নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/jony.s.rahman

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

s r jony

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

s r jony › বিস্তারিত পোস্টঃ

মামা>বাবা> ৫০০০ টাকা ও একজন ব্যাডবয়।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২







:মামা, মামা



ফরিদপুর থেকে ঢাকা আসার পথে গোয়ালন্দ মোড়ের আগের স্টপিস। ঠিক বাস স্টপিস নয়, এমনি সাধারন একটি মোড়। চায়ের দোকানে চা খাচ্ছিলাম, তখনি একটি বাচ্চা “মামা” বলে সন্মধোন করল।



বিরক্তি নিয়ে বাচ্চার দিকে তাকালাম, বয়স আনুমানিক চার বছর বা একটু বেশি হবে।



বাচ্চাটা আবারো ডাকল

:মামা, মামা।



প্রচন্ড রাগ হচ্ছিল, এমনিতেই গাড়ি নস্ট হওয়াতে মেজাজ ফোরটি নাইন হয়ে আছে, তার উপর এই উপদ্রপ।পকেটে হাত বাড়ালাম, মানিব্যাগ বেড় করতে গিয়ে ছেলেটার দিকে আবার তাকালাম।



গায়ে ছিড়া স্যান্ডু গেঞ্জি ঠিকই আছে, কিন্তু ছেলেটার পায়ে স্যান্ডেল, নরমাল পন্স।

নাহ! ফকির বা ভিক্ষুক বলে মনে হচ্ছে না।

ভিক্ষা করতে আসলে কেউ সেন্ডেল পরে আসত না।



বাচ্চা’টা হটাত আমার হাত ধরল, আর বলে

:মামা। মামা, আম্মায় ডাকে।

প্রচন্ড অবাক হলাম, এই অপরিচিত হাইওয়ের মাঝে আমাকে আবার ডাকে কে?

বাচ্চার হাতের নির্দিশিত জায়গায় তাকালাম, দেখি একটি হাল্কা পাতলা গড়নের বোরখা পড়া একজন দারিয়ে আছে, মুখমণ্ডল পুরোটা ঢাকা।

কৌতুল বসত বাচ্চার হাত ধরে মহিলার কাছে যাই।



:ভাইজান আমারে চিনছেন??

আমি কথা বলি না, শুধু মাথা নাড়িয়ে “না”সুচক বুঝালাম।

মেয়েটি তার বোরখার নেকাব’টি খুলল,

:ভাইজান আমি জ্যোৎস্না। এবার চিনছেন?

:উমমম, নাহ।

তাও আমি চিনতে পারলাম না। সত্যি কথাটাই বললাম।

মেয়েটি কিছুটা মর্মাহত হল,

:ভাইজান, আফনে আমারে বিয়া দিছিলেন, আমার বিয়াতে আফনে আব্বার লগে আইছিলেন, আমার বিয়াডা আপনের লাইগাই হইছিল.........

:হ্যা হ্যা মনে পড়েছে, মনে পড়েছে। ওহ!! তুমি তো অনেক বড় হয়ে গেছ, মানে অনেক বদলিয়ে গিয়েছ। এটা তোমার বাচ্চা??!!?? মাসাআল্লহ।

:জ্বে ভাইজান, আফনেগোর দোয়ায়।

:তোমার বাবা-মা কেমন আছে??

:জ্বে, আব্বায় ভালা আছে। মা’য়ে নাই ।

:ওওও।

:ভাইজান আফনেরে দেখোনের লাইগা অনেক ইচ্ছা করে। আল্লাহর কাছে অনেক কইছি যেন মরনের আগে আফনের লগে একবার দেহা করাইয়া দেয়। আইজ আল্লাহ আমার কথা শুনছে।

মেয়েটি এবার ফুপিয়ে কান্না শুরু করল।

আমি অপস্তুত হয়ে যাই, বললামঃ আআ ইয়ে আমাদের গাড়ি নস্ট হয়ে গেছে, একটু পরে ঠিক হয়ে যাবে। তোমরা ভাল আছ এটা শুনে ভাল লাগল। তাহলে আমি আজ আসি।

