানাডায় পিএইচডি করার চিন্তা ভাবনা করছি। তাই পিএইচডি সংক্রান্ত পোস্ট এবং স্কলারশীপ বিষয়ক পোস্ট দিলে উপকৃত হতাম। :)

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

পয়গম্বর বলেছেন: এই মুহুর্তে পিএইচডি এবং স্কলারশীপ সংক্রান্ত পোস্ট দিতে পারছিনা বলে আন্তরিক ভাবে দুঃখিত । পরবর্তীতে লিখবো হয়তো।
মন্তব্যের জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।

১৩| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

রুপমিতাবিশ্বাস বলেছেন: ফেসবুক আর ব্লগে এমন কিছুই খুঁজছিলাম। ভাগ্যভালো যে আপনার আগের লেখাগুলো ফেসবুকে পেয়েছিলাম। আমার ইমেইলের উত্তর প্রদানের জন্যে আপনাকে ধন্যবাদ ভাইয়া। ফেসবুকে কানাডার ইমিগ্রেশন নিয়ে অনেক গ্রুপ থাকলেও কোথাও গোছানো কোন গাইডলাইন নেই। আপনি যদি সেরকম সুন্দর একটি গাইডলাইন বানান, তাহলে সামহোয়ারইন ব্লগে সেটি হবে একটি অনবদ্য সৃষ্টি। আপনি ভালো থাকবেন সবসময়।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৮

পয়গম্বর বলেছেন: অনেক ধন্যবাদ রুপমিতা কে এমন অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য । আমি সর্বাত্বক চেষ্টা করবো 'সুন্দর একটি গাইডলাইন' তৈরি করার।
সাথে থাকবেন আশা করি ।

১৪| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬

আমিআবির বলেছেন: কোথায় ছিলেন এতদিন ভাইজান? ইমিগ্রেশন নিয়ে কত দৌড়াদৌড়ি করলাম। কনসালটেন্সি ফার্মে গিয়েছিলাম। মেলা টাকা চায় ভাই :( সাইনআপ মানি অনেক বেশি তাদের। :( কি করবো কিছু বুঝতে পারছিলামনা। আপনাকে ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছিনা ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুন।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২২

পয়গম্বর বলেছেন: আর চিন্তা নাই আবীর ভাই। কনসাল্ট্যান্সি ফার্মকে টাকা না দিয়ে বরং ব্লগে সাথে থাকুন, আশা করি ধাপে ধাপে সব প্রশ্নের সঠিক জবাব পাবেন ।
আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ।

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৯

অসীম বড়ুয়া বলেছেন: গত ৪ মাস ধরে দ্বিধা দন্দের ঘুমুতে পারছিনা যে কন্সাল্টান্ট এর সাথে কন্ট্রাক্ট এ যাব কিনা। তাদের প্যাকেজ প্রাইজ আর অনিসচয়তার ভয়ে আমি ও আমার ওয়াইফ সত্যি বুঝতেছিনা কি করবো। আমাদের ৪ বছর বয়সী বাচ্চাটা স্কুলে যাওয়ার আগেই ইমিগ্র্যান্ট হতে চাচ্ছিলাম। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফ ব্যাংকার । সঠিক দিকনির্দেশনা দিয়ে হেল্প করুন প্লিজ ভাইয়া।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫

পয়গম্বর বলেছেন: অসীম ভাই , কানাডার ইমিগ্রেশন প্রসেস টা নিয়ে খুটনাটি সব লিখতে চাচ্ছি। আশা করি ব্লগে সাথে থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন এ ব্যাপারে কি করা উচিত হবে।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪

মিথুন আহমেদ বলেছেন: আপনার অসাধারণ উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৬

পয়গম্বর বলেছেন: আপনাকেও শুভকামনা ।

১৭| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৩

রেজাউলকরিমবাবলু বলেছেন: ইঞ্জিনিয়ার রা নাকি কানাডা অস্ট্রেলিয়ার হট কেক। কথা কতটুকু সত্য ভাই? বলেন তাহলে বাক্স পেট্রা বাঁধা শুরু করি । ;)
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩২

