নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

করোনা একটা সাধারণ ফ্লু, সিজনাল ফ্লু।

৩১ শে মার্চ, ২০২১ রাত ১০:০৭

আমি অনেক সময় অনেক কথা বলি,
কেউ বুঝে, কেউ হয়ত বুঝে না।
আমি কিন্তু বার বার বলতেছি,
করোনা নামক তামাশা বন্ধ করতে হলে আপনাদের মাঠে নামতে হবে।
ইউরোপ-আমেরিকার প্রত্যেক দেশের জনগণ করোনার নাম দিয়ে লকডাউন-বিধিনিষেদের বিরুদ্ধে মাঠে নেমেছে, প্রতিবাদ জানিয়েছে। তাহলে বাংলাদেশের জনগণ কেন এখনও হাত গুটিয়ে বসে আছে ?
বাংলাদেশের জনগণ যদি এর প্রতিবাদ না জানায়,
তবে করোনা ভাইরাস নয় করোনার ভুতই জনগণের গলা টিপে মারবে।

ছবিতে দেখুন, আজকে বাস নিয়ে অরাজকতা।
হাজার হাজার লোক বাস না পেয়ে দাড়িয়ে আছে।
কারণ- করোনার কারণে ৫০% সিট লোক উঠতে পারবে ।
আবার ভাড়া বাড়বে ৬০% !
২০ টাকার ভাড়া ৩২ টাকা হইছে, ৪৫ টাকার ভাড়া ৭০ টাকা হইছে।
কি আজব তামাসা !!

বাসের সিট অনুসারে লোক উঠালেই তো বহু লোক সিট পাওয়ার কথা না।
সেখানে অর্ধেক সিট ভরলে যাত্রীদের কি হবে একবার ভেবে দেখেছেন ?
তাও আবার ডবল ভাড়া !
বাস তো গরীব-মধ্যবিত্তের বাহন। গরীবদের আর কত বাশ দিবেন ?

মিথ্যা বলে এর আগে লকডাউন দিয়ে গরীব-মধ্যবিত্তদের অনেক কষ্ট দেয়া হয়েছে।
কিন্তু সমস্যা হলো, ভূক্তভোগীরা কিন্তু করোনাওয়ালাদের ধরেনি।
তারা যে নিয়ম-বিধি চালু করেছে, তার প্রত্যেকটির কার্যকরীতার জবাব চায়নি ।
বিধি-নিষেধ যারা দিলো, তাদের কাছে ক্ষতিপূরণ চায়নি।
করোনার গুজব প্রচারকারীদের ফাঁসি চায়নি।
এ কারণেই কিন্তু করোনার ভুত বার বার ফেরত আসছে।

প্রশ্নগুলো তাদের করা উচিত-

১) ভীড়ের কারণে যদি করোনা ছড়ায়, তবে গত ৯ মাসে কেন করোনা দ্রুত ছড়ালো না ? এখন কেন দ্রুত ছড়াচ্ছে?
২) যারা ঘরে এসির মধ্যে একা-একা থাকে তাদের কেন করোনা হয় ? তারা কেন করোনায় বেশি মরে??
৩) বস্তিগুলো বা রোহিঙ্গা ক্যাম্পে যারা গাদাগাগি করে থাকে, তারা কেন সবাই মারা যায় না ?
৪) দেশে দৈনিক ২৫০০ লোকের স্বাভাবিক মৃত্যু ঘটে। করোনায় যে ৪৫ জন মারা যাচ্ছে তারা কি ঐ ২৫০০ ভেতরে না বাহিরে ?
৫) করোনায় যে ৪৫ জন মারা যাচ্ছে, তারা কি করোনায় মারা যাচ্ছে নাকি বার্ধক্যজনিত কারণে, হার্ট-কিডনী-লিভার-নিউমোনিয়া জনিত কারণে মারা যাচ্ছে ?
৬) “আর ১৫ দিন অপেক্ষা করুন, রাস্তায় লাশের স্তুপ দেখবেন।” এই ১৫ দিন কবে আসবে ? আর কতদিন অপেক্ষা করবো ? লাশের স্তুপ কবে পাবো আমরা ?
৭) লকডাউনের আগে বলা হইছিলো- “আমরা টীকার জন্য অপেক্ষা করতেছি।” টীকা তো আসলো, তাহলে আমরা এখন কিসের জন্য অপেক্ষা করতেছি ?
৮) মোদি থাকতে কেন করোনার বিধি-নিষেধ আসলো না ? কেন মোদি চলে যাওয়ার পর আসলো ?? করোনা কি মোদির জন্য অপেক্ষা করতেছিলো ?
৯) “হাসপাতালগুলোর আইসিইউ খালি নাই”- সরকারী হাসপাতালগুলোতে আইসিইউ কেন, কোন কালে বেড খালি ছিলো ? ওয়ার্ডের ফ্লোর খালি ছিলো ? ওয়ার্ডের বাইরে বারান্দা-সিড়ি খালি ছিলো ? জবাব দিবেন?
১০) পাবলিকের ট্যাক্সের টাকা দিয়ে সরকারী কর্মকর্তা-কর্মচারিদের বেতন-বোনাস হয়। পাবলিককে করোনার নাম দিয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করার আগে পারলে সরকারী কর্মকর্তা-কর্মচারিদের ঈদের বোনাসটা শুধু কেটে নেন। দেখেন তারা রাজী হয় কি না ? যদি তারা রাজী থাকে, তখন পাবলিকের উপর না হয় নিয়ম-নীতি চাপাইয়েন।
.
নয়ন চ্যাটার্জি ৬

