![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শ্রাবণসন্ধ্যা" নিকটি কোন কারন ছাড়াই পছন্দ করা, এখন মাঝে মাঝে এটাকে নিজের নামই মনে হয়।
আমি তোমার যোগ্য কিনা বারেবারে ভাব
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।
শুরুতে হোক যাচাই বাছাই-
দুঃখ পেলে পাব,
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।
আমায় ভেবে ঐ সুদুরে বল কেমন আছ
আমি তো চাই কাছে এসে আমায় নিয়ে বাচ।
এখন আমি দুখ পেলেও-
নিজেকে সামলাবো
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।
শুরুতে হোক যাচাই বাছাই-
দুঃখ পেলে পাব,
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।।
তোমার চাওয়া মিলছে কিনা মনকে সুধাও আগে
থাকার মত থেক তুমি আমার পুরোভাগে।
এখন আমার স্বপ্ন ভাঙ্গুক-
নিজেকে সামলাবো
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।
শুরুতে হোক যাচাই বাছাই-
দুঃখ পেলে পাব,
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব।।
*****
বাপ্পা মজুমদার এবং ফাহমিদা নবীর একটা গান। শুনে মজা পেলাম, হাসি পেল। তাই লিরিকটা লিখলাম।
গানের লিংকটা পাচ্ছি না।
১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৪৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
আমি লিখতে পারলে তো ভালই ছিল।
২| ১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৫০
সাঈফ শেরিফ বলেছেন: সংসার ধর্মে জড়িয়ে পড়ার পর এসব কথা হাস্যকর লাগা স্বাভাবিক।
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৭:০৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: গানের কথাগুলো কিন্তু ভীষণভাবে সত্যি। বলার স্টাইলটা একটু ডিজুস টাইপ, এই আরকি।
৩| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৭
অনিকেত কবি বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ওহ আমি ভাবসিলাম যে আপনি লেখসেন।
আমিও!!
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এইরকম কোবতে আমি লিখতে পারি না।
৪| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ৮:৫৯
রাজসোহান বলেছেন:
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: খুব খুশী !
৫| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:০০
আরিয়ানা বলেছেন: "আমি আগে দেখি তোমাকে আমার ভাল লাগে কিনা তার পরে কাছে এসো আমার মত পেলে" - এই আমার কথা। গানটা পচা। নুমা আপুকে (ফাহমিদা নবী) জঙ্গেস করব কি করে সে এই লিরিকের গানাটা গাইল।
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৫
শ্রাবনসন্ধ্যা বলেছেন: নুমা আপু নিজেও হয়তো বাস্তবে তোমার মতনই বলবে।
আমার ঐটা খুব ভাল লেগেছে.......
কাছে এসে উড়াল দিলে সত্যি মরে যাব........কি সিনেমা রে বাবা!
৬| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: ওহ আমিতো ভাবলাম আপনি কোন পাখীকে নিয়ে এইটা লিখছেন
১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: হ মানুষ পাখি।
৭| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪২
আরিয়ানা বলেছেন:
ঠিক বলেছ নাটক নয় সিনেমাই
ওর মরাই উচিৎ
৮| ১৭ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৫৬
পারভীন রহমান বলেছেন: সিনেমা লাইক হয়েছে শ্রাবণ )
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:০৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপুর লাইক হইছে ..........কি মজা।
৯| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৬
জেরী বলেছেন: হিহিহি আমিও তো ভেবেছি আপনি লিখেছেন
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার এত প্রতিভা নাই রে জেরী।
১০| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪০
বডটজসৃ বলেছেন: হায় হায় আপনি লেখেন নাই!?
১১| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৭
সায়েম মুন বলেছেন: আমি মনে কর্লাম আপনার ল্যাখা কবিতা
১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এতবার করে বললে দেখা যাবে আমি ও এমন ভাবতে শুরু করে দিয়েছি।
১২| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৪
পীরসাহেব বলেছেন: তৌবা আস্তাগফিরাল্লাহ! রোজা-রমজানে এইসব কি!
১৩| ১৭ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৭
কালপুরুষ বলেছেন: তোমার অ-রচিত কোবতে ভাল হইছে।
১৪| ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:১৯
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: খাইচে, তোমার মনে এই ছিল ? ছিঃ ছিঃ
১৫| ১৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৯
নির্বাক সময় বলেছেন: bishal +++++
১৬| ১৮ ই আগস্ট, ২০১০ সকাল ১১:১১
চতুষ্কোণ বলেছেন: আমি তো ভাবছিলাম আপ্নি লিখছেন বলতে যায়া দেখি হামা ভাই আগেই বলে বসে আছে। হা লাইগুলো মজার। আপ্নার লেখা হৈলে কৈতাম ফাডাফাডি লেকছেন আপা।
১৭| ১৯ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৩৮
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: চমৎকার একটা গান। লিঙ্কটা দিয়ে দিলাম।
সত্যি মরে যাব
১৮| ১৯ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫৯
শ্রাবনসন্ধ্যা বলেছেন: সব্বাইরে ধন্যবাদ, আমার ব্লগে আসার জন্য।
১৯| ২৭ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৩৭
স্বদেশ হাসনাইন বলেছেন: কত আশা করে আসলাম আপনার লেখা ভেবে।
তবুও দারুন জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১০ ভোর ৬:৪৫
হাসান মাহবুব বলেছেন: ওহ আমি ভাবসিলাম যে আপনি লেখসেন।