মেয়েটি হটাত কান্না থামিয়ে, চোখা মুছতে মুছতে বলেঃ আফনে কই যাইবেন, আপনে আমাগো বাড়িত যাইবেন। আফনেরে অনেক দিন পরে দেহা পাইছি, আফনেরে আইজ বাড়িত লইয়া যাব।



আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাচ্চা ছেলেটি হাত ধরে টানাটানি করা শুরু করে, আর বলতে থাকেঃ মামা বাড়িত লন, বাড়িত লন,।



আমি পড়লাম মহা সমস্যায়, একদিকে আমার সাথে আছে “কেতা দুরস্থা” অর্থাৎ সুটেড বুটেড দুইজন “কর্পোরেট রোবট” আর একজন “পটের বিবি”, যারা মাইক্রোবাসের জানালা দিয়ে তাকিয়ে আছে আর উদ্ভট দৃস্টি দিয়ে আমাদের পর্যাপেক্ষন করছে।



আর একদিকে আছে এই “গ্রাম্য ইনসেন্ট” পরিবার, যাদের এই কান্না বা আবদার উপেক্ষা করা আমার জন্যে বড়ই কঠিন।



আমি মাইক্রোবাসের কাছে গেলাম, বিভিন্ন প্রশ্ন উত্তরের পরে তাদের বুঝাতে সক্ষম হলাম যে, আমি এই গ্রাম্য পরিবারটির সাথে যাচ্ছি এবং আমার আসার আগেই যদি গাড়ির মিস্ত্রি চলে আসে বা গাড়ি ঠিক হয়ে তাহলে তারা যেন আমাকে রিং করে নতুবা যদি আমার আসতে দেরি হয় তাহলে তারা চাইলে চলে যেতে পারে।

আমার কথায় তারা অবাক হল, “পটের বিবি” তার অগ্নি দৃস্টি দিয়ে আমাকে “ছাই ভস্ম” করার চেস্টা করল। পাত্তা দিলাম না।

..............................



গ্রাম্য রাস্তায় হাটছি, আমার হাত ধরা “সদ্য পরিচয়” হওয়া ভাগ্নে, সামনে মেয়েটি। কিছুদুর পাকা রাস্তা, পরে পায়ে হাটা পথ। মামা-ভাগ্নে হাটছি, পিচ্চির নির্ভয়ে হাটার স্টাইল দেখে আমার মনে হচ্ছে, এত দিন পরে “মামা ভাগ্নে যেখানে-আপদ নাই সেখানে” কথাটির মর্মার্থ্য বুঝতে শিখলাম।



আমি হাটছি, পড়ন্ত বিকেলে হাটছি। সোনালী রোদে নিজেকে নতুন করে আবিস্কার করছি আর ভাবছি আজ থেকে পাঁচ বা ছয় বছর আগে এমনি এক বিকেলে ঠিক এমনি করে এক বৃদ্ধ লোক ভিক্ষা করছে গোয়ালন্দ ফেরি ঘাটে। গাড়ির লম্বা জ্যাম পড়েছে, অনেকেই নেমে চা খাচ্ছে, বাচ্চা’রা গাড়ির জানাল দিয়ে হাত বাড়িয়ে এটা সেটা কিনছে। এই বৃদ্ধ লোক’টি গাড়ীতে উঠে ভিক্ষা করছে, কাল তার মেয়ের বিয়ে, কিন্তু বিয়ের খরচপাতি সে যোগার করতে পারে নাই। বাবা হিসেবে এটা তার অক্ষমতা, তাই সে ভিক্ষা করছে।



