![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন গত বছরের মার্চ এপ্রিলের দিকে করোনা ইস্যু, লকডাউন, এসবের বিরুদ্ধে লিখলাম তখন ডেমোক্রেটিক ব্লক কর্তৃক ব্রেনওয়াশকৃত আনাড়ি বাঙালী আমাকে গালি দিলো। তারা আমার মা বাপ তুলতেও ছাড় দিলো না। আর আজ তারাই আমার পক্ষে কথা বলে।
তাদের তখনকার স্লোগান ছিল,
১.আগে নিজে বাঁচি, পরে চাকরি বাকরি। বেঁচে থাকলে বহু চাকরি করা যাবে।
২. সবাই ঘরে থাকুন। আগে প্রাণ বাঁচান, পরে লেখাপড়া।
৩. প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ লোক মারা যাবে।
৪. রাস্তায় লাশ পড়ে থাকবে।
ইত্যাদি ইত্যাদি।
ডেমোক্রেটিক ব্লগ মূলত নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা দেশের অর্থনীতিসহ সবকিছুর বারোটা বাজিয়ে নিজেদের পকেট ভারি করতে চায়। তাদের হাতে রয়েছে মিডিয়া। যার ফলে তারা অতি সহজেই জনসাধারণের মাঝে করোনা ভীতি ছড়িয়ে দিতে পারছে। আর জনগণও সেটা হা করে গিলে নিচ্ছে। এখন সেইসব জনগণই করোনা নিয়ে লকডাউন চাচ্ছে।
এইযে বাল্যবিবাহ, এটাও এই ডেমোক্রেটিক ব্লকের তৈরি। তারা সরকারকে বাধ্য করেছিল এই আইন পাশ করাতে। তারা প্রেমকে সমর্থন করে, কিন্তু বিয়েকে করে না।
সবাই নিজ নিজ এলাকায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করুন। যত দ্রুত এই পদক্ষেপ নেবেন, তত দ্রুত আপনারা বাঁচবেন। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই, "করোনা একটা সাধারণ ফ্লু। যা বহু বছর আগে থেকেই পৃথিবীতে ছিল। এটাকে সিজনাল ফ্লুও বলা হয়।
এদিকে রোজা শুরু। ওদিকে জানোয়ারদের লকডাউন চাওয়া শুরু। আবার শোনা যাচ্ছে পরিবহনের ভাড়া বেড়েছে। অলরেডি বাঙালীর পেছন মারা গেছে। আবার মারতে চাচ্ছে তারা।
মনে আছে গত কুরবানীর ইদের সময় সিরাজগঞ্জের লোকের কথা? সিরাজগঞ্জের একটি গরুর হাটে মিডিয়া গিয়ে সেখানকার মানুষকে বলছিল, আপনারা দুরুত্ব বজায় রাখুন। তখন সেই মিডিয়া পার্সনের কী হাল হয়েছিল সেটা আপনাদের অজানা নয়।
সুতরাং লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করুন।
২| ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ২:৫২
মরুভূমির জলদস্যু বলেছেন: শুধু একটা শব্দ কত শক্তিশালী ক্ষতি করতে পারে তা দেখেছি আমি।
৩| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৩০
এমেরিকা বলেছেন: আমি লকডাউনের পক্ষে নই। আগে অর্থনীতি বাঁচুক, তারপরে জান।
৪| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি মাস্ক পরে, দুরত্ব বজায় রেখেছিলেন?
৫| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:১০
ইসিয়াক বলেছেন: আমি লক ডাউনের পক্ষে নই। নিয়ম মেনে চললে,ঠিক মত সাবান দিয়ে হাত ধুলে,মাস্ক ব্যবহার করলে কোন সমস্যা হবার কথা না।
যাদের অনেক টাকা পয়সা আছে চাইলে ঘরে বসে অর্ডার করলে সব হাজির হয়ে যায় তারা লকডাউন লকডাউনন করে ঝাপায়। যারা নিত্য আয়ের উপর নির্ভরশীল।
দিন এনে দিন খায় তাদের কথা কেউ ভাবে না। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ এবার লকডাউন দিলে একদম মারা পড়বে।
৬| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: দেশের ভালোর জন্য যা প্রয়োজন তাই করা হোক। ব্যস।
৭| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:১৩
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১০০ এর অধিক প্রতিষ্ঠান নাকি টিকার জন্য কাজ করছে। নতুন নতুন টিকার দরকার। লকডাউন, স্বাস্থ্য- সচেতনতা এগুলি আমরা নিরুপায় হয়ে করছি।
৮| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমজনতার চেতনা কিন্তু বড়ই ক্রিয়াশীল
বাসের অপেক্ষায় দাড়িয়ে আছি। শুনি একজন আরেকজনকে বলছিল্- আরে করোনা ফরোনা কিসু না। বিএনপি একটু মাথা চাড়া দিছে। পুলিশরে দৌড়ানি দিছে! সব জায়গায় জেগে উঠছে। তারপর সামনে রমজান। ইফতার পার্টিগুলোতে তাদের
পুন:মিলন হবে। প্লান করতে পারবে- এইসব ঠেকানোর জন্যই করোনা নাটক!!!!!!
আমি অবাক হয়ে ভাবলাম- চিন্তাটা কত সু-গভীর!!!!! বিএনপির কোন নেতার মাথায়্ও মনে হয় এমন চিন্তা নাই!!
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ২:৪১
ওমেরা বলেছেন: সুইডেন লকডাউন দেয়নি, শুধু ইকোনমির চিন্তা করে, কিন্ত কোন লাভ তো হয়নি, অর্থনৈতিক যে ধাক্কা শুরু হচ্ছে সেটার প্রভাব সারা বিশ্বেই পরবে। কিন্ত সুইডেন যদি লকডাউন দিত তাহলে হয়ত এত অল্প লোকের দেশে একলোক মারা যেত না।
তবে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলো যেই ভাবে বন্ধ করে রাখছে এটা মোটেও সাপোর্ট করা যায় না।