নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ৩য় পর্ব

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৫



Website Address: http://www.immigrationandsettlement.org/

ইমিগ্রেশন টু কানাডা: শুরুর কথা
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - আমি কি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করার জন্যে এলিজিবল? ২য় পর্ব

কানাডিয়ান ইমিগ্রেশন প্রসেসিং-এ আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে FSW গ্রীডের ৫ ও ৬ নম্বর ফ্যাক্টর অর্থাৎ
১. কানাডিয়ান ভ্যালিড জব অফার এবং
২. এডাপ্টিবিলিটি।

কানাডিয়ান ভ্যালিড জব অফার থেকে প্রাপ্ত পয়েন্ট:
একজন আবেদনকারী যদি নিম্নোক্ত শর্তাবলিসহ কানাডাতে কোন জব অফার পান, তাহলে তিনি এ ফ্যাক্টরে ১০ নম্বর পাবেন:
১। জব অফার ফুলটাইম , স্থায়ী হতে হবে এবং কোন সিজনাল কাজ হতে পারবেনা।
২। জব অফার National Occupational Classification (NOC) লিস্টের স্কিল টাইপ 0 অথবা স্কিল টাইপ A অথবা B এর হতে হবে।

উপরের লাইনগুলো শুনতে যতটাই সুন্দর বাস্তবতা ঠিক ততটাই ভিন্ন । কারন বাংলাদেশ থেকে কারও কানাডিয়ান ভ্যালিড জব অফার পাওয়া শুধু দুঃসাধ্যই নয় অসম্ভব ও বটে। কেননা ইমিগ্রেশনের রুল অনুযায়ী কানাডিয়ান কোন ইমপ্লয়ার/ চাকুরিদাতা তখনি ইন্ট্যারন্যাশনাল ইমপ্লয়ী হায়ার করতে পারবেন যখন তিনি ঐ জবের জন্য কোন কানাডিয়ান নাগরিক খুজে বের করতে ব্যর্থ হবেন। এমনকি কানাডায় ইমিগ্র্যান্ট ভিসায় আগত যে কাউকেই কানাডায় জব পেতে হলে এখানকার ডিগ্রী অর্জন করতে হবে।

কাজেই এই ১০ পয়েন্টের মায়া ছেড়ে দিয়েই যুদ্ধে নামতে হবে। এবিষয়ের আরো ও তথ্য (মূলত: যারা অলরেডী কানাডায় অস্থায়ী ভাবে বসবাস করছেন তাদের জন্য প্রযোজ্য) জানতে হলে এই লিঙ্ক এ ক্লিক করুন।

কানাডায় টিকে থাকার যোগ্যতা বা এডাপ্টিবিলিটি থেকে প্রাপ্ত পয়েন্ট:
জব অফারের মত্ এই ফ্যাক্টরের জন্য নির্ধারিত সর্বোচ্চ পয়েন্ট ও ১০। এই ফ্যাক্টরের ৬ টি শর্তের মধ্য থেকে আবেদনকারীর প্রোফাইলের সাথে মিলে যাওয়া যে কোন শর্তের জন্য তিনি সর্বনিম্ন ৫ অথবা সর্বোচ্চ ১০ পেতে পারেন। এবং কোন শর্ত পূরণ করতে না পারলে এখানে থেকে কোন পয়েন্ট পাবেন না।