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:১৩

চাঁদগাজী বলেছেন:



এমন সব বকবক করছেন, করোনা পজেটিভ নন তো?

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৯

শ্রাবণ আহমেদ বলেছেন: যারা ভ্যাকসিন গ্রহণ করেছে, তার অধিকাংশই স্টোক করে মারা যাচ্ছে। যেটাকে মিডিয়া করোনার নতুন স্ট্রেইন বলে চালিয়ে দিচ্ছে।

২| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রাবণ ভাই বৃষ্টি নামান
করোনা খতম করুন।'
আগে বলতো শীতে করোনা বাড়ে
গরমে মরে এখন দেখছি গরমে বাড়ে !!
কার কথা সত্যি বোঝা বড় দায় !!

৩| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন,
গত এক মাস আগে দেশে করোনা আক্রান্তের হার ছিল
মাত্র ২ শতাংশ।এখন এটি প্রায় ২০ শতাংশে চলে গেছে।
এখন দিনে প্রায় ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।
মৃত্যু সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।এ অবস্থায় স্বাস্থ্যখাতের
উদ্যোগে সরকারিভাবে আগামী কয়েকদিনের মধ্যে প্রায়
আড়াই হাজার বেড বৃদ্ধি করার উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রতিদিন যদি ৫০০-১০০০ রোগী হাসপাতালে
ভর্তি হতে থাকে তাহলে গোটা ঢাকা শহরকে হাসপাতাল করে
ফেললেও রোগী রাখার জায়গা দেয়া যাবে না। এর জন্য যা
করার এখনই করতে হবে। অর্থাৎ এই মুহুর্তে যা করতে হবে তা
হচ্ছে, যে যে স্থান থেকে করোনা সৃষ্টি হচ্ছে সেই সকল স্থানে
এখনই জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সবাইকে
প্রধানমন্ত্রীর ১৮টি নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।
সকল পর্যটন কেন্দ্র, হোটেল, যানবাহনসহ অন্যান্য সংশ্লিষ্ট
ক্ষেত্র সমূহে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিয়ে-সাদি,
ধর্মীয় অনুষ্ঠান,পিকনিক আয়োজন বন্ধ রাখতে হবে। সকল মানুষকে
মুখে মাস্ক পড়তে হবে। কারণ এখনই করোনাকে নিয়ন্ত্রণে নিতে না
পারলে নিকট ভবিষ্যতে করোনাকে আর খুব সহজে নিয়ন্ত্রণ করা
ভীষণ কঠিন হয়ে পড়বে।

০৪ ঠা এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭

শ্রাবণ আহমেদ বলেছেন: আপনি লক্ষ্য করলে দেখবেন সরকারি হাসপাতালগুলো এমনি সিজনেও সিড়ি পর্যন্ত বোঝাই করা থাকে। আর এইযে মিডিয়া করোনার ভীতি ছড়াচ্ছে এখানে তাদের স্বার্থ রয়েছে। তাদের উপর মহল থেকে নির্দেশ করা হয়েছে করোনা নামক তামাশাকে হাইলাইট করে লকডাউনের পক্ষে নিউজ করা।

আপনি স্বশরীরে হাসপাতালে গিয়ে দেখুন, সেখানে কোনো রোগীই নাই।

৪| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১২:১৪

রাজীব নুর বলেছেন: আপনার ১০ টা পয়েন্ট নিয়েই আমি চিন্তিত।

৫| ০১ লা এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৭

জুল ভার্ন বলেছেন: সিজনাল ফ্লু হলে সারা বছর থাকে কি করে!

০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৩:০০

শ্রাবণ আহমেদ বলেছেন: সারা বছর কোথায় থাকলো ভাই? মানুষের মধ্যে সারাবছর কোনো রোগই নেই। যত রোগ রয়েছে সবগুলো মিডিয়া, টিভি চ্যানেল, খবর পত্রিকায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.