নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু মানুষের মৃত্যু চাই...

হে ঈশ্বর, তোমারও কি আমার মতো এতোই! উচ্চতা ভীতি......

স আ ন শ্রাবণ

হে ঈশ্বর, তোমারও কি আমার মতো এতোই! উচ্চতা ভীতি.....

স আ ন শ্রাবণ › বিস্তারিত পোস্টঃ

কে এই ব্যারোনেস সাইদা ওয়ার্সি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

২৬ মার্চ, ১৯৭১- স্বাধীনতা ঘোষণা হবার ঠিক দু’দিন পর ইনার জন্ম। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে যখন আমরা বিজয়ী হলাম, তখন উনার বয়সও নয় মাস। পাকিস্তান বংশ-ভুত এই নারী এখন ব্রিটিশ মন্ত্রী।



১৬-ডিসেম্বর পরাজিত পাকবাহিনী আত্মসমর্পণ করে দেশে ফিরে গিয়েছিল, আর ওদের দোসরদের রেখে গিয়েছিল এই মাটিতে। তখন উনার কিছুই বুঝবার কথা নয়; কিন্তু এই ৪২ বছর বয়সে উনার এতো অবুঝ হবার কারণ কী? কিসের এতো টান! রক্তের? কিসের টানে উনি বাংলাদেশে ছুটে এসেছেন? কিসের টানেই বা প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীসহ বিরোধী দলের নেত্রীর কাছে গিয়ে ফিসফাস করছেন?

উনি আমাদেরকে মানবতার গান শুনাচ্ছেন, বলছেন- মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কোন ভাবেই গ্রহণযোগ্য নয়, এমনকি কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষেও উনি নন। আমাদের নাকি জামাত-শিবিরকে রাজনীতি করার সুযোগ দিয়ে গণতান্ত্রিক উপায়ে চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত।

আমি জানতে চাই- উনি গণতন্ত্র বলতে কি পাকিস্তানি গণতন্ত্রের কথা বলছেন? নাকি ব্রিটিশ সাম্রাজ্য বাদিতার কথা বলছেন? রাজনীতি করি না; তাই ঠিক বোধগম্য নয়। তবে আমরা উনার মতো মন্ত্রী না হয়েও এটা বুঝি যে- সাধারণ হত্যা আর গণহত্যা এক নয়। একইভাবে সাধারণ গণতান্ত্রিক দলের রাজনীতি আর জামাত-শিবিরের রাজনীতিও এক নয়। তাই মন্ত্রী আর বিরোধী দলের নেত্রীর সাথে ফিসফাস না করে, বরং শাহবাগ এসে একবার ঘুরে গেলে উনি বুঝতে পারতেন- বাংলাদেশের প্রতিটি মানুষ ঐ গণহত্যা-কারি নরপিশাচদের সর্বনিন্ম শাস্তি ফাঁসি চায়, জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চায়।



ওয়ার্সিকে বলছি- কাটা নাক নিয়ে নাক দেখাতে আসবেন না; নিজের চরকায় তেল দিন। সব রাজাকারদের ফাঁসি নিশ্চিত হোক; এরপর আমরাও না হয় আপনাদের সাথে মানবতার গান গাইবো। তার আগপর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.