নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.facebook.com/jony.s.rahman

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়।

s r jony

অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।

s r jony › বিস্তারিত পোস্টঃ

*উল্টো পথে আমাদের “ডক্টরেট” সরকার। বেকার হচ্ছি আমরা, পিছিয়ে থাকবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।*

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:০৭



বতর্মান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কিন্তু তারা শুধু ব্যন্ডউথের দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে।





ইন্টারনের ব্যাবহারকারি আমরা যখন স্পিড নিয়ে সব সময় চিন্তিত থাকি এবং কিভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে কিভাবে আরো বেশি দ্রুতগতির ইন্টারনেট ব্যাবহার করতে পারি সেটা নিয়ে চিন্তিত তখনই সরকার উল্টা সিধান্ত নিল।







" ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) আপলোড স্পিড সর্বোচ্চ ২৫ শতাংশ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।" কত বড় গর্ধভ, কুশিক্ষিত ও অযোগ্য হলে এ রকম আত্তঘাতি সিধান্ত নেয়া যায়?





যখন এদেশের বেকার ছেলেপেলেরা তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে নিজেরা সাবলম্বি হবার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছি তখনই এরকম সিধান্ত অবাক করে দেয় আমাদের।



ফ্রিল্যান্সারদের পেটে লাথি

এক হিসাবে দেখা যায়, ২০১২ সালে প্রায় ৩০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে এনেছেন ফ্রিল্যান্সাররা। ফ্রিল্যান্সাররা দিনে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছে। ফ্রিল্যান্সাররা ভিডিও এডিটিং, থ্রিডি মডেলিংসহ অনেক বড় মাপের ফাইল আপলোডসহ নানা কাজ করেন। সাধারণত এডিট করা একটি ভিডিও’র সাইজ ১ গিগা বা তার চেয়েও অনেক বেশি হয়।আগে যেখানে একজন ফ্রিল্যান্সার ১ এমবিপিএস এর ইন্টারনেট ব্যবহার করে ডাউনলোড স্পিড পেয়েছেন ১০০- ১২০ কেবিপিএস এবং আপলোড স্পিড থাকতো ২০-৩০ কেবিপিএস। এখন সেটা কমিয়ে ২৫ শতাংশ করায় আপলোড স্পিড পাবে ৫-৭ কেবিপিএস। এতে একদিকে যেমন সময় নষ্ট হবে, অন্য দিকে কাজ করার আগ্রহ হারাবে ফ্রিল্যান্সাররা এবং বৈদেশিক মুদ্রার আয় কমে যাবে।



গার্মেন্টস শিল্পের উপর আবারো আঘাত



গার্মেন্টস ও বায়িং হাউস'কে সব সময় বিদেশি ক্রেতার সাথে যোগাযোগ রাখতে হয়। দর কষাকষি, পন্যের স্প্যাসিফিকনেস, মেজারমেন্ট এর মাধমে আলাপ আলোচনা, স্কাইপেতে ভিডিও চ্যাটিং ইত্যাদিতে দ্রুত গতির ইন্টারনেট কানেকশন দরকার হয়। হেড অফিসে বসে বিভিন্ন লোকেশনের ফ্যাক্টরির ভিডিও ফুটেজ দেখে নিরাপত্তা ও অন্যান্য বিষয় তাৎক্ষনিক সিধান্ত নিয়ে থাকেন কর্তাব্যাক্তিরা। এ ব্যাবসা এমনিতেই বন্ধ হবার উপক্রম হয়েছে, যদি দ্রুত গতির ইন্টারনেট না থাকে তাহলে এটা অতি শিগ্রহই বন্ধ হবে বলে আশা করি ।



এই রুপ লক্ষ লক্ষ বানিজ্য প্রতিষ্ঠানই ক্ষতি গ্রস্থ হবে। বেকার হব আমরা, অর্থনৈতিক মন্দায় পড়বে আমার এই দেশ, বাংলাদেশ।





ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আকতারুজ্জামান মঞ্জু বিটিআরসির নির্দেশনা প্রসঙ্গে বলেন, “এ নির্দেশনা আইএসপিদের দেওয়া হয়নি। দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) সংস্থাগুলোকে। আমরা আইআইজি থেকেই ব্যান্ডউইথ নিয়ে থাকি। সুতরাং এর প্রভাব পড়বে সবার উপরই।



