নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

sporshonil

21

sporshonil › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র, বাংলাদেশ এবং আমজনতা।।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি কিংবা কেমন এ নিয়ে বিভিন্ন পক্ষের বিভিন্ন মতামত। সরকার দল এবং আসল বিরোধী দলের মতামত বরাবরের মতই পরস্পর বিরোধী সরকার দল যখন গনতন্ত্র বিজয় দিবস পালন করে, বিরোধী দল সেদিন গনতন্ত্র ম্রিত্যু দিবস পালন করে। দিবস পালন নিয়ে এ ধরনের আচরন আমজনতা অনেক দেখেছে কিন্তু আসল বিষয় হল গনতন্ত্রের কি হাল? আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার কি মনে হয়?
গনতন্ত্র বেচে আছে নাকি মারা গেছে?
যদি মনে হয় বেচে আছে তাহলে কিভাবে?
আর যদি মনে হয় মারা গেছে তাহলেও কিভাবে?

আপনার সরকারকে সাপোর্ট দেওয়া কিংবা বিরোধী দলকে সাপোর্ট দেওয়ার পক্ষে যুক্তি আছে নিশ্চয়, নতুবা আপনি জন্মসূত্রে অথবা কোন সুবিধার বিনিময়ে এগুলো করছেন?

ধরা যাক গনতন্ত্র বেচে আছে, কিভাবে? দেশে ভোট হয়েছে আপনি ভোট দিয়েছেন অথবা জীবনের ভয়ে দেন নি অথবা আপনার নইতিক সাপোর্ট ছিলনা, কিন্তু ভোট হয়েছে। অতএব গনতন্ত্র বেচে আছে। তাহলে দেশে যে পরিস্থিতি তাতে আপনি কিছু বলছেন না মানে হল আপনার নির্বাচিত সরকার আছে সে এ পরিস্থিতি সামলাবে, অথবা আপনার সমরথিত বিরোধী দল এর দাবি এ পথেই আদায় হবে।


আবার ধরি গনতন্ত্র মারা গেছে। কিভাবে? যে নির্বাচন হয়েছে তা সাজানো, বানোয়াট এবং ক্ষমতা ধরে রাখার জন্য। তাহলে দেশের এই অবস্থায় আপনি কিছু করছেন না কেন?
হয় আপনার সমর্থিত দল ক্ষমতায় আছে, নতুবা আপনার সমর্থিত দল এর জবাব দিচ্ছে।

মূল ঘটনা যাই হোক আপনি বাসায় বসে টিভিতে বিশ্বকাপ ক্রিকেটের ফাকে খবর দেখছেন আর কতজন পুড়ল অথবা আর কাকে জেলে পোড়া বাকি রইল।

বিরোধী দল ভাবছে আত্মত্যাগ ছাড়া জয় অসম্ভব। আর সরকারি দল ভাবছে কারণ ছাড়া গ্রেফতার অসম্ভব। আর আপনি মানে আমি মানে যারা ভোটাধিকারপ্রাপ্ত আমজনতা আরকি ভাবছি প্রান ডাল ছাড়া বিশ্বকাপ অসম্ভব।

আমরা যে যাই ভাবি তাতে যার স্বজন পুড়ছে তার কিছুই যায় আসে না।

আর কিছুদিন চলতে দিন তাতে দুটি বিষয়ে বিশ্বরেকর্ড হয়ে যাবে টানা অবরোধ পালনের বিরোধী দলীয় বিশ্বরেকর্ড আর টানা অবরোধের মধ্যে সরকার টিকিয়ে রাখার বিশ্বরেকর্ড।

আর যার যাই হোক আমজনতার জয় হোক।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.