![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে "চায়নাদের" কোনো মার্কেটপ্লেস নেই কিংবা কোনো পণ্য নেই। "চায়না" কোম্পানিগুলো আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের মার্কেট অবস্থান এতোটা শক্ত করে নিয়েছিল, যা অন্য কোনো দেশের পক্ষে সম্ভব ছিল না।
সম্প্রতি "করোনা" নামক ভাইরাসটি চায়নাদের মার্কেটপ্লেস, পণ্য রপ্তানিসহ যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ডাউন করে দিয়েছে।
মার্কেটিংয়ে একটা কথা আছে "বাজার অবস্থান।" বাজার অবস্থান বলতে আমরা কোনো কোম্পানির পণ্য এবং পণ্য সম্পর্কিত যাবতীয় তথ্য, এগুলোর মানুষের মনে অবস্থান করাকে বুঝে থাকি।
"চায়না" কোম্পানিগুলোও ঠিক তাই। তাদের বাজার অবস্থান ছিল দারুণ ইতিবাচক। মানুষ "চায়না পণ্য" কিনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতো। তারা যথেষ্ট ভরসা করতো "চায়না পণ্যের" উপর।
"করোনা" ভাইরাসের কারণে বিশ্বের সবগুলো দেশে "চায়না পণ্য" রপ্তানি প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে "চায়নাদের" অর্থব্যবস্থা বেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
"করোনা" যতটা না আক্রমণ করছে। তার চেয়ে বেশি মানুষ একে অপরের মধ্যে "করোনা" সম্পর্কে নেতিবাচক তথ্য ছড়াচ্ছে। এতে করে "চায়নাদের" মার্কেটপ্লেস বিশ্বের বিভিন্ন দেশে যা ছিল, তা এখন শূন্যের দিকে ধাবিত হচ্ছে। যা "চায়নাদের" জন্য একটি বিশাল থ্রেট। তাদের এই ক্ষতিটা কাটিয়ে উঠতে বেশ বেগ পোহাতে হবে।
.
মনে জোর রাখুন। বিশ্বে মহামারির আগমন হতেই পারে। এতে বিচলিত হলে চলবে না। আপনার মন দুর্বল থাকলে আপনি শারীরিক দিক থেকেও দূর্বল হয়ে পড়বেন। সো, "করোনা" প্রতিরোধে ভয় নয়, সচেতনতা গড়ে তুলুন। গুজব নয়, নিজেদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন।
.
করোনা
লেখক: Srabon ahmed (অদৃশ্য ছায়া)
১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৪
শ্রাবণ আহমেদ বলেছেন: বাংলাদেশে এখন করোনার জন্য কলেজ, ইউনিভার্সিটি বন্ধের দাবি চলে।
২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: চীনারা পরিশ্রমই।
ওদের কারনেই আমাদের দেশের একজন রিকশাচালক মোবাইল ব্যবহার করতে পারছে।
১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৪
শ্রাবণ আহমেদ বলেছেন: একদম সঠিক। তাদের কারণে আজ সকলে ফোন ব্যবহার শিখেছে।
৩| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার চীনাদের সাথে বাণিজ্য আছে, অনেক ব্যবসায়িক বন্ধু, বান্ধবী আছে
...............................................................................................
হাড়ে হাড়ে টের পাচ্ছি কত সমস্যার মধ্য আছি
১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৫
শ্রাবণ আহমেদ বলেছেন: এটা আমার অনুমানে একটা মাস্টারপ্লান, চায়নাদের অর্থব্যবস্থাকে দমানোর।
৪| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:০৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি এক সপ্তাহ আগেই বলেছি ( চাঁদগাজীর ব্লগে)
...............................................................................................
এটা চীন< আমেরিকা বাণিজ্য যুদ্ধ, তা ধীরে ধীরে প্রকাশ্যে প্রমানিত হচ্ছে ।
১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:১৪
শ্রাবণ আহমেদ বলেছেন: একদম যথার্থ বলেছেন। আমি লিখবো লিখবো করেও লেখা হয়ে ওঠে না। ধন্যবাদ প্রিয়।
৫| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:১৮
নেওয়াজ আলি বলেছেন: সুচিন্তিত মনোভাবের প্রকাশ ।
১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৮
শ্রাবণ আহমেদ বলেছেন: জ্বী, ধন্যবাদ প্রিয়। কয়েকদিন ধরেই মাথার মধ্যে বিষয়টা ঘুরপাক খাচ্ছিল। আজ লিখেই ফেললাম।
৬| ১৬ ই মার্চ, ২০২০ রাত ১২:২০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক্ষেত্রে আমার লেখাটি পড়ে দেখতে পারেন ।
......................................................................................
করোনাভাইরাস বা কোভিড-১৯: আমাদের সাম্প্রতিক রাজনীতি
১৬ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৫
শ্রাবণ আহমেদ বলেছেন: নিশ্চয়ই। হ্যাঁ, একদমসঠিক।
৭| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:১৩
এম এ হানিফ বলেছেন: ঠিক বলেছেন, করোনায় ভীতু না হয়ে বেশি বেশি সচেতনতা প্রয়োজন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২০ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
চীনারা গড়ে ১০/১২ ঘন্টা কাজ করে; এখন দরকার হলে ১৪ ঘন্টা কাজ করে সব পুষিয়ে নেবে।
বাংলাদেশের বর্তমান পরিস্হতি কি?