পয়গম্বর বলেছেন: রেজাউল ভাই- এটা সত্যি যে ইঞ্জিনিয়ারদের পেশাগত বিভিন্নতার জন্য তারা প্রায় সব প্রভিন্সেরই অকুপেশন ইন ডিম্যান্ড লিস্ট এ থাকেন। কিন্তু তাই বলে যে অন্যদের আশা নেই বা ইঞ্জিনিয়ার হলে অন্য যোগ্যতা না থাকলেও চলবে , তা কিন্তু নয়।।
ব্লগে সাথে থাকলে ধাপে ধাপে বাস্তবতার সবটুকুই বুঝতে পারবেন ।
ধন্যবাদ ।

১৮| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭

অনন্যা ইসলাম বলেছেন: বাহ ! খুবই প্রয়োজনীয় কিছু লেখা পেতে যাচ্ছি তাহলে। আপনার লেখা ফেবুতে শেয়ার দিলাম ।

১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৩

পয়গম্বর বলেছেন: আপনাকে ধন্যবাদ অনন্যা। সাথে থাকবেন আশা করছি ।

১৯| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

ছাসা ডোনার বলেছেন: আপনার উদ্যোগটা খুবই ভাল। আশা করি আপনার সহায়তায় অনেকে তাদের নিজেদের আশা পুরন করতে পারবে। আপনে যদি আমাকে ব্যক্তিগতভাবে কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করতেন তাহলে অনেক উপক্বৃত হতাম। পেশায় এম এস সি ইন্জিনিয়ার, বয়স ৫০ হলে কি ইমিগ্রেশনের জন্য আবেদন করতে পারবে? এলিজিবল এর জন্য কত পয়েন্ট দরকার?

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

পয়গম্বর বলেছেন: ভাই খুব শীঘ্রই এলিজিবিলিটি নিয়ে পোষ্ট আসছে। ব্লগে সাথে থাকুন। বয়স ৫০ হলে আসলে পয়েন্ট তোলা খুব কঠিন হয়ে যায়। তবে বিকল্প পথ একেবারেই যে কিছু নেই, সেটাও ঠিক না।

২০| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

হেমকান্ত বলেছেন: আমার আইএলটিএস স্কোর এবং ইসিএ পেপার হাতে আছে। ফাণ্ডিং ম্যানেজ করেছি। এখন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্যে কিছু ফর্ম পূরণের ব্যাপারে আপনার সহযোগীতা কামনা করছি।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩

পয়গম্বর বলেছেন: অবশ্যই চেষ্টা করবো সহযোগীতা করতে । আপনার নির্দিষ্ট প্রশ্নগুলো ব্লগে উল্ল্যেখিত মেইলে লিখে পাঠাতে পারেন ।

২১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:০১

সেতু আমিন বলেছেন: খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। আশা করি নিয়মিতভাবে লিখে যাবেন।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে সেতু কে আন্তরিক ধন্যবাদ।

২২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:২৬

ফেরদৌসা রুহী বলেছেন: যারা আগ্রহী তাদের অনেক কাজে দিবে। আপনি অনেক কষ্টের কাজে হাত দিয়েছেন, আছি আপনার সাথে।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

পয়গম্বর বলেছেন: "আপনি অনেক কষ্টের কাজে হাত দিয়েছেন, আছি আপনার সাথে।"
বাহ ! আর কি চাই বলুন ?
অসংখ্য ধন্যবাদ রুহী ।

২৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:১৭

গুপিগাইন বলেছেন: আপনাদের গাইডলাইন অনুযায়ী যদি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করি, আনুমানিক সর্বমোট কতটাকা নিয়ে মাঠে নামতে হবে? (এক কনসালটেন্সী ফার্ম আমার কাছে ৫ লক্ষ টাকা চেয়েছিল)

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৯

পয়গম্বর বলেছেন: (এক কনসালটেন্সী ফার্ম আমার কাছে ৫ লক্ষ টাকা চেয়েছিল)
কি বাবদ চেয়েছে এত টাকা ভাই? উনাদের ফী নাকি?
আপনি যদি সঠিক গাইড লাইন অনুসরন করেন তবে এ টাকাটা পুরোটাই বেঁচে যাবে।
আর আনুমানিক হাজার ৫০ খরচ হয় ডকুমেন্ট গোছাতে । তবে ব্যাংকে কত টাকা সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে সেটা নির্ভর করবে আবেদনকারীর পরিবারের সদস্য সংখ্যার উপর।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৪| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৫

