![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।
আমার ছ্যাকা দিবস উপলক্ষে একটি "পুর্ন দৈর্ঘ্য রোমান্টিক ট্রাজেডিক সামাজিক আত্তজীবনি মুলক" পোস্ট দিলাম।
....................................
....................................
রেশমী চূড়ি হাতে এলোমেলো চুল
স্কুল পলাতক মেয়ে করেছে ব্যাকুল,
দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়,
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা বুক।
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি।
রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে,
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুধু
গীটার গীটারে ঝড় তুলতে,
শশীকে নিয়ে কিছু ভাবলে সব চাইতে বেশি মনে পড়ে নোভার ফজল ভাইর এই গান।
বাস্তব অর্থেই “ও” স্কুল পালিয়ে আসত আর আমি গিটার বাজিয়ে ওকে গান শুনাতাম।
আজ সেই ভয়াল ২৭শে মার্চ, যে দিন থেকে আমরা দুইজন আলাদা হয়ে যাই।
আলাদা হতে হয় সেচ্ছায়।
....................................
হাম্বালীগ ইলেকশনে ২০০১ সালে কৃতিত্বের সাথে ফেল মারে। বিম্পি নির্বাচনে জয়লাভ করে, সাথে তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনিও এলাকায় আসতে শুরু করে। ফলশ্রুতিতে হাম্বালীগ সমর্থক মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে এলাকায় থাকা আমাদের জন্যে কিঞ্চিত ঝুকিপুর্ন হয়ে যায়। তাই আমরা মিরপুর শ্যাওড়াপাড়ায় চলে আসি।
৫ তলা বাড়ির ২ তলায় আমাদের নতুন ভাড়া করা ফ্লাট। আমাকে দেয়া হয় এটাস্ট বারান্দা সহ রাস্তার দিকের রুম। ভালই লাগে, নিজের রুমে বসে সারাদিন গিটার নিয়ে কাজ করা ও ইচ্ছে করলে বারান্দায় গিয়ে বিড়ি খাওয়া। (এর আগের বাসায় আমার বারান্দা ছিল না, তাই বাসায় বিড়ি খেতে পারি নাই। এখন বারান্দা সহ রুম পেয়ে আমি ব্যাপুক আনন্দিত হইলাম)
সামনে একটি দোতালা বাড়ি। যার বারান্দা ও আমার বারান্দা পাশাপাশি। মাঝ দিয়ে রিক্সা যাবার গলি। মানে এই দিক দিয়ে হাত বাড়ালে এবং ঐ দিক দিয়ে হাত বারালে মাঝে মাত্র ২ ফিট গ্যাপ থাকতে পারে।
আমি তখন আবার ব্যাপুক ভাব/মাঞ্জা মেরে চলতাম । তবে এলাকার লোকজন ইকটু আড় চোখে তাকাত। কারন হয়তোবা আমার ঘার পর্জন্ত লম্বা চুল। স্কুল লাইফে আমার একটি ব্যান্ড দল ছিল, যেটা আবার গত বছর স্টারসার্চে নমিনেশন পেয়ে পারফর্ম করার কথা ছিল। কিন্তু পিচ্চি পিচ্চি পুলাপাই এক সাথে থাকলে যা হয় আরকি, ব্যান্ড ভেঙ্গে চুরমার। ভোকাল নিজে সোলো বের করে, ড্রামার চলে যায় অন্য ব্যান্ডে, গিটারিস্ট চলে যায় বিদেশে পড়াশুনা করতে। আমি ও কিবোর্ডিস্ট সুধু একা একা পড়ে রই।
আমি আমার স্বভাব মত হেব্বি ভাব নিয়া বারান্দায় একা একা আড্ডা দেই, গান শুনি আর ভাবি কি করা যায়। যেই ব্যান্ডের জন্য এত কস্ট করলাম, পড়াশুনা চাঙ্গে উঠাইলাম, এক চান্সে ডাইরেক্ট ম্যাট্রিক পাশ করতেও পারলাম না, সেই ব্যান্ড এখন ভেঙ্গে খান খান!!!
এভাবেই কেটে যাচ্ছিল আমার রাত। দিনের বেলা কলেজে ভর্তি হবার জন্যে ছূটা ছুটি করতাম।
বাসা থেকে জানে না আমার রেজাল্ট যে TTP হইছে। TTP মানে “টাইনা টুইনা পাশ”। বাসা থেকে বলা হল নটরডেমে যাই ভর্তি হও। কিসের নটরডেম, এর আগে মিশনারি স্কুলে পইড়াই আমার লাইভ “হেল” হয়ে গিয়েছে, এখন আবার সেই মিশনারি কলেজে?? । মাথা খারাপ!!! তাছাড়া আমার এই রেজাল্ট নিয়া ফাদার বেঞ্জামিনের কাছে গেল উনি নির্ঘাত “থাবড়া” দিব
। এই রেজাল্ট উনি কোনো দিনই মেনে নিবে না। এর থেকে “ব্যাঙ্গের ছাতা” কোনো প্রাইভেট কলেজে পড়াই ভাল মনে করি।
....................................
এইরুপ চিন্তা ভাবনা করে আমার দিন/রাত কেটে যাচ্ছিল। একদিন দেখিলাম সামনের বাড়ির বারান্দায় এক মেয়ে। না না, একটি না, দুইটা মেয়ে। সম্ভাবত আমার এই “দ্বিঘল কালো দির্ঘ চুল” নিয়া হাসা হাসি করতাছে। পাত্তা দিলাম না। আমি স্বঘোষিত “টিনেজ ব্যান্ড স্টার”, আন্ডার গ্রাউন্ডে আমার কিঞ্চিৎ সুনাম আছে।
আমার কি এই সব পাত্তা দিলে চলে???
