![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজি, নিজেকে জানি, নিজের পথে চলি।
প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি না পেরুনো একটি বা দুটি রামছাগল এই মুহূর্তে 'নির্বাচিত পোস্ট' সিলেক্ট কর্তেছে। প্রিয় ব্লগার, আরামে দাঁড়ান অথবা নড়েচড়ে বসুন। আর 'বাচ্চালোগ তালিয়া বাজাও'!
মহান ব্লগার ফিউশন ফাইভ এর একটি পোস্টের শিরোনাম থেকে আমি উক্ত ডায়ালগ’টা চুরি করলাম।
প্রিয় সহ ব্লগারগন,
নির্বাচিত পাতা নিয়ে আমাদের যা হয় তা হল আপনে ব্লগ থেকে ব্লগে ঘুরছেন, এর পোস্ট ওর পোস্ট পড়ছেন। কিছু পোস্ট আপনার খুব ভাল লাগছে, কিছু পোস্ট মোটামুটি ভাল লাগছে, কিছু ভাল লাগে নি।
এবার গেলেন নির্বাচিত পাতায়, গিয়ে দেখলেন আপনার পড়া অনেক ভাল ভাল পোস্ট এখানে নাই উলটা ফালতু পোস্টগুলা নির্বাচিত পাতায় দিছে। মেজাজ পুরাই খারাপ হয়ে যাবে, এরকম নিচের ছবির মত।
রাগ কইরেন না, মাথা ঠান্ডা রাখেন, আর মনে মনে ইকটু ভাবেন, আপনার কাছে ভাল লাগা পোস্ট কি আমার কাছে ভাল লাগবে?বা অধিকাংশ ব্লগারের কাছে কি ভাল লাগবে? সবার পছন্দ অপছন্দ কি এক হবে? আপনার প্রিয় ফল কাঠাল হলেই কি আমাদের সবাইর প্রিয় ফল কাঠাল হতে হবে?
আমি সরাসরি বলি এই সকল প্রশ্নের উত্তর এক কথায় “না”। কারন সবার পছন্দ এক হবার কোনো কারন নাই এবং এটা সম্ভব না।তাই নির্বাচিত পাতার সব পোস্ট আপনার ভাললাগার কোনো কারন নেই। এবং এটাই স্বাভাবিক।
কি? আমাকে নির্বাচক মনে হচ্ছে? আমি নির্বাচকদের পক্ষ নিয়ে কথা বলছি?
নারে ভাই, আমি নির্বাচক নই, এমন কি আমার চৌদ্দগুস্টির কেউ নির্বাচক না। আর বাজারের তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে তাই আমার মত হত দরিদ্র মানুষ কাউকে তৈল দেবার সামর্থও রাখে না।আমি সুধু আমার ভাবনাটাই প্রকাশ করলাম।
কিন্তু কথা থাকে,
যেহেতু নির্বাচিত পাতা ও সাধারন পাতা নামের দুইটা ভাগ করেছে, সেহুতু নির্বাচিত পাতায় সুধু ভাল মানের পোস্ট নির্বাচিত করাই ভাল।এবং এটা ম্যাক্সিমাম বা সংখ্যা গরিষ্ঠ ব্লগারের ভাল লাগার দিকে মন দিতে হবে।
নির্বাচিত পাতা বলতে আমাদের থুক্কু আমার মনে ভেসে উঠে সব ভাল ভাল পোস্টের সমাহার।
বুঝতে পারেন নাই? তাহলে বুঝিয়ে বলি, ধরুন বাজারে গিয়ে আপনি দেখলেন একই দোকানে দুই স্তরে আপেল সাজানো। নিচের ভাগের আপেলের কেজি ১০০ টাকা, উপরের ভাগের আপেলের কেজি ১১০ টাকা। আপনি সাধারন ভাবেই ভেবে নিবেন উপরের ভাগের আপেল ভাল হবে। কারন এর দাম বেশি ও এগুল বাছাই করা এবং এটা সার্বজনিন। অন্তত ম্যাক্সিমাম মানুষই এটাকে ভাল বলবে।
কিন্তু তখনই আপনি নিচের ছবির চিতকুর পারবেন হবেন যখন দেখবেন সাধারন পাতায় ভাল ভাল পোস্ট আছে, অনেক কমেন্ট, অনেকেই ভাল লাগা দিয়েছে। কিন্তু সেই পোস্ট নির্বাচিত পাতায় যায় নাই। উপরন্ত নির্বাচিত পাতায় আছে অনেক ফাউল পোস্ট যে গুলতে মাত্র ৫/৬টা হিট, ১/২ কমেন্টই পড়ে নাই, লাইক তো দুরের কথা।
নির্বাচকদের প্রতি ক্ষুদ্র ব্লগারের কিছু কথা
* একজন সুপরিচিত পুরাতন ব্লগারের লেখা, সুধু মাত্র এই কারনে তার পোস্ট নির্বাচন হবে এটা কোনো কারন হতে পারে না।
* সুধু মাত্র আপনার পরিচিত ব্লগার, তাকে খুশি করতে তার পোস্ট নির্বাচিত করতে আপনে পারেন না। আবার তেমনি নিজেকে ফ্রেস, সুশীল, বা মহান হিসেবে প্রতিষ্ঠা করতে আপনি আপনার পরিচিত ব্লগারদের কোনো লেখাই নির্বাচিত করবেন না, এটাও মেনে নেওয়া যায় না। আপনি ভাবতে পারেন এই মহান গিরি দেখিয়ে সাধারন ব্লগারদের কাছে আপনি ভাল থাকবেন, আসলে বিষয়’টা মিথ্যা, সবাই এই কপট সাধুতা বুঝতে পারে।
*নতুনদের উৎসাহিত করবেন বলে তাদের পোস্টই সুধু নির্বাচিত করবেন, সেটা ঠিক না। নতুনদেরকে উৎসাহিত করতে তাদের লেখা সময় নিয়ে পড়ুন, মন্তব্য করুন, পরামর্শ দিন। এতে তাদের লেখার মান ভাল হবে। কিন্তু যদি সুধু নতুন বলেই তার লেখা নির্বাচিত করেন তাহলে সেটা তাকে হত্যা করার শামিল হবে, কারন উনি উনার “ভাল লেখার” যে টার্গেট থাকে, সেটা হারিয়ে ফেলবেন।
*যদি বিটিভি’র মত সরকারের পক্ষপাত মুলক পোস্টই সুধু নির্বাচন করেন, আর সরকারের সমালোচনা মুলক পোস্ট এড়িয়ে যাবেন, তাহলে সেটা ভন্ডামি হবে।
*মাত্র একজন নির্বাচকের ভাল লাগতেই পোস্ট নির্বাচিত হওয়া উচিত নয়, বা একই গ্রুপের, একই মতাবাদের সব ব্লগার কে নির্বাচক করা উচিত না। কারন ৫ জন বা ১০ জন নির্বাচকের প্রিয় ফল “আপেল” আর প্রিয় খাবার “বার্গার” হলেই সব ব্লগারের "আপেল বা বার্গার" ভাল লাগতে নাও পারে। ভিবিন্ন মতবাদের, বিভিন্ন দলের ব্লগারদের দিয়ে পোস্ট নির্বাচিত করা হলে ভাল হয়।
*নির্বাচক’রা যদি নিজেদের নতুন কোনো এজেন্ডা নিয়ে কাজ করেন, বা সিন্ডিকেট তৈরি করতে চান সেটা দৃষ্টিকটু দেখায়।
*যদি সুধুই গল্প/কবিতা/উপন্যাস/ইতিহাস পোস্টই নির্বাচিত করবেন আর অন্যান্য পোস্ট আস্তকুড়ে ফেলবেন তাহলে বুঝব আপনার বল্গিং জ্ঞান বলে কিছু নেই। সুধুই গল্প/কবিতা/উপন্যাস/ইতিহাস ছাড়াও সুন্দর সুন্দর ছবি পোস্ট দিয়েও ব্লগিং হয়। আবার আমার মত যারা গল্প কবিতা লিখতে না পারি তারাও নিজের “আত্তকথন” দিয়ে পোস্ট দিতে পারি, এলাকার বিভিন্ন সমস্যা বা ঘটনা তুলে ধরেও পোস্ট দেওয়া যায় এটাও পরিপুর্ন ব্লগিং এর নিয়ম।
আমি ক্ষুদ্র ব্লগার তাই আমি আপনাকে কিছু না বলে এই বিষয়ে ফিউশন ফাইফ’ এর উপরের উল্লেখিত পোস্টের ৩০০ নম্বর কমেন্টের উত্তর হুবুহু তুলে ধরলাম।