শর্ত ০১- আবেদনকারীর স্পাউসের (স্বামী/স্ত্রী) ইংরেজি ভাষার দক্ষতা যদি নূন্যতম CLB লেভেল 4 বরাবর হয় তাহলে তিনি ৫ পয়েন্ট সিকিউর করতে পারবেন। এক্ষেত্রে স্পাউসের IELTS স্কোর অবশ্যই জমা দিতে হবে।
(CLB লেভেল নিয়ে বিস্তারিত বলা হয়েছে "আমি কি এলিজিবল?-১ম পর্ব" তে।)
শর্ত ০২- আবেদনকারী যদি অতীতে নূন্যতম ২ বছর কানাডায় ফুলটাইম লেখাপড়া করে থাকেন (১৫ ঘন্টা ক্লাস প্রতি সপ্তাহ) তাহলে তার জন্য তিনি ৫ পয়েন্ট পাবেন । একইভাবে তার স্পাউস-ও যদি এই শর্ত পূরণ করতে পারেন তাহলে ০৫ পয়েন্ট পাওয়া যাবে। অর্থাৎ যে কোন একজনের পাস্ট স্ট্যাডি হিস্টোরির জন্য ০৫ এবং উভয়ের জন্য ১০ পয়েন্ট পাওয়া যাবে।
শর্ত ০৩- আবেদনকারী যদি অতীতে নূন্যতম ১ বছর কানাডায় ফুলটাইম জব করে থাকেন (NOC লিস্টের স্কিল টাইপ 0 অথবা স্কিল টাইপ A অথবা B এর হতে হবে) তাহলে তার জন্য ১০ পয়েন্ট পাওয়া যাবে।
শর্ত ০৪- স্পাউসের ১ বছর কানাডায় ফুলটাইম জব এর অভিজ্ঞতার জন্য আবেদনকারী ৫ পয়েন্ট পাবেন ।
শর্ত ০৫- ফ্যাক্টর ৫ এ আলোচিত এরেঞ্জড জব অফার ম্যানেজ করতে পারলে কোন আবেদনকারী তার জন্য এই ফ্যাক্টর ৬ তে-ও ০৫ পয়েন্ট পাবেন কেননা কানাডায় জব অফার থাকা আবেদনকারীর কানাডায় টিকে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়।
শর্ত ০৬- আবেদনকারী বা তার স্পাউসের যদি নিম্নোক্ত সম্পর্কের কোন ফার্স্ট ব্লাড আত্মীয় স্থায়ীভাবে কানাডায় বসবাস করেন যিনি কানাডার নাগরিক এবং ১৮ বছর বা তার বেশি বয়সী তবে তার জন্য আবেদনকারী ৫ পয়েন্ট পাবেন।


ফার্স্ট ব্লাড কারা?
* পিতামাতা-parent,
* সন্তান-child,
* নাতি/নাতনী-grandchild,
* আপন ভাই/বোন-child of a parent (sibling),
*আপন চাচা/মামা/খালা/ফুফু-child of a grandparent (aunt or uncle), or
*আপন ভাগ্নে/ভাগ্নি/ভাস্তে/ভাস্তি-grandchild of a parent (niece or nephew
* দাদা/দাদী,নানা/নানী-grandparent

এখানেই শেষ হল ৬৭ পয়েন্টের ক্যাল্কুলেশনের সমাপ্তি। যাদের ৬৭ পয়েন্ট সিকিউর হয়েছে তারা চোখ রাখুন ব্লগে- দ্রুতই আসছি এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্ট এর ক্যালকুলেশন নিয়ে । এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে খোলার আগেই জেনে নিন নিজের সম্ভাব্য Comprehensive Ranking System (CRS) স্কোর।

আর যাদের ৬৭ পয়েন্ট সিকিউর হয়নি তারা নিশ্চয়ই ভাবছেন যে "আমার কি তাহলে কোন আশাই নেই?"
সত্যি কথা হলো, এই মুহুর্তে এক্সপ্রেস এন্ট্রির জন্য নেই। তাই ৬৭ সিকিউর করার জন্য যা যা করা যায় তার পিছে লেগে পড়ুন। সেটা হতে পারে IELTS স্কোর বাড়ানো কিংবা জব এক্সপেরিয়েন্স বাড়ানো।

কিন্তু এটাও সত্যি যে ৩৫ এর বেশি বয়স এবং ইংরেজির বেসিক ভয়ংকর রকম দুর্বল থাকাতে অনেক দক্ষ আবেদনকারীই চেষ্টা তদবীর করেও ৬৭ পয়েন্ট সিকিউর করতে ব্যর্থ হন। তাদের জন্যই কিছু প্রভিন্সে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ছাড়াই আবেদন করার সুবিধা রাখা হয়েছে । যেমন ক্যুবেক মন প্রজেক্ট বা সাচকাচোয়ান অকুপেশন ইন ডিমান্ড লিস্ট ক্রাইটেরিয়া।

চোখ রাখুন ব্লগের পাতায়, ধারাবাহিকভাবে সেসব অপশন নিয়েও আলোচনা করা হবে।

আপনার জন্যে শুভকামনা।

ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ১ম পর্ব

লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭

হুমম্‌ বলেছেন: +++++++++++++++

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৯

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৪

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো উপকারী পোস্ট । যারা কানাডায় আছে তাদের জন্য কাজে লাগবে ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

