নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

করোনা এবং ইতিবাচক মনোভাব

২০ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫১

বাংলাদেশ এই করোনার সময়টাতে অর্থনৈতিক দিক দিয়ে বেশ লাভবান হতে পারতো। কেননা বাংলাদেশ হলো করোনা মুক্ত একটি দেশ।

কিন্তু একদল লোকের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল হওয়া তো দূরের কথা, বরং দেশের অর্থব্যবস্থার অবনতি হচ্ছে।

এই সময়টাতে যা যা হতে পারে......
১. বিশেষ করে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে।

২. যারা দিন আনে দিন খায়, তাদের জীবনযাপন ব্যবস্থায় খুবই নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৩. গুজব রটানো কিছু সংস্থা এই সময়টাতে তাদের পরিকল্পিত স্বার্থ হাসিলে জয়ী হতে পারে।

৪. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে দেশের অর্থনীতিতে বেশ নেতিবাচক প্রভাব পড়তে পারে।

৫. মুষ্টিমেয় কিছু লোকের হাতে অর্থ সম্পদ মজুদ হতে পারে।

সুতরাং, করোনা নিয়ে গুজব না ছড়িয়ে নিজেদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। মনে রাখবেন, মনোভাব এবং দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলে কোনো রোগই আপনাকে স্পর্শ করতে পারবে না।
.
করোনা এবং ইতিবাচক মনোভাব [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৪

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুন। একমাত্র আল্লাহই রক্ষাকর্তা ।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৭

শ্রাবণ আহমেদ বলেছেন: জ্বী প্রিয়, একমাত্র উনির সকল মুশকিল আশান করতে পারেন।

২| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

করোনায় নয়, অতি উৎসাহী ও
প্যানিক সৃষ্টিকারীদের কারনে
আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ
হবার দারপ্রান্তে। করোনাকে পুঁজি
করে কেউ কেউ মুনফা লোটার পায়তারা
করছে এবং ইতিমধ্যে সফলও হয়েছে।
এমন চলতে থাকলে আরো দূর্ভোগ পোহাতে
হবে গোটা জাতিকে। ১৭ কোটি মানুষের মাঝে
২/১টি মৃত্যু বিচ্ছিন্ন ঘটনা। তবে সতর্ক ও সাবধানে
থাকতে হবে। কোন ভাবেই প্যানিক হওয়া যাবেনা।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৬

শ্রাবণ আহমেদ বলেছেন: জ্বী, সতর্ক অবশ্য থাকতে হবে। তবে গুজবকে কানে নিয়ে নিজেকে দূর্বল ভাবা যাবে না।

৩| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৪০

ঢাবিয়ান বলেছেন: আপনার মত এমন ভাবনাই ছিল ইটালি, স্পেন, ইরানের মানুষের। সতর্ক না হওয়ায় আজকে তাদের অবস্থা দেখতে পারছেন। করোনা আক্রান্ত দেশ থেকে যে পরিমান প্রবাসী দেশে ফিরেছে তাতে, দেশে করোনা রোগী এত কম থাকা বিস্ময়কর। তাই অর্থনৈতিক ক্ষতি মেনে নিয়েও অন্তত একমাস অতি সতর্ক থাকা প্রয়োজন।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৩

শ্রাবণ আহমেদ বলেছেন: করোনা যে নেই, এটা তো নয়। করোনা আছে। তবে বাংলাদেশে নেই বললেই চলে। দৃষ্টিভঙ্গি এবং মনভাব নেতিবাচক হওয়ার কারণে আজ পুরো বাংলাদেশ জুড়ে করোনা ভাইরাস তথা এর গুজব ছড়িয়ে পড়েছে।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৫

শ্রাবণ আহমেদ বলেছেন: আর সতর্ক, হ্যাঁ অবশ্যই সতর্ক থাকতে হবে।

৪| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: এই রোগ থেকে বেঁচে থাকার জন্য সচেতন হওয়া ছাড়া অন্য কোনো উপায় নাই।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:১৮

শ্রাবণ আহমেদ বলেছেন: একদম। তবে সচেতন হতে গিয়ে যেন আমরা একেবারে বেশি সচেতন না হয়ে যাই। যাতে করে নিজেরা করোনা নয় বরং ভাতের অভাবে মরি।

৫| ২০ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


করোনার পরিস্হিতি নিয়ে সরকার কি করছে, মানুষকে কি করতে হবে, তা জানানোর জন্য প্রাইম মিনিষ্টারকে প্রতিদিনই টেলিভিশনে জাতির সামনে আসা দরকার।

২০ শে মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

শ্রাবণ আহমেদ বলেছেন: ঠিক। কিন্ত আসে না তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.