প্রকৃত ব্লগিং মানে হল নাগরিক সাংবাদিকতা। রাজশাহীতে ঈদের চাঁদ দেখার খবরটি যিনি দিচ্ছেন, পুরান ঢাকায় দালান ধসে পড়ার খবর যিনি মুহূর্তে ব্লগে তুলে দিচ্ছেন, প্রকৃত ব্লগিং সেইটাই। এর বাইরে ব্লগিংয়ের ডালপালা আরো আছে, কিন্তু সাহিত্যের স্থান সেখানে নেই। দুনিয়ার কোথাও নেই। কিন্তু প্রধানত সামহোয়্যারইনকে ঘিরে বাংলাব্লগের ধরনটা দিনে দিনে এমনভাবে গড়ে ওঠেছে, যার প্রায় পুরোটাই সাহিত্যনির্ভর। সাহিত্যপ্রেমী বাঙালি অনলাইনে ছড়া-কবিতা-গল্প লেখালেখিকে একধরনের ব্লগিং ভাবছে। কিন্তু সেটি ভুল, পুরোপুরি ভুল। তবে সাহিত্য নিয়ে ব্লগ যে একেবারে নেই, তা নয়। কিন্তু তার রূপ ভিন্ন, বাংলাব্লগে কবিতা-ছড়া-গল্প-উপন্যাস সহযোগে সাহিত্যচর্চার যে রূপটি দেখি সেরকম নয়। কেউ হয়তো দুনিয়া ঘুরে ঘুরে তার অভিজ্ঞতাগুলো ব্লগে লিখছেন, পশ্চিমে সেটাকেই 'সাহিত্য' হিসেবে দেখা হচ্ছে।
আরো নিশ্চিত হতে চাইলে বিশ্বের সবচেয়ে নামি ব্লগ সার্চ ইঞ্জিন টেকনোরাতির টপলিস্টে চোখ রাখুন। বিশাল সেই তালিকায় যেসব ব্লগ অন্তর্ভূক্ত, তার কোনোটি সংবাদভিত্তিক, কোনোটি প্রযুক্তিভিত্তিক, কোনোটি অন্য বিষয়ের। কিন্তু বিষয় হিসেবে সাহিত্য সেখানে নেই, নামগন্ধও নেই।
.........আর যাই হোক, সাহিত্যের শাখা-প্রশাখা মাথায় রেখে ব্লগের জন্ম হয়নি। বরং প্রথাগত সবকিছুর বিরুদ্ধে দাঁড়ানোর লক্ষ্য থেকেই ব্লগের জন্ম।
আমি আমার মত প্রকাশ করলাম মাত্র, বাকিটা আপনারা ভেবে দেখবেন। হ্যাপি ব্লগিং
২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এত জ্ঞান গম্যি আমার হয় নাই যে নির্বাচিতো পাতা নিয়ে মন্তব্য করবো। তবে এটা ঠিক যে অনেক ভালো ভালো পোস্ট বাকি রয়ে যায়। তবে সামুর নির্বাচিতো পাতাটা ইউনিক বলতে পারি। নির্বাচিতো পাতা নিয়ে অনেকের হতাশা আছে। যেহেতু এটা প্রিমডারেটেড ব্লগ না তাই নির্বাচকদের চব্বিশ ঘন্টা থাকা উচিত। নির্বাচক নিয়েও এখন কথা আসবে। নির্বাচক কে কখন থাকেন জানি না কেউ ই জানে না। তবে নির্বাচিতো পাতায় ভালো পোস্ট আসে কিন্তু এরপরো অনেক ভালো পোস্ট বাকি রয়ে যায়।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২৫
s r jony বলেছেন:
যেহেতু এটা প্রিমডারেটেড ব্লগ না তাই নির্বাচকদের চব্বিশ ঘন্টা থাকা উচিত। --সহমত
তবে নির্বাচিতো পাতায় ভালো পোস্ট আসে কিন্তু এরপরো অনেক ভালো পোস্ট বাকি রয়ে যায়। --সহমত।
এইসব কারনেই আমার ক্ষুদ্র মস্তিকে যেটুক বুঝেছে সেই মোতাবেক পরামর্শ দিয়েছি।
৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১২
নিরপেক্ষ মানুষ বলেছেন: খাঁটি কথা।পিলাচ
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২৫
s r jony বলেছেন: ধন্যবাদ
৪| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৮
*কুনোব্যাঙ* বলেছেন: সুধু মাত্র আপনার পরিচিত ব্লগার, তাকে খুশি করতে তার পোস্ট নির্বাচিত করতে আপনে পারেন না। আবার তেমনি নিজেকে ফ্রেস, সুশীল, বা মহান হিসেবে প্রতিষ্ঠা করতে আপনি আপনার পরিচিত ব্লগারদের কোনো লেখাই নির্বাচিত করবেন না, এটাও মেনে নেওয়া যায় না।
পোষ্ট ভালো লাগছে পুত্তুম পিলাসটাও আমি দিছি। তবে ফিফার নাগরিক সাংবাদিকতা বিষয়ক কথার সাথে দ্বিমত আছে। ব্লগ হইল ওয়েব লগ, আমার লেখার খাতা। আমি লিখব। কম্যুনিটি ব্লগে লিখলে অবশ্যই চেষ্টা করব আরেকটু বেশী ইনফরমেটিভ আরেকটু বেশী ক্রিয়েটিভ রাইটিং এর। কিন্তু ব্লগে এসে সবারই প্রথমে সাংবাদিক হওয়ার চিন্তা করতে হবে আর ভেরতরের পাতায় এক কলামে বা সাহিত্য সাময়ীকি পাতার মত সাপ্তাহিক ক্রোড়পত্রে গল্প কবিতা ছাপা হবে এমন যুক্তি মানা যায়না। ফিফারে মাইনাস।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩০
s r jony বলেছেন:
আপনাদের মতামত ও চিন্তার জন্যে উভয়'কে তুলে ধরেছি।
এক দিকে ব্লগার'দের করনিয় অন্যদিকে নির্বাচকদের জন্যে পরামর্শ,
এক দিকে গল্প/কবিতা/উপন্যাস/ইতিহাস / ছবি/“আত্তকথন”/ বিভিন্ন সমস্যা বা ঘটনা কে ব্লগ বলেছি, আবার উলটা যুক্তিটা ফিফার পোস্ট থেকে তুলে ধরেছি।
৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গ্যালারিতে কফি নিয়ে বসলাম। দেখি পক্ষে বিপক্ষে কি মন্তব্য আসে। সবশেষে মন্তব্য জানিয়ে যাব।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩২
s r jony বলেছেন:
কফি কি এখনো ঠান্ডা হয় নাই?
৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:২৭
খাটাস বলেছেন: সবার পছন্দ এক নয়। নির্বাচিত পাতায় কোন নির্দিষ্ট বেক্তির পছন্দ প্রাধান্য পায়। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী নাকি পাঠকের অনুভুতি অনুযায়ী কোন পোষ্ট কে নির্বাচিত পাতায় স্থান দেন , সেটাই বিবেচ্য বিষয়। পোষ্ট এ ব্লগিং এর সংজ্ঞা দিয়ে আপনার প্রস্তাব গুলো দেয়ায়, পোষ্ট অনেক শক্ত হয়েছে। সমর্থন দিলাম। আর মতামত এ সম্মান স্বরূপ প্লাস।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩২
s r jony বলেছেন: সমর্থন ও প্লাস দেবার জন্যে ধন্যাবাদ ভাই
৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৬
রিমন রনবীর বলেছেন: সহমত জানিয়ে বসে রইলাম।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩২
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই
৮| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০০
হুমায়ুন তোরাব বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:
গ্যালারিতে কফি নিয়ে বসলাম। দেখি পক্ষে বিপক্ষে কি মন্তব্য আসে। সবশেষে মন্তব্য জানিয়ে যাব।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩৩
s r jony বলেছেন: আর বসে থাইকেন না ভাই, কফি ঠান্ডা হইয়া যাইব
৯| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
আমিনুর রহমান বলেছেন:
আপনি তো ভাই অসাধারন লিখেন !! সবার পছন্দ এক নয় কিন্তু এটাও সত্যি কারো কারো পছন্দের মাপকাঠি আমাকে ব্যপক হাসির খোরাক দেয়
আমি দেখেছি সবাই নিজের পোষ্ট নির্বাচনী পাতায় না গেলে এই ধরনের পোষ্ট প্রসব করে থাকে। কিন্তু আপনি প্রথম ব্যাক্তি যার প্রায় ম্যাক্সিমাম পোষ্ট নির্বাচিত পাতায় যায় তারপরও এই ধরনের পোষ্ট আপনাকে অনেক মহিমান্বিত করেছে ...
স্যালুট কমরেড ...