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: পোস্টের জন্য অনেক ধন্যবাদ। আশা করি এই পোস্টের মাধ্যমে আগ্রহীরা সকলেই উপকৃত হবেন।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০০

পয়গম্বর বলেছেন: আপনাকে ধন্যবাদ সাজ্জাদ ভাই । সাথে থাকবেন আশা করছি ।

২৫| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৩:১০

ইশরাতজাহান বলেছেন: ভাইয়া আপনাকে মেইল করেছি প্লিজ দেখবেন। আর অনেক সাধুবাদ এই প্রয়াসের জন্য।

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০১

পয়গম্বর বলেছেন: খুব দ্রুতই চেষ্টা করবো মেইলের উত্তর দিতে ইশরাত । আপনাকেও ধন্যবাদ।

২৬| ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৪

মাধবী দেবনাথ বলেছেন: ভাইয়া, প্রভিন্স এ এপ্লাই করা খুব কঠিন মনে হচ্ছে। এব্যাপারে কি কিছু লিখবেন ?

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

পয়গম্বর বলেছেন: জ্বী, পরিকল্পনা আছে লেখার। আশা করি ব্লগে সাথে থাকলে প্রভিন্স এ এপ্লাই করা আর খুব একটা কঠিন বলে মনে হবে না।
ধন্যবাদ।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩১

মোটা ফ্রেমের চশমা বলেছেন: এরকম কিছুই খুজছিলাম মনে মনে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন একটি হেল্পফুল পোস্টের জন্য।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০২

পয়গম্বর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ব্লগে সাথে থাকার জন্যে। সময় পেলে আমার ফেসবুকের পেজটাতে ঘুরে আসবেন আশাকরি। https://www.facebook.com/Poygombor/

২৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৭

আরজু পনি বলেছেন:
২০০০ সালে কানাডা যাবো না ভেবেই বাসার প্রিয় মানুষগুলোর সাথে বিদ্রোহ করেছিলাম। এই দেশ ছেড়ে যাবার কথা চিন্তাও করতে পারতাম না।

অথচ এখন এমন নিরাপত্তাহীনতায় থাকি যে দেশ ছাড়তে পারলেই বাঁচি।

আপনার এই সিরিজটা ব্লগে অফলাইনেতো বটেই ফেসবুকেও চোখ রাখছি।

খুবই প্রশংসনীয় কাজ...আশাকরি নিয়মিত চালিয়ে যাবেন এই সিরিজ।

সাথেই পাবেন।

১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৩৬

পয়গম্বর বলেছেন: এই ব্লগে আপনার পদচারণায় আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে। 'ইমিগ্রেশন টু কানাডা' সিরিজটির পর্বগুলো সার্থকতা পাবে যদি কানাডায় আসার জন্যে যারা চেষ্টা করছেন, তাদের উপকারে আসে। আমি আশাবাদী যে, ইমিগ্রেশনের জন্যে এলিজিবল যারা ব্লগে এবং ফেসবুকে এই সিরিজটি অনুসরণ করবেন, তারা নিজেরাই নিজেদের ইমিগ্রেশন প্রসেসিং শেষ করতে পারবেন। আপনার অনুপ্রেরণার জন্যে ধন্যবাদ।

২৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৪

নায়না নাসরিন বলেছেন: ইমিগ্রান্ট হিসাবে কানাডা যেতে চাই। কি কি পয়েন্ট এবং কত পয়েন্ট লাগতে পারে দয়া করে জানাবেন কি?
শুনি এই ভাবে যেতে চাইলে স্পাউস আর ব্যংক এ টাকা দেখাতে হয়। এই বিশয়টা একটু খোলাসা করে জানান যদি অনেক উপকার হয় ।
স্পাউসের পয়েন্ট আর কত টাকা থাকতে হবে?
তখন কি আই এল টি এস দিতে লাগবে?
উত্তরের অপেক্ষায় থাকলাম

১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৫০

পয়গম্বর বলেছেন: ঠিক এই মুহূর্তে যেসব প্রশ্ন আপনার মাথায় ঘুরছে, সেই প্রশ্নগুলোসহ আরও অনেক প্রশ্নের সঠিক উত্তর নিয়েই আমার 'ইমিগ্রেশন টু কানাডা' সিরিজের পর্বগুলো সাজানো হয়েছে। একটু ধৈর্য্য ধরে আমার লেখাগুলো ব্লগে এবং ফেসবুকের পাতায় অনুসরণ করুন।

