নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন হলো এক কাপ গরম চা আর একটি জ্বলন্ত সিগারেটের মতো। গরম চা এক সময় জুড়িয়ে যাবে, সিগারেটের তামাকও পুড়ে শেষ হয়ে যাবে।

পয়গম্বর

The woods are lovely, dark and deep, But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep.---Robert Frost

পয়গম্বর › বিস্তারিত পোস্টঃ

ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৩য় পর্ব

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৯



Website Address: http://www.immigrationandsettlement.org/

ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ১ম পর্ব
ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ২য় পর্ব

কানাডা'র ইমিগ্রেশন প্রসেসিং নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত তথ্যনির্ভর পর্বগুলোর আজকের পর্বে আমরা এক্সপ্রেস এন্ট্রি'র ১২০০ পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনার ৩য় অংশ শুরু করবো। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে স্পাউস বা পার্টনারের যোগ্যতা থেকে একজন আবেদনকারী কোন কোন খাতে পয়েন্ট অর্জন করতে পারবেন সে সকল বিষয় নিয়ে। কি ভাবছেন? আপনি single applicant, কাজেই এই পর্ব আপনার জন্য নয়?

আমি বলবো, ভুল ভাবছেন। কারণ ইমিগ্রেশনের লম্বা পথ পাড়ি দিতে দিতে জীবনের কত ঘটনা যে ঘটে যাবে তা আপনি নিজেও জানেন না। তাইনা? কাজেই ব্যাচেলর যারা আছেন, দু'পথেই নিজের পয়েন্ট হিসাব করে রাখুন।

স্পাউসের শিক্ষাগত যোগ্যতা থেকে প্রাপ্ত পয়েন্টঃ
একজন আবেদনকারী তার পার্টনারের শিক্ষাগত যোগ্যতার জন্য এস এস সি থেকে ডক্টরেট ডিগ্রির জন্য সর্বনিম্ন ২ পয়েন্ট থেকে সর্বোচ্চ ১০ পয়েন্ট পেতে পারেন। সেক্ষেত্রে স্পাউসের ১ বছর মেয়াদী ইউনিভার্সিটি ডিপ্লোমার জন্য ৬ পয়েন্ট, একাধিক ডিপ্লোমার জন্য ৭ পয়েন্ট, ব্যাচেলর ডিগ্রির জন্য ৮ পয়েন্ট, ব্যাচেলর ও একাধিক ডিপ্লোমার জন্য ৯ পয়েন্ট এবং মাস্টার্স বা পিএইচডি এর জন্য ১০ পয়েন্ট পাবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি যে, একজন আবেদনকারী যদি তার পার্টনারের শিক্ষাগত যোগ্যতা থেকে পয়েন্ট অর্জন করতে চান তাহলে অবশ্যই তাকে তার স্পাউসের একাডেমিক সার্টিফিকেটসমূহ ইভালুয়েট (ECA) করিয়ে নিতে হবে। নিচের ছবিতে তালিকা তুলে ধরা হয়েছে:


স্পাউসের দাপ্তরিক ভাষা বা অফিশিয়াল ল্যাংগুয়েজের উপর দক্ষতা থেকে প্রাপ্ত পয়েন্টঃ
অনেকেই মেইলে, ব্লগে, ইনবক্সে বা ফেসবুকে জানতে চেয়েছেন যে, ইমিগ্রেশনের জন্য আবেদনকারীর স্বামী / স্ত্রী কেও IELTS দিতে হবে কিনা?

উত্তর টা আগের পর্বগুলোতেও দিয়েছি, একটু আগেও দিয়েছি এবং আবারো দিচ্ছি। যদি আবেদনকারী তার পার্টনারের অফিশিয়াল ল্যাংগুয়েজের উপর দক্ষতাথেকে পয়েন্ট অর্জন করতে চান শুধুমাত্র তখনি আবেদনকারীর স্বামী / স্ত্রী কেও IELTS স্কোর জমা দিতে হবে অন্যথায় না। সেক্ষেত্রে আবেদনকারী নিম্নে প্রদর্শিত তালিকা অনুযায়ী পয়েন্ট পেয়ে থাকবেন।