+
একটা এন্টেনার ছবি
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩৭
s r jony বলেছেন: আমি জানি ভাই আপনি খুব বড় মানুষ, খুব ব্যাস্ত মানুষ, তাই বলে সুধু পোস্টের শিরোনাম দেখেই কমেন্ট করলেন!!। অন্তত আমার পোস্ট'টা সম্পুর্ন পড়বেন বলে আশা করেছিলাম। আর এই পরামর্শ মুলক পোস্টে আপনি পরামর্শ দিবেন বলেই আশা করেছিলাম, সেটা ব্লগার হিসেবেই হোর অন্য কিছু হিসেবেই হোক।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৬
s r jony বলেছেন: গন বিজ্ঞপ্তি
ইহা জ্বালাময়ি পোস্ট নহে, ইহা পরামর্শ মুলক পোস্ট।
আপনের এন্টির ছবি আপলোড করতে সমস্যা হইছে, তাই আমি দিয়া দিলাম
১০| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
কান্ডারী ভাই বলেছেন:
গ্যালারিতে কফি নিয়ে বসলাম। দেখি পক্ষে বিপক্ষে কি মন্তব্য আসে। সবশেষে মন্তব্য জানিয়ে যাব।
ভাইর সাথে আমিও বসলাম।
কফির বিলটা কিন্তু আপনারেই দিতে হবে
।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩৯
s r jony বলেছেন:
আমি হত দরিদ্র ক্ষুদ্র ব্লগার,
"চা"খাওয়ার পয়সাই সব সময় পকেটে থাকে না, কফি তো দুরের বাতি ঘর
১১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
বাংলার হাসান বলেছেন: গ্যালারিতে কফি নিয়ে বসলাম। মন্তব্য পরে দিব।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৩৯
s r jony বলেছেন: পোস্ট না লিখে সামুতে কফি বেচলেই মনে হয় ভাল করতাম
১২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মোঃ কবির হোসেন বলেছেন: ভাই আপনার সাথে পুরোটাই একমত। সত্য উচ্চারনের জন্য অনেক ধন্যবাদ।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪০
s r jony বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৩| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
টানিম বলেছেন: পিলাছ । ভালো বলেছেন ।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪০
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই
১৪| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সিদ্ধার্থ. বলেছেন: অবিলম্বে আমাকে পোস্ট নির্বাচক হিসাবে নিযুক্ত করতে জুতা চিন্হে ভোট দিন ।
আপনার পোস্টে প্লাস ।কারণ আমার পোস্ট মডু গুলা ছুয়েও দেখে না ।
তয় ফিফা কে মাইনাস ।ওই নিয়ে অনেক তর্ক হয়ে গেছে ।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৩
s r jony বলেছেন:
যদি উপরের পরামর্শ গুল গ্রহন করেন তাহলে প্রথম ভোট'টা আমিই দিব, হোক সেটা জুতা মার্কা বা চপ্পল মার্কা।
প্লাসের জন্যে ধন্যবাদ,
আর ফিফাকে কিছু কইয়েন না, সে আমার প্রিয় ব্লগারদের একজন।
১৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১৭
শামিল কায়সার বলেছেন: যদিও সামুতে আসা বহুত আগেই ছাইরা দিছি, লেকিন (লেকিন একটি পগতিশীল শব্দ, যার অর্থ হলো কিন্তু) কার্টুনগুলা দেখে আর লোভ সাম্লাইতার্লাম্না।
ফেবুতে কথা হইবেক।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৯
s r jony বলেছেন: অনেক অনেক দিন পরে আপনাকে দেখলাম, কেমন আছেন ভাই?
সামুতে ফিরে আসার ও নিয়মিত ব্লগিং করার অনুরোধ রইল
১৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:০৬
আশীষ কুমার বলেছেন: ভালো মন্দ বুঝবেন কীভাবে? মাইনাস বাটনই তো নাই।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৯
s r jony বলেছেন: লাইক বাটন দিয়েই বুঝা যায়।
মন্তব্যের জন্যে ধন্যবাদ
১৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩৫
বটের ফল বলেছেন: সমর্থন জানিয়ে গেলাম।
দেখি কোন বাপের ব্যাটা আপনাকে ব্যান করে!!!!!!!!!!
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫০
s r jony বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ
১৮| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:০৯
তারছেড়া লিমন বলেছেন: খাটি কথা ভাই.................হ্যাপি ব্লগিং
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫০
s r jony বলেছেন: ধন্যবাদ ভাই,
হ্যাপি ব্লগিং
১৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫১
নাজিম-উদ-দৌলা বলেছেন: কত বাহারি পোস্টে দেখি নির্বাচিত পাতা ভরে যায় অথচ আমার শেষ তিনটা গল্পের একটাও নির্বাচিত পাতায় জায়াগা পায়নি।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫১
s r jony বলেছেন: সমবেদনা রইল
২০| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:১১
ঘুড্ডির পাইলট বলেছেন:
সামনে একটা পোষ্ট দিবো নিরবাচীত পাতায় দিয়া দিলে পেট ভরা মিস্টি
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫১
s r jony বলেছেন: মিস্টি খাওয়ার লাইনে দাড়াইলাম
২১| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩২
লাবনী আক্তার বলেছেন: সহমত!
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৩
s r jony বলেছেন:
আমার পোস্টের মিনিমাম ১৫ জন নিয়মিত ভিজিটর পোস্ট পড়ে গেছেন কিন্তু মন্তব্য করার সাহস পাননি, আপনি সেই সাহস পেয়েছেন। আপনাকে ধন্যাবাদ আপু।
২২| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ১১:১৭
রুপম শাহরিয়ার বলেছেন: কান্ডারী ভাই বলেছেন:
গ্যালারিতে কফি নিয়ে বসলাম। দেখি পক্ষে বিপক্ষে কি মন্তব্য আসে। সবশেষে মন্তব্য জানিয়ে যাব।
ভাইর সাথে আমিও বসলাম।
কফির বিলটা কিন্তু আপনারেই দিতে হবে ।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৪
s r jony বলেছেন:
বুঝলাম, ব্লগিং না করে কফি বেচতে হইবে
২৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:১২
তাসজিদ বলেছেন: মডুদের যে বাশ দিলেন না........................জোশ.........।।
আবার বান না করলেই হয়।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৫
s r jony বলেছেন: প্লিজ সম্পুর্ন পোস্ট পড়েন।
আমি কাউকেই বাশ দেই নাই,
সুধু পরামর্শ দিয়েছি
২৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: ১২ তম ভালোলাগা ভ্রাতা
কেমন ছিলেন ? ভালো থাকবেন সবসময়
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৬
s r jony বলেছেন: আরে আপনে? এতদিন কই ছিলেন? কেমন আছেন?
সামুতে ফিরে আসার ও নিয়মিত ব্লগিং করার অনুরোধ রইল
২৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: এসব পোস্ট কমেন্ট করতে ভয় করে
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৮
s r jony বলেছেন: "শাসন করে যিনি, আদর করেন তিনি"।
সামুকে ভালবাসলে, তার ভালর জন্যেই পরামর্শ দেয়া উচিত, তাই কিছু ফাউ পরামর্শ দিলাম।
২৬| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪৪
স্পেলবাইন্ডার বলেছেন: ঠিক।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৮
s r jony বলেছেন: ধন্যবাদ
২৭| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৪৮
~মাইনাচ~ বলেছেন: এভাবে বলতে নেই দাদা, কেউ একজন মাইনড খাইব
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৫৯
s r jony বলেছেন: কেমন আছেন ভাই?
সামুতে ফিরে আসার ও নিয়মিত ব্লগিং করার অনুরোধ রইল
২৮| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:৫১
অপর্ণা মম্ময় বলেছেন: পোস্টের ভেতরের কথাগুলোকে যুক্তি দিয়েই দেখলাম তুলে ধরা হয়েছে । কিন্তু পোস্টের শিরোনাম এমন কেন ?
আমি নিয়মিত ব্লগিং করছি এখানে মাস দেড়েক হবে । এর মাঝে নির্বাচিত পাতায় আমার দুটো লেখা গেলেও আমার চোখেও পড়েছে এমন কিছু পোস্ট আছে যা নির্বাচিত পাতায় স্থান পেয়েছে যেখানে এর চেয়েও ভালো লেখা জায়গা পায়নি।
নির্বাচিত হবার মানদণ্ড আসলে কিসের উপরে নির্ভর করে ? সর্বাধিক লাইক, শেয়ার, মন্তব্য নাকি লেখার মানের উপরে ? এসব নিয়ে মন্তব্য করতে গেলে আরও ভালোভাবে নির্বাচিত পাতা ফলো করতে হবে ।
আপনার পোস্টের শিরোনাম ভালো লাগে নাই ।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০১
s r jony বলেছেন: "শিরোনাম" ছিল মহান ব্লগার "ফিফা"র থেকে চুরি করা, যেটা পোস্টের শুরুতেই আমি বলে দিছি।
নির্বাচিত হবার মানদণ্ড আসলে কিসের উপরে নির্ভর করে সেটা নিয়েই কথা বলার জন্যে এই পোস্ট দিয়েছি, কিন্তু আফসুস, নির্বাচক'রা পোস্টে কোনো কমেন্ট করে নই
২৯| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২৪
মাহতাব সমুদ্র বলেছেন: মডু হইবার সম্ভাবনা দেখা যায়...
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৪
s r jony বলেছেন:
অন্তত এই জনমে সেটা সম্ভব না, কারন এইটাপের কাজ করার কোনো ইচ্ছা আমার নাই
৩০| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:৪৪
অদৃশ্য বলেছেন:
বেশ বলেছেন... এরকম লিখাওতো মাঝে মাঝে আসা দরকার
শুভকামনা...