কেউ সাহায্য দিচ্ছে, কেউ “আহারে বেচারা” বলছে, কেউ আবার পাত্তাই দিচ্ছে না।

আমিও পাত্তা না দেয়ারই দলে। যদিও আমার কাছে টাকা আছে, পায়ের মুজার ভিতরে অনেক টাকা। আমাকে আমার আব্বাজান “ব্যাড বয়”উপাধি দিয়েছেন। এই ব্যাডবয় খেতাপ থেকে বাচতে আব্বুর কথা ইদানিং অক্ষরে অক্ষরে পালন করি, যেটা সব ভবঘুরে বেকার ছেলেরই করতে হয়। আব্বাজানের কথা মত গ্রামের রাইস মিল বিক্রির বায়নার টাকা নিয়ে ঢাকা আসতেছি। কিন্তু সেই টাকা দিয়ে কাউকে ভিক্ষা দেওয়া আমার সাজে না।



আমি গাড়ি থেকে নেমে পাশের চায়ের দোকানে গিয়ে চা নিলাম। ভিক্ষুক’টি গাড়ি থেকে নেমে পাসের গাছের নিচে দাড়িয়ে টাকা গুনছে। ভাল ভাবে লক্ষ করে দেখি উনি উনার কান্না লুকানোর চেস্টা করছে এবং সেটা কঠিন ভাবে। অবাক হলাম!! কারন প্রফেশনাল ভিক্ষুক’রা কান্না লুকানোর চেস্টা করে না, বরং দেখিয়ে দেখিয়ে কাঁদে। আমি ভিক্ষুক’কে তাকিয়ে তাকিয়ে দেখি ও চা খাই।



কিছুক্ষণ পরে খেয়াল করি বৃদ্ধ লোকটি আকাশের দিকে তাকিয়ে বিড় বিড় করে কি যেন বলছে। উনি কি গাছের সাথে কথা বলছে, নাকি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর সাথে কথা বলছে সেটা বুঝতে না পারলাম না। হয়ত আল্লাহ কেন উনাকে এই বিপদে ফেলছেন? বা আল্লাহ কেন উনাকে সাহায্য করছেন না? সেটা নিয়েই আল্লাহর সাথে হয়ত ঝগড়া করছেন। আমি কিছুই বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারলাম আমার গুডবয় হওয়া আর হইল না, আমি ব্যাডবয়, ব্যাডবয়ই রইব। ।



.................................।



সন্ধ্যার সময় সেই বৃদ্ধ লোকটির সাথে আজকের এই রাস্তা দিয়েই এই গ্রামেই সেদিন এসেছিলাম। দেখেছি ১৩ কি ১৪ বছরের একটি কিশোরী হাতে মেহেদি দিয়ে পুকুর ঘাটের দিকে যাচ্ছে। আমি যেতে দিলাম না, আমি উঠোনের মধ্যে কাঠের চৌকি পেতে “ষ্টেজ”বানিয়ে সেখানেই তার গায়ে হলুদ করতে বললাম।

আমি সবাইকে ডাকলাম এই বিয়ের আয়োজনে। খবর পাঠালাম কার বাড়ীতে ছাগল আছে? কার খেতে লাউ কুমড়া আছে? কার খোয়াড়ে মুরগি আছে? কোন দোকানে তেল নুন আছে?

আমার ডাকে মধ্যরাতে সাড়া দিল গ্রামের মেম্বার/মহিলা মেম্বার/স্কুল শিক্ষক সহ আরো অনেকেই। ছোট ছোট বাচ্চারা মাইক ওয়ালাকে ডেকে আনল। চলল বিয়ের গান- বাজনা ও “হ্যাজাক বাতি” জ্বালিয়ে বিয়ের রান্নার কাজ।



......................................................



আজ পাঁচ বা ছয় বছর পরে আবারো সেই গ্রামে আমার ভাগ্য আমাকে নিয়ে এসেছে। আজ এ এক অন্য পরিবেশ। আমাকে দেখতে এসেছে সেদিনের সেই সব মা-খালারা। কারো হাতে “ডাব” কারো হাতে আধা পাকা “আতা ফল/আম”।

সে দিনের সেই বিয়ের “কিশোরী কন্যা” আজ আমার জন্যে নিজ হাতে রান্না করছে মুরগি, মাছ, তরকারি। আমি খাচ্ছি, পেট পুরে খাচ্ছি। কোনো সঙ্কোচ নাই। কেউ তাকিয়ে দেখবে না আমি কি ভাবে খাই, আমার হাতের কতটুক ভিজে। এখনে নেই কোনো তথাকথিত ভদ্র সমাজের কার্টেসি /ফর্মালেটিজ মেন্টেইনের যন্ত্রণা।



কেউ জিজ্ঞাসা করল না, আমি কি করি? কে আমি?? কি আমার জাত? আমি কি হিন্দু নাকি মুসলমান? নাস্তিক না আস্তিক?

