নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৩



Website Address: http://www.immigrationandsettlement.org/

ইমিগ্রেশন টু কানাডা: শুরুর কথা
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব

গত পর্বের আলোচনা থেকে যারা FSW গ্রীডে IELTS থেকে কত পয়েন্ট পাওয়া যেতে পারে তার ক্যালকুলেশন করা শিখেছেন, তারা নিশ্চয়ই বাকি ৫ টি ফ্যাক্টরের পয়েন্ট ক্যাল্কুলেশনের অপেক্ষায় আছেন। চলুন শুরু করা যাক ২য় ফ্যাক্টর বা "আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা" বিষয়ক আলোচনা।

শিক্ষাগত যোগ্যতার পয়েন্ট গ্রীড:
১. এই সেক্টরে একজন এপ্লিক্যান্ট সর্বোচ্চ ২৫ পয়েন্ট পেতে পারেন, যদি তিনি কানাডিয়ান ডক্টরেট/ Phd বা সমমানের ডিগ্রীধারী হয়ে থাকেন।
২. কানাডিয়ান মাস্টার্স বা তার সমমানের জন্য পাবেন ২৩ পয়েন্ট।
৩. কানাডিয়ান ২ অথবা ততোধিক ডিপ্লোমা (যার অন্তত একটি অন্তত: ৩ বছর মেয়াদী) বা তার সমমানের এর জন্য পাবেন ২২ পয়েন্ট।
৪. কানাডিয়ান ব্যাচেলর ডিগ্রী অথবা ডিপ্লোমা বা তার সমমানের (যা নূন্যতম ৩ বছর মেয়াদী) এর জন্য পাবেন ২১ পয়েন্ট।
৫. কানাডিয়ান ২ বছর মেয়াদী ডিপ্লোমা বা তার সমমানের জন্য পাবেন ১৯ পয়েন্ট।
৬. কানাডিয়ান ১ বছর মেয়াদী ডিপ্লোমা বা তার সমমানের জন্য পাবেন ১৫ পয়েন্ট।
৭. কানাডিয়ান হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের জন্য ৫ পাবেন পয়েন্ট।

পাঠক এবার নিশ্চয়ই ভাবছেন যে আপনার বর্তমানে যে একাডেমিক ডিগ্রী আছে তা কি কানাডিয়ান ডিগ্রীর সমমান বলে বিবেচিত হবে?

সত্যিকথা হলো, এর উত্তর "হ্যা" এবং "না" উভয়ই হতে পারে। কেননা আপনার বাংলাদেশি একাডেমিক ডিগ্রী কানাডিয়ান ইমিগ্রেশন অথরিটি সরাসরি গ্রহণ করবেনা। বরং আপনার ডিগ্রীটি ইমিগ্রেশন অথরিটি কর্তৃক রিকগনাইজড ইভালুয়েশন বডি (যেমন: World Education Service বা WES) দ্বারা যেভাবে ইভালুয়েটেড হবে, সেভাবেই গৃহীত হবে। বুঝতেই পারছেন তাহলে, ইভালুয়েশন বডি আপনার "মাস্টার্স ডিগ্রীকে" যদি "ব্যাচেলর ডিগ্রী" হিসেবে ইভালুয়েট করে তাহলে সেটা মেনে নিয়েই আপনাকে আপনার পয়েন্ট ক্যালকুলেট করতে হবে।

এক্ষেত্রে আমাদের দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আবেদনকারীরা বেশ ভালোই এগিয়ে আছেন। কেননা তাদের মাস্টার্স ডিগ্রী সাধারণত কানাডার মাস্টার্স ডিগ্রীর সমমান হিসেবেই বিবেচিত হয়ে থাকে এবং তারা এ ফ্যাক্টরে নিশ্চিত ভাবে ২৩ পয়েন্ট সিকিউর করতে পারেন। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা আবেদনকারীগণ তাদের মাস্টার্সের জন্য পাবেন ২২ পয়েন্ট।
পাঠক যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুরনো ছাত্র, তারা খুব বেশি মন খারাপ করবেন না কিন্তু! কেননা কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আবেদনকারীদের অবস্থা কিন্তু আরোও খারাপ। হ্যাঁ, আমাদের দেশেই এমন কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে যাদের ডিগ্রী ইভালুয়েট করার ব্যাপারে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে কানাডা'র ইভালুয়েশন বডিগুলো। কেননা সেইসব প্রাইভেট ভার্সিটির সার্টিফিকেট বিক্রির ব্যবসা এতই প্রসিদ্ধ যে তার খবর সূদুর কানাডায় ও পৌঁছে গিয়েছে। মাঝখান থেকে কিছু নির্দোষ দক্ষ পেশাজীবি ইমিগ্রেশন সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