পয়গম্বর বলেছেন: সবার কাজে আসলেই এ লেখার সার্থকতা। ধন্যবাদ মন্তব্যের জন্যে।

৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০২

জুন বলেছেন: আবেদনকারীর স্পাউসের মামায় পয়েন্ট আছে কি জানাবেন ।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪০

পয়গম্বর বলেছেন: আপনার মন্তব্যের জন্য বিশেষ ধন্যবাদ। হ্যা, আবেদনকারীর স্পাউসের মামা যদি সরাসরি মায়ের আপন ভাই হয়ে থাকেন এবং যদি কানাডার নাগরিক হয়ে থাকেন এবং যদি ১৮ বছর বা তার বেশি বয়সী হয়ে থাকেন তবে তার জন্য আবেদনকারী এডাপ্টিবিলিটির ৫ পয়েন্ট অর্জন করতে পারবেন ।
ব্লগে চোখ রেখেছেন জেনে সত্যিই ভালো লাগলো । :)

৪| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৬

জুন বলেছেন: এই পয়েন্ট কি শুধু স্কিল ভিসা নাকি যে কোন ভিসার জন্য প্রযোজ্য ? একটু জানান পয়গম্বর ।
হ্যা মামা ও তার পরিবারের সব সদস্যই কানাডার নাগরিক , এবং ভদ্রলোকের ৪০ উর্ধ বয়স এবং সেখানে পরিবার নিয়ে বসবাস করে । ।

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫

পয়গম্বর বলেছেন: পয়েন্ট সিস্টেমটি স্কিলড ভিসার জন্যেই প্রযোজ্য। ধন্যবাদ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: সামুর সমস্যা দেরীতে চেকইন হল ;)

এখন সামু ওকে দেখে খুব ভাল লাগছে :)

আপনার পোষ্ট শেষে ৬৭ পাওয়াদের আনন্দের চেয়েও বেশি ;) :) :) :)

++++++++++++++

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৫১

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ ব্লগে সাথে থাকার জন্যে।

৬| ১৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৩

দিয়া আলম বলেছেন: কানাডা নিয়ে তোমার পর্বগুলো দারুন উপকারী, তুমি কোথায় থাকো? আমি মন্ট্রিয়ালেই থাকি।

ভালো থেকো ভাইয়া

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৩

পয়গম্বর বলেছেন: আমি টরন্টোতে আছি। এই এপ্রিলেই বেশকিছুদিনের জন্যে মন্ট্রিয়ল গিয়েছিলাম কাজের প্রয়োজনে। শুভেচ্ছা।

৭| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৬

পেজা তুলো বলেছেন: আপনার এই সিরিজের শুরুতে আপনি ভলান্টিয়ার রিলেটেড কিছু কাজের কথা উল্ল্যেখ করেছিলেন যেটা দেখে আমি মেইল করেছিলাম। কিন্তু কোন প্রতি উত্তর পাইনি।
আপনার পোষ্ট গুলো সত্যি ই অনেক উপকারী।
ধন্যবাদ জানবেন।

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮

পয়গম্বর বলেছেন: দু:খিত, সময়মতো মেইলের উত্তর না দেবার জন্যে। ভলান্টিয়ার হিসেবে কাজ করার জন্যে পাঠকদের থেকে ব্লগ, ফেসবুক পেজ, ইমেইল - এসব জায়গায় প্রতিদিন অনেক মেইল পাচ্ছি। যারা মেইল করে আগ্রহ প্রকাশ করেছেন, খুব শীঘ্রই 'পোটেনশিয়াল ক্যাণ্ডিডেটদের সাথে যোগাযোগ করা হবে। শুভেচ্ছা।

৮| ১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২

আমিআবির বলেছেন: আরেব্বাস, আমার তো ৭২ পয়েন্ট হয়ে গেল। ইয়াহু!
আমি তাহলে এলিজিবল।
আপনার সাথে থেকে যে কত কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে এ পথের তা বলে শেষ করা যাবেনা।
যাই হোক, খাতে কলম নিয়ে রেডি হই এখন ১২০০ পয়েন্টের যোগ বিয়োগের জন্য।
মেনি থ্যাংক্স ব্রাদার। :)

১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১০

পয়গম্বর বলেছেন: ৭২ পয়েন্ট হয়েছে? এখনই মিষ্টি খাওয়ানোর কথা বলবোনা। কানাডা'র ইমিগ্রেশন প্রসেসিংটা আমার সাথে থেকে সুন্দরমতো শেষ করুন, তারপর না হয় মিষ্টি খাওয়ানোর দাওয়াতের অপেক্ষায় থাকবো, কি বলেন?