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৪
s r jony বলেছেন: ধন্যবাদ আপনাকে
৩১| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বলেছিলাম কফি নিয়ে গ্যালারিতে বসেছি পক্ষে বিপক্ষে মন্তব্য দেখে পরে এসে মন্তব্য করে যাব। মাঝ পথে এলাম পরে আবার আসব। তার আগে পোস্ট দাতা এবং পক্ষে বিপক্ষে মন্তব্য যারা করছেন তাঁদের জন্য দুটি প্রশ্ন রেখে যাচ্ছি প্রশ্নের উত্তর দেখে আবার আসব মন্তব্য করতে।
১। সামু ব্লগারদের বেস্ট ফেসবুক স্ট্যাটাস সংকলন -২য় পর্ব
২। লেগিংস
১ নাম্বার পোস্ট নির্বাচিত পাতায় স্থান পেয়েছে কিন্তু ২ নাম্বার পোস্ট নির্বাচিত পাতায় স্থান পায়নি। আপনাদের এই দুটি পোষ্টের সম্পর্কে অভিমত জানতে চাইছি। প্লিজ ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা পড়ে আবার এসে মন্তব্য করে যাব।
যাদের পোষ্টের লিঙ্ক শেয়ার করলাম প্লিজ আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৭
s r jony বলেছেন: আতিব গুরুত্বপুর্ন বিষয় তুলে ধরেছেন, দেখি কে কি বলে।
৩২| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৩
এবং ব্রুটাস বলেছেন: পোস্টর কন্টেন্ট ভালো কিন্তু শিরোনামটা পছন্দ হয়নি।
আর আপনাকে মডু বানানোর দাবী জানালাম।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:০৮
s r jony বলেছেন: "শিরোনাম" ছিল মহান ব্লগার "ফিফা"র থেকে চুরি করা, যেটা পোস্টের শুরুতেই আমি বলে দিছি।
মডু ও নির্বাচক দুইটা ভিন্ন পদ।
আর ইয়ে অন্তত এই জনমে সেটা সম্ভব না, কারন এইটাপের কাজ করার কোনো ইচ্ছা আমার নাই
৩৩| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:২৬
অপর্ণা মম্ময় বলেছেন: আমি মন দিয়েই পড়ে দেখেছি ফিফার ব্লগের কথা উল্লেখ করা হয়েছে।
তবুও বলব শিরোনাম ভালো হয় নি। অন্যভাবেও শব্দের প্রয়োগে নির্বাচকদের মনোযোগ আকর্ষন করা যেতো।
যাই হোক , নির্বাচক কারা কারা জানতে মুঞ্চায়
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩৬
s r jony বলেছেন: ওকে অক্কে,
মাইনে নেনু।
নির্বাচক কারা কারা আমারো জানতে মুঞ্চায়
৩৪| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার লাস্ট পোষ্ট নির্বাচিত হয় নি তাই নির্বাচকরা এই মূহুর্তে এত্তগুলো পচা ! তার আগের পোষ্ট নির্বাচিত হয়েছিলো তখন নির্বাচকরা ঐ এত্তগুলো ভালো ছিলো !
আসল কাহিনী হচ্ছে এইটা ! :-<
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৩৮
s r jony বলেছেন:
হা হা হা হা,
সুধু শিরোনাম নয়, পুরা পোস্ট পড়ার অনুরোধ রইল।
আর ইয়ে আমার ম্যাক্সিমাম পোস্টই কিন্তু নির্বাচিত পাতায় যায়
৩৫| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৪৩
~মাইনাচ~ বলেছেন: হুম ভাল
নিয়মিত হবো
আচ্ছা এই পোষ্ট কি তারা মানে যাদের কথা বলেছেন পোষ্টে, নির্বাচিত পাতায় নিয়ে গেছে?
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬
s r jony বলেছেন: আপনার কি মনে হয়?
৩৬| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৭
এবং ব্রুটাস বলেছেন: আমি ফিফার পোস্টগুলো থেকে যা বুঝেছি সামহোয়ারিন ব্লগের জন্য ফিফা যা করেছে আর এখনও যা করে থাকে তাতে ফিফার পক্ষে অনেক কথাই মানিয়ে যায়।.....................
মাফ করবেন ছোটমুখে বড় কথা হয়ে গেল।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৮
s r jony বলেছেন: আমার পোস্ট’টি পুনরায় পড়ার অনুরোধ রইল, পোস্টের শিরোনাম দিয়েই আমি “প্রিয় সহ ব্লগারগন” দিয়ে দুইটি “প্যারা” লিখেছি, অর্থাৎ ব্লগার’রা নির্বাচিত পাতা নিয়ে উক্ত শিরোনামের মতই বকা দেয় এবং এটা যে অনুচিত সেটা উক্ত দুইটি প্যারায় যুক্তি দিয়ে বুঝিয়েছি। শিরোনাম যে একটি “চুরি করা এট্যাকটিভ স্যাট্যায়ার ডায়ালগ” সেটা কি বুঝতে পারেন নাই? পোস্টের সাথে “সারমর্ম”/“পাদটিকা”উল্লেখ করতে হবে?
ব্লগার ফিফা ঐ শিরোনাম দিয়েছে, তাকে কেন আপনারা তখন কিছু বলেন নাই? সে সেলিব্রেটি ব্লগার তাই? ওওওও বুঝলাম, “কৃষ্ণ করলে লিলা খেলা, আর আমরা করলেই ঢঙ্গ”। সামুতে সকল ব্লগারেরই সমান অধিকার হবার কথা, নাকি আপনেরা শ্রেনি বৈষম্য খুজেন? ব্লগারদের বৈষম্য করা কি ঠিক?
৩৭| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ২:৫৭
*কুনোব্যাঙ* বলেছেন: প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আমার লাস্ট পোষ্ট নির্বাচিত হয় নি তাই নির্বাচকরা এই মূহুর্তে এত্তগুলো পচা ! তার আগের পোষ্ট নির্বাচিত হয়েছিলো তখন নির্বাচকরা ঐ এত্তগুলো ভালো ছিলো !
ঝাঝা কমেন্ট
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯
s r jony বলেছেন: ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৮ *কুনোব্যাঙ* বলেছেন: সুধু মাত্র আপনার পরিচিত ব্লগার, তাকে খুশি করতে তার পোস্ট নির্বাচিত করতে আপনে পারেন না। আবার তেমনি নিজেকে ফ্রেস, সুশীল, বা মহান হিসেবে প্রতিষ্ঠা করতে আপনি আপনার পরিচিত ব্লগারদের কোনো লেখাই নির্বাচিত করবেন না, এটাও মেনে নেওয়া যায় না।
৩৮| ০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টের সন্মানিত লেখক দেখলাম ৯ নং এবং ৩১ নং মন্তব্যের জবাব খুব সুকৌশলে এড়িয়ে গেলেন। বাহ বাহ বেশ বেশ !!! অথবা এই মন্তব্য লেখকের এন্টেনার ফ্রিকুয়েন্সি লেভেলে ধরা পরেনি।
আপনার পোস্ট টি খুবি চমৎকার একটি পোস্ট ছিল তবে কিছু কিছু স্থানে অসঙ্গতি রয়েছে যেটা আপনার উক্ত মন্ত্যব্যের সঠিক জবাব পেলে পরিষ্কার হয়ে যেত। যেহেতু জবাব পাওয়া গেল না তাই এই পোস্ট থেকে হতাশা ছাড়া আর কিছুই পেলাম না।
অন্তত একজন সচেতন ব্লগার হিসেবে আপনাকে চিনি এবং সেই চেনার পরিসর থেকেই বলছি যে আপনার পোস্টের শিরোনাম এর ব্যাপারে ৩৩ নং মন্তব্যের সাথে একমত।
তবে আমি যেটা দেখেছি আপনার অনেক পোস্ট ইষ্টিকি হয়েছে এবং নির্বাচিত হয়েছে। এই ব্যাপারে আপনার অভিমত জানতে চাই ?
তবে আমিও ৩৩ নং মন্তব্যের সাথে জানতে চাই যে এই মুহূর্তে ব্লগে নির্বাচক কারা ?
সবশেষে আপনাকে স্যালুট জানাই অন্তর থেকে এমন একটি দুর্দান্ত পোস্ট দেয়ার জন্য।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১২
s r jony বলেছেন: ৯নং মন্তবে কোনো “?” চিহ্ন নেই, তাই ঐখানে কোনো প্রশ্নও থাকার কথা না, তাপরেও যেহেতু আপনি বলছেন সেক্ষেত্রে প্রশ্ন হলঃ আমার পোস্ট নির্বাচিত পাতায় যায় তাহলে আমি কেন নির্বাচিত পাতা নিয়ে প্রশ্ন করি?