নিচের ছবিতে দেখুন সেই সকল রিকগনাইজড ইভালুয়েশন বডির নামের তালিকা যারা এডুকেশনাল ক্রেডিন্সিয়াল অ্যাসেসমেন্ট (ECA) করে থাকে।


এবার আলোচনা করা যাক ৩য় ফ্যাক্টর বা "আবেদনকারীর কাজের অভিজ্ঞতা"

কাজের অভিজ্ঞতার পয়েন্ট গ্রীড:

১. এ ফ্যাক্টরের সর্বোচ্চ পয়েন্ট ১৫ যেখানে একজন আবেদনকারী ১ বছরের চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন ৯ পয়েন্ট।
২. ২-৩ বছরের চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন ১১ পয়েন্ট।
৩. ৪-৫ বছরের চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন ১৩ পয়েন্ট।
৪. ৬ বছর বা ততোধিক চাকুরীর অভিজ্ঞতার জন্য পাবেন পূর্ণমান বা ১৫ পয়েন্ট।

উল্লেখ্য যে, ব্যাচেলর এর পর থেকেই কর্ম অভিজ্ঞতার বছর কাউন্ট করা হয় এবং ইন্টার্নশিপ বা এ ধরনের অভিজ্ঞতা কর্ম অভিজ্ঞতার বছরের সাথে সংযুক্ত হয় না।

৪র্থ ফ্যাক্টর বা আবেদনকারীর বয়স থেকে প্রাপ্ত পয়েন্ট:
যদিও FSW গ্রীডে ১৮-৩৫ বছর পর্যন্ত যেকোন আবেদনকারী এ ফ্যাক্টরের সর্বোচ্চ পয়েন্ট ১২ পেয়ে থাকেন তবে এক্সপ্রেস এন্ট্রির ১২০০ পয়েন্টের ক্যালকুলেশনে কেবল ২৯ বছর পর্যন্তই এ সুবিধা ভোগ করা যায়। এর পর থেকেই শুরু হয় পয়েন্ট কমে যাওয়ার আতঙ্ক। যাই হোক, এক্সপ্রেস এন্ট্রির ১২০০ পয়েন্ট এর চিন্তা না হয় পরে করা যাবে। আগে সেখানে প্রবেশের জন্য ৬৭ পয়েন্ট সিকিউর করা যাক। নিচে দেখুন আবেদনকারীর বয়স অনুযায়ী তার প্রাপ্ত পয়েন্টের সংখ্যা।


কষতে থাকুন পয়েন্টের হিসাব। বাকি দুই ফ্যাক্টর নিয়ে আসছি খুব দ্রুতই !

আপনার জন্যে শুভকামনা।

ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ৩য় পর্ব

লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link

মন্তব্য ২৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:০৫

আমিআবির বলেছেন: আমি ব্যাচেলর এবং ব্যাচেলর হিসেবেই ভাবছি ইমিগ্রেশন প্রসেসিং কমপ্লিট করবো।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৩

পয়গম্বর বলেছেন: জীবনসঙ্গিনী খুঁজে পেলে তাঁকে নিয়ে সুন্দর স্বপ্ন দেখাটা কি যৌক্তিক নয়? :)

২| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৫

কাছের-মানুষ বলেছেন: ভাই পয়গম্বর অসাধারণ এবং তথ্য সমৃদ্ধ পোষ্ট ।
পরবর্তি পোষ্টের অপেক্ষায় রইলাম !

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:১৪

পয়গম্বর বলেছেন: আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৩| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৬

নায়না নাসরিন বলেছেন: ভবিষ্যৎ এ দরকার লাগতে পারে।
তাই প্রিয়তে রাখলাম +++++

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৫

পয়গম্বর বলেছেন: আপনাকে ধন্যবাদ নায়না ।

৪| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৮

রুবু রুবু বলেছেন: ৪৭ বছরের বেশি কি কেউ তাহলে আবেদন করতে পারবেন না ?