....................................
এর মাঝে একদিন আমার বারান্দায় এক নতুন অতিথির আগমন ঘটে।
রাস্তায় এক আহত দেশি কুকুর ছানা ব্যাথায় কাৎরাচ্ছিল। আমার বড় বোন উহাকে কোলে তুলে আমার বারান্দায় নিয়ে আসে। এর চিকিৎসা করা ও লালন পালন করার দায়িত্ব আমার উপরে দেয়া হয়। আমিও খুশি মনে সেটা পালন করি। যাক, নতুন এলাকায় একা একা থাকার চেয়ে টাইম পাশ করার মত একটা “বন্ধু” পাওয়া গেল।
কুকুরের নাম দিলাম “মিকি”। আস্তে আস্তে প্রতিবেশিরা অবিরাম ঘেউ ঘেউ’তে “মিকি’কে” চিনিতে পারিল এবং আমাকে “কুত্তাওয়ালা” হিসেবে চিনিল।
এভাবেই কেটে যাচ্ছিল দিন গুল। মাঝে মাঝে ঐ বাড়ির বড় মেয়ের সাথে আমার চোখা-চুখি হয়। এর বেশি কিছু না, কারন “আমি” ও “সে” দুজনেই ব্যাপুক ভাব ও মাঞ্জা নিয়ে চলি।
....................................
এক অখ্যাত প্রাইভেট কলেজে ভর্তির কাজ শেষ করে মামার বাড়ী বেরাতে গিয়েছিলাম। ৩ দিন পরে ঢাকায় আসি।
বাসায় এসে আমার বারান্দায় নীল একটি কাগজের চিরকুট পাই, খুব গুছিয়ে সুন্দর করে লিখাছিলঃ
আপনি ৩ দিন ধরে কোথায় ছিলেন?
বারান্দায় আসেন নাই কেন?
আপনি জানেন না, আপনাকে না দেখলে আমার খারাপ লাগে?
ওয়াওওওও তাহলে ... (চিৎকার)
আমি কিছুটা অবাক ও প্রচন্ড খুশি হয়েছিলাম সেদিন,
তারাতারি নিজের রুমের দরজায় বন্ধ করে বারান্দায় বসি আর অপেক্ষায় করি পাসের বাড়ির বারান্দায় কখন ঐ মেয়েটি আসবে? কখন তার রুমের লাইট জালাবে।
আমি অপেক্ষায় করি,
রাত ১১টা,
১২টা
১টা
নাহ, ঐরুমের লাইট বন্ধ। আজ মনে হয় না আর জ্বলবে। হয়ত কোথাও বেড়াতে গিয়েছে।
সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম, আমার তো এখন আর স্কুল নেই। কলেজে ভর্তি হয়েছি মাত্র।
আচ্চা, ঐ বাড়ির মানুষ কি এসেছে। দোড়ে বারান্দায় যাই।
আআআআ!!! সুন্দরি মেয়েটা দাড়িয়ে আছে যে!!!!
আমি অপলক নয়নে অনেক্ষন ধরে তাকে দেখছি, আজ ওকে খুব সন্দর লাগছে। মনে হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরি মেয়েটা আজ আমার সামনে এসেছে।
ও ঈশারা দিয়ে কি যেন বলছে,
হ্যা, বুঝতে পারছি, মেয়েটি বের হবে, আমাকে নিচে যেতে বলছে।
আমি খুব দ্রুত মুখ ধুয়ে নিচে নামি।
....................................
দুজন শ্যাওড়াপাড়ার ভিতরের রাস্তায় হাটছি। ও ইকটু সামনে, আমি পিছনে। যেন কেউ দেখে ফেললে কিছু না বুঝে।কেউ কথা বলতে পারছি না সঙ্কোচে, ভয় করছে যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ!!হেটে হেটে আনন্দ বাজার দিয়ে আবার ফিরতি পথ ধরলাম,
তখন আমিই জিজ্ঞেস করিঃ কাল কোথায় গিয়েছিলে?
শশীঃ কোথাও যাইনি তো, বাসায়ই ছিলাম।
আমিঃ মানে কি? আমি তো দেখলাম তোমার রুমের লাইট নিভানো।
শশীঃ ইচ্ছে করে নিভিয়ে রেখেছিলাম।
আমিঃ তার মানে তুমি ইচ্ছে করে লাইট অফ করে রেখেছিলে যাতে আমি তোমাকে দেখতে না পাই?
শশীঃ হুম। আমি দেখেতে চেয়েছিলাম আপনি কি করেন।
আমিঃ উফফফফ!!! আমি বোকার মত সারারাত কি কস্টই না করেছি। তোমার নাম’টা বলবে?
শশীঃ শশী।
আমিঃ আমার নাম সাইম।
শশীঃজানি।
আমিঃ কি ভাবে?
শশীঃ কিভাবে মানে? আমি জানি।
আমিঃ ওওও!!!! (কথা বলার মত আর কিছু খুজে পেলাম না)
আবার কিছুক্ষণ নিরবে হাটছি। কি যেন বলতে চাচ্ছিলাম, কিন্তু বলতে পারছিনা।
এবার শশী’ই নিরবতা ভাঙ্গলঃ আমি এই গলি দিয়ে বাসায় ফিরব। আপনি অন্য রাস্তা দিয়ে যান।
আমিঃ কাল কি তোমার স্কুল আছে?
শশীঃ হু।
আমিঃ আমি তোমাকে আর একটু এগিয়ে দেই?
শষীঃ নাআআ!! এই রাস্তার মাথায় আমার চাচুরা আড্ডা দেয়। এক সাথে দেখলে পিটুনি দিবে।
আমিঃ ঠিক আছে, কাল স্কুলে যাবার সময় আমি রাস্তায় দাড়াব। তুমি কোন স্কুলে পড়?