ইন্টারনেট বিশেষজ্ঞ সুমন সাবির বলেন, “সাধারণ ব্যবহারকারীরা মূলত ইমেইল অ্যাটাচমেন্ট, স্কাইপে কথা বলা, ইমেজ আপলোড বা ভিডিও আপলোড করতে গেলে সমস্যায় পড়বেন। প্রধানত সমস্যায় পড়বেন ফ্রিল্যান্সাররা। তাদের বড় বড় ফাইলগুলো ক্লায়েন্টকে ইমেইলের মাধ্যমে পাঠাতে হয়। সেক্ষেত্রে মূলত তারাই ভুগবে। এছাড়া বড় বড় প্রতিষ্ঠানগুলো তো আছেই।”



ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে বারবারই বাধাগ্রস্ত হচ্ছে প্রযুক্তি। ফেসবুক, ইউটিউব বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তবে এবার পুরো ইন্টারনেটের উপর এমন নির্দেশনা বিতর্কিত করছে সরকারের সিদ্ধান্ত।



যেখানে আপলোড ও ডাউনলোড স্পিড বাড়ানোর এবং ইন্টারনেট সংযোগ মূল্য কমানোর কথা সরকারকে চিন্তা করতে হবে, ঠিক তখন সরকার যেন উল্টো পথেই চলছে। এভাবে কি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব?????

এ সিধান্ত যদি কোনো ৮ম শ্রেনি পাশ সরকার/মন্ত্রি’রা গ্রহন করত তাহলে হয়ত এতটা অবাক ও কস্ট পেতাম না, কিন্তু সিধান্ত নিল অতি শিক্ষিত, ডক্টরেট মন্ত্রী আমলারা, যারা নিজেদের কে সব সময় অতি পণ্ডিত ভাবে। এই কি তাদের পাণ্ডিত্য???!!!!!???

মন্তব্য ৪৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
গুরুত্ব পূর্ণ পোস্ট ইষ্টিকি করার জন্য অনুরোধ করছি।

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:১০

s r jony বলেছেন: B:-) B:-) B:-)

২| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৪

রাকি২০১১ বলেছেন: একটা ঘটনা চাপা দিতে নতুন ঘটনার জন্ম দেওয়াই এই সরকারের কাজ- t ry to recognize the pattern

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

s r jony বলেছেন: ইস্যু দিয়ে রাজনীতি ও এইটা এক কথা নয়

৩| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:২৯

সিয়ন খান বলেছেন: টাকা দিয়ে বা ক্ষমতার জোরে ডক্টরেট ডিগ্রি নিলে এর থেকে ভাল কিছু আশা করা যায় না। X(( X((

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪২

s r jony বলেছেন:
সেটাই তো দেখছিরে ভাই।

৪| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এবার উল্টা পথে হাটা শুরু হোক। ডিজিটাল বাংলাদেশ নামক আন্ধাগলিতে স্বাগতম সবাইকে।

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৩

s r jony বলেছেন: ডিজিটাল বাংলাদেশ নামক আন্ধাগলিতে স্বাগতম সবাইকে। সহমত

৫| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬

স্বপনবাজ বলেছেন: আসলেই পোষ্ট টি স্টিকি করা খুব দরকার!
সচেতনতা এবং জনমত না হলে এ আত্বঘাতী সিদ্ধান্তের মাশুল গুনতে হবে অনেক দিন!
কতটা অ... কিংবা অসচেতন কিংবা ....
আমাদের রাষ্ট্র ক্ষ্মমতায় বসে থাকা মানুষ গুলো ভেবে পাইনা! পোষ্ট স্টিকি হোক!

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৫

s r jony বলেছেন:
সচেতনতা ও প্রতিবাদ করা দরকার ,

৬| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

মেহেরুন বলেছেন: আমার জানালায় আকাশ আসে না

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

s r jony বলেছেন: সামুতে জনে জনে দুঃখ প্রকাশ না করে, খোলামেলা এলাকায় বাসা নেন। অথবা ছাদের চিলেকোঠায় বাসা নেনে। এইখানে বেশ কিছু বাসা আছে, ক্লিক করতে পারেন TOLET BANGLADESH

৭| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৭

জহির উদদীন বলেছেন: কত বড় গর্ধভ, কুশিক্ষিত ও অযোগ্য হলে এ রকম আত্তঘাতি সিধান্ত নেয়া যায়?
এটাই কি আজকে বুঝলেন ভাইজান......সব পাগলরে দিয়া সরকার গঠন করছে....তারপরও আমরা হাতে চুড়ি পড়ে বলছি দেখি কি হয়,দেখি কি হয়!!!

