নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এলিয়েনের শত্রু আমি এক ক্ষুদ্র ব্লগার

ইমরান বেলাল

এলিয়েনের শত্রু আমি এক ক্ষুদ্র ব্লগার

ইমরান বেলাল › বিস্তারিত পোস্টঃ

মিথ্যা বলা

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

মিথ্যা বলাটা যেন আজকাল একটা সাধারণ ব্যাপার হয়ে দারিয়েছে। সেইটা নিজেকে বাচাতে হোক, কাউকে খুশি করতে হোক বা স্বার্থের কারনেই হোক মানুষ অনগর মিথ্যা বলেই চলেছে কারও না কারও সাথে। আবার অনেকের আছে মিথ্যা বলাটা একটা অভ্যাস। নিজেকে কারো কাছে বড় করা জন্য বা কাউকে অন্যের কাছে ছোট করা জন্য এক ধরনের মানুষ আছে যারা মিথ্যা বলে থাকে। তারা এমন ভাবে মিথ্যা বলে যা সাধারণ মানুষে কাছে বুঝা প্রায় অসম্ভব। কিন্তু যদি আপনি তাদের কিছু বিষয় একটু ভালো ভাবে খেয়াল করতে পারেন তাহলে সহজেই ধরে ফেলতে পারবেন তার সত্য কথা কোনটা আর মিথ্যা কোনটা। চলুন জেনে নেই কিভাবে বুঝবেন-

* আপনার সাথে যখন কেউ মিথ্যা বলছে মনে করবেন তখন আপনি তার কথায় আবেগের অবস্থানের দিকে লক্ষ্য করুন। আবেগের সময় যদি সাধারণ থেকে একটু বেশি হয় এবং তা আবার হঠাৎই শেষ হয়ে যায় তাহলে বুঝবেন সে আপনার সাথে মিথ্যা বলছে।



* মনে রাখবেন মানুষ সত্য কথা থেকে মিথ্যা কথাটাই বেশি সুন্দর করে তুলনামূলক তাড়াতাড়ি বলতে পারে। আর খেয়াল করে দেখবেন মিথ্যা বলার সময় কথা বলার ভুমিকা অপ্রয়োজনীয় এবং দীর্ঘ করে ফেলবে। আর একটি বিষয় লক্ষ্য করবেন সরাসরি চোখের দিয়ে তাকিয়ে মিথ্যা বলতে খুব কম মানুষই পারে। তাই যিনি মিথ্যা বলছেন তিনি আপনার চোখের দিকে তাকাতে সংকোচ বোধ করবেন।

*একজন মিথ্যাবাদীর বডির ভাব-ভঙ্গি আর একজন সত্যবাদীর বডির ভাব-ভঙ্গি মধ্যে আপনি অনেক পার্থক্য পাবেন। যেমন মিথ্যাবাদী মিথ্যা বলার সময় কিছুটা শক্ত হয়ে যাবে এবং নাড়াচাড়াও কমে আসবে আস্তে আস্তে।

* খেয়াল করবেন অনেকে আছেন যারা মিথ্যা বলার সময় ঘেমে একেবারে অস্থির হয়ে পরবে। তবে যারা খুব বিপদে পরে মিথ্যা বলে তাদের ক্ষেত্রে এমনটা হয় বেশি। তাছাড়া দেখবেন তারা অযথাই মাথা বা কানের পেছনে চুলকাচ্ছেন।

* খেয়াল করবেন মিথ্যাবাদী ব্যক্তি অনেক সময় কথায় কথায় রেগে যাবে এমনকি অনেক ক্ষেত্রে ঝগড়াও করে বসতে পারে আপনার সাথে। অথচ আপনি হয়ত শান্ত থাকবেন কথা বলার সময়ে।

* মিথ্যাবাদী ব্যক্তি কে মিথ্যা বলতে থাকা অবস্থায় কেউ প্রশ্ন করলে ভয় পেয়ে যেতে পারে। কারণ যার সাথে তিনি মিথ্যা বলছেন সে যদি বেশি প্রশ্ন করে তাহলে তার মিথ্যা ফাঁস হয়ে যাবার ভয় থাকে তার মধ্যে। তাই তিনি প্রশ্নর্কতাকে এড়িয়ে চলার চেষ্টাই করবে বেশি।

* আপনার সাথে যিনি মিথ্যা কথা বলছেন একটু খেয়াল করে দেখবেন তার মিথ্যা কথা বলার সুর তার সাধারণ কথার সুরে থেকে অনেক ভিন্ন হবে। সে হয়তো পোশাকি ভাষায় কিংবা ইংরেজী ভাষায় কথা বলা শুরু করবে। আর মিথ্যা কথার ভাষাগুলো তুলনামূলক সুন্দর হবে। অনেকে আবার সরাসরি মিথ্যা না বলে ঘুরিয়ে মিথ্যা বলবে।

*যিনি মিথ্যা বলছেন সে যদি মিথ্যা কথাটি আর সাজাতে না পারে তাহলে খেয়াল করবেন সে কথাই বদলে ফেলবে এবং বেশ শান্ত হয়ে কথা বলার পরিমাণ বাড়িয়ে দিবে এবং তার আওয়াজ মজবুত হয়ে যাবে। আর যিনি সত্য বলছেন তিনি হঠাৎ বিষয় বদলে যাওয়া বিভ্রান্ত হয়ে যেতে পারেন।

এই বিষয়গুলো যদি আপনি কারও কথা বলার মধ্যে দেখতে পান তাহলে সম্ভবত তিনি মিথ্যা বলার চেষ্টা করছে আপানর সাথে। সেই মানুষটি আপনার সাথে মিথ্যাই বলছেন। কারণ অনেকে আছেন আবার নার্ভাস হয়ে বা মানসিকভাবে উত্তেজিত হয়ে এমন আচরন করে কথা বলতে পারে। আবার অনেকে আছে যার কথা বলার স্টাইলই এমন। তাই আগে দেখুন আপনি যার সাথে কথা বলছে তাকে বিশ্বাস করতে পারেন কিনা যদি পারে তাহলে তার মধ্যে এইসব আচরণ দেখে কিছু ভেবে বসবেন না যেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: undefinedবাস্তুব বলেছেন, আসলেই,,,!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.