উত্তরঃ সকল ব্লগারের কে সমান চোখে দেখা হোক, কোনো ব্লগারের ব্যাক্তিগত পরিচয়, ব্লগারের নিকের বয়স দিয়ে বিচার না করে “ভাল” পোস্টই নির্বাচিত করুক, এই আশায় এই পরামর্শ মুলক পোস্ট দেয়া।
আমার পোস্ট নির্বাচিত পাতায় যায় বলেই কি আমি চুপ করে তেল মেরে যাব? অন্য ব্লগারদের ভাল পোস্টের পক্ষে কথা বলার অধিকার কি আমি রাখি না? আমি কি সামুর শুভাকাঙ্ক্ষী নই? আমি কি সামুর ভাল মন্দ বলতে পারব না? আমার কি পরামর্শ দেবার অধিকার নাই?
৩১ নং মন্তব্যের প্রশ্নঃ আপনার দেওয়া লিংক ১ এর নির্বাচিত পাতায় যাওয়া এবং ২ এর না যাওয়া নিয়ে বক্তব্য চেয়েছেন।
উত্তরঃ আপনে এখানে কমেন্ট করাতে,আমি উক্ত পোস্টি দেখতে যাই এবং মন্তব্য করি, এরপর দেখা যায় উক্ত পোস্ট’টিও নির্বাচিত পাতায় নেওয়া হয়েছে। যেহেতু দুটি পোস্ট’টিও নির্বাচিত পাতায় চলে গেছে এতএব আপনার প্রশ্ন আর রইল না, তাই উত্তর দেওয়া হয় না।
৩৩ নং মন্তব্যের বিষয় আমার ব্যাখ্যাঃ শিরোনাম ভাল হয় নি সেটা আমি “মেনে নিয়েছি” বলেই মন্তব্যের রিপ্লাইও দিয়েছি।
আমার পোস্ট’টি পুনরায় পড়ার অনুরোধ রইল, পোস্টের শিরোনাম দিয়েই আমি “প্রিয় সহ ব্লগারগন” দিয়ে দুইটি “প্যারা” লিখেছি, অর্থাৎ ব্লগার’রা নির্বাচিত পাতা নিয়ে উক্ত শিরোনামের মতই বকা দেয় এবং এটা যে অনুচিত সেটা উক্ত দুইটি প্যারায় যুক্তি দিয়ে বুঝিয়েছি। শিরোনাম যে একটি “চুরি করা এট্যাকটিভ স্যাট্যায়ার ডায়ালগ” সেটা কি বুঝতে পারেন নাই? পোস্টের সাথে “সারমর্ম”/“পাদটিকা”উল্লেখ করতে হবে?
তাছাড়া ব্লগার ফিফা ঐ শিরোনাম দিয়েছে, তাকে কেন আপনারা তখন কিছু বলেন নাই? সে সেলিব্রেটি ব্লগার তাই? ওওওও বুঝলাম, “কৃষ্ণ করলে লিলা খেলা, আর আমরা করলেই ঢঙ্গ”। সামুতে সকল ব্লগারেরই সমান অধিকার হবার কথা, নাকি আপনেরা শ্রেনি বৈষম্য খুজেন? ব্লগারদের বৈষম্য করা কি ঠিক?
৩৩ নং মন্তব্যের আর একটি প্রশ্ন করেছেনঃ নির্বাচক কারা কারা?
উত্তরঃ আমি আমার পোস্টেই উল্লেখ করেছি “আমি নির্বাচক নই, এমন কি আমার চৌদ্দগুস্টির কেউ নির্বাচক না।“।
নির্বাচক কারা কারা সেটা আমি কিভাবে জানব? নির্বাচক’রা কি গলায় “আইডি কার্ড” লাগিয়ে ঘুরে বেড়ায়? নাকি জনে জনে বল্যে বেড়ায় তারা নির্বাচক? তার তাদের কোনো পোস্টে কি বলেছে তারা নির্বাচক?
আমি অতি সাধারন মানের ক্ষুদ্র ব্লগার, আমার এন্টিনার ফিকুয়েন্সি লেভেল খুব কম, আমি ঘোরপ্যাচ বুঝি না, আমাকে যা বলবেন সরাসরি বলেন, গালি দিতে চাইলেও সরাসরি দেন।
অফ টপিকঃ আপনার দেয়া ৩১ নং মন্তব্যটি মুছে ফেলার জন্যে আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু আমার অফিসে ইলেকট্রিসিটি মেইন্টেনেস এর কাজ চলছিল তাই গতকাল বিকালে থেকে আর কম্পু চালাতে পারি নাই, ডিলিট করা হয় নাই। আজ অফিসে এসেই ডিলিট করব ভেবেছিলাম কিন্তু আপনি এই কমেন্টেই আবার উক্ত কমেন্টের রিফারেন্স টেনেছেন তাই এখন আর সেটা ডিলিট করা সম্ভব না।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
s r jony বলেছেন:
ভেবেছি কিছু পরামর্শ দেওয়াতে আমাকে আপনারা ধন্যবাদ দিবেন, অথবা পরামর্শ খারাপ বলে যুক্তি দিবেন, কিন্তু আপনারা মুল ইস্যু (পোস্ট নির্বাচন পদ্ধতি সুদ্ধি করন) বাদ দিয়ে কথা বলছেন। সেটা কাম্য নয়
৩৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৬
মামুন রশিদ বলেছেন: ব্লগের অনেক সমস্যার সমাধান হয়েছে, এবার নির্বাচনী পাতা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে কর্তৃপক্ষকে ।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২০
s r jony বলেছেন: সেটাই তো চাইছি ভাই।
৪০| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১১
মনিরা সুলতানা বলেছেন: মডু কারা জানতে মুঞ্চায় ...।
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২১
s r jony বলেছেন: যতদূর জানি "মডু" আর পোস্ট "নির্বাচক" আলাদা ।
৪১| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৬
s r jony বলেছেন:
ভেবেছি কিছু পরামর্শ দেওয়াতে আমাকে আপনারা ধন্যবাদ দিবেন, অথবা পরামর্শ খারাপ বলে যুক্তি দিবেন, কিন্তু আপনারা মুল ইস্যু (পোস্ট নির্বাচন পদ্ধতি সুদ্ধি করন) বাদ দিয়ে কথা বলছেন। সেটা কাম্য নয়
৪২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৮
চারশবিশ বলেছেন: আমি জানি আমার উল্টা পাল্টা লেখা কোন দিনই নির্বাচিত হবে না
কিন্তু তাও লেখি
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৭
s r jony বলেছেন: লিখেন, ভাল লিখেন, তাহলেই নির্বাচিত পাতায় যাবে।
৪৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন আপনাকে ধন্যবাদ দেয়ার আমার কিছু নাই। হ্যাঁ এই কথা সত্যি নির্বাচনী পাতা নিয়ে আমাদের সকলেরই কম বেশী অভিযোগ রয়েছে তাই বলে এভাবে ব্যাক্তি আক্রমণ মূলক কিংবা কাউকে হেও করে কিছু বলার অধিকার আমাদের কারো নেই। আপনার পোস্ট তখনই রুচির পরিচয় দিত যখন দেখতাম সেখানে মার্জিত ভাষার প্রয়োগ আপনি যথাযথ ভাবে করেছেন এবং কিছু গঠন মূলক সমালোচনা করেছেন।
এখন আপনি নিজেকে কৃষ্ণ ভাবতে শুরু করলেই হবেনা। দেখতে হবে লোকে আপনাকে কৃষ্ণ মনে করে কিনা। আর কৃষ্ণই যে সবসময় ঠিক হবে সেটা কিন্তু নয়। আর কৃষ্ণের লীলা খেলা না খেলে উনার ভাল কিছু অনুসরণ কেন করেন না শুধু খারাপটাই বেছে নেয়া কোথা হতে শিখলেন ? অন্তত একজন সচেতন ব্লগার হিসেবেই আপনাকে চিনি ও জানি কিন্তু আপনার পোস্টের এই করুন অবস্থা অন্তত আমি কিছুতেই মেনে নিতে পারিনা আপনার একজন ভাল শুভাকাঙ্ক্ষী হিসেবে।
কই আপনার পোস্ট যখন ইষ্টিকি হয় বা নির্বাচিত পাতায় যায় তখনত ধন্যবাদ জানিয়ে কোন পোস্ট দেন না কেন রে ভাই ? যদি কারো গুন গাইতে না পারেন তবে দোষ ধরার অধিকার কোথায় পান ভাই ?
সবাই ভাল লেখে তাই বলেকি সবার লেখাই নির্বাচিত পাতায় স্থান পাবে আর মানুষের ভুল ত্রুটি থাকবেই তাই বলে একদম গুষ্টি উদ্ধার করার কি কোন দরকার আছে এভাবে পোস্ট দিয়ে তাহলে আর নির্বাচিত পাতার দরকার কি ? বরং কিছু সুন্দর পরামর্শ দিন নতুবা নিজেই সামুকে বলেন যেন আপনাকে নির্বাচক বানিয়ে দেয় । তখন দেখি আপনি কি করেন ?