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫২

s r jony বলেছেন:
আমাদেরই কি কিছুই করার নেই ?

৮| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৪৮

নীলতিমি বলেছেন: কারে শিক্ষিত কন ? সার্টিফিকেট থাকলেই শিক্ষিত হওয়া যায় না!

এত শিক্ষিত চোররা দেশ চালায় বলেই দেশের উন্নতি হয় না! X( X(

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৩

s r jony বলেছেন: সার্টিফিকেট না থাকলেও কি শিক্ষিত হওয়া যায়?

৯| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫০

নীলতিমি বলেছেন: গর্ধবের বাচ্চাগুলো এখনো ইউটিউব ব্লক করে রেখেছে, যেখান থেকে অনেক ভিডিউ টিউটোরিয়াল পড়তাম ! X( X(

১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

s r jony বলেছেন: পুরাই গর্ধভ।

১০| ১৯ শে মে, ২০১৩ সকাল ১১:৫২

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: গুরুত্ত্বপূর্ণ এই পোস্টটি স্টিকি করার অনুরোধ রইল।

১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২৬

s r jony বলেছেন: B:-) B:-) B:-) B:-)

১১| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
অবাক হবার কি আছে পোস্ট স্টিকি করার অনুরোধ রইল।

১৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪৭

s r jony বলেছেন: :( :( :( :(

১২| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০০

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: পে-পালের জন্য আন্দোলন করা দরকার।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৬

s r jony বলেছেন: শুরু করেন ভাই

১৩| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১০

গ্রীনলাভার বলেছেন: দেখেন কিছুদিন পর (আগামী সরকার!) কম্পিউটার কেনার উপর নিষেধাজ্ঞা জারি করবে।

১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:১৭

s r jony বলেছেন: সব সম্ভবের এই দেশ,
এই সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না

১৪| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৩৮

কেএসরথি বলেছেন: সবইতো বুঝলাম। কিন্তু কেউ কি একবারও ভেবে দেখেছেন কি কারনে বর্তমান সরকারের বাংলাদেশের উন্নতির দিকে খেয়াল নেই, উল্টা আরো অবনতি ঘটাচ্ছে :-B ??

এই প্রশ্নের উত্তর যদি বের করতে পারেন, তাহলে তো আর সমস্যা দেখবেন না। তখন দেখবেন সমাধান!

১৯ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

s r jony বলেছেন: জানি না বলেই তো জানতে চাই,
আপনি কি দয়া করে বিস্তারিত জানাবেন?

১৫| ১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৩২

আমিনুর রহমান বলেছেন:

ক্যাচাল পোষ্ট আসুন ক্যাচাল করি ;) :P ;) :P

১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৩

s r jony বলেছেন: হে হে হে হে হে =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৬| ১৯ শে মে, ২০১৩ রাত ১১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা ..... হা হা হা ... হা হা হা ... হা হা হা


B-) B-) B-) B-) B-) B-) B-) B-)


ডিজিটাল বাংলাদেশ নামক আন্ধাগলিতে স্বাগতম সবাইকে। সহমত।






মানুষের মাথাই শুনতাম মল থাকে। এতদিন দেখি নাই বিটিআরসি তাও দেখাই দিলো। :)

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৬

s r jony বলেছেন: মানুষের মাথাই শুনতাম মল থাকে। এতদিন দেখি নাই বিটিআরসি তাও দেখাই দিলো। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৭| ২০ শে মে, ২০১৩ রাত ১২:৪৩

বাংলার হাসান বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: এবার উল্টা পথে হাটা শুরু হোক। ডিজিটাল বাংলাদেশ নামক আন্ধাগলিতে স্বাগতম সবাইকে।