শশীঃআপনি যে স্কুলের পাশে ক্রিকেট খেলেন।
আমিঃ মানে? তুমি অগ্রণীতে পড়? কোন ক্লাসে?
শশীঃ নাইনে। আর কথা না, আপনি এখন পিছন থেকে সরে যান। নইলে চাচ্চুরা কেউ দেখবে।
এই ছিল আমার প্রথম প্রেমের প্রথম দিন। জীবনের প্রথম প্রেমের সৃ্তি ।
………………..
আস্তে আস্তে সময় গড়ায়, দিন যায়, আমাদের ভালবাসা আরো গাড় হতে থাকে।
আমার পুরাতন বন্ধুরা ও ব্যান্ড মেম্বাররা আজিমপুর কলনি/চায়নাগলি/ নিপোর্ট থাকে। আমি প্রায় প্রতিদিনই আজিমপুর যাই। শশী পড়ে অগ্রণী স্কুল আজিম পুরে, অর্থাৎ আমার প্রেম করাটা আরো সহজ হল।
জীবনের প্রথম প্রেম। প্রথম ভালবাসা। প্রথম কোনো মেয়েকে আপন মনে করা। আমার জগত সংসার সব কিছু এখন তাকে নিয়ে। আমার সকল চিন্তা চেতনা সুধু তাকে ঘিরে। আমার সকল অস্তিত্ত জুরে এখন সে।
যে আমি সকাল ১১টার আগে ঘুম থেকে উঠতাম না, সে আমি ভোর ৬টায় রাস্তায় দাড়িয়ে থাকতাম তার জন্যে!!!! তার সাথে স্কুল পর্জন্ত যেতাম, আবার অনেক সময় তার সাথেই আসতাম।
সে কখনই আমার কাছে কিছু চায় নি। আমিও কখনো কিছুই দিতে পারি নি, তাকে নিয়ে কোনো ফাস্টফুডে যেতে পারিনি, যাব কি করে??? টাকা পাব কোথায়??? আমাকে আমার কলেজে যাবার জন্য হাত খরচ দিত ২০টাকা বা বড়জোর ৫০টাকা। সেই টাকা দিয়ে তো ঠিক মত বিড়িই খেতে পারি না, আবার ফাস্টফুড???!!???
মনে পড়ে একবার সুধ তাকে একটি গোলাপ ফুল কিনে দিতে পেরেছিলাম। সেটা ছিল এক চরম ভাল লাগার দিন। সেদিনই প্রথম শশীর হাত ধরি। স্রেফ হাতের আঙ্গুল গুল নিজের হাতের মাঝে নেই। সে লজ্জায় ও সংকোচে লাল হয়ে যায়। আমারো ভয়ে ঘাম ছুটে যায়, ইশ যদি কেউ দেখে ফেলে !!!???!!
শশী আমার বাসায় আসা যাওয়া করত। আমাদের কুকুরের সাথে খেলত। যেহেতু আমার ফ্যামিলি যথেস্ট মডারেট ও আমাদের ভাইবোনের অনেক বন্ধু বান্ধব বাসায় আসা যাওয়া করত, তাই একজন প্রতিবেশির আগমনে কেউ কিছু মনে করত না। আমি সুধু তার দিকে তাকিয়ে থাকতাম। কিছু বলতে পারতাম না। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হত না, শুধু একটাই শব্দই বলতে পারতাম মনে মনে, সেটা “আমি তোমাকে ভালবাসি”
এভাবেই কেটে যাচ্ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময় ও দিন গুলি।
কিন্তু বিধাতা আমার এই সুখ সইলেন না। তিনি উপরে বসে লিখলেন আমার ভাগ্যের সব চাইতে নির্মম ইতিহাস।
.......................................
রাতে একা বারান্দায় বসে আছি, শশীর রুমে লাইট জলছে কিন্তু দরজা বন্ধ। জানালায় ভারি পর্দা দেয়া।
অনেক খন বসে আছি, কিন্তু “ও”র দেখা নাই। এমন’টা কখনো হয় না। যত ব্যাস্ততা বা ঝামেলাই থাক, অন্তত দু এক বার সে বারান্দায় আসবেই। “মিকি” “মিকি” বলে আমাদের কুকুর’কে ডাকবে। এটা ছিল আমাদের সিগন্যাল। রাত ২টা পর্জন্ত বারান্দায় অপেক্ষা করে ঘুমাতে গেলাম। মনে কোনো ভয়ের আশংকা ছিল না। ভেবেছি হয়ত সে বাসায় নাই, ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছে মনে হয়।
আমার আম্মু হাসপালে ভর্তি, রাতে বড়বোন আম্মুর সাথে হাসপাতালে থাকে, আর আমি দিনের বেলা থাকি।
২৭ মার্চ, সকাল ৭টা বাজে। আমি ঘুমাচ্ছিলাম। হটাত জোরে জোরে কনিংবেল বাজতে থাকে, ইকটু অবাক হই, এত সকালে তো কারো আসার কথা না, তাহলে কে এল? চরম বিরক্তি নিয়ে দরজা খুলতে গেলাম।
দরজার খুলে দরজার ওপাশের মানুষ’কে দেখে আমি পুরাই “থ” হয়ে গেলাম।
শশী, শশী দারিয়ে আছে!!! তবে এক অন্য চেহারায়!! পুরা মাথা আউলা ঝাউলা। চেহারায় নির্ঘুম রাত কাটানোর ক্লান্তিকর ছাপ।
শশী হটাত আমার উপর ছাপিয়ে পড়ল। ঠিক আমার উপর নয়, আমার বুকে ঝাপিয়ে পড়ল।
কোনো কথা বলতে পারছে না, সুধু কান্না করছে। আমি হতবাক।
আস্তে আস্তে ওকে সোফায় বসালাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে?