ভাই আমার অনেক পোস্ট আছে নির্বাচিত পাতায় যায় নাই তাতে কি আমার খুব ক্ষতি হয়ে গেছে ? অন্তত আপনার তুলনায় আমার অনেক কম পোস্ট নির্বাচিত পাতায় স্থান পেয়েছে। তবু আমি আপনার মত এভাবে কাদা ছোরার পক্ষে নই।
আপনার পোস্ট এর শিরোনাম সত্যি খুব অশালীন এ ছাড়া বাকি সব ঠিকই ছিল। ধন্যবাদ। দেখুন আমাদের সমস্যা এখানেই।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭
s r jony বলেছেন: বাহ! বাহ! চমৎকার চমৎকার ।
আমার নিজের লেখায় কোথায় খারাপ ভাষা ব্যাবহার করেছি? আমি কোথায় ব্যাক্তি আক্রমন করেছি? পোস্টের শিরোনাম যে অনুচিত সেটা আমি আগেই বলেছি, উপরের মন্তব্যের কপি দিলাম আবার দেখেনঃ
পোস্টের শিরোনাম দিয়েই আমি “প্রিয় সহ ব্লগারগন” দিয়ে দুইটি “প্যারা” লিখেছি, অর্থাৎ ব্লগার’রা নির্বাচিত পাতা নিয়ে উক্ত শিরোনামের মতই বকা দেয় এবং এটা যে অনুচিত সেটা উক্ত দুইটি প্যারায় যুক্তি দিয়ে বুঝিয়েছি। শিরোনাম যে একটি “চুরি করা এট্যাকটিভ স্যাট্যায়ার ডায়ালগ” সেটা কি বুঝতে পারেন নাই?
ঘুরিয়ে প্যাচিয়ে আমার পোস্টের মোটিভ ঘুরিয়ে এখন অন্য দিকে নেবার চেস্টা করছেন কেন? আসুন, একই ইস্যুতে আলোচনা করুন, সুধু সুধি উদুর পিন্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।
আর ইয়ে মুভিতে দেখা সেলিব্রেটি শাহরুখ খানের ড্রেস কিন্তু আমি কিনে পড়ার চেস্টা করি।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯
s r jony বলেছেন: সামুতে সকল ব্লগারেরই সমান অধিকার হবার কথা,
কিন্তু শ্রেনি বৈষম্য আছে সেটা জানলাম। ধন্যবাদ।
৪৪| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০
~মাইনাচ~ বলেছেন: যদি নিয়ে যেত তাহলে বলতাম।
এমনিতেই আমাদের পোষ্ট ওই জায়গাটিতে যায়না, তার উপর আবার যদি এডভান্স ওই কথা বলি, তাহলেতো গেছি জিন্দেগীর জন্য
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪০
s r jony বলেছেন:
৪৫| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আর যদি আমার এই মন্তব্য আপনি তেলামি ভাবেন তবে মিস্টার জনি আই এম ভেরি মাচ সরি টু স্যা দ্যাট যার কারনে আমার আজকের এই অবস্থান তাকে অন্তত আমি গালি দিতে পারিনা বরং কেউ দিলে তার প্রতিবাদ করি। ধরেন আপনার মাকে যদি কেউ গালি দেয় আর আপনি প্রতিবাদ করেন তবে সেটা নিশ্চয় আপনি তেলামি বলবেন না। যে পাতে ভাত খান ওই পাতে ছেদ করতে নাই। পারলে দোষ ঢেকে রেখে তাকে একটু আড়ালে রেখেই শুধরান হল বুদ্ধিমানের পরিচয় ।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৫
s r jony বলেছেন:
ধুর! এই সব কি কন?
আমি সামুরে খারাপ কইলাম কেমনে? কে আপনাকে কান পরামিস দিছে?
আমি তো সুধু নির্বাচকদের কি করা উচিত বলে মনে করি সেটা লিখছি। মানা, না মানা তাদের ব্যাপার। শেষ।
এত গুল কমেন্ট/লেখা দিয়ে আপনি কেন আমাকে সামুর বিপক্ষে নেবার চেস্টা করছেন? কেন পোস্টের মোটিভ ঘুরাচ্ছেন?
আমি কি সামুর শুভাকাঙ্ক্ষী নই? আমি কি সামুর ভাল মন্দ বলতে পারব না? আমার কি পরামর্শ দেবার অধিকার নাই?
ভাই শুনেন, এভাবে প্যাচাইয়া তো লাভ নাই? শিরোনাম নিয়া আপত্তি জানাইছেন, সেটার ব্যাখ্যা আমি দিছি। ঘটনা শেষ। আর যদি বলেন এইসব বলার অধিকার দিবেন না, তাহলে সরাসরি বলেন, আর লিখব না।
৪৬| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৭
আমিনুর রহমান বলেছেন:
লেখক বলেছেন: আমি জানি ভাই আপনি খুব বড় মানুষ, খুব ব্যাস্ত মানুষ, তাই বলে সুধু পোস্টের শিরোনাম দেখেই কমেন্ট করলেন!!। অন্তত আমার পোস্ট'টা সম্পুর্ন পড়বেন বলে আশা করেছিলাম। আর এই পরামর্শ মুলক পোস্টে আপনি পরামর্শ দিবেন বলেই আশা করেছিলাম, সেটা ব্লগার হিসেবেই হোর অন্য কিছু হিসেবেই হোক।
কমেন্টস আর করব না মনে করেছিলাম। আমি সাধারন মানুষ আর সাধারনই থাকতে চাই আমি মহান হতে চাই না আর আমার মহান হওয়ার কোন প্রয়াসও নাই। আমি আপনার পোষ্ট সম্পূর্ণ পড়েছি। আর পরামর্শের কথা বললেন সেটা আপনি চাননি আর আপনি চাইলেও আমার দেয়ার ক্ষমতা নাই বা আপনার নেয়ার মানসিকতা নাই। এটা আপনারই ভাবনা ভুলে গেলে এখানে দেখে নিবেন ।
আপনি উপরের একটি কমেন্ট রিপ্লাই এ লিখেছেন
তাছাড়া ব্লগার ফিফা ঐ শিরোনাম দিয়েছে, তাকে কেন আপনারা তখন কিছু বলেন নাই? সে সেলিব্রেটি ব্লগার তাই? ওওওও বুঝলাম, “কৃষ্ণ করলে লিলা খেলা, আর আমরা করলেই ঢঙ্গ”।
সময় আর ব্যক্তি একটা বড় ব্যপার। তখন নির্বাচনী পাতা আর এখনকার নির্বাচনী পাতার মধ্যে ব্যপক পরিবর্তন আছে। তাছাড়া ফিফা আর s r jony এর নিকের মধ্যে ওজনের একটা পার্থক্য আছে।
আমার প্রথম কমেন্টটির সাথে “সারমর্ম”/“পাদটিকা”উল্লেখ করিনি বলে আপনি বুঝেন নাই আমার কমেন্টস তাই অহেতুক মাথা গরম রিপ্লাই দিয়েছেন এই কমেন্টের পর নিশ্চয়ই “সারমর্ম”/“পাদটিকা”উল্লেখ নাই !!
ভালো থাকবেন।
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫০
s r jony বলেছেন: আমাকে তো পরামর্শ দিতে বলি নাই।
বলেছি নির্বাচিত পাতা নিয়ে যেন কেউ অভিযোগ করতে না পারে সেটা সলভ করার পরামর্শ দেন,
সামুর ভাল জন্যেই সেটা বলেছিলাম। কারন এই পোস্ট দেবার আগের দিন, ফেবু গ্রুপে একটি স্টাটাস দেখেছি, এবং এর জন্যে দুই ব্লগারের কাইজ্জাও দেখেছি। যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় সেটার জন্যেই এই পোস্ট দেওয়া, কিন্তু আপনারা উল্ট বুঝলেন।
আমি দুঃখিত ভাইয়া,
সামুতে ব্লগারদের শ্রেনি বৈষম্য আছে সেটা জানা ছিল না।
ভাল থাকবেন
৪৭| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫১
আমিনুর রহমান বলেছেন: আমার প্রথম কমেন্টটির সাথে “সারমর্ম”/“পাদটিকা”উল্লেখ করিনি বলে আপনি বুঝেন নাই আমার কমেন্ট তাই আপনি অহেতুক মাথা গরম রিপ্লাই দিয়েছেন। এখন এই কমেন্টের পর নিশ্চয়ই আর “সারমর্ম”/ “পাদটিকা” উল্লেখ করার প্রয়োজন হবে না !!
আমার আগের কমেন্টস এর শেষ প্যারার কারেকশন হয়েছে উপরের অংশে
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫১
s r jony বলেছেন: আমি অতি সাধারন মানের ক্ষুদ্র ব্লগার, আমার এন্টিনার ফিকুয়েন্সি লেভেল খুব কম, আমি ঘোরপ্যাচ বুঝি না, আমাকে যা বলবেন সরাসরি বলেন, গালি দিতে চাইলেও সরাসরি দেন।
৪৮| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩
দূর্যোধন বলেছেন: হাহাহাহা ! হোয়াই সো সিরিয়াস, সান ?
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৮
s r jony বলেছেন: আরে কি সৌভাগ্য আমার!!!!