এখানে দেখুন CLB Level আর IELTS এর সমতা: Click This Link

স্পাউসের কানাডিয়ান কর্ম অভিজ্ঞতা থেকে প্রাপ্ত পয়েন্টঃ
দুঃখজনক হলেও সত্যি যে আবেদনকারীর পার্টনারের বাংলাদেশি বা অন্য কোন দেশের Work experience আবেদনকারীর CRS স্কোর বাড়াতে কোন রকম সহায়তা করতে পারবেনা। তবে তার স্বামী বা স্ত্রী কারো যদি কানাডায় ফুলটাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে ১ , ২, ৩, ৪ ও ৫ বছরের জন্য যথাক্রমে ৫, ৭, ৮, ৯ ও ১০ করে পয়েন্ট আবেদনকারী অর্জন করতে পারবেন । ছবিতে তালিকা নির্দেশিত হল।


শেষ করার আগে আবারো একটি প্রশ্ন দিচ্ছি পাঠকের উদ্দেশ্যে।

প্রশ্নঃ মিথিলা হাসান মূল আবেদনকারী হিসেবে কানাডার এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদন করেছেন। তার হাজবেন্ড মিঃ হাসান তার ডক্টরেট ডিগ্রি , IELTS এর সকল ব্যান্ডে CLB 8 এবং সোনালী ব্যাঙ্কে ১০ বছরের চাকুরীর অভিজ্ঞতা দিয়ে মিসেস মিথিলার প্রোফাইলকে কতটুকু ভারী করতে পারবেন ?

হিসাব কষতে থাকুন। হিউম্যান ক্যাপিটাল + স্পাউস ফ্যাক্টরের ৫০০ পয়েন্টের পরে আগামি পর্বে আসছি স্কিল ট্রান্সফারিবিলিটির ১০০ পয়েন্টের ক্যালকুলেশন নিয়ে ।

আপনার জন্যে শুভকামনা।

ইমিগ্রেশন টু কানাডা - এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের পোস্টমর্টেম - ৪র্থ পর্ব

লক্ষ্য করুন:
*বাংলাদেশ সময় প্রতি সোম থেকে বুধবার এই সিরিজের নতুন পর্ব ব্লগে ও ফেসবুক পেইজে পোষ্ট করা হবে।
*ইমিগ্রেশন বিষয়ক আপনার সুনির্দিষ্ট কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*কানাডা'র নতুন অভিবাসী/ ইমিগ্র্যান্ট বিষয়ক কোন প্রশ্ন থাকলে [email protected] -এই ইমেইল-এ প্রশ্নগুলো পাঠিয়ে দিন।
*ফেসবুক পেজেও আপনার কাঙ্খিত প্রশ্নটি করতে পারেন: Click This Link

মন্তব্য ১২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

রুবু রুবু বলেছেন: আগামী পর্বেই কি এটা শেষ হয়ে যাবে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

পয়গম্বর বলেছেন: এক্সপ্রেস এন্ট্রি ১২০০ পয়েন্টের হিসেব-এর পর্বটির শেষ পর্ব খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর যথারীতি এই সিরিজের বাকী পর্বগুলো চলতে থাকবে। ধন্যবাদ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

হেমকান্ত বলেছেন: আনুমানিক কতগুলো পর্ব হবে এই সিরিজে? আপনার অনুমতি থাকলে আমি সবগুলো পর্ব শেষ হলে বই আকারে বের করতে চাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

পয়গম্বর বলেছেন: ইমিগ্রেশন বিষয়টি আলোচনা সাপেক্ষ। বাজারেতো অনেক বই আছেই। বরং ব্লগ আর ফেসবুকের পেজে আলোচনা হলেই মানুষ বেশি উপকৃত হবেনা?

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

রক বেনন বলেছেন: ধন্যবাদ পয়গম্বর ভাইয়া। অনেক উপকারি ও তথ্য বহুল পোস্ট।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৪

পয়গম্বর বলেছেন: অনুপ্রেরণার জন্যে ধন্যবাদ।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

রক বেনন বলেছেন: হাসান সাহেব তার স্ত্রী কে ১৩ পয়েন্ট দিয়ে সাহায্য করতে পারবে। আমার উত্তরটি সঠিক হয়েছি কি পয়গম্বর ভাইয়া?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬

পয়গম্বর বলেছেন: একদম সঠিক! সাথে থাকুন, ভালো থাকুন।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৬

আহসানের ব্লগ বলেছেন: +++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

পয়গম্বর বলেছেন: ধন্যবাদ।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১

সুমন্ত বলেছেন: এক্সপ্রেস এন্ট্রি'র ১২০০ পয়েন্ট এর পাশ কত নম্বরে? এটার সাহায্যে কি নির্নয় করা হয়?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৬

পয়গম্বর বলেছেন: পাশ নম্বর বলে কিছু নেই এখানে। এক্সপ্রেস এন্ট্রি ড্র -তে যত পয়েন্ট উঠবে, সেটাই পাশ নম্বর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.