নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাফনার মা

শ্রাবনসন্ধ্যা

"শ্রাবণসন্ধ্যা" নিকটি কোন কারন ছাড়াই পছন্দ করা, এখন মাঝে মাঝে এটাকে নিজের নামই মনে হয়।

শ্রাবনসন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

তুমি কাছে এসে উড়াল দিলে, সত্যি মরে যাব :P

১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৩৭

আমি তোমার যোগ্য কিনা বারেবারে ভাব

কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।

শুরুতে হোক যাচাই বাছাই-

দুঃখ পেলে পাব,

কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।



আমায় ভেবে ঐ সুদুরে বল কেমন আছ

আমি তো চাই কাছে এসে আমায় নিয়ে বাচ।

এখন আমি দুখ পেলেও-

নিজেকে সামলাবো

কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।

শুরুতে হোক যাচাই বাছাই-

দুঃখ পেলে পাব,

কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।।



তোমার চাওয়া মিলছে কিনা মনকে সুধাও আগে

থাকার মত থেক তুমি আমার পুরোভাগে।

এখন আমার স্বপ্ন ভাঙ্গুক-

নিজেকে সামলাবো

কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।

শুরুতে হোক যাচাই বাছাই-

দুঃখ পেলে পাব,

কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।।



*****

বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবীর একটা গান। শুনে মজা পেলাম, হাসি পেল। তাই লিরিকটা লিখলাম।

গানের লিংকটা পাচ্ছি না।

মন্তব্য ২৮ টি রেটিং +১১/-১

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৪৫

হাসান মাহবুব বলেছেন: ওহ আমি ভাবসিলাম যে আপনি লেখসেন।

১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৪৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: :)
আমি লিখতে পারলে তো ভালই ছিল।

২| ১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫০

সাঈফ শেরিফ বলেছেন: সংসার ধর্মে জড়িয়ে পড়ার পর এসব কথা হাস্যকর লাগা স্বাভাবিক।

১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: গানের কথাগুলো কিন্তু ভীষণভাবে সত্যি। বলার স্টাইলটা একটু ডিজুস টাইপ, এই আরকি।

৩| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৭

অনিকেত কবি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ওহ আমি ভাবসিলাম যে আপনি লেখসেন।

আমিও!!

১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: এইরকম কোবতে আমি লিখতে পারি না। :(

৪| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৯

রাজসোহান বলেছেন: #:-S :-B

১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: খুব খুশী !

৫| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০০

আরিয়ানা বলেছেন: "আমি আগে দেখি তোমাকে আমার ভাল লাগে কিনা তার পরে কাছে এসো আমার মত পেলে" - এই আমার কথা। গানটা পচা। নুমা আপুকে (ফাহমিদা নবী) জঙ্গেস করব কি করে সে এই লিরিকের গানাটা গাইল। =p~ B:-/ =p~ B:-/

১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: নুমা আপু নিজেও হয়তো বাস্তবে তোমার মতনই বলবে।

আমার ঐটা খুব ভাল লেগেছে.......
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব........কি সিনেমা রে বাবা!

৬| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৪

অন্ধ দাঁড়কাক বলেছেন: ওহ আমিতো ভাবলাম আপনি কোন পাখীকে নিয়ে এইটা লিখছেন ;)

১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৯

শ্রাবনসন্ধ্যা বলেছেন: হ মানুষ পাখি।

৭| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪২

আরিয়ানা বলেছেন: =p~ =p~ =p~ =p~ :#) :#) ঠিক বলেছ নাটক নয় সিনেমাই ;) ওর মরাই উচিৎ ;)

৮| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫৬

পারভীন রহমান বলেছেন: সিনেমা লাইক হয়েছে শ্রাবণ :))

১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপুর লাইক হইছে ..........কি মজা।

৯| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৬

জেরী বলেছেন: হিহিহি আমিও তো ভেবেছি আপনি লিখেছেন :):)

১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার এত প্রতিভা নাই রে জেরী।

১০| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪০

বডটজসৃ বলেছেন: হায় হায় আপনি লেখেন নাই!?

১১| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৭

সায়েম মুন বলেছেন: আমি মনে কর্লাম আপনার ল্যাখা কবিতা :|

১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: এতবার করে বললে দেখা যাবে আমি ও এমন ভাবতে শুরু করে দিয়েছি।

১২| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৪

পীরসাহেব বলেছেন: তৌবা আস্তাগফিরাল্লাহ! রোজা-রমজানে এইসব কি!

১৩| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৭

কালপুরুষ বলেছেন: তোমার অ-রচিত কোবতে ভাল হইছে। :):)

১৪| ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:১৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খাইচে, তোমার মনে এই ছিল ? ছিঃ ছিঃ

১৫| ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯

নির্বাক সময় বলেছেন: bishal +++++

১৬| ১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১১

চতুষ্কোণ বলেছেন: আমি তো ভাবছিলাম আপ্নি লিখছেন বলতে যায়া দেখি হামা ভাই আগেই বলে বসে আছে। হা লাইগুলো মজার। আপ্নার লেখা হৈলে কৈতাম ফাডাফাডি লেকছেন আপা। ;)

১৭| ১৯ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৩৮

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার একটা গান। লিঙ্কটা দিয়ে দিলাম।

সত্যি মরে যাব

১৮| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৯

শ্রাবনসন্ধ্যা বলেছেন: সব্বাইরে ধন্যবাদ, আমার ব্লগে আসার জন্য। :)

১৯| ২৭ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৩৭

স্বদেশ হাসনাইন বলেছেন: কত আশা করে আসলাম আপনার লেখা ভেবে।

তবুও দারুন জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.