গরিবের বাড়িতে হাতির পারা।
যাই হোক ভাই,
এই পোস্ট ছিল এক উদেশ্যে, আর শেষ হল অন্য ক্যাচালে। তারপরেও আমি খুশি আমার পোস্টে আপনাকে পেয়ে। ভাল থাকবেন।
৪৯| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
শ্রদ্ধেয় জনি ভাই, আপনি যে পোস্ট থেকে শিরোনামটি কপি করেছেন সেই পোস্ট থেকেই জানা আপুর এবং ব্লগার ফিউশন ফাইভের করা দুটি মন্তব্য এখানে তুলে ধরছি আশা করি আমাদের সকলের জন্যই সেটা মঙ্গল জনক হবে হয়ত আপনি ওই মন্তব্য দুটি না পড়েই পোস্ট দিয়ে ফেলেছেন শুধু শিরোনাম পছন্দ করে যেটা মোটেই উচিত হয়নি। কারো অন্ধ অনুকরণ করবেন না নিজ থেকে বিবেচনা করুন মন্তব্য দুটি পড়ে।
জানা বলেছেন:
ধন্যবাদ ফিউশন ফাইভ, ধন্যবাদ অংশগ্রহণকারী সকল ব্লগার।
সবার বোঝার সুবিধার্থে এখানেই কিছু কথা বলা দরকার মনে হচ্ছে।
সর্বোচ্চ সংখ্যক ব্লগারের চাওয়াকে প্রাধাণ্য দিয়েই এই প্ল্যাটফর্মটির সাম্প্রতিক নানান পরিবর্তন/পরিবর্ধনে আমরা 'নির্বাচিত ব্লগ' পাতাটি যোগ করেছি। কথা হলো, কে বা কারা এই পোস্টগুলো নির্বাচন করবেন, কোন মানদন্ডে করবেন, কতখানি নিরপেক্ষতা রক্ষা হবে, কেন বা কোন কারনে পোস্ট নির্বাচকদের উপর আস্থা রাখা হবে ইত্যাদি হাজারো যৌক্তিক প্রশ্ন আমরা নিজেরাই ভাবেছি। পাশাপাশি ব্লগাররাও তাঁদের দীর্ঘদিনের ব্লগ বিষয়ক অভিজ্ঞতা, সৃজনশীলতা, বিবেচনা বোধ এবং সর্বোপরী দায়িত্বশীলতা নিয়ে এই বিষয়টিতে স্বেচ্ছায় সহযোগিতার কথা ইমেইল সহ ব্লগেই জানিয়েছেন বহুবার। ব্লগারদের এই স্বতঃস্ফূর্ত আগ্রহটি আমাদের ভাল লেগেছে এবং কার্যকরী হবে বলে মনে হয়েছে। পাশাপাশি মডারেশন টিমের প্রতি প্রচলিত(!!!) অনাস্থা পোষনের সুযোগ থাকবেনা এবং ব্লগটির গতিময় পরিচালনার একটি বিশেষ দিকে ব্লগারদের সরাসরি অংশ গ্রহণও আনন্দদায়ক হবে বলে মনে করেছি।
এই 'ব্লগ নির্বাচক' নির্বাচনের বিষয়টি আমরা অত্যন্ত আন্তরিকতা ও যত্নের সাথে করার চেষ্টা করেছি যাতে কোনরকম ভুল বোঝাবুঝি বা সন্দেহের সুযোগ না থাকে। এক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে বিষয়গুলি মোটামুটিভাবে বিবেচনা করেছি তা হলো:
ক) ব্লগে নিয়মিত অংশগ্রহণকারী (অর্থাৎ ব্লগের গতি প্রকৃতি এবং নিয়ম.নীতির সংগে পরিচিত এবং অভ্যস্ত ব্লগার)
খ) অপপ্রচার, ব্যক্তিআক্রমণ এবং বিভ্রান্ত সৃস্টি, অসততা (সব অর্থেই) ইত্যাদি বিষয়গুলোর সাথে যে ব্লগারের সম্পৃক্ততা নেই।
গ) স্বদেশ, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং যেকোন ধর্ম-বর্ণ গোত্র নিয়ে বিরোধ বা বিরুদ্ধাচরণ এবং অস্থিরতার সাথে যুক্ত নন/ছিলেননা।
এরপর আমরা সেই ব্লগারদের ইমেইল করি এবং প্রতিউত্তরে তাঁদের সম্মতি, আগ্রহ ও দায়িত্বশীলতার প্রতিশ্রুতি পাওয়ার পর পোস্ট নির্বাচনের সুযোগ দেয়া হয়েছে।
এখানে একটি কথা বলা খুব দরকার। সেটা হলো পোস্ট নির্বাচনে যারা অংশ নিচ্ছেন, তাঁদের কেউ কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দকে প্রাধাণ্য দেয়ায় আমরা তাঁদের সেই একসেস বন্ধ করে দিয়েছি এবং পোস্ট নির্বাচন পদ্ধতিটি আরেকটু ভিন্ন করার লক্ষ্যে কাজ করছি যাতে চাইলেই কেউ ব্যক্তিগত/ব্যক্তি স্বার্থ ইত্যাদি বিষয়গুলো চর্চা না করতে পারেন।
ইতিমধ্যে অনেকগুলো উদাহরণই এসেছে। তবে আমি একটি উদাহরণ এবং তার ব্যাখ্যা দিতে চাইছি।
আগস্টের মাঝামাঝি সময়ে একটি ছুটির দিন দুপুরে বিগত সরকারের দু'জনকে নিয়ে একটি অত্যন্ত নিম্নরুচীর পোস্ট দেখতে পাই এবং আরও লজ্জাষ্কর ব্যপার যে সেটি ছিল নির্বাচিত পোস্টে। অত্যন্ত দুঃখজনক যে যিনি এটি নির্বাচন করেছেন নিশ্চয়ই তিনি ভিন্ন মতাবলম্বী এবং পোস্টটিতে তাঁর একরকম অন্যায় সমর্থন থাকায় তা তিনি নির্বাচিত পাতায় তুলে দিয়েছেন। আমরা তাঁকে এই কাজটি থেকে সরিয়ে দিয়েছি। দায়িত্ব প্রাপ্ত ব্লগারদের বলছি, আপনার একান্ত ব্যক্তিগত ভাললাগায় প্রভাবিত না হয়ে সুস্থ ও সুষ্ঠু ব্লগিংকে সবার নজরে রাখতে সঠিক পোস্টটিতে 'ভাল লাগা' জানান।
পুরো বিষয়টি যেন সুযোগ অপব্যবহারের শিকারে পরিনত না হয় সে চেষ্টাই করছি আমরা। আমাদের সমালোচনার পাশাপাশি সহযোগিতাটুকুও করুন। সামহোয়্যার ইন ব্লগ আপনার, আমার, আমাদের সবার।
ভাল থাকুন সবাই।
ব্লগার ফিউশন ফাইভ বলেছেনঃ
ব্লগ নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা যারা সাধারণ ব্লগার, তাদের ধারণা ছিল না এতোদিন। আপনার এই মন্তব্য থেকে পুরো বিষয়টি স্পষ্ট হল। ইতিমধ্যে যারা দায়িত্বে অবহেলা কিংবা পক্ষপাত দেখিয়েছেন, তাদের কারো কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবরেও আমরা আশ্বস্ত হলাম। আমরা মনে করি, পোস্ট নির্বাচনে প্রশ্নাতীত নিরপেক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। পোস্ট বিচারের প্রশ্নে কে বন্ধু-কে শত্রু-কে ভাসুর-কে অসূর সেটা দেখার সুযোগ নেই। পোস্ট নির্বাচন পদ্ধতি নিয়ে একটি গাইডলাইন প্রস্তাব করছি আপনার কাছে। সেটি নিম্নরূপ:
১. লেখাটি মৌলিক কিনা? মৌলিক মানে আবার গল্প-কবিতা-উপন্যাসের ছড়াছড়ি নয়।
২. লেখাটা কপি-পেস্ট কিনা? সূত্র হিসেবে কোনো সংবাদ বা বিশ্লেষণের কথা অবশ্যই আসতে পারে, তবে সেখানে নিজস্ব মতামত বা বক্তব্য থাকা জরুরি।
৩. লেখার ব্ক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কিনা? লেখায় উপাদান যা-ই থাকুক না কেন, সেটি যতো ভালোভাবেই লিখিত হোক না কেন, তাতে স্বাধীনতাবিরোধীদের স্বার্থ রক্ষা করা হচ্ছে কিনা? রাজাকারিতা প্রকাশ পাচ্ছে কিনা?
৪. লেখক স্বাধীনতাবিরোধী অপশক্তির সহযোগী হিসেবে ইতিপূর্বে চিহ্নিত ও সমালোচিত কিনা?