৯| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮

দিয়া আলম বলেছেন: ওহ তাই নাকি?!!!!!!

ওকে আবার যখন আসবেন এখানে আমার ব্লগে ম্যাসেজ রেখে আসবেন। দেশের কেউ পেলে আমার খুব ভালো লাগে, ব্লগার হলেতো আর মজার হবে।

ভালো থাকবেন।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২০

পয়গম্বর বলেছেন: আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ।

১০| ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪

মনিরুল ইসলাম রনি বলেছেন: পয়গম্বর ভাই, শুনেছি কানাডিয়ান আইনজীবী দ্বারা পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়, নিজে এপ্লাই করলে কি আইনজীবীর ব্যাপারটা আসবে? আসলে কিংবা না আসলেও টাকা পয়সা কত লাগতে পারে এবং তা প্রদানের উপায়, এই বিষয়ে একটু বিসারিত জানালে উপক্রিত হইতাম। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৮

পয়গম্বর বলেছেন: কানাডা ইমিগ্রেশনের জন্য আইনজীবীর সহায়তা নেয়া বাধ্যতামুলক নয়, বরং লাইসেন্সধারী কন্স্যাল্ট্যান্ট বা আইনজীবী ব্যতীত অন্য কারো সহায়তা নিলে জটিলতা বাড়বে।
অন্যদিকে আপনি যদি আপনার নিজের আবেদন সাবমিট করার কাজটিই নিজেই সারতে পারেন তবে দেশী কন্স্যাল্ট্যান্ট ভাইদের ধাপে ধাপে ৫/৬ লাখ টাকা দেয়ার হাত থেকে বেচে যাবেন।
আর তথ্যগত সহায়তা নিয়ে তো আমি রইলামই। নির্দ্বিধায়য় মেইল করে দিন ইমিগ্রেশন বিষয়ক যেকোন প্রশ্ন।
শুভ কামনা জানবেন।

১১| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

জুন বলেছেন: এর পরে এ বিষয় নিয়ে আরো পর্ব আছে কি??

১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৮

পয়গম্বর বলেছেন: জুন, আপনার প্রশ্নের জন্যে ধন্যবাদ। "ইমিগ্রেশন টু কানাডা" সিরিজটি অনেকগুলো ধারাবাহিক পর্ব নিয়ে লেখা। এর পরের পর্বগুলো ধারাবাহিক ভাবে আমার প্রিয় প্ল্যাটফরম সামহোয়্যার ইন ব্লগ এবং আমার ফেসবুকের পেজে ( https://www.facebook.com/Poygombor/ ) প্রকাশিত হবে। আপনার উপস্থিতি এই সিরিজটিকে উজ্জ্বল করে তুলবে বলেই আমার বিশ্বাস।

১২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৩৮

মশিউর মাহামুদ বলেছেন: প্রথমেই, এত চমৎকার সিরিজের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ভাবী (আপন চাচাতো ভাই এর বউ) অথবা মামা (মায়ের আপন ফুফাতো ভাই) কানাডিয়ান নাগরিক হলে আমি কি এডাপ্টিবিলিটি তে ৫ পয়েন্ট পাবো?

২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১

পয়গম্বর বলেছেন: আমি দুঃখিত আমার পূর্বের কমেন্টের জন্য যেখানে আমি বলেছি আপনি আপনার মামার জন্য পয়েন্ট পাবেন কেননা আমি লক্ষ্য করিনি যে আপনার মামা আপনার মায়ের আপন ভাই নন বরং ফুফাতো ভাই। শুধুমাত্র আপন মামার জন্য আপনি এডাপ্টিবিলিটির পয়েন্ট পাবেন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.