কোনো কথা বলতে পারছে না। আমি নিজেও কিছুই বুঝতে পারছিনা। আরো ১৫ মিনিট চুপ করে থাকলাম।
এরপর “ও” একটু শান্ত হয়ে আমাকে যা বলল সেটা শুনে আমি আবারো “থ” হয়ে গেলাম। এবার হয়ত আমার কান্নার পালা। পুরুষ মানুষ’কে কাঁদতে হয় না। কিন্তু তখন হয়ত “পরিপুর্ন পুরুষ” হতে পারি নাই। কেদেছিলাম হাউমাউ করে, যেমনটি কাদে একটি বাচ্চা ছেল।
গতকাল শশীর আব্বু আমাদের এই “সম্পর্কের” কথা যেনে ফেলে। এবং বাসায় তুলকালাম কান্ড ঘটায়। এক দিনের মধ্যেই উনি উনার এক বন্ধুর ছেলের সাথে শশীর বিয়ে ঠিক করেন। আজ ঘরোয়া ভাবে গায়ে হলুদ দিবে এবং আগামি কাল “কাবিন” (মানে বিয়ে) হবে।
এখন আমি/আমরা কি করব???
আমি তাকিয়ে ছিলাম শশীর দিকে, হটাত “ও” চিৎকার করে বলে “চল পালিয়ে যাই”।
আমিও তৎক্ষণাৎ রাজি হই।
হ্যা,হ্যা, পালিয়ে যেতে হবে।
এটাই করতে হবে আমাদের, এ ছাড়া আর কোনো উপায় নাই।
প্লান করে ফেললাম, সেন্টমার্টিন যাব। এক সপ্তাহ থাকব।
শশী’ বাসায় গেল, সব কিছু গুছিয়ে ১ ঘন্টার ভিতর বের হয়ে শেওড়াপাড়া বাস স্টান্ড দাঁড়াবে।
আমিও সব গুছিয়ে বের হব।
......................
শশীকে চলে যাবার পর চিন্তা করছি, আমার কি পালিয়ে যাবার উচিৎ হবে? শশী বড়লোকের মেয়ে, সে কি আমার সাথে থাকতে পারবে?
আমি পালিয়ে কোথায় থাকব? কত দিন থাকতে পারব? আমি টাকা পাব কোথায়?আমি কি কাজ করব? কে আমাকে কাজ দিবে?
আমার আম্মু হাসপাতালে, বড় বোন অফিসে, আব্বু গ্রামের বাড়ীতে গিয়েছেন। আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বাসার কি হবে? পরিবারের কি হবে?
শশীর আব্বু কি থানায় অভিযোগ করবে? আমার পরিবার’কে অপমান করবে, আমার জন্যে এলাকায় বিচার বসবে, আমার পরিবারের সদেস্যদের লাঞ্ছিত করবে, আমার বড় বোনের বিয়ের প্রবলেম হবে সুধু আমার জন্যে।
চিন্তা করছি, কি করব? আমার এখন কি করা উচিৎ?
....................................
অবশেষে বাসা থেকে বেড় হলাম।
না, বাস স্টান্ড যাচ্ছি না। চোরের মত বাড়ির পিছনের দেয়াল টপকে পালিয়ে যাচ্ছি। একা। হ্যা, আমি একা পালিয়ে যাচ্ছি । পালিয়ে যাচ্ছি শশীর কাছ থেকে, চিরতরে। আমার ভালবাসাকে একা ফেলে চলে যাচ্ছি। আর হয়ত দেখা হবে না, কথা হবে না। আর কখনই “ওর” হাত ধরতে পারব না, একটু আদর করতে পারব না আমার “জান পাখিটাকে”।
এক সপ্তাহ বাসায় যাই নি।পরে পরিবারের সাথে শেয়ার করলাম সব কিছু, আম্মু তড়িঘড়ি করে বাসা ছেড়ে দিলেন।
বাসায় ফিরে বাসা চেন্স করার প্রস্তুতি নিলাম। হটাত খেয়াল করলাম, দরজায় কিছু আচোরের দাগ, কিছু একটা লেখা। ভাল করে চেয়ে দেখি ছোট্ট একটি শব্দঃ “কাপুরুষ”।
..........................................
আমি আর কোনো দিন বারান্দায় যাইনি, যাবার সাহস হয় নি। আজ পর্জন্ত কোনো বাসারই বারান্দায় যাই না, একটুও বসি না। এমন কি ছাদেও আর ঊঠা হয় না। আজ অবদি “কাপুরুষের”মতই বেচে আছি। অন্য কোনো মেয়ের সাথে পরিচয় হলে, একটু ঘনিষ্ট হলেই তার মাঝে খুজে ফিরি শশীর মুখ। এ কারনে হয়তবা আজো একা আছি।
................................................
আজ এত বছর পরেও মনে মনে ভাবি, আমি কি সেদিন “সঠিক সিধ্যান্ত” নিয়েছিলাম?
পালিয়ে গেলে কি এমন ক্ষতি হত? এক সপ্তাহ পরে হয়ত সবাই মেনে নিত। আমি পেতাম আমার ভালবাসাকে, সফল হত আমাদের প্রেম। সারা জীবন কাছে পেতাম আমার “জান পাখিটাকে”।
আবার ভাবি, আমি যা করেছি সেটাই সঠিক। একটি কলেজ পড়ুয়া বেকার কিশোর ছেলের যা করা উচিৎ ছিল সেটাই আমি করেছি।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
s r jony বলেছেন: কোনো খোজ খবর নাই।
২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮
সজিব তৌহিদ বলেছেন: মাফ চাই দোয়াও চাই এতো বড় লেখা । পড়ে শেষ করতে পাড়লাম না। ক্ষমা করে দিয়েন।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
s r jony বলেছেন: কোনো সমস্যা নাই ভাই
৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
লাবনী আক্তার বলেছেন:
পোস্ট পড়ে অনেক খারাপ লাগল ।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
s r jony বলেছেন: তাই নাকি???
৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
Sohelhossen বলেছেন: মনটা খারাপ হয়ে গেল
পালিয়ে না গিয়ে ভাল করেছেন । কিন্তু প্রথম ভালবাসা কখনও ভুলা যায় না । সুখের স্মৃতিগুলো অনেক বেদনার হয় ।
আর আমার কি ভাগ্য , এখনো কোন মেয়েকে ভালবাসি বলতেও পারলাম না আর কেউ বললও না , আফসুস
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
s r jony বলেছেন: পালিয়ে গেলে কি এমন ক্ষতি হত? এক সপ্তাহ পরে হয়ত সবাই মেনে নিত। আমি পেতাম আমার ভালবাসাকে, সফল হত আমাদের প্রেম। সারা জীবন কাছে পেতাম আমার “জান পাখিটাকে”।
৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অই মিয়া আমার প্রথম মন্তব্য ছিল যেই পোস্ট চাপিয়ে দিয়েছেন অইখানে আমার মন্তব্য ফিরিয়ে দেন ।
কাপুরুষকে ++++++++
আপনার সাথে অনেক মিল আছে আমার ভালবাসার।
সবশেষে আমিও বলি
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
s r jony বলেছেন: রোজ তুমি স্কুল পলায়ে পলায়
হাত দুটি ধরে মোর খুচো দিয়ে বলতে,
স্কুল ব্যাগ ছুড়ে ফেলে দিয়ে সুধু
গীটার গীটারে ঝড় তুলতে,
তুমি নাই, তুমি নাই, তুমি নাই বাসরী
কত ফাগুন যায় বলো কি করি।
৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
বাংলার হাসান বলেছেন: হুমম
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
s r jony বলেছেন: ইয়াপ!
৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
সৌরভ ওয়াহিদ বলেছেন: আপনার সিদ্ধান্তে আপনি সঠিক......
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৯
s r jony বলেছেন: হয়তবা সঠিক, হয়তবা না।
৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯
princejohn বলেছেন: যদিও পড়ে খারাপ লাগল, তবে বলতে চাই জীবন কোন দিন থেমে থাকে না, যা আপনার করার সাধ্যের মধ্যে ছিল না, আপনি সেটা করেন নি। হতাশ হবার কোন দরকার নেই, আবার কেউ না কেউ আসবে। তবে আগের মত করে নয়।
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
s r jony বলেছেন: সাপোর্ট দেবার জন্যে ধন্যবাদ ভাই
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
s r jony বলেছেন: সাপোর্ট দেবার জন্যে ধন্যবাদ ভাই
৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
আফসিন তৃষা বলেছেন: আহারে!! দুঃখজনক ঘটনা
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
s r jony বলেছেন:
১০| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
মাক্স বলেছেন:
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
s r jony বলেছেন:
১১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫১
মাক্স বলেছেন:
১২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭
তাসিম বলেছেন: কাহিনী বড়ই জটিল। সুন্দর লিখেছেন। পিলাচ দিলাম।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
s r jony বলেছেন: ধন্যবাদ
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০১
দুঃখিত বলেছেন:
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৪
s r jony বলেছেন:
১৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০২
রংটাণর্ বলেছেন: জনি ভাই আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।
শেষের দিকে অনেক খারাপ লাগল, আপনার জন্য অনেক শুভ কামনা।
আপনি ভালো থাকেন।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই।
১৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৩
সিয়ন খান বলেছেন: আমার কমেন্ট কই গেল
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
s r jony বলেছেন:
১৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮
এক্সপেরিয়া বলেছেন: পেরেম কইরবার আগে একখান বিরাট মানিব্যাগ , বিরাট একখান হৃদয় আর বিরাট একখান পাথর নিয়ে নামতে হবে । তয় কাপুরুষকে পিলাস
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
s r jony বলেছেন: সবই বুঝলাম, কিন্তু পাথরের কাজ'টা কি?
১৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
শীলা শিপা বলেছেন:
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
s r jony বলেছেন:
১৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আবার ভাবি, আমি যা করেছি সেটাই সঠিক। একটি কলেজ পড়ুয়া বেকার কিশোর ছেলের যা করা উচিৎ ছিল সেটাই আমি করেছি।
আমার মতে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে একটি মেয়ের জীবনকে ঝুকির মধ্যে ফেলে দিয়েছিলেন।
বয়সটা খুব অবুঝ। আর এজন্যই বাবা মায়ের দায়িত্ব থেকে যায় ছেলে মেয়েকে সঠিক বুঝ দিয়ে বড় করা... বর্তমান যুগে অধিকাংশ বাবা-মাই এক্ষেত্রে ব্যর্থ !!