এখানে কোনো প্রশ্ন নয়, সুধুই ভালবাসা। সৃস্টির সেরা জীব একজন আদম সন্তান হিসেবে আর একজন আদম সন্তানের জন্য ভালবাসা।



আমি খাচ্ছি, বিনা সঙ্কোচেই “এই সন্ধ্যের সময়” পেট পুরে খাচ্ছি।

_______________________________________

_______________________________________











আমরা কিছু করি না, কিছু করার সাধ্য আমাদের নাই, সব ঐ উপরওলার নির্দেশে হয়। উনিই প্রত্যেকের সহায়, প্রত্যেকের তরে। উনিই আমাদের পরিচালিত করেন।

ঐ সৃস্টিকর্তা চাইলে যে কাউকে ব্যাডবয় করেন, আবার যে কেউকে গুডবয় হিসেবে সৃস্টি করেন।




মন্তব্য ৬২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

পেন্সিল চোর বলেছেন: ভালো লাগলো পেন্সিল চোরের তাই +++++++++
আমার বাপে আমারে ইঞ্জিনিয়ার সাব কইয়া ডাকে :) :) :) :)
আপনেতো গুডবয়!! আঙ্কেল কেন আপনারে ব্যাডবয় উপাধি দিলো!! :( :(

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭

s r jony বলেছেন: অনেক অনেক কারন ছিল।
যেমন এক চান্সে ম্যাট্রিক পাশ করতে না পারা, কোন কাজ দিলে সেটা ঠিকমত করতে না পারা, সারাদিন ভবঘুরের মত ঘুরে বেড়ান ইত্যাদি ইত্যাদির জন্য এই ব্যাডবয় উপাধি দিয়েছিল

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

উবুন্তু বলেছেন: আমার ওই রুট দিয়ে মাসে ৩-৪ বার যাওয়া পড়ে কিন্তু আপনার লেখাটা পড়ে চোখের পানি ধরে রাখতে পারলাম না

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

s r jony বলেছেন: আমার বাড়ি মাদারিপুর, তাই আমিও প্রায়ই ঐ রুট দিয়ে যাওয়া আসা করি

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

হোসেন মনসুর বলেছেন: আনন্দে চোখে পানি এসে গেল।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

s r jony বলেছেন: আপনাকে কাদিয়ে দিলাম বলে দুঃখিত ভাই।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

দমকল৮৬ বলেছেন: এটা কি সত্য ঘটনা ? ব্যাড বয়টা কি আপনে ?

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

s r jony বলেছেন: সব ঐ উপরওলার নির্দেশে হয়। উনিই প্রত্যেকের সহায়, প্রত্যেকের তরে। উনিই আমাদের পরিচালিত করেন। ঐ সৃস্টিকর্তা চাইলে যে কাউকে ব্যাডবয় করেন, আবার যে কেউকে গুডবয় হিসেবে সৃস্টি করেন।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

সাইফুল ইসলাম নিপু বলেছেন: কর্পোরেট ভাবটা আর রাখতে পারলেন না

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

s r jony বলেছেন: হাঃ হাঃ হাঃ কর্পোরেট ভাব কোনো কালেই আমার ছিল না ভাই।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

মেঘবালক বলেছেন: আমরা পারিনাতো তাই যারা এরকম ব্যাডবয় হতে পারে তাদেরকে খুব শ্রদ্ধা জানাতে ইচ্ছা করে।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

s r jony বলেছেন: ব্যাডবয়'দের শ্রদ্ধা না জানিয়ে নিজেই একদিন ব্যাডবয় হয়ে যান, অন্তত একদিনের জন্যে হলেও।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

নতুন বলেছেন: খুবই ভাল লাগলো... ++

আপনার বাড়ী ফরিদপুরে?