২০ শে মে, ২০১৩ সকাল ১০:১৭

s r jony বলেছেন: আন্ধাগলিতে আপনাকে স্বাগতম

১৮| ২১ শে মে, ২০১৩ সকাল ৭:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: ভালো লিখছেন । আজকে এক ডক্টরেট ধারী লোকের শেয়ার বাজার নিয়া যা লেখা দেখলাম :( দু:খ জনক ।

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

s r jony বলেছেন: আসলেই দু:খ জনক ভাই।

১৯| ২১ শে মে, ২০১৩ সকাল ১০:১৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: এ সিধান্ত যদি কোনো ৮ম শ্রেনি পাশ সরকার/মন্ত্রি’রা গ্রহন করত তাহলে হয়ত এতটা অবাক ও কস্ট পেতাম না, কিন্তু সিধান্ত নিল অতি শিক্ষিত, ডক্টরেট মন্ত্রী আমলারা, যারা নিজেদের কে সব সময় অতি পণ্ডিত ভাবে।

একমত পোষণ করছি।

২১ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮

s r jony বলেছেন:
সে কারনেই কস্ট'টা বেশি পাই।

২০| ২২ শে মে, ২০১৩ রাত ২:০৯

একজন আরমান বলেছেন:
কি আর কমু রে ভাই? কিউবির নেট মিস্কল দেয় বরিশালে। শালার ৬৫০ টাকা বিল দিয়া আইলাম। এখন দেখি নেট নাই। শেষে আবার ৩৫০ টাকা দিয়া বাংলালিংকে রাইত ১০ টা দিয়া সকাল ১০ টা আনলিমিটেড ( স্পিড যা তাতে ১ মাসে ২ গিগাও নামাইতে পারমু কিনা সন্দেহ ! ) প্যাকেজ লইলাম। হালার ট্যাকার কোন দাম ই না। এইবার বাজেটে যদি ৫০০ টাকায় ৫১২ কেবিপিএস এর আনলিমিটেড কোন প্যাকেজ না পাই তাইলে আম্লিগ রে ভোট দিমু না।

২২ শে মে, ২০১৩ সকাল ১০:১০

s r jony বলেছেন: এইবার বাজেটে যদি ইন্টারনেট ব্যাবহারের খরচ ৭৫% না কোমায় তাইলে আম্লিগ রে ভোট দিমু না।

২১| ২২ শে মে, ২০১৩ সকাল ১০:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ভালো পোষ্ট। +

২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৮

s r jony বলেছেন: ধন্যবাদ

২২| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৫

এরিস বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: এবার উল্টা পথে হাটা শুরু হোক। ডিজিটাল বাংলাদেশ নামক আন্ধাগলিতে স্বাগতম সবাইকে।
***গ্রীনলাভার বলেছেন: দেখেন কিছুদিন পর (আগামী সরকার!) কম্পিউটার কেনার উপর নিষেধাজ্ঞা জারি করবে। ........

যখন এদেশের বেকার ছেলেপেলেরা তথ্যপ্রযুক্তি ব্যাবহার করে নিজেরা সাবলম্বি হবার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছি তখনই এরকম সিধান্ত অবাক করে দেয় আমাদের। বেকারত্ব দূর করার বড় বড় বুলি, হাতে মাপলে মাইলখানেকের কম হবেনা এক একটা। পেপাল নিয়ে কোন মাথা ব্যথা আছে?? দিনরাত খেটে আয়ের পথ করি, পেপাল এসে তালা মেরে দেয়। টাকা পাই না পাই অ্যাট লিস্ট বিড করতাম, স্যাম্পল আপলোড দিতে গেলেও এখন তালা। হচ্ছেটা কি এদেশে? ওরা কি চায়? তিলে তিলে না মেরে সব চালের গুদামে বিষ ঢেলে দিক। খেয়ে সব মরে যাই, ওদের শান্তি হোক।

২৩ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

s r jony বলেছেন: সুধুই দির্ঘ শ্বাস । আর কিছুই বলার নাই

২৩| ২২ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০

শিপু ভাই বলেছেন:
ঠিকৈয়াগেছেতো!!! :)

২৩ শে মে, ২০১৩ রাত ১০:০৫

s r jony বলেছেন: এর জন্যেই আপনে কমেন্ট করতে পারছেন, আর আমিও রিপ্লাই দিতে পারছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.