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৭

পয়গম্বর বলেছেন: আবেদন করতে পারবেন যদি বয়সের পয়েন্ট বাদ দিয়েই তিনি নির্ধারিত পয়েন্ট তুলতে পারেন, যেটা সত্যই কঠিন ।

৫| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!

পয়েন্ট বাই পয়েন্ট একদম ঝকঝকা করে ক্লিয়ার করে দিচ্ছেন!

চলুক স্বপ্ন পূরনের সাধনা +++++++++++++++++

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

পয়গম্বর বলেছেন: এরকম অনুপ্রেরনা থাকলে সব কিছু ঝকঝকা ক্লিয়ার করে দেব দেখবেন :)

৬| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯

পয়গম্বর বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি ব্লগে সাথে থাকবেন ।

৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

ঢাকাবাসী বলেছেন: দারুণ সুন্দর পোস্ট, খুব ভাল লাগল। কাজে লাগতে পারে, বয়স পয়েন্ট যিরো ধরে।

০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২৫

পয়গম্বর বলেছেন: আশাকরি সাথেই থাকবেন। ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্যে।

৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ওয়াস আহিদ বলেছেন: কানাডা ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার নির্দিষ্ট কোন সময় আছে কি? কখন এবং কিভাবে করতে হয়?

০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২৮

পয়গম্বর বলেছেন: ঠিকই ধরেছেন, নির্দিষ্ট সময় অবশ্যই আছে। কখন এবং কিভাবে করবেন, তা জানানোর জন্যেই আমার এই ব্লগ-সিরিজটি লেখার প্রয়াস। সাথে থাকুন, আপনিও জানবেন কানাডা'র ইমিগ্রেশন প্রসেসিং-এর আদ্যোপান্ত।

৯| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

পবন সরকার বলেছেন: দারুণ পোষ্ট।

০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২৮

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

১০| ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

ওয়াস আহিদ বলেছেন: আমি এখনই কানাডা ইমিগ্রেশন আ্যাপ্লিকেশন শুরুর পরিকল্পনা করতে চায়। আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? জানাবেন।

১০ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:২২

পয়গম্বর বলেছেন: লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার-এর মধ্যে ইমিগ্রেশন টু কানাডা সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: https://www.facebook.com/Poygombor/

১১| ১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩

নায়না নাসরিন বলেছেন: কানাডার চাকরীর অফার লেটার না থাকলে স্কিল ভিসার জন্য এপ্লাই করা যাবে কি??

১২ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৬

পয়গম্বর বলেছেন: যাবে। কিছু প্রভিন্স-এ যাবেনা যেমন, ব্রিটিশ কলাম্বিয়া, প্রিন্স এডওয়ার্ড। আবার কিছু প্রভিন্স জব অফার লেটার চায়না। যেমন: সাসকাচুয়ান, নোভা স্কশিয়া, ওন্টারিও, ক্যুবেক।

১২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫১

দুর্গম পথের যাত্রী বলেছেন: আমার যদি কোন কাজের অভিজ্ঞতা না থাকে ?

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

পয়গম্বর বলেছেন: ইমিগ্রেশন প্রসেস টাই অভিজ্ঞ কর্মজীবিদের জন্য। কাজেই কাজের অভিজ্ঞতা না থাকলে এই প্রোগ্রামের আওতায় আবেদন করা যাবেনা ।
ধন্যবাদ।

১৩| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫১

বিন্দু বিসর্গ বলেছেন: বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকলে কি ইলিজিবল ? আই মিন আবেদন করা যাবে ?

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৮

পয়গম্বর বলেছেন: পোস্টের লেখা গুলো খেয়াল করলে দেখবেন এলিজিবিলিটি শুধু শিক্ষাগত যোগ্যতার উপর নয় বরংবিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে । তবুও নুন্যতম ব্যাচেলর,আই ই এল টি এস এর প্রতি ব্যান্ডে ৬ ও ১ বছরের কর্ম অভিজ্ঞতা থাকলে কেউ প্রাথমিক ভাবে আবেদনের জন্য যোগ্য বিবেচিত হতে পারে।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.