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
s r jony বলেছেন: আসলেই ভাই,
বয়সটা অবুঝ ছিল
১৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
হুমায়ুন তোরাব বলেছেন: ++++++++++++++
ভাই আপনাকে আমার ব্লগে দাওয়াত দিলাম
।একটি কালো গোলাপের নিখাদ প্রেমের গল্প ।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৯
s r jony বলেছেন: ধন্যবাদ,
দাওয়াত কবুল করলাম
২০| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৪
নেকড়েমানব বলেছেন: কাহিনি শুইনা মনডাই খারাপ হইয়া গেলো...আমার কাহিনীও আপনের কাছাকাছি কিনা
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০
s r jony বলেছেন: আপনার কাহিনি পড়ার অপেক্ষায় রইলাম
২১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
খালেদ পাভেল বলেছেন: বড় হতে থাকি প্রাণী জন্ম নিলেই বড় হয় বলে
আমার হতাশাও আমার সাথে বড় হয় , ইচ্ছা আর সাধ গুলো ক্রমাগত ছোট করার মধ্যবিত্তিও কৌশলে
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২
s r jony বলেছেন: মাথার উপর দিয়া গেল
২২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০১
আমিতপু বলেছেন: দুরু দুরু কাঁপে বুক যদি দেখে হায়
এভাবে কি তার সাথে প্রেম করা যায়,
বুঝেও না বুঝে তুমি গেছো বহুদূর
ব্যথায় ভরা বুক।
প্রথমেই গানটা শুনিয়ে নস্টালজিক করে দিলেন।
তারপর লেখাটা পরলাম। অনেক লম্বা লেখা । পড়ে মন খারাপ হয়ে গেল। কিন্তু আপনার আসলে কিছুই করার ছিল না। just prey for her.যেখানে থাকুক সে ভাল থাকুক
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
s r jony বলেছেন:
যে খানেই থাকুক, ভাল থাকুক
২৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৩
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
"আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারেনা। আবার এই আবেগই মানুষের দৃষ্টিকে বড়ই ঘোলাটে করে দেয়।"
জীবনের কিছু কিছু মুহুর্তে স্বার্থপর হতে হয়। আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটাই ঠিক ছিল। ভেবে দেখুন, আপনি যদি বীরপুরুষ সেজে ঐ দিন মেয়েটার হাত ধরে বের হতেন তো সর্বোচ্চ ভালোটাই হতে পারত এমন যে, হয়তোবা অনেক চড়াই উতড়াই পার হবার পরে আপনাদের সম্পর্ককে আপনাদের বাবা-মা, আত্মীয়স্বজন মেনে নিতেন। কিন্তু তাতেই কি সব? অপরিপক্ক মস্তিস্ক সম্পন্ন দুজন মানুষের কঠিন বিষয়ে নেওয়া বিয়ের সিদ্ধান্ত বিবাহ পরবর্তী জীবনকে চরম হুমকির মুখে ফেলে দিত!! আর সবচেয়ে খারাপ গুলোর কথা না নয় না'ই বললাম.............!!!
তবে একটা মেয়ের পাগলামীর সাথী হবার আশ্বাস দিয়ে তাকে একা ফেলে রেখে যাওয়াটা যে আপনার জন্য কিছুটা অপরাধের সামিল ছিল, এটা আপনি মনে হয় নিজেও স্বীকার করবেন। কিন্তু তাই বলে বহুদিন আগের ব্যাপারটা নিয়ে এখনো মনের মধ্যে কোন রকম অপরাধবোধ, অনুশোচনাবোধ কে প্রশ্রয় দিয়ে জীবনের চলার গতিকে ধীর করে দিবেন না আশা করছি!!!
মান্না দে-এর (গায়কের নামটা ভুলও হতে পারে) একটা গানের অংশ বিশেষ ছিল এরকম.....................
"হয়তো তোমার দেশে আজ,
এসেছে মাধবী রাতি।
তুমি জোৎস্নায় জাগিছ নিশি,
সাথে লো এ নুতন সাথী।
হেথা মোর দীপ নেভা রাতি,
নিদ নাহি দুটি আঁখি পটে.............।"
(শব্দগুলোর বানান ভুল হতে পারে। :#> )
আসলে ভাই, বাস্তবটাই এরকম যে, যে মেয়ের দেওয়া "কাপুরুষ" উপাধি নিয়ে আপনি এখনও অনুশোচনার অনলে জ্বলছেন। সেই মেয়েটা হয়তোবা কোন জোৎস্নার রাতে তার নতুন সাথীকে নিয়ে এতটাই সুখী আর ব্যস্ত যে, আপনার কথা তার একটি বারের জন্যও মনে আসেনা আর এদিকে আপনি তাকে ভেবে নির্ঘুম রাত কাটাচ্ছেন!!!
............... অনেক বকবক করলাম। স্যরি...............................। ভালো থাকবেন আশা করছি।
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
s r jony বলেছেন: সত্যি বললে বিশ্বাস করবেন? এই ঘটনা নিয়ে "এ রকম গুছিয়ে" আর কেউ বলে নি। আপনাকে অসংখ ধন্যাবাদ ভাই। আপনার মন্তব্যটা আমার খুব কাজে দিবে
২৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
সেলিম আনোয়ার বলেছেন: আহারে কত দুঃখ
২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
s r jony বলেছেন:
২৫| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
বাংলাদেশী দালাল বলেছেন: কাপুরুষ এখন কেন গল্প লেখ। গল্পে পেলাস আপনাকে না
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
s r jony বলেছেন: বাস্তবে কিছু করার ক্ষমতা নাই বলেই কাপুরুষ এখন গল্প লেখে
২৬| ২৭ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
একজন আরমান বলেছেন:
আপনি আসলেই একটা কাপুরুষ।
যদিও আপনি একদিক থেকে বুদ্ধিমানের কাজও করেছেন।
তবে কাপুরুষ বললাম যে মেয়ে এমন কাজ করতে পারে, তার জন্য তো অনায়সে জীবনটাও দিয়ে দেওয়া যায়।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৮
s r jony বলেছেন: হুম,
এ কারনেই মাঝে মাঝে আফসুস হয়, এই মেয়ের জন্যে কেন কিছু করতে পারলাম না
২৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২২
মুনসী১৬১২ বলেছেন: আপনিই বলেছেন হয়তো হ্যাঁ হয়তো না.....................