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই।

আমার বাড়ি ফরিদপুরের পরের জেলা মাদারিপুরে।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব ভালো লাগলে জনি ভাই এমন সরল জীবন আমরা সবাই চাই! :)

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২

s r jony বলেছেন: ধন্যবাদ আপু

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

কেউ জিজ্ঞাসা করল না, আমি কি করি? কে আমি?? কি আমার জাত? আমি কি হিন্দু নাকি মুসলমান? নাস্তিক না আস্তিক?
এখানে কোনো প্রশ্ন নয়, সুধুই ভালবাসা। সৃস্টির সেরা জীব একজন আদম সন্তান হিসেবে আর একজন আদম সন্তানের জন্য ভালবাসা।


হৃদয় ছুঁয়ে গেলো।

অনেক ভালো লাগলো রম্য কথন।

++++++



ব্লগে আমন্ত্রণ রইলো।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই।

আমন্ত্রণ গ্রহন করলাম

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

রোদেলা দুপুর বলেছেন: কিছুই লিখতে পারলাম না। শুধু +++++++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৩

s r jony বলেছেন: সবকিছু লিখতে হয় না, বুঝেনিলাম।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

ওস্তাদজী... বলেছেন: বাংলা ছবির ডায়ালগ দেইঃ "বাবা তোর মত ব্যাডবয় যেন বাংলার প্রতি ঘরে জন্ম নেয়।" অনেক ভাল একটা কাম করছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

s r jony বলেছেন: দোয়া কোরবেন চাচা, আমি যে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি।
এই গ্রামের প্রতিটি ঘরে.্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌,

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হ্যাটস অফ ভাই

মন্তব্য কি করব বাকরুদ্ধ করে দিলেন

++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

s r jony বলেছেন: B-)) B-)) B-))

১৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

একজন আরমান বলেছেন:
কেউ জিজ্ঞাসা করল না, আমি কি করি? কে আমি?? কি আমার জাত? আমি কি হিন্দু নাকি মুসলমান? নাস্তিক না আস্তিক?

এইরকম ব্যাড বয়ের দরকার আছে।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৯

s r jony বলেছেন: B-)) B-)) B-))

১৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

আমি ইহতিব বলেছেন: আমাদের দেশের প্রতিটি ঘরে আজ এমন ব্যাড বয়দের দরকার।

+++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২

s r jony বলেছেন: ধন্যবাদ আপু

১৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

বাংলার হাসান বলেছেন: +++++++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

s r jony বলেছেন: ধন্যবাদ

১৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

রাইসুল সাগর বলেছেন: লিখায় + দিয়ে গেলাম।

শুভকামনা সব সময়ের জন্য। ভালো থাকুন সব ভালো কাজের মাঝে।

১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

১৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

ঘুড্ডির পাইলট বলেছেন: “পটের বিবি” টা কে ?

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

s r jony বলেছেন: মাকাল ফলের ফিমেল ভার্শন।

১৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৬

ভুং ভাং বলেছেন: এমন ব্যাডবয়রাই গোপনে এমন ব্যাড ব্যাড কাজ করে গুড সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় "পারলে আমার মত ব্যাড হও । " লেখায় +++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৫

s r jony বলেছেন: ঠিক তা নয়, ব্যাডবয়'রা শুধু নিজের ইচ্ছে মত চলে। তথাকথিত সমাজ/ সংসারের মত চিন্তা না করে নিজের সমাজ নিজেই তৈরি করার চেস্টা করে মাত্র

১৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

মুনসী১৬১২ বলেছেন: ভুং ভাং বলেছেন: এমন ব্যাডবয়রাই গোপনে এমন ব্যাড ব্যাড কাজ করে গুড সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় "পারলে আমার মত ব্যাড হও । " লেখায় +++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

s r jony বলেছেন: তাহলে চলেন সবাই মিলে ব্যাডবয় হই

২০| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

অহন_৮০ বলেছেন: আমি আপনার মত ব্যাডবয় হইতে চাই +++++++++

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

s r jony বলেছেন: হাঃহাঃহা



প্লাসের জন্য ধন্যবাদ ভাই

২১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ভাল লাগল ..........++++++++++++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫১

s r jony বলেছেন: ধন্যবাদ ভাই

২২| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: ব্যাডেস্ট বয় হই চলেন।+