৫. প্রপাগান্ডামূলক ধর্মীয় পোস্ট কিংবা আক্রমণাত্মক ধর্মবিরোধী পোস্ট - কোনোটিই নির্বাচিত পোস্টে আসা উচিত নয়। তবে যুক্তিপূর্ণ সমালোচনা গ্রহণযোগ্য।
৬. ছবিব্লগ হলে সেটি নিজের তোলা কিনা।
৭. অনেকে ফেসবুক স্ট্যাটাসের মতো করে দু চার লাইন লিখেই পোস্ট দিয়ে ফেলেন, ব্লগ পোস্টের সঙ্গে ফেসবুক স্ট্যাটাসের পার্থক্য আছে। ফলে অপরিণত কোনো লেখা, বিষয়বস্তু তার যতো ভালোই হোক, নির্বাচিত পোস্টে আসা উচিত নয়। তবে যদি ব্রেকিং কোনো নিউজ হয়, তাহলে একলাইনের পোস্টও গুরুত্ব বিবেচনায় নির্বাচিত পোস্টে আসতে পারে। যেমন ভূমিকম্প, ঘটনা-দুর্ঘটনা।
৮. গল্প ও কবিতা নির্বাচন সবসময়ই দুরূহ। সামহোয়্যারে এমন কেউ কেউ আছেন, যাদের লেখা যে কোনো গল্প কিংবা কবিতার মান নিয়ে ভরসা রাখা যায়। তবে তুলনামূলক নবীন যারা, তাদের গল্প ও কবিতা নির্বাচনে সংশ্লিষ্ট লেখায় পাঠকের প্রতিক্রিয়া দেখলে মান সম্পর্কে মোটামুটি নিঃসন্দেহ হওয়া যায়। আবার নির্বাচিত পোস্টকে যেন গল্প-কবিতা দিয়ে ভারাক্রান্ত করে ফেলা না হয় - খেয়াল রাখতে হবে সেদিকেও। প্রকৃতপক্ষে ব্লগ সাহিত্যচর্চার জায়গাও নয়।
৯. যে বা যারা নির্বাচিত পোস্টের দায়িত্বে থাকবেন, নবীন-প্রবীণ সব ধরনের ব্লগার সম্পর্কে ধারণা থাকতে হবে তাদের। ব্লগে কার কী রকম আচরণ, লেখালেখির ধরন ও মান কেমন - সে সম্পর্কে যতোটা সম্ভব ধারণা রাখতে হবে।
১০. সবকিছুর ওপরে থাকা চাই বিবেচনাবোধ।
আপনাকে ধন্যবাদ, কর্তৃপক্ষের তরফে আন্তরিক সদিচ্ছা প্রকাশের জন্য।
আশা করি এর পর আর কোন কথাই থাকতে পারেনা। ধন্যবাদ আপনি আমার কথা না বুঝে উল্টো রথেই চলেছেন।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২০
s r jony বলেছেন: সাথে এগুলও পড়ে দেখতে পারেন
নির্বাচকদের প্রতি ক্ষুদ্র ব্লগারের কিছু কথা
* একজন সুপরিচিত পুরাতন ব্লগারের লেখা, সুধু মাত্র এই কারনে তার পোস্ট নির্বাচন হবে এটা কোনো কারন হতে পারে না।
* সুধু মাত্র আপনার পরিচিত ব্লগার, তাকে খুশি করতে তার পোস্ট নির্বাচিত করতে আপনে পারেন না। আবার তেমনি নিজেকে ফ্রেস, সুশীল, বা মহান হিসেবে প্রতিষ্ঠা করতে আপনি আপনার পরিচিত ব্লগারদের কোনো লেখাই নির্বাচিত করবেন না, এটাও মেনে নেওয়া যায় না। আপনি ভাবতে পারেন এই মহান গিরি দেখিয়ে সাধারন ব্লগারদের কাছে আপনি ভাল থাকবেন, আসলে বিষয়’টা মিথ্যা, সবাই এই কপট সাধুতা বুঝতে পারে।
*নতুনদের উৎসাহিত করবেন বলে তাদের পোস্টই সুধু নির্বাচিত করবেন, সেটা ঠিক না। নতুনদেরকে উৎসাহিত করতে তাদের লেখা সময় নিয়ে পড়ুন, মন্তব্য করুন, পরামর্শ দিন। এতে তাদের লেখার মান ভাল হবে। কিন্তু যদি সুধু নতুন বলেই তার লেখা নির্বাচিত করেন তাহলে সেটা তাকে হত্যা করার শামিল হবে, কারন উনি উনার “ভাল লেখার” যে টার্গেট থাকে, সেটা হারিয়ে ফেলবেন।
*যদি বিটিভি’র মত সরকারের পক্ষপাত মুলক পোস্টই সুধু নির্বাচন করেন, আর সরকারের সমালোচনা মুলক পোস্ট এড়িয়ে যাবেন, তাহলে সেটা ভন্ডামি হবে।
*মাত্র একজন নির্বাচকের ভাল লাগতেই পোস্ট নির্বাচিত হওয়া উচিত নয়, বা একই গ্রুপের, একই মতাবাদের সব ব্লগার কে নির্বাচক করা উচিত না। কারন ৫ জন বা ১০ জন নির্বাচকের প্রিয় ফল “আপেল” আর প্রিয় খাবার “বার্গার” হলেই সব ব্লগারের "আপেল বা বার্গার" ভাল লাগতে নাও পারে। ভিবিন্ন মতবাদের, বিভিন্ন দলের ব্লগারদের দিয়ে পোস্ট নির্বাচিত করা হলে ভাল হয়।
*নির্বাচক’রা যদি নিজেদের নতুন কোনো এজেন্ডা নিয়ে কাজ করেন, বা সিন্ডিকেট তৈরি করতে চান সেটা দৃষ্টিকটু দেখায়।
*যদি সুধুই গল্প/কবিতা/উপন্যাস/ইতিহাস পোস্টই নির্বাচিত করবেন আর অন্যান্য পোস্ট আস্তকুড়ে ফেলবেন তাহলে বুঝব আপনার বল্গিং জ্ঞান বলে কিছু নেই। সুধুই গল্প/কবিতা/উপন্যাস/ইতিহাস ছাড়াও সুন্দর সুন্দর ছবি পোস্ট দিয়েও ব্লগিং হয়। আবার আমার মত যারা গল্প কবিতা লিখতে না পারি তারাও নিজের “আত্তকথন” দিয়ে পোস্ট দিতে পারি, এলাকার বিভিন্ন সমস্যা বা ঘটনা তুলে ধরেও পোস্ট দেওয়া যায় এটাও পরিপুর্ন ব্লগিং এর নিয়ম।
৫০| ০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: এটা একদম সমসাময়িক। সর্বেশষ পিন করা লেখাটি দেখে আমার মনে হয়েছে এটির জবাবে আপনার লেখাটিই যথার্থ।
আমাদের গলা ছোট, হাতে খাট তাই লিখতে পারি না, বলতে সংকোচ হয়-যা আপনার হয়নি। এজন্য আপনি অবশ্যই সাধুবাদ পাোয়ার যোগ্য।
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২১
s r jony বলেছেন: আমার জানামতে সামুতে কারো সাদা হাত বড় বা ছোট নয়, কারো কন্ঠ রোধ করা নাই।
মন্তব্যের জন্যে ধন্যবাদ
৫১| ০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:২২
দোলাভাই বলেছেন: রাম ছাগলদের নাম কি?
বি কুল ম্যান
০৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮
s r jony বলেছেন: শিরোনাম'টি একটি রুপক বা আবহ সঙ্গিত হিসেবে ব্যাবহার হয়েছে, ঐটা বাদ দিয়ে মুল ইস্যুতে আলোচনা করি আসেন।
৫২| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২০
এবং ব্রুটাস বলেছেন: আপনি আমার মন্তব্যের জবাবে বললেন,
ব্লগার ফিফা ঐ শিরোনাম দিয়েছে, তাকে কেন আপনারা তখন কিছু বলেন নাই? সে সেলিব্রেটি ব্লগার তাই? ওওওও বুঝলাম, “কৃষ্ণ করলে লিলা খেলা, আর আমরা করলেই ঢঙ্গ”। সামুতে সকল ব্লগারেরই সমান অধিকার হবার কথা, নাকি আপনেরা শ্রেনি বৈষম্য খুজেন? ব্লগারদের বৈষম্য করা কি ঠিক?
ফিফা যেই সময় ঐ পোস্ট দিয়েছে, তখন নির্বাচিত পাতায় কি ধরনের পোস্ট ছিল আর আপনি যখন পোস্ট দিলেন তখন নির্বাচিত পাতায় কি ধরনের পোস্ট ছিল আশা করি তুলনা করাটা আপনার জন্য খুব কষ্টকর হবে না।
আমার আর কিছু বলতে হবে না। ভালো করে চোখ মেলে দেখুন নিজেই জবাব পেয়ে যাবেন।
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩
s r jony বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ
৫৩| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১
প্রত্যাবর্তন@ বলেছেন: শিরোনামে তো ফাটায় দিসেন ।
৫৪| ১০ ই জুন, ২০১৩ ভোর ৪:৪৫
তামিম ইবনে আমান বলেছেন: ১০০% সহমত
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১০
s r jony বলেছেন:
ব্যান হবার আশঙ্কা করছি, আপাতত "গা ঢাকা" দিলাম।
তাই কমেন্টের রিপ্লাই দিতে দেরি হবে