নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহা ! কি আনন্দ আকাশে বাতাসে....

তুষারকনা

প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ.....

তুষারকনা › বিস্তারিত পোস্টঃ

আমার ফুফু

১৩ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪

আমার ফুফু দেখতে খুবই সুন্দরী ছিলেন।দুধে আলতা গায়ের রং।গ্রামের সবার মধ্যমনি।দাদার অনেক স্বপ্ন ছিলো তাকে নিয়ে।যে সময়ের কথা বলছি,সেই সময় ঘরে সুন্দরী মেয়ে থাকলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়া হতো।আমার ফুফুর ক্ষেত্রেও ব্যাতিক্রম হলোনা।দাদাজান তার কন্যাকে সুযোগ্য পাত্রে দান করলেন।আমার ফুফা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ছাত্র।তখনও যুদ্ধের সময় আসে নাই।

আমার ফুফু লাল টুকটুক বেনারশী পরে স্বামীর ঘরে গেলেন।কি ছিলোনা সেই ছোট্ট সুখের সংসার এ।ফুফা তখন ফাইনাল ইয়ার এর ছাত্র।ঢাকা কলেজে ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট।এতো মেধাবী ছিলেন যে শিক্ষকরা উনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। ফুফার পড়াশুনার কারনে ফুফু ঢাকাতেই থাকতেন।ফুফা অনেক সৌখিন ছিলেন।ফুটফুটে বৌ-টির জন্য প্রায়ই এটা সেটা নিয়ে আসতেন।আর ফুফু পান খেয়ে লাল টুকটুক মুখে অপেক্ষা করতেন স্বামীর জন্য।এরই মাঝে ঘর আলো করে একটি ছেলে এলো।চাঁদের আলো যেন বাঁধ মানছিলোনা সুখের সংসারে।

এর পরে এলো ১৯৭১।যুদ্ধ তখন কেবল শুরু হয়েছে।ফুফার তখন ফাইনাল পরীক্ষা সামনে।পরীক্ষা দিয়েই তিনি যুদ্ধে যাবেন।কিন্তু ফুফার প্রতিদ্বন্দী যিনি ছিলেন,তিনি পরীক্ষার আগে ফুফাকে কি যেনো খাইয়ে দিলেন যেনো উনি পরীক্ষা দিতে না পারেন।ফুফার মাথা খারাপ হয়ে গেলো।ফুফু,ফুফাকে নিয়ে গ্রামে বাপের বাড়ি চলে এলেন।যুদ্ধ তখন পুরোদমে শুরু হয়ে গিয়েছে।ফুফা সুস্থ হলেন না।ঘরে তখন নতুন আরো একজন আসার সময় হয়ে গিয়েছে। এরপরে একদিন ফুফা ঘর থেকে বাইরে গেলেন কি কারনে।সেই যে গেলেন আর এলেন না।

ছেলেদুটো আজ বড় হয়েছে ।বিয়েসাদী করে শহরে ঘর পেতেছে।কিন্তু তাদের মা গ্রাম থেকে কিছুতেই কোথাও যেতে রাজী না।

তার একটাই কথা,"যদি তোদের বাপ ফিরে আসে,আর আমাকে না পায়??"

যে জীবনটা কাটানোর কথা ছিলো ঢাকা শহরে আরাম আয়েস করে,সেই জীবনটা ফুফু কাটিয়ে দিলেন মাত্র কিছুদিন আগে বিদ্যুত আসা একটা গ্রামে।এখনো স্বামীর প্রতীক্ষায়।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬

কাব্য বলেছেন:
"যদি তোদের বাপ ফিরে আসে,আর আমাকে না পায়??"


.................................................................

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৭

তুষারকনা বলেছেন: :(

২| ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৭

ভোরের তারা বলেছেন: জীবন কেন যে এত কষ্টের

১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৩

তুষারকনা বলেছেন: সত্যি মানুষের জীবন কেন এতো কষ্টের হয়?একটি ঘটনা জীবনের সাজানো সপ্নগুলোকে কি আমূল বদলে দেয় :(
আমার ব্লগে স্বাগতম আপু.....

৩| ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪

রিমি (স. ম.) বলেছেন: কি বলব বুঝে পাচ্ছি না। গল্পের মত লাগে যেন।

তোমার লেখার ভাষা ভাল লাগল। শুভকামনা।

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০২

তুষারকনা বলেছেন: প্রতিটি মানুষের জীবনতো এক একটা গল্প,তাইনা??

৪| ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৪২

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: যা বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না। ইমো দিয়ে গেলাম। :( :( :(

২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৫

তুষারকনা বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.