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

s r jony বলেছেন: হেঃ হেঃ হেঃ হেঃ

২৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে খুব।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

s r jony বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

চিরতার রস বলেছেন: আমার সাথে সব ব্যাড বয়দের খাতির ক্যান যে হয় আল্লাহ মালুম........... :(

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

s r jony বলেছেন: আপনে নিজেও যে একজন ব্যাডবয়।

২৫| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মানুষ মানুষের জন্য


চোখের কোণে জল এলো


যে অন্যের উপকার করে আল্লাহও তার প্রতিদান ঠিকমতনই দেন।


কোটি টাকা দিয়েও কি ওই মুহুর্তে পাওয়া সুখটা আপনি কিন্তে পারবেন?

কোটি টাকা নয়, ওইরকম সুখকর মুহুর্ত যেন আপনার জীবনে আরো আরো আরো আসে।

২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

s r jony বলেছেন: ভাল লাগল আপনার মন্তব্য'টি।
আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যেগুলোকে অতি প্রাকৃতিক বলা যায়, কিন্তু আমি বলি না। আমি বলি ওগুল "আল্লাহর প্রতিদান" । দেখি সময় করে একদিন ঐ ঘটনা গুল সাজিয়ে লিখব।

ভাল থাকবেন।

২৬| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
অনেক সুন্দর একটা পোস্ট।
লেখায় +++++

ভাল থাকবেন .....শুভকামনা রইলো.

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

s r jony বলেছেন: ধন্যবাদ

২৭| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এখানে কোনো প্রশ্ন নয়, সুধুই ভালবাসা। সৃস্টির সেরা জীব একজন আদম সন্তান হিসেবে আর একজন আদম সন্তানের জন্য ভালবাসা। ....

সেই ভালবাসার সমাজই আবহমান বাংলা।

কিন্তু পটের বিবিরা (কর্পোরেটার্থে) সব বদলে দিতে চায় লেজকাটা শেয়ালের মতো।

আমরা বলি না। আবহমান সরল, প্রেমিক বাংলাকে তার মতোই থাকতে দাও। আর ব্যাড বয়দেরকে ব্যাড বয় হিসেবে ;)

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

s r jony বলেছেন: আবহমান সরল, প্রেমিক বাংলাকে তার মতোই থাকতে দাও -- চমৎকার বলেছেন ভাই

২৮| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৮

লেজ কাটা শেয়াল বলেছেন: Dictionaryte 'good' & 'bad' sobder bekkhay songsodonir proyojon dekha diece!+

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮

s r jony বলেছেন: হাঃ হাঃ হাঃ , সুন্দর বলেছেন


মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই

২৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ১৪ তম + ভাল লেগেছে।সুন্দর পোস্ট

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৯

s r jony বলেছেন: হায়, বড় ভাই কেমন আছেন???

প্লাসের জন্যে ধন্যবাদ।

৩০| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭

লাবনী আক্তার বলেছেন: পোস্ট পড়তে পড়তে আবিষ্কার করলাম চোখের কোণে জল । অসম্ভব ভাল লাগল।

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

s r jony বলেছেন: অবেলায় কাদালাম বলে দুঃখিত।


তবে মন্তব্য করার জন্যে ধন্যবাদ

৩১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

ইখতামিন বলেছেন: ১৬ তম ভালো লাগা.
বাপরে....
কতো বড় পোস্ট :P

২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৩

s r jony বলেছেন: এত বড় পোস্ট পরছিলেন তো?
আমি সহজ সরল ভাষায় লিখি, আশাকরি পড়তে কারো খারাপ লাগে না।

ভাল লাগা দেবার জন্যে আপনাকে এক আটি ধন্যেপাতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.