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
s r jony বলেছেন:
২৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৮
এ্যাপোলো৯০ বলেছেন: প্রথম অংশ তো আগে থেকেই জানি, ফাইনালটা আজ জানলাম।
আর হ্যা,পালিয়া না গিয়ে ভালো করেছো, পালিয়ে গেলে মনে হয় ভালোবাসার অবমাননা করা হতো। আজ যেভাবে সবাইকে বলতে পারছো তখন হয়তো এমনটি হত না।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪
s r jony বলেছেন: সব চাইতে মজার কথা কি জানো???
এখন ইচ্ছে হয় "তার"হাত ধরে পালিয়ে যাই, বহুদুরে সমুদ্রের পাসে কোনো এক পাহাড়ে সুধু "কাঠ"দিয়ে সুন্দর কিন্তু সিম্পল একটি ঘর বানিয়ে সেখানে থাকব।
২৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:২০
ঘুড্ডির পাইলট বলেছেন: উপ্রে দেখলাম আপ্নার শশির কুলে মাতা রাইখা আয়েশ করতাছেন । ফডুডা তুলছে কিডা ?
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬
s r jony বলেছেন: ভাই, আপনের শ্বশুর বাড়ি কি নোয়াখালি??
৩০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার মন্তব্যটা কৈ গেল!
নাকি আসে নাই!
যাই হোক মন্তব্যটা ছিল এমন।
যেদিন স্বাধীন হবো সেদিনই সাহসী হবার সাহস করবো এর আগে নয়। ভুল করেছেন নাকিত সঠিক করেছেন সেটা ভেবে তো স্থির হয়ে থাকলে চলবে না! এগিয়ে যাওয়াকেই জীবন বলে!
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১
s r jony বলেছেন: স্বাধীন !!!!
ইয়া, এই জনমে কি স্বাধীন হওয়া যায়??
৩১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪
কালোপরী বলেছেন: ভাল থাকুক স্মৃতিরা
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩
s r jony বলেছেন: ভাল থাকুক স্মৃতিরা
ভাল থাকুক স্বপ্নরা
৩২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
হাসানুল বান্না পথিক বলেছেন: বেসম্ভব সুন্দর, আর জটিল কাহানী । দুপুরে অফিস এ থাকতে এক নিঃশ্বাস এ পড়ে শেষ করলাম। আপনার জন্য শুভ কামনা রইলো। তবে আপনি কাপুরুষ না হলে আমরা এই বেসম্ভব সত্য কাহানী টা মিস করতাম।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই
৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
শায়েরী বলেছেন: পড়ে অনেক
খারাপ লাগল
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫
s r jony বলেছেন: লেখা খারাপ নাকি আমার ভাগ্য খারাপ ??
৩৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭
খেয়া ঘাট বলেছেন: চমৎকার,সাবলীল, সুন্দর ঝরঝরে লিখা। একটানে পড়লাম।
অদ্ভূত রকমের ভালো লাগলো লিখা পড়ে। খারাপ লাগলো আপনার জন্য।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই
৩৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬
নিশীপাখি বলেছেন: ঘটনা দু:খজনক হলেও কাজটা তখন ঠিকি করেছিলেন।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
s r jony বলেছেন:
কিন্তু মাঝে মাঝে এখনো আফসোস হয়, আসলেই ঠিক করে ছিলাম??
৩৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪
তারছেড়া লিমন বলেছেন: এ্যামবা ভালু কেউ বাশলু না
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
s r jony বলেছেন: ভালু বাসা ভালু না।
৩৭| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬
রবি কিরণ বলেছেন: আসলে আপনি ওই সময় কিছু করতে পারতেন না।পরিবেশ আপনার পক্ষে ছিলনা। তাই আপনি কাপুরুষ হয়ে গেছেন।
এখন কি অবস্থা।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৩
s r jony বলেছেন: হয়ত, হয়তবা না।
৩৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০
আমি কবি নই বলেছেন: আপনার ঘটনাটা বুকটা নাড়া দিয়ে গেল। আপনিতো ভালই আছেন, আমি পালিয়ে আমেরিকায়, সব ছেড়ে, পরিবার, সে, আমার প্রথম প্রেম।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪
s r jony বলেছেন: আপনার ঘটনা'টা শুনতে খুবই আগ্রহি আমি। লিখবেন কি আমাদের জন্য?
৩৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
মামুন রশিদ বলেছেন: ঠিক-বেঠিক আপেক্ষিক ব্যাপার । তবে এটা নিশ্চিত, আজীবন তাড়া করবে শশীর অতৃপ্ত মুখ । এমনকি ভালোবেসে কাউকে বাহুবন্ধনে আবদ্ধ করলেও, শশীর কাছ থেকে মুক্তি পাবেন বলে মনে হয়না । আজীবন পোড়াবে..
চমৎকার লেখায় ভালোলাগা ।
২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
s r jony বলেছেন: সেটাই ভয়ের বিষয়।
৪০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১
টুনটুনি সুখি বলেছেন: চমৎকার লেখা ,কিন্তু আপনার জন্য মণ্ডা খারাপ হইয়া গেল রে ভাইয়া
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
s r jony বলেছেন:
কোনো ব্যাপার না,
আমি মেনেই নিয়েছি আমার নিয়তি
৪১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭
ম.র.নি বলেছেন: ''প্রেম চিরদিন দূরে দূরে এক হয়ে থাক না
মিললেই যে ফুরিয়ে যাবে''
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪
s r jony বলেছেন: :!> :!>
৪২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮
রিফাত হোসেন বলেছেন: সিদ্ধান্ত সঠিক ছিল, সবার আগে পরিবার, বিলিভ মি মেয়ে ছেড়ে গেলেও বাবা মা কোনদিন ছাড়বেনা, ব্যতিক্রম বাদে।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০
s r jony বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬
ধানের চাষী বলেছেন: ঘটনা কি সত্যি ?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
s r jony বলেছেন: সত্যি
৪৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৬
আরেফিন রিমন বলেছেন: খারাপ লাগলো ভাই । কৈশোরের পরেম গুলো এমোনি হয় ।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
s r jony বলেছেন: হয়ত এমোনি হয়, এই নিয়তি
৪৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০
মহামহোপাধ্যায় বলেছেন: না ভাইয়া আপনি মোটেও ভুল কাজ করেন নি। বরং সেই বয়সে আবেগে ভেসে না গিয়ে অনেক পরিণত এবং যৌক্তিক একটা সিদ্ধান্ত নিয়েছেন।
তবে কথা হইলো কি হৃদয় বেচারা যুক্তি মানে না
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
s r jony বলেছেন: বেচারা হৃদয় যুক্তি মানে না
৪৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬
সালমাহ্যাপী বলেছেন: এক টানে পড়েছি।
লেখাটা ভালো লাগলেও আপনার জন্য খারাপ লাগছে।
আপনার কিছুই করার ছিলোনা কারন হয়ত এটাই আপনার কপালে লেখা ছিলো !!