আমার ফেসবুক পেইজটি এবং এর কার্যক্রম যদি আপনার কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড লিস্টে থাকা ইমিগ্রেশন প্রত্যাশী বা যারা চিন্তা করছেন ইমিগ্রেশনের - এমন বন্ধুদের সাজেস্ট করবেন পেইজটিতে লাইক দেয়ার। আপনাদের অনুপ্রেরণা আমার লেখালেখির শক্তি। আশা করি সাথে থাকবেন।

৩০| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

জে আর সিকদার বলেছেন: লেখকের জন্য অনেক অনেক শুভকামনা, ভলেন্টিয়ার হয়ে পাশে থাকবো , ইনশাআল্লাহ

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

পয়গম্বর বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ। ভলান্টিয়ার হবার ইচ্ছা পোষণ করেছেন এটা জেনে খুব ভালো লাগলো। অনুগ্রহ করে আপনার পূর্ণ জীবনবৃত্তান্ত আমাকে ইমেইল করে দিন। [email protected]

৩১| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

বিপলব বড়ুয়া বলেছেন: আমি ২৮-১২-২০১৩ ইং তারিখে কানাডা আসি ও ২৫-০৩-২০১৪ তারিখে দেশে ফিরে আসি। ০১-০৩-২০১৭ তারিখে আবার যদি কানাডা যাই পিআর কি রিনিও হবে। কাইনডলি জানাবেন। পিআর কাডর্র্ মেয়াদ ২১-০২-২০১৯।

২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২১

পয়গম্বর বলেছেন: কার্ডের মেয়াদ থাকলে রিনিউ হবার কথা। তবে কনফার্ম হবার জন্যে আপনি ইমিগ্রেশনে মেইল করে জেনে নিন প্লিজ।

৩২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪৯

মশিউর মাহামুদ আরিয়ান বলেছেন: আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করসি।
আমি এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল খুলতে চাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না কোন অপশন তা বাছাই করব। আমি http://www.cic.gc.ca তে দুটি অপশন দেখতে পাচ্ছি। ১) Sign in Partner ২) GCKey
আপনার উত্তর এর জন্য আগাম ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

পয়গম্বর বলেছেন: GCKey

৩৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

আজিজুলবিডি বলেছেন: ভাই, অাপনার অনন্য পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। কানাডা সম্পের্কে অনেক কিছু জানতে পারলাম।
গত ১৫/০৮/১৭ইং তারিখে আমার মেইলে একটি ম্যারিটো হোটেলে কাজ করার সুযোগের ব্যাপারে আমাকে মেইল করেছে। থাকা এবং এয়ার টিকেট ফ্রি। আমাকে বলছে যদি আমি আগ্রহী থাকী তাহলে আমাকে আমার সিভি এবং পাসপোর্ট দিয়ে আবেদন করার জন্য। এধরনের অপার আসলে কতটুকু গ্রহনযোগ্য বুঝতে পারছি না। যদি এ বিষয়ে আপনার কোন ধারনা থাকে দয়া করে জানালে খুশি হব।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৭

পয়গম্বর বলেছেন: Click This Link

https://www.facebook.com/groups/immigrationandsettlement/

৩৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৭

আজিজুলবিডি বলেছেন: ভাই আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি?

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৭

পয়গম্বর বলেছেন: [email protected]

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

আজিজুলবিডি বলেছেন: আমার প্রতিউত্তর খুজে পাচ্ছি না। দয়া করে কেউ বলবেন?

২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

পয়গম্বর বলেছেন: অনুগ্রহ করে আপনার প্রশ্নটি আমাদের ফেসবুক গ্রুপে করুন: Click This Link

৩৬| ২০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাইয়া, আপনি একটি অসাধারণ কাজ করেছেন। এটা যে কত উপকারী যারা এই লাইনে বিচরণন করছেন তারাই জানেন। আমার খুব ভালো লাগছে। এতো সুন্দর করে গুছোনো সব লেখা। এর কোন তুলনা হয় না।

২৩ শে জুলাই, ২০১৮ ভোর ৬:৪২

পয়গম্বর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.