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
s r jony বলেছেন: হ্যাঁ, এটাই এই অভাগার নিয়তি
৪৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০
মনিরা সুলতানা বলেছেন: হু ভাইয়া আপনি ঠিক কাজটাই করেছিলেন , আমাদের জেলা শহরে ওই সময় গুলতে এই ধরনের ঘটে যাওয়া কমপক্ষে ৮ থেকে ১০ টি ঘটনা আমি দেখেছি , খুব বেশি হলে ৬ মাস স্থায়ী ছিল ...
যে মেয়েটির মেডিক্যাল বা বুয়েট অ্যাডমিশন নেয়ার কথা ছিল , সে হয়ত কোন মতে ডিগ্রী পাস করেছে , দেখেছি কলেজ ও স্কুল সময় টাতে পালিয়ে বেড়াতে যদি কোন পরিচিত বন্ধু র সাথে দেখা হয়ে যায়
খুব কম ই উদাহারন আছে জীবন পথ এর মূল সুর খুজে নিতে পেরেছে ।
এখন দেখেন আপনি আপনার জান পাখি টাকে কি দিয়েছেন ।।
দিয়েছেন অনেক সুন্দর কিছু ভাল লাগার মুহূর্ত ।। যা কিনা সে তার একজীবনে ভুলতে পারবে না ।
দিয়েছেন ওর সংসার জীবনে বিপর্যস্ত সময়ে ,আপনাকে ব্লেম করে ভাল থাকার মুহূর্ত , কিভাবে বলি ।।
যখন আপনার জান পাখি র মন খারাপ হয় , তখন নিশ্চয় ভাবে , সেই দিন যদি এই কাপুরুষ টা আমাকে আপন করে নিত , তাহলে আমার জীবন টা অন্য রকম হত,এবং কিছু টা সময় হলে ও কল্পনায় হারিয়ে যায়
সর্বপরী আপনি আপনার নিজেকে ও বাঁচিয়েছেন ।।
একটা চিরস্থায়ী আপরাধ বোধ থেকে ।।
চমৎকার মন ছুয়ে যাওয়া লেখা ...
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
s r jony বলেছেন: সামাজিক অবস্থান থেকে সঠিক সিধ্যান্তই ছিল, কিন্তু মন তো মানে নারে আপু।
৪৮| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০১
জাকারিয়া মুবিন বলেছেন:
ড্রিম মানে "স্বপ্ন"
স্যাড ড্রিম মানে "বেসম্ভব স্বপ্ন"
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬
s r jony বলেছেন: ড্রিম মানে "স্বপ্ন"
স্যাড ড্রিম মানে "বেসম্ভব স্বপ্ন
৪৯| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: জনিভাই, ভাল থাকুন। সুস্থ থাকুন। বিজয়ী বেশে ফিরে আসুন।
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
s r jony বলেছেন: ইনশাআল্লাহ্
৫০| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০
নীল-দর্পণ বলেছেন: মনে হইলো একদম লাইভ দেখলাম
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
s r jony বলেছেন:
কন কি ভাই??
৫১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮
একজন আরমান বলেছেন:
এখন আর আফসোস কইরা কি হবে ভাই?
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
s r jony বলেছেন: আফসোস করি সুধু মাত্র তার সাথে পরিচয় আমার এখন কে হলনা বলে।
এছাড়া আর কোনো আফসোস নাই
৫২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
আমরা তোমাদের ভুলব না বলেছেন: মনটা খারাপ হয়ে গেল
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
s r jony বলেছেন: দুঃখিত ভাই, আপনার মন খারাপ করে দিলাম বলে ।
৫৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
মাহমুদা সোনিয়া বলেছেন: ইট হাপেন্ডস। লাইফ স্টিল গোস অন, না?? লুক ফরওয়ার্ড
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
s r jony বলেছেন: সামনে তাকিয়ে কাওকে পাচ্ছি না
৫৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১০
আমি তুমি আমরা বলেছেন: এত্ত বিশাল পুস্ট ক্যান???
৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
s r jony বলেছেন: তাইলে দুই বারে পড়েন
৫৫| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
অদ্ভুত স্বপ্ন বলেছেন:
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
s r jony বলেছেন: মন খারাপ করে দিলাম???
৫৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১
চিরতার রস বলেছেন: অল্প বয়সে বিয়া করা বালা না।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
s r jony বলেছেন: কয় দিন পরে কইবেন বেশি বয়সে বিয়া করা ভাল হয় নাই।
৫৭| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
জনি_ইংলিশ বলেছেন: ভাইয়া চিন্তা করনা,
আমরা তোমার জন্যে "শশী"নামের মাইয়া খুইজা দিমুনে।
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১
s r jony বলেছেন: খোজ খোজ।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০
মৃন্ময় বলেছেন: এখন কি দশা......?